আপনার উপরের ছবি দেখে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আজকে আপনাদের মাঝে শীতকালে আগুন পোহানোর কিছু দৃশ্য তুলে ধরেছি। আমি চেষ্টা করি আপনাদের মাঝে সব সময় সময় উপযোগী পোস্ট শেয়ার করার জন্য আসলে সময় পেলে পোস্টগুলো শেয়ার করতে আমার নিজের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। প্রতিনিয়ত আমি যে সকল কাজকর্মগুলো করে থাকি সেই কাজকর্মের ভিত্তিতে আপনাদের মাঝে ছবি তুলে সেই ছবিগুলো শেয়ার করার চেষ্টা করি। আসলে আমি যখন দেখেছিলাম তখন এই ধরনের বিভিন্ন কাজে অংশগ্রহণ করতাম ছোট্ট ছেলেদের সাথে আগুন পোহানো থেকে শুরু করে অনেক কাজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে শীতকালে আগুন ধরতে সত্যি আমার কাছে বেশ ভালোই লাগে কেননা শীতের সময় গরমের একটু আবহাওয়া দরকার তবে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় শীতের পরিমাণটা একটু দেখা যায় বেশি। তাই আমি বেশিরভাগ সময় নেওয়ার চেষ্টা করি এবং সেই শীতের অনুভূতিগুলো আমি নিজেও আমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি এবং সে অনুভূতিগুলো দিয়ে আপনাদের মাঝে প্রতিনিয়ত পোস্ট শেয়ার চেষ্টা করব। আসলে এ সকল সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেরে সত্যি আমি নিজেও আনন্দিত। আশা করি আজকে আপনারা আমার লেখা পোস্ট দেখতে পারবেন এবং পোস্ট থেকে ভালো লাগবে এবং সে আপনাদের মুহূর্তগুলো এখানে তুলে ধরবেন এবং সেই সকল মুহূর্ত আমি অবনতির মাঝে শেয়ার করব আমার নিজের কাছেও বেশ ভালো লাগে মুহূর্তগুলো আপনাদের মাঝে থেকে আপনাদের প্রতিনিয়তপুর শেয়ার করে আসছে এবং আপনাদের মাঝে তুলে ধরে আশা করি ভালো লাগবে।
If you look at the picture above, you can see that I have shared some scenes of making fire in winter with you today. I try to share timely posts with you all the time, but when I get time, I like to share the posts the most. I try to take pictures based on the activities that I do every day and share those pictures with you. In fact, when I saw it, I used to participate in various such activities, starting from making fire with small boys, and I have tried to share many activities with you. In fact, I really like making fire in winter because I need a little warm weather during winter, but Bangladesh has a little more winter than other countries. So I try to take most of the time and try to adapt to those winter feelings with myself and I will try to share posts with you regularly with those feelings. In fact, I am really happy to be able to share all these beautiful moments with you. I hope you will be able to see the post I wrote today and like it and that it will highlight your moments here and I will share all those moments in between. I also like it very much. I have been sharing the moments with you constantly and I hope you will like it by highlighting them among you.
আমি প্রতিনিয়ত আমার পোষ্টের নিচে আমাদের কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে কমিউনিটিতে ডেলিগিশন করতে হবে এরকম একটি ভিডিও প্রতিনিয়ত আমার পোষ্টের নিচে শেয়ার করে আসছি। সেই ধারাবাহিকতায় আজকেও আমি আমার পোষ্টের নিচে ভিডিও শেয়ার করব। আমাদের কমিউনিটি ডেলিগিশন সার্ভার একাউন্টের নাম @blurtspace আপনারা চাইলে যে কোন ইউজার এখানে ডেলিগিশন করতে পারবেন। আমাদের কমিউনিটির একাউন্টে ডেলিগিশন করলে আপনারা ভোট পাবেন এক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে ডেলিগিশন এমাউন্ট অনুযায়ী এ রিওয়ার্ডস পাঠিয়ে দেওয়া হবে। প্রতিনিয়ত আমরা এই ধারাবাহিকতা গুলো পালন করে আসছি আপনারা আমাদের কমিউনিটির ডেলিগিশন একাউন্ট ভিজিট করলে বুঝতে পারবেন। আসলে আমরা অন্যান্য ডেলিগিশন একাউন্ট থেকে নিজেরা একটু আলাদাভাবে ডেলিগিশন একাউন্ট তৈরি করেছি যাতে কোন ট সিস্টেম ভোট না হয় এ ক্ষেত্রে আপনারা blurtbooster থেকেও ভোট পাবেন কোন সমস্যা নেই । যদি এক্ষেত্রে কোন সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমারও চেষ্টা করব এই সমস্যা গুলো সমাধান করে দেওয়ার জন্য। আমাদের কমিউনিটিতে যে সকল ইউজার আছে প্রত্যেকেই ডেলিগিশন করেছে এবং নিজেরা প্রত্যেক সপ্তাহে রিওয়ার্ডস নিচ্ছে এবং প্রত্যেকটা পোস্টে ভোট নিচ্ছে আপনারাও চাইলে আমাদের কমিউনিটির নিয়ম গুলো মেনে ডেলিগিশন করতে পারেন এক্ষেত্রে আপনারাও প্রত্যেক সপ্তাহের রিওয়ার্ডস পাবেন। তাই আমরা কমিউনিটির সকল ইউজারদের কথা মাথায় রেখে প্রতিনিয়ত সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নতুন নতুন আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি ভিডিও দেখলে আপনারা কমিউনিটিতে ডেলিগিশন করতে পারবেন যদি কোন সমস্যা হয় আমাদের discord সার্ভার যোগাযোগ করবেন আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।
I have been sharing a video under my post on how to delegate in the community to move our community forward. In that vein, today I will also share a video under my post. The name of our community delegation server account is @blurtspace. Any user can delegate here if you want. If you delegate to our community account, you will get votes. In this case, rewards will be sent every week according to the delegation amount. We have been following this consistency constantly. You will understand if you visit our community delegation account. In fact, we have created a delegation account a little differently from other delegation accounts so that there is no system vote. In this case, you will also get votes from blurtbooster. If there is any problem in this case, please contact us and I will try to solve these problems. All the users in our community have delegated and are getting rewards every week and voting on every post. If you want, you can also delegate by following our community rules, in which case you will also get rewards every week. So, keeping in mind all the users of the community, we are constantly sharing new ideas with you to move forward beautifully. I hope that after watching the video, you will be able to delegate in the community. If you have any problems, please contact our discord server and we will try to solve them. Thank you all.