Assalamu Alaikum my dear friends, how are you all? Hope everyone is well and living a very good life by the grace of Allah. Alhamdulillah I am also very well by the grace of Allah.Today I'm going to share with you guys what I did all day yesterday, I hope you'll like it. So I was walking along the road and passed by the house when I saw small children watching the peak. From there I took some pictures and I will share with you now how they made it. I captured everything from there through photographs. I will discuss with you all about how they are doing, I hope you will enjoy listening. So I woke up in the morning and washed my face as usual, took the Biras and brushed my teeth. After a short walk in the morning, he comes back home, eats a banana in the morning and leaves the house for the purpose of coaching. The coaching distance from our house is two kilometers away so I left a while ago. It takes me atleast 10 to 12 minutes to reach there, within this time I reach there, then after two hours of continuous coaching, I come home. Come and have breakfast, eat food and start studying again with a little book, then wander around a little from home, go to the market in that direction because our market is near home, that's why I come here to the market, then after wandering around for a while, I go home again. After some time during Zohar, I did not take a bath, I did not eat my lunch, I wandered around a bit. At that time, I saw these little children having a picnic. Today I will share this topic with you. You will like it very much. They are usually the houses of these little boys and girls next to our house. They were so embarrassed when I did the photography because they were so embarrassed to ever be photographed like that. Now I will tell you how they cook with all these things, I hope you will like it.
আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে খুব ভালো জীবন যাপন করছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি গতকাল সারা দিনে যা করেছি সেই সমস্ত বিষয়ে আপনাদের মাঝে আমি শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি রাস্তা দিয়ে হেঁটে বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছি তখন দেখতে পাই ছোট ছোট ছেলেমেয়েরা পিক দেখ করছে সেখান থেকে আমি কিছু ছবি তুলে নিয়ে সেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে এখন শেয়ার করব তারা কিভাবে তৈরি করল। আমি সেখান থেকে তাদের সবকিছু ফটোগ্রাফের মাধ্যমে ধারণ করেছি। তারা কিভাবে কি করছে সেই সমস্ত বিষয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে শুনতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন হাতমুখ ধুয়ে বিরাসটা হাতে নিয়ে দাঁত ঘষতে থাকি একসময় দাঁত ব্রাশ করা হয়েছে তারপরে আমি চলে যায় ওয়াশ রুম আশ্রম থেকে এসে। সকাল বেলা একটু হাঁটাহাঁটি করে আবার চলে আসে বাসাতে এসে সকালবেলা একটি কলা দিয়ে নাস্তা করে বাসা থেকে বের হই কোচিংয়ের উদ্দেশ্য। আমাদের বাড়ি থেকে কোচিং এর দূরত্ব বের হয় দুই কিলোমিটার দূরে সে জন্য আমি কিছুক্ষণ আগেই চলে যায়। সেখানে যেতে আমার কমপক্ষে সময় লাগে ১০ থেকে ১২ মিনিট এই সময়ের মধ্যে আমি সেখানে পৌঁছে যায় তারপরে টানা দুই ঘন্টা কোচিং করে বাসায় চলে আসি বাসায় আস্তে আস্তে আমার দশটা বেঁচে যায়। এসে সকালের খাবার খেয়ে নিই খাবার খেয়ে আবার একটু বই নিয়ে পড়াশোনা শুরু করি তারপর আবার একটু বাসা থেকে বাড়িয়ে ঘোরাঘুরি করি একটু বাজারে ঐ দিকে চলে যায় কারণ আমাদের বাজার বাড়ির কাছে সেজন্য আমি বাজারে এদিকে চলে আসি তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি আবার চলে যায় বাসাতে। কিছুক্ষণ পরে জোহরের সময় আমি গোসল করেনি গোসল দুপুরের খাওয়াটা খেয়ে নি খেয়ে আবার একটু ঘুরাঘুরি করি সে সময় দেখতে পায় এই ছোট ছোট ছেলেমেয়েরা পিকনিক করছে আজকে আমি আপনাদের মাঝে এই বিষয়টি শেয়ার করুন তারা এত ছোট মানুষ কিভাবে রান্না করেছে সেই বিষয়গুলো আপনাদের মাঝে আমি তুলে ধরব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তারা সাধারণত আমাদের বাড়ির পাশে এই ছোট ছেলে মেয়েদের বাড়ি। আমি যখন ফটোগ্রাফি করি তারা অনেক লজ্জা পাচ্ছিল কারণ তারা কখনো এইভাবে ছবি তো দিলে সেজন্য এত লজ্জা পাচ্ছিল। এখন আমি বলব তারা কিভাবে এই সমস্ত জিনিসপত্র দিয়ে রান্না করলো সে বিষয়টি নিয়ে আমি এখন আপনাদের মাঝে আলোচনা করব আশা করি অনেক ভালো লাগবে।
The picture you see above is one of the different types of masala patis they have brought in kadai for the picnic. They know that if you don't give all these sacks of pati, cooking will not be a success, so they have brought all these masala pati kire. You are looking at the above picture. Because it was too late for me to go there, I saw that they had taken out all these masalapatis from the paper for the purpose of kneading, when I came to them. You can see in the picture that all these names are cumin masala. I asked them how much money did you buy this masala? They said we bought this cumin masala for 10 taka. I told you that. Then I asked what are you going to do with this cumin masala they said without cumin masala the cooking doesn't taste that much am I the first or then they said yes. I laughed a lot when I saw my stuff. Then you can see more spices like turmeric powder they have brought from home. And crime you can see garam masala cinnamon etc spices they have bought from shop they have bought all these masala pati for cooking.
