ক্লে দিয়ে আনারস তৈরি।।

in blurt-188398 •  13 days ago 

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।


হ্যালো আমার প্রিয় বন্ধুরা।
আমি @rasel8. #বাংলাদেশ থেকে।


সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে ক্লে দিয়ে খুব সহজে আনারস তৈরি করে দেখাব। চলুন শুরু করি-

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovtw4usXnDTQyYx6qzEkSafz9a2YxmM5Ud8kmVg4eNVyk4ry9SQdbuWzU6bFveVteBMueCGj7jYa9z11eXkLKxNEi.jpeg

ক্লে দিয়ে আনারস তৈরি।


উপকরণ:-
১. বিভিন্ন কালার ক্লে।
২. কাঠি।

প্রথম ধাপ:-

20241230_143253.jpg

প্রথমে আমি তিনটা কালার ক্লে নিয়ে নিলাম। হলুদ, কমলা আর সবুজ৷

দ্বিতীয় ধাপ:-

20241230_143343.jpg

20241230_143514.jpg

এবার কিছুটা হলুদ আর কমলা কালার ক্লে এক সাথে করে মিশিয়ে নিয়ে নতুন একটা কালার ক্লে বানিয়ে নিলাম। তারপর সেটাকে আনারসের একটা আকৃতি দিয়ে দিলাম।

তৃতীয় ধাপ :-

20241230_143617.jpg

এবার একটা কাঠির সাহায্যে আনারসের গায়ে যেভাবে দাগ থাকে আড়াআড়ি ভাবে দাগ দিয়ে দিলাম।

চতুর্থ ধাপ:-

20241230_143654.jpg

20241230_144038.jpg

এবার সবুজ কালার ক্লে দিয়ে পাতাগুলো তৈরি করে নিলাম।

পঞ্চম ধাপ :-

20241230_144237.jpg

এবার পাতাগুলো আনারসের বডির সাথে লাগিয়ে দিলাম। নিচের দিকেও দুইটা পাতা এবং মাঝে কিছু কাঠ কালার ক্লে লাগিয়ে দিয়েছিলাম।

20241230_144321.jpg

20241230_144248.jpg

তৈরি হয়ে গেল ক্লে দিয়ে খুব সহজেই আনারস তৈরি। আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আসলে আমি শুধু চেষ্টটা করেছি। চেষ্টটা করলে আমরা সবাই নতুন নতুন জিনিস বানিয়ে ফেলতে পারব। আজকে এই পর্যন্তই। সবাই সঙ্গেই থাকুন আবার দেখা হবে।

সবাইকে অনেক ধন্যবাদ আজকের পোষ্টটা পড়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!