আমি আজকে আপনাদের মাঝে ঝিনুকের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছে। আসলে গ্রাম অঞ্চল এবং নদীর পাড়ে গ্রামের মানুষরা এই সকল ফটোগ্রাফি গুলো দেখতে সত্যি বেশ পছন্দ করে। আসলে শহর অঞ্চলের মানুষ এরকম ফটোগ্রাফি দেখে না বললেই চলে তবে গ্রাম অঞ্চলের মানুষ এরকম ফটোগ্রাফির সাথে বেশ পরিচিত আমিও এই ফটোগ্রাফিগুলোর সাথে বেশ পরিচিত। গত কয়েকদিন আগে আমি আমাদের পুকুর পাড়ে গিয়েছিলাম সেখান থেকে একটি ঝিনুক দেখতে পেয়েছিলাম সেখান থেকে আমি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব। আসলে যেকোনো জিনিস আমি চোখে দেখলে ভালো লাগলে আমার মোবাইলে ক্যামেরা বন্দী করে রাখার চেষ্টা করি সেগুলো আপনাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করি। আসলে আপনাদেরকে প্রতিনিয়ত আমি আমার জায়গা থেকে আনন্দ দেওয়ার চেষ্টা করি এবং নিজেদের মধ্যে শেষ হওয়ার আনন্দ গুলো ভাগাভাগি করে নেয়ার চেষ্টা করি এভাবেই প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা সবসময় আমার সাথে থেকে সহযোগিতা করবেন এবং সুন্দর নতুন নতুন দৃশ্য আপনারা দেখতে পারবেন আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে
Today I have come to you with a photograph of oysters. In fact, people in rural areas and on the banks of rivers really like to see all these photographs. In fact, people in urban areas do not see such photographs, but people in rural areas are quite familiar with such photographs. I am also quite familiar with these photographs. A few days ago, I went to our pond and saw an oyster from there. From there, I captured a very beautiful photograph on my mobile camera. I will share it with you. In fact, if I like anything I see with my eyes, I try to capture it on my mobile camera and present it to you very beautifully. In fact, I always try to give you joy from my place and try to share the joy of ending among ourselves. In this way, I am constantly trying to move forward. I hope that you will always cooperate with me and you will be able to see beautiful new scenes. I am ending here like today, thank you all.