আপনারা উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন একটি হচ্ছে বিভিন্ন ধরনের মসলা পাতি তারা পিকনিক করার উদ্দেশ্যে কড়াই করে নিয়ে এসেছে। তারা জানে এ সমস্ত বস্তা পাতি না দিলে রান্না করলে তেমন একটি সাধ হবে না সেজন্য তারা এই সমস্ত মসলা পাতি কিরে নিয়ে এসেছে আপনারা উপরের ছবিটি দেখছেন চার থেকে পাঁচ রকমের মসলা তারা গুরু করে ফেলেছে অলরেডি। কারণ আমার ওখানে যেতে যেতে অনেক দেরি হয়ে গেছিল দেখি তারা কাগজ থেকে এই সমস্ত মসলাপাতি বের করে বাটার উদ্দেশ্য করে ফেলেছে সে সময় আমি চেয়ে তাদের হাজির হই। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এ সমস্ত নাম হচ্ছে জিরা মসলা আমি তাদের কাছে জিজ্ঞেস করি এ মসলাটা তোমরা কয় টাকা দিয়ে কিরে দিয়ে এসেছো তারা বলল আমরা ১০ টাকা দিয়ে এই জিরা মসলা কিরে দিয়ে এসেছি দোকান থেকে আমি তোকে বললাম তাই নাকি। তারপরে আমি জিজ্ঞেস করলাম তোমরা এই জিরা মসলা দিয়ে কি করবা তারা বলল জিরা মসলা না দিলে রান্না তেমন একটি স্বাদ হয় না আমি প্রথম তাই নাকি তখন তারা বলবে হ্যাঁ। আমার জিনিসটা দেখে প্রচুর হাসলাম সেই সময়। তারপরে আপনারা আরো মসলাভাতেই দেখতে পাচ্ছেন যেমন হলুদের গুড়া তারা বাড়ি থেকে নিয়ে এসেছে।আর অপরাধ দেখতে পাচ্ছেন গরম মসলা দারচিনি ইত্যাদি মসলা তারা দোকান থেকে কিরে এসেছে তারা এ সমস্ত মসলা পাতি রান্না করার জন্য কিনে নিয়ে এসেছে।
Then you can see that they have made a clay oven by bringing mud from the field to have this picnic. They are now preparing Vaat Radha on this earthen path for this Patra Vaat Raja. You see how beautifully the little children are planning how beautifully they are doing all this cooking. It is very nice to see. But leave one more. See how beautifully they are making nets with their hands. How beautifully the fire is going. They are now in the rice cooker. Allready is giving. After some time this rice will be done.
