Some beautiful moments in the river.

in blurt-188398 •  9 days ago 

IMG_20241229_100646_168.jpg
Assalamu Alaikum my dear friends, how are you all? Hope everyone is well and living a very good life by the grace of Allah. Alhamdulillah I am also very well by the grace of Allah.Today I am going to share with you that a few days ago I went for a walk in the river. Hope you like it very much. Today I will discuss with you many things about us. Hope you like it very much. Today we are going to observe Sunday as the second one of this week. Today 29th 2024 is being celebrated as the month of December and two days later it is 25th 2025. Have a good day everyone. I woke up this morning, washed my hands and face, had a light breakfast and left for coaching. I am a class 10 student. That's why I go to coaching every day. The subjects in which I coach are private. Those four subjects are chemistry, physics, mathematics and English. I went to study privately. Private wear from six to nine in the morning. Today I came from private and did not eat breakfast. Not so cold this morning yet very cold falling towards us the weather is going very well. Today I will share with you a little discussion about a trip I took to the river near our house, hope you like it.

আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে খুব ভালো জীবন যাপন করছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিছুদিন আগে আমি নদীতে ঘুরতে গিয়েছিলাম সেই বিষয়টি আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে। আজকে আমি আমাদের মধ্যে সম্পর্কে অনেক কিছু আলোচনা করবো আপনাদের সাথে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে রবিবার এ সপ্তাহের দ্বিতীয়জন হিসেবে আমরা পালন করতে যাচ্ছি। আজকে ২৯ তারিখ ২০২৪ সাল ডিসেম্বর মাস হিসেবে পালিত হচ্ছে আর দুইদিন পরে হচ্ছে ২০২৫ সাল ২৫ সালের দিনগুলো আপনাদের সবার ভালো কাটুক। আজকে সকালে ঘুম থেকে উঠে সকালের হাত মুখ ধুয়ে সকালে হালকা নাস্তা করে কোচিং এর উদ্দেশ্যে বের হলাম। আমি একজন দশম শ্রেণ স্টুডেন্ট। সেজন্য আমি প্রতিদিন কোচিং করতে যায়। আমি যেসব কোচিংয়ে সাবজেক্টগুলো প্রাইভেট পরি। সেইগুলো হলো রসায়ন পদার্থ গণিত আর ইংলিশ এই চারটা বিষয়ে আমি প্রাইভেট পড়তে যায়। সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত প্রাইভেট পরি। আজকে প্রাইভেট থেকে এসে সকালের খাবার খেয়ে নি সকালের খাবার হয়ে গেলে একটু ভাইরে ঘোরাঘুরি করি। আজকে সকালে তেমন একটি ঠান্ডা নেই এখনো আমাদের দিকে খুবই ঠান্ডা কম পড়ছে আবহাওয়া খুবই ভালো চলছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমাদের বাড়ির পাশে নদীতে বেড়াতে গিয়েছিলাম সে সম্পর্কে একটু আলোচনা করব আশা করি আপনাদেরকে ভালো লাগবে।

IMG_20241229_100646_384.jpg

IMG_20241229_100646_122.jpg

IMG_20241229_100646_168.jpg

In the morning, after having food, I go out of the house and roam around a bit. I went from house to house and saw boys hanging out there. After I joined them, they started saying, let's go for a walk in the river today. And this river is next to our house, the river will be 2 to 3 kilometers from our house. And Padma river is 10 km away from our house. And there is a small river next to our house. It is very beautiful to see the view. Our Bangladesh is a riverine country where there are many small and big rivers in our country. Our country is famous for its rivers. If we see the river in the evening, the river looks so beautiful that we sit on the bank all night and day, but if we sit, it will not happen anymore. As the river is beautiful, there are dangers in the river. As the river is next to our house, we sometimes stay in the river because I think the river is very beautiful, so we sometimes go for a walk in the river.

