Why natural beauty is drowning.

in blurt-188398 •  2 days ago 

IMG_20250116_085210_282.jpg

Assalamu Alaikum my dear friends, how are you all? Hope everyone is well and living a very good life by the grace of Allah. Alhamdulillah I am also very well by the grace of Allah.Today I will share with you some natural beauty. After a long time I visited a place and from there I will discuss some roads and crossing places with you, I hope you will like it very much. Today I will share with you all the work I have been doing since morning till night and I hope you will like it. Today 16th January 2025 is the first month of this year and we have reached the middle of this month we wish all of us to have a good year. You have seen how the year 2024 has passed away from us. In fact, the year does not stop, only our activities and day by day, the year is increasing. As born five times namaz we must read it is the main goal of our life Allah sent us for worship. That's why we should always worship Allah more and more so that we can be successful in something in this time and we can hope that Allah Ta'ala will give us something good in the hereafter. Today is Thursday, I have moved towards the end of this week. So today I woke up early in the morning, washed my hands and face, had a light breakfast in the morning and left the house for coaching. We took that opportunity to wander around a bit and come home again. It is not cooked yet so we wandered around a few times and there is a playground next to us and we played a cricket match there. One of my favorite sport is cricket I like to play cricket very much and I like to watch cricket I play cricket wherever I am I watch this cricket game cricket is a popular sport I like to watch cricket more than football because I play cricket I like Today Thursday morning is very beautiful today's work is very good no cloud weatherBut it is very cold today. Then came to Bhasha and did not eat breakfast.

আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে খুব ভালো জীবন যাপন করছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু প্রাকৃতিক সৌন্দর্য। অনেকদিন পরে আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে কিছু রাস্তাঘাট এবং পারাপারের জায়গা নিয়ে আপনাদের মাঝে একটু আলোচনা করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব গতকাল সকাল থেকে রাত পর্যন্ত আমি যে সমস্ত কাজ করে এসেছি সেই বিশ্বাসে আপনাদের সাথে আলোচনা করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে ১৬ তারিখ ২০২৫ সাল জানুয়ারি মাস এই বছরের প্রথম মাস এবং এই মাসটির মধ্য চলে এসেছি আমরা এই বছরটি আমাদের সবাই ভালো কাটুক সেই কামনা করি। ২০২৪ সালটি আমাদের মাঝ থেকে কিভাবে চলে গেল সেটা আপনারা দেখেছেন আসলে সাল থেমে থাকে না থেমে থাকে শুধু আমাদের কাজকর্ম এবং দিন যত যাচ্ছে সাল তত বাড়ছে সালের সাথে থাকলে আমাদের চলবে না আমাদের জীবনের লক্ষ এগিয়ে নিয়ে যেতে হবে এইটাই আসল লক্ষ্য হতে হবে আরেকটি হচ্ছে আমাদের মুসলমান হিসেবে জন্ম পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের বাধ্যতামূলক পড়তে হবে এটি হচ্ছে আমাদের জীবনের প্রধান লক্ষ্য আল্লাহতালা আমাদের ইবাদতের জন্য পাঠিয়েছে। সেজন্য আমরা সব সময় আল্লাহর ইবাদত বন্দি জিকির বেশি বেশি করে করতে হবে যাতে এই কালে কোন কিছুতে সফল আসে আর আমাদের পরকালে আল্লাহতালা আমাদের ভালো কিছু পাওয়ার আশা করা যাবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার এই সপ্তাহর শেষের দিকে চলে এসেছি পেরাই। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সকালে হালকা নাস্তা করে বাসা থেকে বের হয়ে কোচিং এ চলে যায় কিন্তু কোচিং গিয়ে দেখি যে স্যার আমাদের কোচিং পড়াবে সেই স্যারটি বাসা নেই শুনলাম স্যারের কে বলে অসুস্থ সেজন্য ঢাকাতে গিয়েছে এজন্যআমাদের কোচিং পড়াবে না। আমরা সেই সুযোগে একটু ঘোরাঘুরি করে বাসায় আবার চলে আসি বাসায় চলে এসে বাড়িতে এসে দেখি। এখনো রান্না হয়নি সেজন্য একটু ঘোরাঘুরি করে আমাদের পাশের কয়েকবারই পরে খেলার একটি মাঠ আছে সেখানে গিয়ে আমরা ক্রিকেট ম্যাচ খেলি। আমার পছন্দের একটি খেলা হচ্ছে ক্রিকেট ক্রিকেট খেলতে আমার অনেক ভালো লাগে এবং ক্রিকেট খেলা দেখতে অনেক পছন্দ আমার ক্রিকেট খেলা যেখানেই হয় আমি সেখানেই যে এই ক্রিকেট খেলা দেখি ক্রিকেট খেলাটি হচ্ছে একটি জনপ্রিয় খেলা ফুটবল খেলার চেয়েও আমার ক্রিকেট খেলা দেখতে বেশি ভালো লাগে সেজন্য আমি ক্রিকেট খেলার পছন্দ করি। আজ বৃহস্পতিবারের সকালটা খুবই সুন্দর কাটছে আজকের কাজটা খুবই ভালো কোন মেঘের আবহাওয়া নেই।কিন্তু খুবই ঠান্ডা পড়ছে আজ। তারপরে ভাষাতে চলে এসে সকালের খাবার খেয়ে নি।

