Are the stations of our district beautiful?

in blurt-188398 •  4 days ago 

img_1736850614540.jpg

Assalamu Alaikum my dear friends, how are you all? Hope everyone is well and living a very good life by the grace of Allah. Alhamdulillah I am also very well by the grace of Allah.I came back to you after a long time. So far, I have not been able to post regularly in this block due to many tasks. I hope I will try to post regularly from now on. Today I will talk to you about the stations we visited in our district a few days ago and I will show you some beautiful scenes. I hope you will like it. Today is Tuesday as the fourth day of this week we are going to observe. Today's date is 14th January 2025. We are already through the first month of this year but I hope you all have a great day this year. So I will try to share with you all the work I did tomorrow. Hope you like it very much. Again I work as per daily routine. Like every day, I woke up in the morning, washed my hands and face in the morning, applied Meryl on my face for winter, and oiled my face. Then I had breakfast with a banana and another one was bread. I left the house. I went to coaching in the country of coaching, I studied mathematics there and left quickly because I have to go to Kushtia today so many more of our friends will go so I left quickly because we all will go. Because the train leaves our train at nine o'clock, we have to go to the station before nine o'clock. It takes 15 minutes to go to the station, which is about four to five kilometers from our house. Then come home and eat breakfast. In the morning I ate khati with white rice and fish, I got ready and left the house. It doesn't take much time to go from our house to the station, so we ride a bicycle. put it together

আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে খুব ভালো জীবন যাপন করছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আপনাদের মাঝে অনেকদিন পরে আমি আবার চলে এলাম। এতদিন অনেক কাজের জন্য প্রতিনিয়ত আমি পোস্ট দিতে পারেনি আমাদের এই ব্লকে। আশা করি এখন থেকে প্রতিনিয়ত পোস্ট দেওয়ার চেষ্টা করব। আজকে আমি আপনাদের মাঝে কথা বলব হচ্ছে আমাদের গত কিছুদিন আগে আমাদের জেলাতে ঘুরতে গিয়েছিলাম সেই স্টেশনগুলো আর কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মাঝে আমি তুলে ধরব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে হচ্ছে মঙ্গলবার এই সপ্তাহর চতুর্থ দিন হিসাবে আমরা পালন করতে যাচ্ছি। আজকের তারিখ হচ্ছে ১৪ তারিখ জানুয়ারি মাস ২০২৫ সাল এই বছরের প্রথম মাসের মধ্যে আমরা চলে এসেছি কিন্তু এই বছরটি আশা করি আপনাদের সবার ভালো দিনকাল কাটুক সেই কামনা করছি। তো আমি কাল যে সমস্ত কাজ করেছি সেগুলো আপনাদের মাঝে আবে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আবার প্রতিদিনের রুটিনের মতনই কাজ করে থাকি। প্রতিদিনের মতো আজকে সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সকালে শীতকালের জন্য মুখে মেরিল লাগিয়ে মুখমণ্ডল গুলো তেলতেলে করে নেই।তারপর সকালের নাস্তা করে নেই একটা কলা দিয়ে আর একটা ছিল পাউরুটি সেটা খেয়ে আমি বাসা থেকে বের হই কোচিংয়ের দেশে কোচিং এ গিয়ে আমি সেখানে গণিত পড়ে চলে আসি তাড়াতাড়ি কারণ আমাকে আজ কুষ্টিয়া যেতে হবে সেজন্য আমাদের আরো অনেক বন্ধু যাবে সেজন্য আমি তাড়াতাড়ি চলে আসি চলে আসার কারণ হচ্ছে আমরা সবাই যাব হচ্ছে টেনে কারণ নয়টা দিকে আমাদের টেন ছেড়ে দেবে সেজন্য আমাদের নয়টার আগে যেতে হবে স্টেশনে।আমাদের বাড়ি থেকে স্টেশন প্রায় চার থেকে পাঁচ কিলো যেতে ১৫ মিনিট লাগে। তারপর কত থেকে বাসায় চলে এসে সকালের খাবার খেয়ে নিই। সকালে খাটি খেয়েছি হচ্ছে সাদা ভাত আর মাছ দিয়ে খেয়ে আমি রেডি হয়ে বাসা থেকে বের হই। আমাদের বাড়ি থেকে স্টেশনে যেতে বেশি সময় লাগে না সেজন্য আমরা একটি সাইকেল চালিয়ে চলে যায় সেখানে আমরা সব বন্ধুরাই মিলে সাইকেলটি স্টেশনের পাশে একটি গ্যারেজ আছে সেখানে সাইকেল গুলো আমরা সবাই মিলে রেখে দিই।

