Tea time in the dark of night

in blurt-188398 •  3 months ago 

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @rex-kibreay from Bangladesh

1000069132.jpg

Assalamu Alaikum my blogging friends hope you are doing well. I am also very well with your prayers. I'm @rex-kibreay today I'm going to share with you some moments of tea in the dark of night. Me and a boy next to my house went for tea yesterday evening. Actually we both went to our Bamundi market for tea. After going there, first we both left the house with bikes. In fact, in the dark of the night, I like to ride my bike anywhere to get something to eat. In fact, I almost always take my bike out of the house in the evening to go for a walk or to eat somewhere. Yesterday I and the boy next to my house went together to our bamundi market. There we visited the new super shop of Bamundi Bazaar for some time. I was really happy to know that Bagmandi Bazar has a supershop. In fact, I never thought that such high quality things would come in this small town of ours. Later, when these things are coming before my own eyes, it really feels good to me. Every man conceives every man's city. I am also very proud of my own city. Actually our town had nothing much in the beginning but later on we see some pretty cool Amaze celebrations. We hope that our city will gradually move towards better development. Truly every man loves his neighborhood more than his own life. Different people of our area are trying hard to improve this city. Through the tireless efforts of each and every person, our temple city has reached great heights today. Hope to reach many more heights very soon if all of us including this boundary continue their activities like this.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people
আসসালামু আলাইকুম আমার ব্লগিং বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @rex-kibreay আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি রাতের আঁধারে চা খেতে যাওয়ার কিছু মুহূর্ত। আমি এবং আমার বাড়ির পাশের একটি ছেলে গতকালকে সন্ধ্যা রাতে আমারও দুজন চা খেতে গিয়েছিলাম। আসলে আমরা দুজন চা খেতে গিয়েছিলাম আমাদের বামুন্দি বাজারে। সেখানে গিয়ে প্রথমে আমরা দুজন বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলাম। আসলে রাতের আঁধারে আমার বেশ ভালো লাগে যে কোন জায়গায় বাইক নিয়ে ঘোরাঘুরি করতে কোন কিছু খেতে যেতে। আসলে আমি প্রায় প্রতিনিয়ত বাইক নিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বের হই কোথাও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বা কোথাও খেতে যাওয়ার উদ্দেশ্যে। গতকাল আমি এবং আমার বাড়ির পাশের ছেলেটা দুজন মিলে গিয়েছিলাম আমাদের বামুন্দি বাজারে। সেখানে গিয়ে আমরা বামুন্দি বাজারের নতুন সুপার শপ হয়েছে সেখানে বেশ কিছু সময় ঘুরে দেখেছিলাম। সত্যি বাগ্মন্দী বাজারে সুপারশপ হয়েছে জানতে পেরে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আসলে আমাদের এই ছোট্ট শহরে এত উন্নত মানের জিনিস আসবে কখনো আমি ভেবে উঠেনি। পরবর্তীতে যখন এই জিনিসগুলা আমার নিজের চোখের সামনে আসতেছে তখন সত্যি আমার কাছে বেশ ভালো লাগছে। প্রত্যেকটা মানুষ গর্ভ করে প্রত্যেকটা মানুষের শহর নিয়ে আমিও বেশ গর্ব করি আমার নিজের শহর নিয়ে। আসলে আমাদের শহরে প্রথমের দিকে তেমন কোন কিছুই ছিল না তবে পরবর্তীতে বেশ দারুন কিছু আমেজ উদযাপন দেখতে পাচ্ছি। আশা করি আস্তে আস্তে আমাদেরই শহর আরো উন্নতর দিকে ধাবিত হবে। সত্যি বলতে প্রত্যেকটা মানুষ তার আশেপাশের শহরকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আমাদের এলাকার বিভিন্ন মানুষ এই শহরকে উন্নত করার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই বা মন্দির শহর আজকে অনেক উচ্চতায় পৌঁছে গেছে। আশা করি খুব দ্রুত আরো অনেক উচ্চতায় পৌঁছাবে আমাদের এই বাউন্ডারি সহ সকলে যদি এভাবে তাদের কার্যক্রম চালাতে থাকে।

1000069130.jpg

We both wandered around for some time after going to the left mandi town. In fact, I really enjoy riding my bike in front of the lamp post in the dark of night. Then the boy next to me said brother today we will have tea together. Since the boy was taken with me, I had to fulfill all the obligations. First we both went to a tea shop and had tea. Different types of tea were available there. Color tea Milk tea Mal Aisa and different types of tea. I really love tea from my childhood. As a child, my grandfather used to take me to different shops, for tea biscuits. When I was a child, I used to have tea with my grandfather every morning in the shop near our house. Sadly my grandfather died quite a while ago he really doesn't get the love anymore. If he lives, he is really like a banyan tree in the family. I think the more seniors a family has, the better for that family. But some people in our society don't want to value them. But I respect the elderly people in our family and all families. In fact, this is what my family taught me from childhood. Trying to maintain the continuity of that family education. In fact, everything has to be managed together. Every person says that life is very easy but life is not easy but life is very difficult. Every human being has to go through many adverse series to pass this great path of life.Many obstacles have come to our family and we are now much better after those obstacles. So we always pray to God to guide us in this way throughout life. In fact, when I sat on the side of the road near the city and drank milk tea, I can't explain what I liked. Actually, I really like drinking milk tea. I eat cow's milk almost constantly at home. A cow is kept at home only for the consumption of cow's milk. From that cow, we share a lot of milk with our family. In fact, the joy of sharing anything with family is really great. Those with joint families know the fun of sharing just one thing with the whole family. In fact, the biggest contributor behind the HD joint family is Moy Murrubbira, a respected member of the family. Their tireless efforts have brought the family together today. I hope our family stays together like this for the rest of our lives. But let's talk about tea.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people
আমরা দুজন বাম মন্দি শহরে যাওয়ার পরেই সেখানে বেশ কিছু সময় ঘোরাঘুরি করেছিলাম। আসলে রাতের আঁধারে ল্যাম্পপোস্টের সামনে বাইক নিয়ে শহরের মধ্যে ঘোরাঘুরি করতে সত্যি আমার কাছে বেশ ভালো লাগে। তখন আমার পাশে থাকা ছেলেটি বলল ভাই আজকে আমরা দুজন মিলে চা খাব। যেহেতু ছেলেটাকে সাথে নিয়ে গেছে তাই সব আবদার পূরণ করতে হয়েছিল আমাকে। প্রথমে আমরা দুজন চায়ের দোকানে গিয়েছিলাম গিয়ে চা খেয়েছিলাম। সেখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যাচ্ছিল। রং চা দুধ চা মাল আইসা আরো বিভিন্ন ধরনের চা। আমি এমনিতেই ছোটবেলা থেকে চা খেতে সত্যি বেশ পছন্দ করি। ছোটবেলায় আমার দাদু আমাকে বিভিন্ন দোকানে নিয়ে বেড়াতো, চা বিস্কিট খাওয়ানোর জন্য। আমি নাকি ছোটবেলায় আমার দাদুর সাথে প্রত্যেকদিন সকালবেলায় আমাদের বাড়ির পাশে দোকানে চা খেতাম। দুঃখের বিষয় আমার দাদু বেশ কিছুদিন আগে মারা গেছে সত্যিই সে আদরটা আর পায় না। সে বেঁচে থাকলে সত্যি পরিবারের একটা বট গাছের মত। একটা পরিবারের যত বৃদ্ধ বয়স্ক মানুষ থাকবে আমি মনে করি সেই পরিবারের জন্য ততই ভালো। তবে আমাদের সমাজের এখনকার কিছু কিছু মানুষ তাদেরকে মূল্যায়ন করতে চায় না। তবে আমি আমাদের পরিবারের এবং সকল পরিবারের বয়স্ক মানুষদের শ্রদ্ধা করি। আসলে এটা ছোটবেলা থেকে আমি আমার পারিবারিক শিক্ষা পেয়ে এসেছি। সেই পারিবারিক শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছি। আসলে সকল কিছু মিলে জীবনকে পরিচালিত করতে হয়। জীবন চালানো প্রত্যেকটা মানুষ বলে অনেকটাই সহজ তবে জীবন সহজ না জীবনটা হচ্ছে অনেক কঠিন। জীবনের এই বড় পথ পাড়ি দিতে হলে প্রত্যেকটা মানুষকে অনেক পথ প্রতিকূল ধারাবাহিকতার মধ্য দিয়ে যেতে হয়। আমাদের পরিবারেও অনেক বাধা-বি পড়তে এসেছে সেই বাধা-বিপত্তি কেটে আমরা এখন অনেকটাই ভালো আছি। তাই সবসময় সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি সারা জীবন যেন এভাবেই আমাদের পথ পরিচালিত করে। আসলে শহরের পাশে যখন রাস্তার ধারে বসে দুধ চা খেয়েছিলাম তখন কি যা ভালো লেগেছিল বলে বোঝানো যাবে না। আসলে দুধ চা খেতে আমি সত্যি বেশ পছন্দ করি। প্রায় প্রতিনিয়ত বাড়িতে গরুর দুধ খেয়ে থাকি। শুধুমাত্র গরুর দুধ খাওয়ার জন্যই বাড়িতে একটি গাভী গরু পালন করা হয়। সেই গাভী গরু থেকে প্রায় প্রতিনিয়ত অনেক দুধ ভাই আমরা আমাদের পরিবারের সকলে মিলে ভাগাভাগি করে খেয়ে থাকে। আসলে যে কোন জিনিস পরিবারের সাথে ভাগাভাগি করে খাওয়ার আনন্দটাই সত্যিই বেশ দারুন। যাদের যৌথ পরিবার তারাই জানে শুধুমাত্র একটা জিনিস পরিবারের সকলের সাথে ভাগাভাগি করে খাওয়ার কি মজা। আসলে এইচডি যৌথ পরিবারের পিছনে সবথেকে বড় অবদান পরিবারের শ্রদ্ধাভাজন ব্যাক্তি ময় মুরুব্বিরা। তাদের অক্লান্ত পরিশ্রমে আজ পরিবারটাকে একসাথে একই সুতোয় বাঁধতে পেরেছে। আশা করি আমাদের পরিবার এভাবেই সারা জীবন একসাথেই থাকবে এটাই কামনা করছি। তবে চলুন চা খাওয়ার প্রসঙ্গে আপনাদের মাঝে কথা বলি।

1000069131.jpg

We ordered two cups of milk tea while sitting on chairs on the side of the road. Actually the shop is very crowded so there is not much time to have tea. After going to the shop we sat for about 10 to 15 minutes and got a chance to have tea. Really can't explain what I liked. When I got that Mahendrakashan moment with tea, it was really great. But what happened yesterday, there was a lot of milk in the tea. After I got chahal when I went to eat the shars all at once went into my mouth it was so hot that it burned my face. But I did not throw away the teas which are my best favorites and slowly finished drinking the teas. This is how I always share moments. In fact, these moments are never to be forgotten. I bought two cups of tea from that shop for just Rs.60. In fact, 60 rupees is very expensive in our area. Since I earn myself, the feeling of eating something with my own money is really great. When I was having tea, I thought I could take some pictures of the tea cup and share it with you. I will always try to share some unique post with my friends. Hope you all like today's writing post. Share your opinion through the comment box below. My best wishes to all.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people
আমরা দুজন যখন রাস্তার পাশে চেয়ার নিয়ে বসে দুই কাপ দুধ চা অর্ডার করেছিলাম। আসলে দোকানে অনেক ভিড় থাকে তাই তেমন একটা সময় সুযোগ হয়ে ওঠে না চা খাওয়ার জন্য। দোকানে গিয়ে আমরা প্রায় ১০ থেকে ১৫ মিনিট বসে থাকার পরে চা খাওয়ার সুযোগ পেয়েছিলাম। সত্যিই আমার কাছে কি যে ভালো লেগেছিল বলে বোঝানো যাবে না। যখন আমারে সেই মাহেন্দ্রক্ষণ মুহূর্ত চা হাতে পেয়েছিলাম সত্যি সেই সময় বেশ দারুণ লেগেছিল। তবে গতকালকে কি হয়েছে চায়ের মধ্যে অনেকটাই শর ছিল দুধের। আমি চাহালে পাওয়ার পরে যখন খেতে গিয়েছিলাম শরগুলো সব একবারে উঠে মুখের মধ্যে গিয়েছিল এতটাই গরম ছিল যে মুখ পুড়ে গিয়েছে। কিন্তু যা আমার বেস্ট ফেভারিট তাই চা গুলো আমি ফেলে দিয়েছিলাম না আস্তে আস্তে চা গুলো খাওয়া শেষ করেছিলাম। এভাবেই প্রায় সময় মুহূর্ত আমি সবসময় শেয়ার করছি। আসলে এই মুহূর্তগুলো কখনোই ভোলার নয়। আমি সেই দোকান থেকে দুই কাপ চা কিনেছিলাম মাত্র ৬০ টাকা দিয়ে। আসলে আমাদের এলাকায় ৬০ টাকার কিন্তু অনেক দাম। যেহেতু নিজে ইনকাম করি তাই নিজের টাকা দিয়ে নিজে কোন কিছু খাওয়ার অনুভূতিটা সত্যি বেশি দারুন। যখন চা খেতে ছিলাম তখন ভাবলাম চায়ের কাপের কয়েকটা ছবি তুলে নিয়ে আপনাদের মাঝে তাহলে শেয়ার করা যাবে। চেষ্টা করব সব সময় আমি আমার বন্ধুদের সাথে ইউনিক কিছু পোস্ট শেয়ার করার জন্য। আশা করি আজকের লেখার পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।


My best wishes and congratulations to all the users who will visit this post of mine today.

Join Our Community blurt space


1000063028.jpg

✨💞My Own Identity💞✨

1000062172.jpg

I am Md. Kibria Hossain. I live in Kamarkhali village of Gangni Thana, Meherpur District, Khulna Division, Bangladesh. My best wishes and congratulations to you all. I will try my best to take the Blurt platform to greater heights in the future. I am currently a 12th standard student. My mother tongue is Bengali. I love to speak and write in Bengali. Most of all I like to do photography. I spend most of my time traveling around. Among few hobbies my main hobby is traveling to different places. In brief I have shared my identity with you. Everyone pray for me. I wish you all the best.

✨💞Thank you for visiting my blog💞✨

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 months ago  ·  

In fact, the fun of having tea at night is different. Thank you so much for sharing a great moment with us.