আমি সকালে খাবার খাওয়ার পরে একটু বাসার বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করি। বাসা থেকে বাড়ি গিয়ে দেখতে পাই ছেলেপেলে আড্ডা দিচ্ছে সেখানে গিয়ে আমিও তাদের সাথে যদি যোগ দেয়ার পরে তারা বলতে লাগলো চলো আজকে আমরা নদীতে বেড়াতে যায়। আর এই এই নদীরটি আমাদের বাড়ির পাশেই আমাদের বাড়ি পাশ থেকে নদীটি হবে ২ থেকে ৩ কিলো মিটার। আর আমাদের বাড়ি থেকে পদ্মা নদী ১০ কিলোমিটার দূরে অবস্থিত। আর আমাদের বাড়ির পাশে ছোট্ট নদী রয়েছে। এটা ভিউ দেখতে খুবই সুন্দর লাগে।আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ আমাদের দেশে যেখানে সেখানে ছোট বড় নদী রয়েছে অসংখ্য। আমাদের দেশে নদীর কারণে বিখ্যাত বলা যায়। সন্ধ্যার সময় যদি নদীতে দেখা যায় নদীটি দেখতে এত সুন্দর লাগে যে আমাদের পাড়ে সারা রাত দিন বসে থাকি কিন্তু বসে থাকলে তো আর হবে না যেমন নদী দেখতেও সুন্দর তেমন নদীতে বিপদজনক রয়েছে। নদীটি আমাদের বাড়ির পাশে হওয়াতে আমরা নদীতে মাঝে মাঝে নদীতে যে থাকে আমার কাছে নদী অনেক সুন্দর লাগে সেজন্য আমরা মাঝে মাঝে নদীতে বেড়াতে যায়।

IMG_20241229_100619_787.jpg

IMG_20241229_100619_949.jpg

IMG_20241229_100620_340.jpg

IMG_20241229_100646_122.jpg

You can see this picture. It is a picture of a river. This river is located in Gopgram Kol of Khoksa police station of Kushtia district. This river is very beautiful as you can see in the above picture how attractive it is. It looks more beautiful in reality than in the picture. Today we went to the river and took some beautiful photographs to share them with you. Our river looks very beautiful. During monsoons, the river is full of water and now in winter it is knee deep. Bathing in the river is a lot of fun. I see some people in the river. taking a bath But I am afraid to go down in the river because if you dive in the river you will not get anywhere. Because this hei is not available due to the abundance of water in the river. Today you can see the river is deserted but again when it is windy the river takes a different form because of the nature the river takes a different form. It becomes dangerous and then there is a very beautiful environment to give back to normal. Today we went, the environment of the river was quite good. The atmosphere of the sky was very good. And many beautiful pictures were taken as you can see in the picture above. And you can see how beautiful the view of the river is in the evening. In fact, the river changes its appearance in the evening and looks very beautiful. And on the other side of our small river, beautiful scenery can be taken. And we have a park next to this river, a small park party not so well known. There are some shops that are empty, there is a huge crowd of people during Eid and there is a river and the park looks very beautiful, so people come to visit there quite a lot. And the place is very beautiful.

এই ছবিটি দেখতে পারছেন এটা হচ্ছে একটা নদীর ছবি এই নদীটি অবস্থিত হচ্ছে জেলার কুষ্টিয়া জেলার খোকসা থানার গোপগ্রাম কোলের ছবি। এই নদী দেখতে খুবই সুন্দর আপনারা উপরের ছবিটিতে দেখতে পারছেন যেনদীটি দেখতে কি আকর্ষণ। ছবিতে থেকে বাস্তবে দেখতে আরো সুন্দর। আজকে আমরা নদীতে গিয়ে কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে নিয়ে আসি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমাদের নদীটি দেখতে খুবই সুন্দর বর্ষার সময় নদীতে পানি ভরপুর থাকে আর এখন শীতের সময় হাঁটু জল পানি থাকে নদীর পানিতে গোসল করে অনেক মজা আমি দেখতে পায় যে নদীর পানিতে কিছু লোকজন গোসল করছে। কিন্তু আমি নদীতে নামতে সেই ভয় লাগে কারণ নদীতে ডুব দিলে কোন থেই পাওয়া যায় না। কারণ নদীতে প্রচুর পানি থাকার কারণে এই হেই পাওয়া যায় না। আজকে আপনারা দেখতে পারছেন নদীটি গিয়ে নির্জন রয়েছে কিন্তু এইটা আবার বাতাস হলে নদী অন্যরকম রূপ ধারণ করে প্রাকৃতিক হওয়ার কারণে নদীতে অন্য ধরনের রূপ চলে আসে। সেই বিপদজনক হয়ে ওঠে তখন আর স্বাভাবিক অবস্থায় দিতে খুব সুন্দর পরিবেশ থাকে। আজকে আমরা গিয়েছিলাম মোটামুটি ভালোই ছিল নদীটির পরিবেশ।আকাশের পরিবেশ খুবই ভালো ছিল। এবং অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাচ্ছিল উপরে ছবিটিতে তে দেখতে পারছেন আপনারা। আর আপনারা দেখতে পারছেন যে সন্ধ্যার সময় নদীটির view কত সুন্দর লাগছে। আসলে নদীর সন্ধ্যার সময় রূপ চেঞ্জ হয় নদী দেখতে খুবই সুন্দর লাগে। আর আমাদের ছোট্ট নদীর এপাশে সুন্দর সুন্দর দৃশ্য মানের ছবি তোলা যায়। আর আমাদের এই নদীর পাশে একটি পার্ক আছে ছোট্ট একটি পার্ক পার্টি তেমন একটি পরিচিত না। কিছু দোকান পাঠ রয়েছে খালি ওখানে ঈদের সময় প্রচুর পরিমাপে মানুষজন ভিড় করে সাথে নদী রয়েছে তার সাথে পার্ক দেখতে খুবই সুন্দর লাগে এজন্য মানুষজন মোটামুটি ভালোই ঘুরতে আসে সেখানে। আর জায়গাটা খুবই সুন্দর।

