Assalamu Alaikum. Blurt Space members, hope everyone is well. Today I will share with you an album of three photos I took. Hope you like it very much. Let's get started then.
আসসালামু আলাইকুম। Blurt Space সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা তিনটি ছবির একটি অ্যালবাম শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
This is a rice pumpkin. This picture was taken from a place near the house. We usually eat rice pumpkin as a vegetable. This is a rice pumpkin flower. This photo was taken from the side of the house. I usually eat rice and pumpkin as a vegetable.
এটি হলো একটা চাল কুমড়া । এই ছবিটা বাড়ির পাশের একটি জায়গা থেকে তোলা হয়েছে। সাধারণত চাল কুমড়া আমরা সবজি হিসেবে খেয়ে থাকি। এটি হলো একটা চাল কুমড়া ফুল। এই ছবিটা বাড়ির পাশ থেকে তোলা হয়েছে। সাধারণত চাল কুমড়া সবজি হিসেবে খেয়ে থাকি।
I don't know the name of this flower. But I see this flower blooming next to our house. Looks pretty nice to me. The flower has no smell. But the color of the flower is very beautiful to me. And so I took a picture of this flower.
এই ফুলের নাম আমার জানা নেই। তবে এই ফুলটি আমি আমাদের বাড়ির পাশে ফুটে থাকতে দেখি। বেশ সুন্দর লাগে আমার কাছে। ফুলটি তেমন কোন গন্ধ নেই। তবে ফুলের রংটি দারুন সুন্দর লাগে আমার কাছে। আর তাই এই ফুলের ছবি তুলেছি।
This is a shrimp flower. This photo was taken from the pond in the field next to our house. Usually we eat shrimp as a vegetable. This is a shrimp flower.
এটি হলো একটা ঝিঙ্গা ফুল। এই ছবিটা আমাদের বাড়ির পাশে মাঠের পুকুরের উপর থেকে তোলা হয়েছে। সাধারণত ঝিঙ্গা আমরা সবজি হিসেবে খেয়ে থাকি। এটি হলো একটা ঝিঙ্গা ফুল।