IMG_20250116_085210_135.jpg

IMG_20250116_085210_282.jpg

IMG_20250116_085209_873.jpg

Then come home and have breakfast. He went for a little walk next to our school. Today I went to the front of the school and saw the basketball coat being cut. I also like to play basketball. I also like to watch basketball because playing basketball does not take a lot of scale. There is a bamboo bridge to be crossed by a poet, you can see this bridge in the picture. I think this bridge is very beautiful but this bridge looks very beautiful. This picture is not edited in any way, it is a very natural picture. If you capture the natural beauty in the picture, it is really nice to see that thing. What kind of natural beauty expresses happiness in one's mind. What I can't express in words is that I was surprised to see this little side bridge because look at the bamboo bridge look at its side and see the natural beauty around a little bit I couldn't take this picture. After that I finished a little walk and came back home. After coming home after azan of Zohr when that time came I took a bath took a bath and did not eat the afternoon meal after the meal I was reading some stories from our class books because in the afternoon I mostly read the book and send it. Actually I like to see the natural beauty in it. This is a very beautiful place to sit here in the afternoon.

তারপরে বাসাতে এসে সকালের খাবার খেয়ে নিয়ে। আবার একটু ঘোরাঘুরি করতে করতে চলে যায় আমাদের স্কুলের পাশে। আজকে স্কুলের সামনে গিয়ে দেখি বাস্কেটবলের কোট কাটছে আমার কাছে বাস্কেটবল খেলতেও অনেক ভালো লাগে বাস্কেট বল খেলা দেখতেও অনেক ভালো লাগে কারণ বাস্কেটবলটি খেলা অনেক স্কেল লাগে না হলে বাস্কেটবল খেলা যায় না তারপরে ঘুরতে ঘুরতে চলে যায় দেখি একটি পথ। মধ্য দিয়ে চলে গেছে একটি কবি গুলিতে পার হতে একটি বাঁশের সেতু রয়েছে আপনারা ছবিটিতে দেখতে পাচ্ছেন এই সেতুটি। আমার কাছে খুবই সুন্দর লেগেছে এই সেতুটি এই সেতুটি দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। এই ছবিটি কিন্তু কোন প্রকারের এডিট করা নয় একদম ন্যাচারাল ছবি প্রাকৃতিক সৌন্দর্য ছবিতে ধারণ করলে আসলে সেই জিনিসটি দেখতে অনেক ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য কি রকম যেন একটি মনে সুখ প্রকাশ করে। যা আমি ভাষায় প্রকাশ করতে পারিনা এই সামান্য এপাশের সেতুটা দেখেই আমি অবাক হয়ে গেছে কারণ দেখুন বাঁশের সেতুটি তার পাশের তাকিয়ে দেখুন একটু চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখে এই ছবিটি আমি তোরে পারলাম না। তারপরে আমি একটু ঘুরাঘুরি শেষ করে আবার বাসাতে চলে আসি। বাসাতে এসে যোহরের আজান পরে যখন সেই সময় এসে আমি গোসল করি গোসল করে বিকেলের খাবারটা খেয়ে নি খাবারটা খাওয়ার পরে আমি একটু আমাদের ক্লাসের কিছু বইয়ের গল্প পড়তেছিলাম কারণ বিকেলে এটি আমি বেশিরভাগ সময় বই পড়ে পাঠিয়ে দিই।আসলে আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে এতে খুব সৌন্দর্য ভোগ করার মতন এই জায়গাটি এইখানে বিকেলবেলা বসে থাকতে খুবই ভালো লাগবে এমন জায়গাতে।