তারপর আপনার উপরে ছুটিয়ে দেখছেন তারা এই পিকনিক করার জন্য তারা অনেক আগে মাঠ থেকে কাদা এনে মাটির চুলা তৈরি করেছে আপনার উপরে ছবিতে দেখতে পাচ্ছেন এই ছোট ছেলেমেয়েরা অনেকদিন ধরেই পরিকল্পনা করেছে। তারা এখন এই পাত্র ভাত রাজার জন্য এই মাটির চলার উপরে ভাত রাধার প্রস্তুতি করছে। আপনারা দেখছেন ছোট ছেলেমেয়েরা কত সুন্দর ভাবে কত সুন্দর পরিকল্পনা করছে করে এই সমস্ত রান্নার কাজ চালিয়ে যাচ্ছে কত সুন্দর ভাবে দেখতে খুবই ভালো লাগছে কিন্তু।আরো একটি ছেড়ে দে দেখছেন যে কি সুন্দর ভাবেএই চল হাতে জাল দিচ্ছে তারা আগুন কি সুন্দর ভাবে চলছে তারা এখন ভাত চুলায় দিয়ে দিচ্ছে অলরেডি। কিছুক্ষণ পরে এই ভাত হয়ে যাবে।
As you can see in the picture above, there is a pot holding something, it is the potatoes they have cut. One thing I was surprised to see was how nicely they cut the potatoes for being such small people as you can see in the picture above. Did the potatoes cut nicely? I feel like I've grown so much, but I'll never be able to cut potatoes so beautifully. In fact, work requires experience. Despite being such a small person, the potatoes were cut. And I asked where did you get the potatoes from, the boys and girls said we all brought one potato from our house and it will be ours. I said so or yes it will be done for now. A few days ago, the price of potato rose by about 70 to 80 taka per kg and now the price of potato is 30 to 35 taka per kg. In our Bangladesh, the price of potato varies from time to time, for example, when there is a small quantity in the market, then the price of this potato becomes 70 to 80 taka per kg, and when it comes in large quantities, it is available at a very low price. This is the situation in our Bangladesh. The rate at which potatoes are produced does not meet the needs of our Bangladesh and we have to export them without getting anything from foreign countries.
আপনারা উপরের ছবিটিতে দেখতে পারছেন এইটা একটা পাত্র কিছু রাখা রয়েছে এটি হচ্ছে আলু কেটে রেখে দিছে তারা। আমি একটি জিনিস দেখে অবাক হয়ে গেলাম যে তারা এত ছোট মানুষ হয়ে কি সুন্দরভাবে আলুগুলো কেটেছে আপনারা উপরের ছবিটিতে দেখতে পারছেন। আলুগুলো কাটা কি সুন্দর হয়েছে। আমার মনে হয় আমি এত বড় হয়ে গেছি কিন্তু যদি আলু কাটতে দেয় তাহলে এত সুন্দর ভাবে কোন সময়ে পারবোনা। আসলে কাজের একটা অভিজ্ঞতা লাগে। এত ছোট মানুষ হয়েও আলু গুলো কেটেছে। আর আমি জিজ্ঞেস করলাম তোমরা আলুগুলো কোথা থেকে নিয়ে এসেছো ওই ছেলে মেয়েরা বললো আমরা আমাদের বাসা থেকে সবাই একটা করে আলু নিয়ে এসেছি এটা দিয়ে আমাদের হয়ে যাবে। আমি বললাম তাই নাকি হ্যাঁ এটা দে আপাতত হয়ে যাবে। আমাদের ভালোবেসে কিছুদিন আগে আলু দাম উঠেছিল প্রায় ৭০ থেকে ৮০ টাকা কেজি আর এখন সেই আলু দাম হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি। আমাদের বাংলাদেশে আলুর দাম এক সময় এক এক রকম হয়ে থাকে যেমন যখন বাজারে অল্প আসে তখন এই আলুটির দাম আসো ৭০ থেকে ৮০ টাকা কেজি হয়ে যায় আবার যখন বাজারে প্রচুর পরিমাপে চলে আসে তখন এটা একদম অল্প টাকায় পাওয়া যায় এ হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা।আমাদের বাংলাদেশে যে পরিমাপে আলু উৎপাদন হয় তাতে আমাদের বাংলাদেশের চাহিদা পূরণ হয়ে যায় না বাইরের দেশ থেকে কিছু করি না পেয়ে রপ্তানি করতে হয়।
As you can see in this picture above, there is some measure of chilli and onion in a bowl. How beautifully these little boys and girls cut the peppers into small pieces. Again, in the same system, you can see that the onions have been cut into small pieces, but they look very beautiful. I was surprised to see one thing because they cut the chillies so beautifully at such a young age. Again I was surprised to see them. It was actually a different thing. I asked again did you buy these things with money and they said no. We brought ours from home and I said did you give all to one person then they said no we all gave these together I said oh so then they said yes we all brought them together. The price of our onion in Bangladesh is now very low, a few days ago the price of this onion was 100 taka per kg and now the price of that onion is good at 40 to 50 taka per kg and green pepper was available at 400 taka per kg a few days ago and now that pepper is available at 35 The price of these items has become cheaper by 40 taka. According to Bangladesh, the prices have decreased again and again.
