Some beautiful moments this afternoon.

in blurt-188398 •  7 days ago 

IMG_20241231_183153_459.jpg

Assalamu Alaikum my dear friends, how are you all? Hope everyone is well and living a very good life by the grace of Allah. Alhamdulillah I am also very well by the grace of Allah.Today I will share with you. Today I will discuss with you today how I spent the day. I hope you like it a lot. I have a golden request for today's story. Today I started thinking about what I can share with you. I have taken some beautiful photography this afternoon to share with you, I hope you will like the pictures and you will like this story. I woke up in the morning today, washed my hands and face, had breakfast and went out of the house today for the purpose of coaching. Because our coaching is closed today, I didn't go to coaching today, I had a light breakfast in the morning and went to our onion field. I went to the onion field and saw onion seeds being picked from our onion field. I came from there in the morning and ate some rice. I can also see that he may have come to plant our onions. I could not take those pictures today. Because I couldn't forget the pictures, I didn't take the mobile with me. That's why I couldn't share the picture with you today.

আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে খুব ভালো জীবন যাপন করছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আজকে দিন টা আমি কিভাবে কাটিয়েছে সে বিষয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব আপনাদের সাথে আপনাদের আশা করি অনেক লাগবে আমারে আজকের এই গল্পটি গল্পটি সোনার অনুরোধ রইল আপনাদের আছে।আজকে আমি ভাবতে লাগলাম আপনাদের মাঝে কি বিষয়ে শেয়ার করা যায় তো ভাবতে ভাবতে এক সময় মনে পড়লো আমার আজকে বিকেলের কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আপনাদের ছবিগুলো দেখতে অনেক সুন্দর লাগবে এবং এই গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন হাত মুখ ধুয়ে সকালের নাস্তা করে বাসা থেকে বাইর হই কোচিং এর উদ্দেশ্যে আজকে আমি বের হয় না। কারণ আজকে আমাদের কোচিং বন্ধ থাকার কারণে আমি আজকে কোচিংয়ে না গিয়ে সকালবেলা হালকা নাস্তা করে আমাদের পেঁয়াজের চলে গেলাম পেঁয়াজের মাঠে গিয়ে দেখতে পেলাম আমাদের পেঁয়াজের মাঠ থেকে পেঁয়াজের দানা উঠাচ্ছে সেখান থেকে সকালে এসে কয়টা ভাত খেয়ে চলে গেলাম মাঠে মাঠে দেখতে পারি অনেক মানুষ আমাদের পেঁয়াজের হতে রয়েছে আমিও দেখে বুঝতে পারি তার হয়তো আমাদের পেঁয়াজগুলো লাগাতে এসেছে। আজকে আমি ওই ছবিগুলো আমি তুলতে পারেনি। কারণ আমি ছবিগুলো ভুলতে পারিনি হচ্ছে মোবাইলটি হাতে করে নিয়ে গিয়েছিলাম না। আজকে সেজন্য ছবিটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারলাম না।

IMG_20241211_090234_309.jpg

IMG_20241211_090504_651.jpg

IMG_20241211_090517_333.jpg

IMG_20241211_090542_754.jpg

In the above picture you can see that there are some pictures of onion dada. These are pictures from a long time ago, so I am sharing them with you. Today I went to our field and saw that our onion seeds are very small. It has not been installed yet. That's why our house decided to grow onions and bought them from the market. Since we are given seeds, we buy one bigha of seeds from the market, now the price of onion seeds is very low for us. That is why now it is necessary to buy it from the market. Do not grow such an onion towards you. That's why we don't have so much work on our side. Today I will share with you what I have done all day. Today around 11 o'clock people took food to plant onions in the field. I see that he starts working from eight o'clock. If they finish their work immediately when the Azan of Asr is called, they go to their homes. It's seeing system. This is a good name. I am in our field after taking our eleven o'clock rice. Water rose from the block and we had to water the field. After eating time I went home came home showered no lunch left again that moment was very good because today the sky view was very beautiful and today it was light wind and light winter it was more fun. Today's environment was also very beautiful in the sky light sun light wind and light winter was very fun today afternoon.