IMG_20250116_085236_923.jpg

IMG_20250116_085236_315.jpg

IMG_20250116_085236_177.jpg

Then in the afternoon after reading the book. Then I came out and saw that sand was being filled in a field next to the road in a field next to our house. Throw sand there and make a house at night so that you can make a house there. I saw that the sand was spreading, and water was pouring into the sand. I took some pictures from there. Actually, the thing looked very beautiful to me, that's why I am sharing these pictures with you. I hope you will like it. Little girls are playing in the sand. That's why this picture was taken more originally. Here we played football a few days ago. Basically we had a field here. We used to play football here. That place is now being filled with sand. He is throwing sand on the field because he will build a house there. Then in the afternoon, we roam around a bit more and in this field we have a beautiful donkey coat on one side, where we constantly play dadi. We start playing Gadi every day after Asr prayer, actually playing Gadi is very good for the body that's why we play Gadi every day they can be called a good game because playing it gives a lot of fun.

তারপর বিকেলে বই নিয়ে পড়া শেষ করে এসে। তারপরে বাইরে এসে দেখি আমাদের বাড়ির পাশে একটি মাঠের মধ্যে রাস্তার পাশে একটি জমিতে বালি ফেলে ভরণ করছে মাটি। সেখানে বালি ফেলিয়ে সেই জমিটি রাতে বাড়ি করবে সেজন্য সেখানে বাড়ি করার জন্য। বালি ফালাচ্ছে সেখানে দেখি বালিতে পানি দেচ্ছে সেখানে থেকে আমি কিছু ছবি তুলি আসলে জিনিসটা আমার কাছে খুবই সুন্দর লাগছিল সেই জন্য আমি এই ছবি গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এ বালের মধ্যে ছোট মেয়েরা খেলা করছে এটা দেখতে আরো অনেক সুন্দর লাগছে সেই জন্য এই ছবিটি আরও মূলত তোলা এখানে কিছুদিন আগেও আমরা ফুটবল খেলেছি এখানে মূলত আমাদের একটি মাঠ ছিল এখানে আমরা প্রতিনিয়ত ফুটবল খেলতাম ফুটবলের সিজেন এলেই আমরা এখানে ফুটবল খেলি। সেই জায়গাটি এখন বালি দিয়ে ভরে ফেলছে। সেখানে বাড়ি করবে বলে মাঠের জমিতে বালি ফেলাচ্ছে। তারপর বিকেলে তাহলে আমরা আরেকটু ঘোরাঘুরি করে এই মাঠের মধ্যে আমাদের একপাশে সুন্দর করে একটি গাধির কোটকাটা রয়েছে সেখানে আমরা প্রতিনিয়ত দাদি খেলে থাকি। আমরা আসরের নামাজের পর থেকে প্রতিদিন গাদি খেলা শুরু করি আসলে গাদি খেললে শরীরটা অনেক ভালো থাকে সেজন্য আমরা প্রতিদিন গাদি খেলি তাদের একটি ভালো খেলায় বলা যায় কারণ এটি খেলে অনেক মজা পাওয়া যায়।