IMG_20250113_182014_663.jpg

IMG_20250113_182014_683.jpg

After leaving the bicycles in the garage, we went to the side of the station. You can see in the above picture that there is a station. It is the station of Khoksa Thana in our Kushtia district. The first station in Bangladesh was in our Kushtia district and it is still there. It is called the first railway of Bangladesh in the world. Along this railway route, Muslim sarees were transported to other countries by train and weaving industry used to move to other countries. This is our Khoksar station. You can see how beautiful the station is. Our station looks very nice and this station is not far from our house because if the train is going there is light sound of class 10 and during the day there is no sound at all and only at night there is light sound of class 10. So much so that our house is 5 to 6 km away in Pira, that noise can be heard from our house but. Our station looks very beautiful. Now, every station in Bangladesh looks the same, especially the stations in Thana district, the government has made them look the same. That's why all the stations look very beautiful. Our Bangladesh has progressed so much that it can be pulled everywhere. Our Bangladesh can be reached by train from our district to Dhaka-Chittagong Cox's Bazar. You can go to many more places through this train, then you can understand how much our Bangladesh has improved

সাইকেলগুলো গ্যারেজ রেখে দেওয়ার পরে আমরা চলে যাই স্টেশনের পাশে আপনারা উপরের ছবিটিতে দেখতে পারছেন যে একটি স্টেশন এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলার খোকসা থানার স্টেশন বাংলাদেশের প্রথম স্টেশন হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলায় ছিল এখনো আছে সেটা নাম হচ্ছে জগতে বাংলাদেশের প্রথম রেলপথ। এ রেল পথ ধরে মুসলিম শাড়ি অন্য দেশে ট্রেনের মাধ্যমে এবং তাঁত শিল্প চলে যেত অন্য দেশে চলে যেত। এটি হচ্ছে আমাদের খোকসার স্টেশন এটি দেখতে পারছেন কত সুন্দর একটি স্টেশন স্টেশনটি। আমাদের স্টেশন দেখতে খুবই সুন্দর দেখা যায় এবং এই স্টেশনটি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না কারণ হচ্ছে যদি ট্রেন যায় হালকা শব্দ পাওয়া যায় ক্লাস টেনের আবার দিনের বেলা তেমন একটি শব্দই পাওয়া যায় না আবার রাত হলেই হালকা আওয়াজ ভেসে আসে টেনের। এতই বেশি আমাদের বাড়ি পিরায় ৫ থেকে ৬ কিলোমিটার দূরে সেই আওয়াজ আমাদের বাড়ি থেকেই শোনা যায় কিন্তু।আমাদের স্টেশনটি দেখতে খুবই সুন্দর। এখন বর্তমানে বাংলাদেশে প্রতিটি স্টেশনে দেখতে একই রকম বিশেষ করে থানা জেলার স্টেশনগুলো একই রকমের করেছে সরকার। সেজন্য সব স্টেশন গুলো দেখতে খুবই সুন্দর। আমাদের বাংলাদেশ এখন সব জায়গায় টেনে যাওয়া যায় এমন উন্নতি হয়েছে আমাদের বাংলাদেশ আমাদের জেলা থেকে ট্রেনে যাওয়া যায় ঢাকা-চট্টগ্রাম কক্সবাজার। আরো অনেক স্থানে চলে যাওয়া যায় এই ট্রেনের মাধ্যমে তাহলে আমাদের বাংলাদেশের কি পরিমাপে উন্নতি হয়েছে আপনারা বুঝতে পারছেন