আপনারা উপরের এই ছবিটিতে দেখতে পারছেন একটি পাত্রের মধ্যে রয়েছে কিছু পরিমাপে মরিছ এবং পিয়াজ কচি। কত সুন্দর ভাবে এই ছোট ছেলে মেয়েরা মরিচগুলো কচি কচি করে কেটে দিয়েছে। আবার একই সিস্টেমে আপনারা দেখতে পারছেন পিয়াজ গুলো কুচি কুচি করে কেটে নিয়েছে দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। আমি একটি জিনিস দেখে অবাক হয়ে গেলাম কারণ তারা এত ছোট বয়সেই কত সুন্দর ভাবে মরিচগুলো কচি কচি করে কেটে দিয়েছে আবার পিয়াস এগুলো দেখে আরে অবাক হয়ে গেলাম আসলে অন্যরকম একটি আমি আবার জিজ্ঞেস করলাম তোমরা এইসব জিনিসপত্র কি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছো তখন তারা বলল না এগুলো আমরা আমাদের বাসা থেকে নিয়ে এসেছি আমি তখন বললাম তোমরা কি একজনে সবই দিয়েছো তখন তারা বলল না আমরা সবাই মিলিয়ে দিয়েছি এইগুলো আমি বললাম ও তাই নাকি তখন তারা বলে হ্যাঁ আমরা সবাই মিলে এগুলো এনেছি। আমাদের বাংলাদেশের পিয়াজ এখন দামটা এখন অনেক কম কিছুদিন আগেই এই পেঁয়াজের দাম ছেলে কি হয় ১০০ টাকা কেজি আর এখন সেই পেঁয়াজের দাম ভালো কোন ৪০ থেকে ৫০ টাকা কেজি ধরে পাওয়া যাচ্ছে আবার কাঁচা মরিচ কিছুদিন আগে হয়েছিল ৪০০ টাকা কেজি আবার এখন সেই মরিচ পাওয়া যাচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা মধ্যে কে সস্তা হয়ে গেছে এসব জিনিসপত্রের দাম। মতে বাংলাদেশে এক এক সময় দামগুলো বারে আবার কমে।
The picture you can see now is a picture of an egg. You can see that they are boiling the eggs with some amount of water in a pot and with three teams. After some time these eggs are boiled
আপনারা এখন যে ছবিটি দেখতে পারছেন এইটা হচ্ছে একটি ডিমের ছবি। আপনারা দেখছেন একটি পাত্রে ভিতর কিছু পরিমাপে পানি দিয়ে আর তিনটা টিম দিয়ে তারা ডিমগুলো সিদ্ধ করে দিচ্ছে তারা কত সুন্দর ভাবে এ কাজগুলো করছে দেখে বেশ ভালই লাগছে কিন্তু । কিছু সময়ের মধ্যে এই ডিম গুলো সিদ্ধ হয়ে গেছে।
Now you can see all the work they have finished now they are cooking. Their days of cooking are almost at the end and you see how beautifully they are cooking the days. It is never possible for us to work and eat in such a beautiful way. We have to learn something from them so beautifully. Now you see the three of them serving the food together. They will eat these foods after a long time, while I take some pictures and hurry away from them. The HDs were cooking with different types of spice leaves and saw that the lights were on for cooking. Now I will tell you what is the demand for eggs in Bangladesh. The brothers are producing eggs every day with the same measure as ours in Bangladesh. The amount of eggs produced in our country fulfills the needs of our Bangladesh but for the global syndicate people the needs of our Bangladeshi eggs are not fulfilled because they withhold these eggs to increase the price. That's why these eggs are increasing in price. In our country, even a few years ago, eggs were very cheaply 25 to 30 taka and now the price of that egg has increased from 50 to 60 taka. Boiler chicken eggs are available from Dhaka. Again, if you think to buy domestic chicken eggs, then I will need 20 taka more per thousand, which means that now each domestic chicken egg is being sold at 80 taka. If you don't want to eat these chicken eggs again, if you think you will eat duck eggs, then you will have to pay 100 taka. The price of these eggs in Bangladesh is 50 taka. I used to buy boiler chicken eggs for 30 taka, now it is 60 taka. Earlier, I used to buy domestic chicken eggs for 60 taka, but now it is 80 to 90 taka, but one is not available. That's it for today. Thank you for visiting this post. Allah is Hafez.