IMG_20250106_182430_838.jpg

IMG_20250106_182436_222.jpg

IMG_20250106_182919_425.jpg

IMG_20250106_182922_939.jpg

IMG_20250106_182933_435.jpg

IMG_20250106_182941_780.jpg

After playing in the afternoon, we leave after Maghrib prayer. We go to the bazaar and wander around. We take some beautiful pictures. Our bazaar is very beautiful. One of the reasons why we come to this market is because we eat state food here. Any state food here is very delicious. In a word, I like to eat Singara Chop Moghlai here, that's why I go here after a few days and eat a lot of things. Our name is Bhabaniganj Bazar. You can find it if you search on the map. This market is famous. Here is raw material cow market. There are many other reasons for the name of this market. Singara and all in this market is not very good taste but it is very fun to drink milk tea in this market. let's go Then you can see that another famous state food of this market is Moghlai and you can see this chutney in the above picture. I like to eat this chutney and mughlai so I go to this market a lot. And they make the chutney specially by themselves, so it is very nice to eat. Moreover, there are many other state foods in this market, which are very nice to eat, such as chicken eggs, duck eggs, chicken eggs. They make a chutney and it is very nice to eat. It is very good to eat sundae chops here. And wherever the cilantro ends, they make chops with curry leaves. It is much better to eat it. Then after staying at home for a long time, he comes home, studies for a while, eats dinner and goes to sleep. Thanks for visiting this post. Allah is Hafez.

বিকেল বেলা খেলা শেষ করে আমরা মাগরিবের নামাজের পরে চলে যায় হচ্ছে বাজারে বাজারে যেয়ে একটু ঘোরাঘুরি করি সেখানে কি আমরা কিছু সুন্দর সুন্দর ছবি তুলি আমাদের বাজারটি দেখতে খুবই সুন্দর। এই বাজারটি আমরা প্রতিনিয়তই আসি এই বাজারে আসার একটি কারণ হচ্ছে এখানে এসে আমরা স্টেট ফুড খেয়ে থাকি এখানকার যেকোনো স্টেট ফুড খেতে অনেক সুস্বাদু লাগে এক কথায় আমার কাছে এখানকার সিঙ্গারা চপ মোগলাই খেতে অনেক ভালো লাগে সেজন্য আমি কিছুদিন পর পর এখানে গিয়ে অনেক কিছুই খেয়ে আসি। আমাদের নাম হচ্ছে ভবানীগঞ্জ বাজার এইটা আপনেরা ম্যাপে সার্চ দিলে পেয়ে যাবে এই বাজারটি বিখ্যাত হচ্ছে এখানে হচ্ছে কাঁচামাল গরুর হাট এই বাজারের আরো অনেক কারণ রয়েছে নামের জন্য। এ বাজারের সিঙ্গারা এবং সব তেমন একটি সুস্বাদ নয় কিন্তু এই বাজারের দুধ চা খেতে খুবই মজা লাগে এই বাজারে যাওয়া হচ্ছে মাত্র দুধ চা খেতে কারন এই বছরের দুধ চা খুবই ভালো লাগে এবং আরো পুরা রুটি দেহের দুধ চা খেতে আরো অনেক ভালো লাগে সেজন্য আমি এই বাজারে যাই। তারপর আপনারা দেখতে পারছেন যে এই বাজারের আরেকটি বিখ্যাত স্টেট ফুড হচ্ছে মোগলাই আর উপরের ছবিটিতে দেখতে পারছেন এই চাটনিটি। এই চাটনি আর মুঘলাইটি খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমি এই বাজারে বেশি যায় মোগলাইটি খেতে আমার তেমন একটি ভালো লাগেনা কিন্তু এটা চিকেনের পরিমাণ বেশি থাকার কারণে এই বাজারে গিয়ে খেয়ে আসি এত যে কি স্পেশাল মসলা দিয়ে তৈরি করে সেজন্য আরও ভালো লাগে। আর চাটনিটি তারা নিজের হাতে স্পেশালভাবে তৈরি করে সেজন্য আরও খেতে খুবই ভালো লাগে এই বাজারে তাছাড়াও আরো অনেক স্টেট ফুড রয়েছে সেইগুলো খেতে অনেক ভালো লাগে যেমন কয়েল পাখির ডিম হাঁসের ডিম মুরগির ডিম একটি চাটনি দিয়ে তৈরি করে দেয় খেতে খুবই ভালো লাগে আরেকটি খবর হচ্ছে শীতকাল আসলে এখানকার সজের চপ খেতে খুবই ভালো লাগে। আর যেখানেই ধনেপাতা শেষ হয়ে যায় তখন এরা কর্মের শাক দিয়ে চপ বানাই। সেটা খেতে আরো অনেক ভালো লাগে।তারপর অনেকক্ষণ বাসায় থাকার পরে বাসায় চলে এসে কিছুক্ষণ পড়াশোনা করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। এই পোস্টটি ভিজিট করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!