IMG_20250113_182040_052.jpg

Then once the train came to our station. I didn't think to take the picture because I got on the train in a hurry so I didn't remember to take a picture. Once the train stopped at Kushtia. From there, Deve wanders a bit. In front of our government college in Kushtia, this photo of Bangabandhu was said. You are looking at this picture in a very good condition. What was the situation before and what is the situation now? Of course these pictures are also in your district or upazila. Earlier these could not be approached as they were gated and locked. And now the situation is where people go to work number one. And now that I saw there a bus was blocked by a fence and a few days ago it was left like that. It is very shameful. There we wandered around a bit and after eating a lot of food left to buy our books. The reason for going to Kushtia was to buy some books.

তারপরে একসময় ট্রেন চলে আসে আমাদের স্টেশনে। টেনে ছবিটি ধারণ করার কথা আমার মনে ছিল না কারণ তাড়াতাড়ি করে উঠেছি ট্রেনে সেজন্য আর ছবি তোলার কথা মনে নাই। একসময় কুষ্টিয়া যে থামে ট্রেন। সেখান থেকে দেবে একটু ঘোরাঘুরি করে। আমাদের কুষ্টিয়ার সরকারি কলেজের সামনে গিয়ে এই বঙ্গবন্ধুর ছবিটি বলা হয়েছে। এই ছবিটি দেখছেন একদম ভালো অবস্থায় আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এই ছবিগুলো আপনাদের জেলাতেও বা উপজেলাতে রয়েছে এইসব ছবিগুলো আমার মনে হয় জেলার ছবিতে এমন অবস্থা হয়েছে। আগে এইসবের কাছে যাওয়া যেত না কারণ সেখানে গেট লাগিয়ে তালা মেরে থুত। আর এখন যে অবস্থা হয়েছে ওখানে মানুষ এক নম্বর কাজ করতে যায়।আর এখন ওখানে যে দেখলাম একটি বাসের বেড়া দিয়ে এখন আটকিয়ে রেখেছিল আর কিছুদিন আগে ওইটি ওইভাবে রেখে দিয়েছিল সেইটা অনেক লজ্জাজন। সেখানে আমরা একটু ঘুরাঘুরি করার পরে অনেক কিছুই খাওয়ার পরে চলে গেলাম আমাদের বই কেনার উদ্দেশ্যে। কুষ্টিয়া যাওয়ার কারণ হচ্ছে কিছু বই কেনার জন্য সেখানে গিয়েছিলাম।

IMG_20250113_182040_377.jpg

After wandering around Kushtia for a long time, I went to the old library, checked out some books and came back saying that I had gone to buy books. You can see this small park in our Kushtia district. We took many pictures here and am just sharing one picture with you. This party is a small park HD is within our district meaning a beautiful place on a roof top this park is a disha tower it looks very beautiful and here you have shown full of natural beauty. A famous place in our Kushtia district, Lalan Sir Shrine is held here twice a year on a grand scale and lakhs of people throng to see it. There are many more places in our district that you can visit here if you want. For example, a famous place in our Kushtia district is Rabindranath Tagore's Kuthibari, there is a fair held once every year, lakhs of people come here, it is closed on Fridays, besides, you will see thousands of people whenever you go there. The number of times I have visited Rabindranath Tagore's house there are thousands of people and many buses, micro cars, autos, motorcycles, etc. in the garage. Thousands of people come and go there every day. Rabindranath Tagore's House is Kushtia Jail in Shilaidah Village of Kumarkhali Thana This is the village house of Rabindranath Tagore. He constantly comes here from India to take care of their land, he stayed here for all the others and never went to India. There are many other places in Kushtia district and there are many beautiful places among them. In YouTube, this is the first time someone in Bangladesh has made a beautiful park in a village area by paying money on YouTube. The park is called YouTube Village Park. The natural beauty is full and there are many rights . It is full of colorful flowers in winter. You will be blown away by it. There are many more such places in our district.So I went to some of my old libraries and bought some books. After buying the book, we all friends went to a hotel and ate some Birani. Then again we pull away. It was late afternoon at home and we didn't stay long. There are many beautiful places in our district. Thanks again for visiting this post. Allah is Hafez.