IMG_20241229_100619_719.jpg

IMG_20241229_100620_318.jpg

You are looking at this picture, how beautiful is the water in our river? For me it is very scary to go on the river during full river because there is a lot of water in the river and there are a lot of waves but the river is very nice to see. Being next to our house, going to the river doesn't get a lot of joy. Many people come from home to visit this river. We can cross this river in Padma river. Be careful from this river. It will be seven to 8 kilometers away. Padma river is completely filled at this time. . That's why we're not the first to go full of this drinking time. But if there is water in the river at this time, the boat will capsize. I like the boat racing and the nice boats are pulled but this game is fighting again now it's boring. Every time we have a boat out this way. It is very beautiful to see the moment when brothers learn to hold the curd boat together. I have discussed with you so far today. Thank you for visiting this post. Allah is Hafez.

আপনারা এই ছবিটি দেখছেন আমাদের নদীতে পানি কত হয় এখন কি সৌন্দর্য লাগছে নদীটি আজকে হালকা মেঘ ছিল সেজন্য নদীটির ছবি তুলে অনেক মজা পাওয়া যাচ্ছিল। আমার কাছে ভরা নদীর সময় নদীতে ঘুরতে খুবই ভয় লাগে কারণ নদীতে প্রচুর পরিমাণে পানি থাকে আর প্রচুর ঢেউ হয় কিন্তু নদীটি দেখতে খুবই ভালো লাগে। আমাদের বাড়ির পাশে হওয়ায় নদীতে যেতে তেমন একটি আনন্দ ভোট পায় না। বাড়ি থেকে অনেক মানুষ বেড়াতে আসে এই নদীতে আমাদের এই নদী বয়ে চলে যাওয়া যায় পদ্মা নদীতে এ নদী থেকে সাবধানে দে সাত থেকে ৮ কিলোমিটার দূরে হবে পদ্মা নদী সম্পূর্ণ এ সময়ে ভরা থাকে পদ্মা নদীর রূপ দেখতে আরো ভয়াবহ লাগে কারণ পদ্মা নদীর ঢেউ অনেক নৌকা তলিয়েও যায়। সেজন্য আমরা প্রথম হতে একটি যায় না এই পানের ভরা সময়। কিন্তু আমাদের এই সময় নদীতে পানি থাকলে নৌকা ভাইস হয়। আমার কাছে নৌকা বাইচ দেখতে অনেক সুন্দর লাগে কি সুন্দর নৌকাগুলো টেনে নিয়ে যায় কিন্তু এই খেলাতে আবার মারামারি লেগে যায় এখন বিরক্ত লাগে। আমাদের এই দিকে প্রতিবার নৌকা বাহির হয়ে থাকে। যখন দইটা নৌকা একসঙ্গে ভাই ধরে শিখন ওই মুহূর্তটা দেখতে খুবই সুন্দর লাগে আজকে এ পর্যন্তই আপনাদের মাঝে আলোচনা করলাম।এ পোস্টটি ভিজিট করার জন্য আপনাদের কে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord