Friends of my blurt space Community
I'm @rex-kibreay from Bangladesh
গতকালকে বিকেল বেলায় আমি আমাদের গ্রামের রাস্তায় বাইক নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। রাস্তা যখন আমি ঘুরতে বের হয়েছিলাম তখনই আমি আমার পকেট থেকে মোবাইল ফোন বের করে রাস্তার বেশ কিছু ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে আপনাদের মাঝে প্রতিনিয়ত আমি চমৎকার কিছু পোস্ট শেয়ার করে থাকি চেষ্টা করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছবি দিয়ে পোস্ট শেয়ার করার জন্য। সেই ধারাবাহী কোথায় আজকে চলে এসেছি আপনাদের মাঝে ট্রাভেল পোস্ট শেয়ার করার জন্য। বিকেল বেলায় ঘুরতে বের হয়ে বিভিন্ন ধরনের জায়গা উপভোগ করেছিলাম এবং সৌন্দর্যের আমি বেশ কম দিয়েছিলাম। বিকেল বেলায় চানাচুর এবং ঝাল মুড়ি খেতে আমার কাছে বেশ ভালো লাগে। সব বেশ দারুন সময় অতিবাহিত করেছিলাম সেদিন। আসলে বিকেল বেলায় অনেক ছোটবেলা ছিল সে সময় বন্ধু-বান্ধব সকলে একসাথে ঘুরে বেড়াতাম এবং গ্রামের মধ্যে হেঁটে বেড়াতাম সেদিনের স্মৃতি গুলো মনে পড়লে সত্যি বেশ ভালো লাগে। তবে এখন বড় হয়েছে আর সেই শৈশবের বন্ধু বান্ধব নেই তবে অনেকদিন পর যখন তাদের সাথে দেখা হয় বেশ ভালো লাগে।
Yesterday afternoon, I went out for a bike ride on the roads of our village. When I went out for a ride, I took out my mobile phone from my pocket and took some pictures of the road to share with you. Actually, I always share some wonderful posts with you, trying to share posts with different types of pictures at different times. Where did that trend go today to share a travel post with you. In the afternoon, I went out for a ride and enjoyed different types of places and I paid quite a bit of attention to the beauty. I really enjoyed eating chanachur and jhal muri in the afternoon. I had a great time that day. Actually, in the afternoon, when I was a child, all my friends used to go out together and walk around the village. It is really nice to remember the memories of that day. However, now that I have grown up and those childhood friends are gone, it is really nice to meet them after a long time.