তারপরে কুষ্টিয়াতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমি পুরাতন লাইব্রেরীতে গিয়ে কিছু বই কেটে দিয়ে আসি আবার বলতো বই কেনার উদ্দেশ্যেই গেছিলাম। আমাদের কুষ্টিয়া জেলার মধ্যে এই ছোট্ট একটি পার্ক দেখতে পাচ্ছেন এখানে কি আমরা অনেক ছবি তুলি আবে খালি আপনাদের সাথে একটি ছবি শেয়ার করছি। এই পার্টি হচ্ছে ছোট্ট একটি পার্ক এইচডি হচ্ছে আমাদের জেলার মধ্যেই মানে একটি ছাদের উপরে সেই সুন্দর একটি জায়গা এই পার্ক একটি হচ্ছে দিশা টাওয়ার উপরে এটি দেখতে খুবই সুন্দর এবং এখানে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরপুর করে তুলে ধরেছে তোরা। আমাদের কুষ্টিয়া জেলার মধ্যে বিখ্যাত একটি জায়গা লালন স্যার মাজার এখানে প্রতি বছরে দুইবার করে বড় আকারে বেলা হয়ে থাকে এটি দেখতে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায়। আমাদের জেলার আরো অনেক জায়গা রয়েছে আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন। যেমন আমাদের কুষ্টিয়া জেলার একটি বিখ্যাত জায়গা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি সেখানে প্রতিবছরে একবার করে মেলা হয়ে থাকে এখানে লক্ষ লক্ষ মানুষ আসে সেখানে শুক্রবারে বন্ধ থাকে খালি তাছাড়া আপনারা যে কোনদিন যাবেন সেখানে দেখতে পাবেন হাজার হাজার মানুষ। আমি যে কয়বারই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি গিয়েছি সেখানে হাজার হাজার মানুষ এবং অনেক বাস মাইক্রো কার অটো মোটরসাইকেল ইত্যাদি গাড়ির রাখার জন্য গ্যারেজে রয়েছে। সেখানে প্রতিদিনই হাজার হাজার মানুষ আসা যাওয়া করে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে হচ্ছে কুষ্টিয়া জেল কুমারখালী থানার শিলাইদহ গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের এটি হচ্ছে গ্রাম বাড়ি। সে প্রতিনিয়ত ইন্ডিয়ার থেকে এখানে আসে তাদের জমি দেখাশোনার জন্য পরবর্তী সবার জন্য এখানেই থেকে যান আর ইন্ডিয়ায় যান নাই তিনি। কুষ্টিয়া জেলার আরো অনেক এমন জায়গা রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর পার করেছে তাদের মধ্যে ইউটিউবের মধ্যে আমাদের বাংলাদেশের এই প্রথম কেউ ইউটিউবে টাকা দিয়ে একটি গ্রাম অঞ্চলে একটি সুন্দর একটি পার্ক করেছে এ পার্কের নাম হচ্ছে youtube ভিলেজ পার্ক টি প্রাকৃতিক সৌন্দর্য একদম ভরপুর এবং এখানে অনেক রাইট রয়েছে। এখানে শীতের সময় গেলে নানান রংয়ের ফুল দিয়ে একদম ভরপুর। আপনারা দেখলে মন জুড়িয়ে যাবে একদম। আরো এমন অনেক জায়গায় রয়েছে আমাদের জেলাতে।তো আমি আমার কিছু পুরাতন লাইব্রেরিত গিয়ে কিছু বই কিনে নিয়ে আসি। বই কেনার পরে একটি হোটেলে গিয়ে আমরা সব বন্ধু মিলে কিছু বিরানি খেয়ে নেই। তারপরে আবার আমরা টেনে চলে আসি। বাড়িতে আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে গিয়েছিল আমরা বেশি সময় ছিলাম না। আমাদের জেলার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আবার এই পোস্টটি ভিজিট করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!