আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার পরিচয় নিয়ে কথা বলো। আমার নাম মো: রাসেল আহমেদ। আমি খুলনা, বিভাগের, কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলাতে বাস করি। আমি একজন ছাত্র। ২০২৩ সালে আমি আমার ডিপ্লোমা ইন্জিনিয়ারিং শেষ করেছি কুষ্টিয়া পলিটেকনিকের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে। ডিপ্লোমা শেষ করে আমি ডুয়েট এডমিশনের জন্য গাজিপুরে ছিলাম দীর্ঘ ১৪ মাস। কিন্তু ভাগ্যের কাছে হেরে গিয়েছি। ডুয়েটে পড়ার সৌভাগ্য আমার হয় নাই। শত কষ্ট নিয়ে আবারও বাড়ী চে আসছি নভেম্বর মাসে। এখন বাড়ীতেই আছি। জানুয়ারিতে আবারও গাজিপুরে যাব, ডুয়েটে পূর্ণরায় এডমিশন দেওয়ার জন্য।
আমরা দুই ভাই ও এক বোন। আমি পরিবারের সবার ছোট। বেশির ভাগ সময় আমি বাইরে থাকি, পড়াশুনার জন্য। আমি দীর্ঘ দিন এডমিশনের জন্য কোনো ধরনের স্মার্ট ফোন ব্যবহার করতাম না। যার জন্য পোষ্টও করতে পারতাম না। বর্তমানে বাড়ীতে এসে আমি আবার নতুন একটা ফোন কিনে আমার পোষ্ট করা শুরু করেছি। আশা করি আগামি দিনগুলো সঠিক ভাবে আমি পোস্ট করতে পারব। আমি ছবি আঁকতে, ভ্রমণ করতে খুবই পছন্দ করি। যদিও পড়াশুনার চাপে ভ্রমণ বেশি করতে পারি না, তবুও মাঝে মাঝেই সুযোগ খুজে চলে যায় ঘুরতে।
তবে আমার যেহেতু ছবি আঁকতে ভালো লাগে, এজন্য মাঝে মাঝেই রঙ পেন্সিল নিয়ে বসে যায় ছবি আঁকতে । এছাড়াও বিভিন্ন কিছু দিয়ে নতুন নতুন জিনিস তৈরি করতে আমি খুব পছন্দ করি। আমি কয়েক বছর ধরে ব্লাটের সঙ্গে যুক্ত আছি৷ নানা ব্যস্ততার কারণে সঠিক ভাবে রেগুলার পোষ্ট করা হয় নাই। আশা করি এখন থেকে প্রতিনিয়ত পোষ্ট করে যেতে পারব৷ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবে এই আশাটুকু করি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
ধন্যবাদ সবাইকে।।
Assalamu Alaikum, how are you all? Hope you all are well. Alhamdulillah I am fine too. Today I will talk to you about my identity. My name is Russel Ahmed. I live in Kumarkhali Upazila of Khulna, Division, Kushtia District. i am a student In 2023 I completed my Diploma Engineering from Electrical Department of Kushtia Polytechnic. After completing my diploma I stayed in Ghazipur for 14 long months for duet admission. But lost to fate. I was not lucky enough to study in duet. I am coming home again in November with many difficulties. I am at home now. I will go to Gazipur again in January, to give admission to Purnara in Duet.
We are two brothers and one sister. I am the youngest in the family. Most of the time I am outside, for studies. For a long time I did not use any kind of smart phone for admission. For which I could not even post. Now coming home I again bought a new phone and started my post. Hopefully I will be able to post properly in the coming days. I love to draw, travel. Although I can't travel much due to the pressure of studies, still sometimes I find an opportunity to travel.
But because I like to draw pictures, sometimes I sit down with colored pencils to draw pictures. I also love to create new things with different things. I have been associated with Blatt for several years Due to various busyness, regular posting is not done properly. I hope I can post regularly from now on I hope you all will support me.
Everyone will be fine, stay healthy. See you again with my new post.
Thanks everyone.
Welcome to Blurt! 🙂
I invite you to take part in our survey to tell us how did you find a blurt:
https://blurt.blog/blurt/@khrom/how-did-you-come-across-blurt-take-part-in-the-survey-and-get-strong-upvotes-1719947984376
Thank you so much.