উপরের ছবিটিতে আপনারা দেখতে পারছেন যে কিছু পেঁয়াজ দাদার ছবি রয়েছে। এগুলো হচ্ছে অনেকদিন আগের ছবি সেজন্য আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আজকে আমি আমাদের মাঠে গিয়ে দেখি আমাদের পেঁয়াজের দানা খুবই ছোট ছোট। এটা এখনো লাগানো জো হই নাই। এজন্য আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নেয় এবার পেঁয়াজ লাগাবে বাজার থেকেনদানা কিনে নিয়ে আসে। যেহেতু আমাদের দানা দেওয়া আছে এক বিঘা মতন দানা কিনে নিয়ে আসে বাজার থেকে এখন আমাদের দিকে পেঁয়াজের দানার দাম খুবই অল্প। সেজন্য এখন বাজার থেকে কিনে নিয়ে এসে লাগে। তোমাদের দিকে এমন একটি পিয়াজ চাষ করে না। সেজন্য আমাদের দিকে কাজের এতটি চার নেই।আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আজকে সারাদি যা করেছি তাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি। আজকে এগারোটার দিকে মাঠে পেঁয়াজ লাগানোর জন্য মানুষ নিয়ে গেছে তাদের জন্য খাবার নিয়ে যায়। আমার দেখে আটটার থেকে কাজ শুরু করে থাকে। আসরের আজান হলে কাজগুলো সাথে সাথে শেষ করে তাহলে তাদের সে এখন তাদের বাড়ি চলে যায়। এটা হচ্ছে দেখে সিস্টেম। এটাই ভালো একটি নামা বলা যায়। আমাদের এগারোটার দি ভাত নিয়ে যাওয়ার পরে আমি আমাদের মাঠে। ব্লক থেকে পানি উঠে আমাদের মাঠে পানি দিতে লাগি। খাওয়া শেষ হলে সময় আমি বাড়ি চলে আসি বাড়ি চলে এসে গোসল করে দুপুরের খাবার নেই আবার চলে যায় সেই মুহূর্তটি খুবই ভালো ছিল কারণ আজকে আকাশের দৃশ্যটা খুবই সুন্দর ছিল আর আজকে হালকা বাতাস আর হালকা শীত পড়ছিল সে যেন আরো অনেক মজা লাগছিল। আজকের পরিবেশটাও অনেক সুন্দর ছিল আকাশে হালকা রোদ হালকা বাতাস আর হালকা শীত ছিল খুবই মজা লাগছিল আজকের দিনটি বিকেলে।

IMG_20241231_183153_412.jpg

IMG_20241231_183153_616.jpg

IMG_20241231_183153_498.jpg

IMG_20241231_183153_918.jpg

IMG_20241231_183153_459.jpg

Then I went for lunch which was khichuri bhaat and aloo bharta and fried egg. These were the ones who were growing onions in our field and took the afternoon meal to us. Such may be the system towards everyone. But before us, he used to eat at night, but now I see that he does not come to eat at night, now he only eats twice a day. Today, after coming to give rice, I go home, then after namaz, I see that the sky looks so beautiful today, that's why I am sharing some moments of the afternoon with you. I like the afternoon moment very much. In the afternoon we play gali everyday but now we don't play gadi anymore because now everyone is busy with their work so no more gadi is played. To play gadi we need 10 people. One team cannot play gadi without doors. The rule of playing Gadi by five people is also that you can't see Gadi even if one person is less than you can't play Gadi. And you can see the pictures of the afternoon, how beautiful are the scenes of the afternoon, you can see in the picture above, today's pictures are not that good. I can't find the language to understand how much natural beauty is good for me. Today I am sharing with you so far. Thank you for visiting this post. Allah is Hafez.

তারপরে আমি দুপুরের খাবার নিয়ে গেছিলাম হচ্ছে খিচুড়ি ভাত আর আলু ভর্তা আর হচ্ছে ডিম ভাজ। এইগুলো আমাদের মাঠে পেঁয়াজ দেখাচ্ছিল তাদের জন্য বিকেলের খাবার নিয়ে গিয়েছিলাম আমাদের দিকে দুইবার খেয়ে থাকে যারা কাম করে থাকে তারা তারা। এরকমই হয়ত সিস্টেম সবার দিকে। কিন্তু আমাদের থেকে আগে রাত্রে খেতো কিন্তু এখন আর দেখি রাত্তিরে আর খেতে আসে না এখন খালি দুই বেলাই খেয়ে থাকে। আজকে ভাত দেবে আসার পরে বাড়িতে চলে আসি তাহলে নামাজের পরে দেখি আজকের আকাশটা এত সুন্দর লাগছে সেজন্য আমি আপনাদের মাঝে কিছু বিকেলের মুহূর্তশেয়ার করছি। বিকেলের মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লাগে বিকেলে আমরা প্রতিদিন গালি খেলে কিন্তু এখন আর গাদি খেলা হয় না কারণ এখন যার যার কামে সে সে ব্যস্ত রয়েছে সেজন্য আর গাদি খেলা হয় না গাদি খেলার জন্য অবশ্যই ১০ জনের প্রয়োজন দরজা না ছাড়া গাদি খেলা যায় না এক দলের পাঁচজন পাঁচজন করে গাদি খেলার নিয়ম তাছাড়া আর গা দেখে যায় না একজন কম থাকলেও গাদি খেলা যায় না কিন্তু। আর বিকেলের ছবিগুলো আপনার দেখতে পারছেন কি সুন্দর লাগছে বিকেলের দৃশ্যগুলো আপনারা উপরে ছবিতে দেখতে পারছেন আজকের ছবিগুলো তেমন একটিও ভালো হয়নি। প্রাকৃতিক সৌন্দর্য কতটা ভালো লাগে আমার কাছে বুঝনার ভাষা খুঁজে পায় না আর। আজকে আপনাদের মাঝে এ পর্যন্তই শেয়ার করছি। এই পোস্টটি ভিজিট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!