আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি গত কয়েকদিন আগে আমি গোসল করতে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে একটি পার্কের মধ্যে। সেখানে গোসল করার সময় আমরা ফুটবল খেলা খেলেছিলাম এবং আমাদের এলাকায় সুইমিং পুলের মধ্যে সেখানে বেশ দারুন সময় অতিবাহিত করেছিলাম। আসলে গ্রামের সকল ছেলেরা যখন এক্সাইড আই এভাবে সময় কাটাতে ছিলাম সত্যি বেশ দারুন লেগেছিল আসলে সব সময়ের মুহূর্তগুলো আমার সাথে ছিল। আসলে গ্রামের এবং পাড়া প্রতিবেশী ছেলেরা সকলে আমাকে বেশ পছন্দ করে কেননা তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি এবং সব সময় সাথে নিয়ে ঘুরতে বেশি পছন্দ করি। আসলে সব পছন্দের মুহূর্তগুলো আমার কাছে এক আদর্শনীয় মুহূর্ত আসলে সেই মুহূর্তগুলো মনে পড়লে সত্যিই এখন বেশ খারাপ লাগে প্রবাস জীবনে পাড়ি জমানার পরে প্রতিনিয়ত চেষ্টা করছে নিজের সব সময় কাজগুলো সুন্দরভাবে পালন করার জন্য। নিজের কাজগুলো পালন করার পরে সব সময় চেষ্টা করে আবারও অনলাইনে আপনাদের মাঝে কিছু সময় অতিবাহিত করার জন্য সব মিলিয়ে বেশ ব্যস্ততার মধ্যে সময় কাটছে তাও চেষ্টা করছি এর মাঝে মধ্যে আপনাদের সাথে কিছু সময় অতিবাহিত করে মন মাইন্ড ভালো রাখার জন্য এবং কাজ করলে সুন্দর ভাবে পালন করার জন্য।
I am going to share with you today that a few days ago I went to take a bath in a park near our house. While taking a bath there, we played football and had a great time in the swimming pool in our area. In fact, when all the boys in the village were spending time like this, it was really great. In fact, all the boys in the village and the neighborhood like me a lot because I love them a lot and I always like to go out with them. In fact, all the favorite moments are ideal moments for me. In fact, when I remember those moments, I feel really bad now. After living in exile, I am constantly trying to do my work well. After doing my work, I always try to spend some time with you online. Overall, I am also trying to spend some time with you in between to keep my mind good and to do my work well.