এখন আপনারা দেখতে পারছেন সমস্ত কাজ তাদের শেষ হয়ে গেছে এখন তারা রান্না করছে। তাদের দিনগুলো রান্না করার কাজ প্রায় শেষের দিকে আপনারা দেখছেন দিনগুলো কত সুন্দর ভাবে রান্না করছে তারা। আমাদের কখনো সম্ভব না এত সুন্দর ভাবে কাজ করে খাওয়া আমাদের শিখতে হবে তাদের কাছ থেকে কিচ্ছু এত সুন্দর ভাবে পেঁয়াজ কেটে আলো কেটে ইত্যাদি কেটে তারা সমস্ত বিষয়ে প্রস্তুতি করে এখন তাদের কাজ শেষ। এখন দেখছেন ওরা তিনজন মিলে খাবারগুলো পরিবেশন করছে। ওদের অনেকক্ষণ পরে এই খাবারগুলো খাবে তারা সে সময় আমি কিছু ছবি তোলে তাদের মাঝ থেকে চলে আসি তাড়াতাড়ি। এইচডি গুলো রান্না করতে বিভিন্ন ধরনের মশলা পাতি দিয়ে রান্না করছে আবার দেখলেন রান্নাতে আলো গুলো দিয়েছিল। এখন আমি বলব আমাদের বাংলাদেশে কি পরিমাপে ডিমের চাহিদা রয়েছে। আমাদের বাংলাদেশে যে পরিমাপ প্রতিদিন দিয়ে ডিম উৎপাদন করছে খামারে ভায়রা তারা। আমাদের দেশে যে পরিমাপে ডিম উৎপাদন হয় তাতে আমাদের বাংলাদেশের চাহিদা পূরণ হয়ে যায় কিন্তু বিশ্ব সিন্ডিকেট লোকজনের জন্য আমাদের বাংলাদেশের ডিমের চাহিদা পূরণ হয় না কারণ তারা দাম বাড়ানোর জন্য এইসব ডিম গুলো আটকে রাখে। সেই জন্য এসব ডিমগুলো দাম বৃদ্ধি পাচ্ছে।আমাদের দেশে কিছু বছর আগেও ডিম ছিল অতি হালি ২৫ থেকে ৩০ টাকা আর এখন সে ডিমের দাম হয়েছে ৫০ থেকে ঢাকা থেকে ৬০ টাকা মধ্যে বয়লার মুরগির ডিম পাওয়া যাচ্ছে। আবার আপনি যদি মনে করেন দেশি মুরগির ডিম কিনবেন তাহলে আমার টাকা লাগবে প্রতি হাজার অতি আরো ২০ টাকা বেশি মানে এখন প্রতি দেশি মুরগির ডিম ৮০ টাকা খালি বিক্রি হচ্ছে। আপনারা যদি আবার এই মুরগির ডিম গুলো না খেতে চান যদি মনে করেন হাঁসের ডিম খাবেন তাহলে আপনার অতি হালি পড়বে ১০০ টাকা বাংলাদেশে এই ডিমের দাম কিন্তু আগে হাঁসের ডিমের দামি ছিল ৫০ টাকা আর এখন সেই দিনের দাম বৃদ্ধি পেয়েছে ১০০ টাকা হালি। বয়লার মুরগি ডিম আগে কিনতাম ৩০ টাকা এ কথা হয়েছে ৬০ টাকা হালি। আগে দেশি মুরগির ডিম কিনতাম ৬০ টাকা হালি সেদিন এখন হয়েছে ৮০ থেকে ৯০ টাকা হালি তাও তেমন একটি পাওয়া যাচ্ছে না। আজকে এই পর্যন্তই। এই পোস্টটি ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
Hi @ramim60
আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। Blurt Space কমিউনিটির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমি আশা করি আপনি খুব দ্রুত আমাদের Discord সার্ভারে জয়েন হবেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
Join This Discord
https://discord.gg/bgeDy6ED