Assalamu Alaikum my dear friends, how are you all? Hope everyone is well and living a very good life by the grace of Allah. Alhamdulillah I am also very well by the grace of Allah.Today I will share with you what I did throughout the day. Today I will try to share with you what I did all day, hope you all like it. I will tell today's story in a new system, it will be good to read it too, inshallah. What I will share today is my all day blog today.Today is Thursday Bar as the last day of this week we will observe today. Today is the 26th almost at the end of this month. We moved to Spirai at the end of this year. There are only 6 days left of this year so our new year is here again. In the new year, new books, new things, new joys, new things are oursI get pleasure. Today I will share with you some new things that I have done throughout the day and I am sharing with you now.I woke up this morning and washed my hands and face as usual and left home after eating breakfast. Today morning is very good for coaching purposes, there is no fog, the clouds in the sky are looking very beautiful today. Today is a very good day for me. Today I can hear a song master with a very cool voice.
আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে খুব ভালো জীবন যাপন করছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি সারাদিনে আজকে আমি কি করেছি। আমি আজকে সারাদিনে যা করেছি তাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আশা করি সবার ভালো লাগবে। আজকের গল্পটা আমি একটু নতুন সিস্টেমে বলবো পড়তেও মোটামুটি ভালই লাগবে ইনশাআল্লাহ। আজকে আমি যে বিষয়টি শেয়ার করব এটি আমার আজকে সারা দিনের ব্লক।আজকে হচ্ছে বৃহস্পতি বার এই সপ্তাহের শেষের দিন হিসাবে আমরা পালন করব আজকে। আজকে ২৬ তারিখ এই মাসের প্রায় শেষের দিকে এবার। এই বছরের শেষের দিকে আমরা চলে এসেছি স্পিরাই। আর মাত্র 6 দিন বাকি আছে এই বছরের তাই হচ্ছে আমাদের নতুন বছর চলে আসবে আবার। নতুন বছরে নতুন বইয়ের নতুন কিছু নতুন আনন্দ নতুন কিছু আসলে আমাদেরআনন্দ পেয়ে থাকি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিছু নতুন কিছু যাকে আমি আজকে সারা দিনে করেছি ওইগুলোই আপনাদের মাঝে আমি এখন শেয়ার করছি।আজকে সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন হাত মুখ ধুয়ে বাসা থেকে সকালের জলখাবার খেয়ে বাসা থেকে বের হলাম। কোচিং এর উদ্দেশ্যে আজকে সকালটা খুবই ভালো একটু কুয়াশা নেই আকাশে মেঘো খুবই সুন্দর দেখা যাচ্ছে আজকে। আজকে এই দিনটি আমার কাছে খুবই ভালো লাগছে। আজকে খুব শীতল কন্ঠে এক গানের ওস্তাদ শুনতে পাচ্ছি।
I went a little far and saw someone singing. It was good to hear. Then I went to coaching. Today another incident happened. Meanwhile, I didn't even take my phone. Sir said today I have to go to a movement. Meanwhile, everyone at home will worry. Then without thinking, I went to morning procession with Sir. Our sir morning reading and pulseI made the breakfast again. Then our district as Kushtia Thana Khoksa. I went to Khoksat and ate khichuri in the morning. But when we went to Khoksa, we marched a little. We were home slowly at 1 o'clock. Meanwhile, he came home and abused Shani a lot because he could not leave home and then took a bath.When I came home, I went out again. One said, let's go around the market today. I said yes let's go so we took a picture from the front of our school as you can see in the picture above that everyone is ready.Then we left to visit the market. The market is near our house. So it doesn't take us much time to go to the market, just 5-10 minutes we can go to the market. Our market is very big. Our market is very big as a village. Our market is also very beautiful.
একটু দূরে যেয়ে দেখি একজন গান গাইছে শুনতে ভালই লাগছে তারপরে চলে গেলাম কোচিংয়ে গিয়ে আজকে এক অন্য ঘটনা ঘটে গেল এদিকে আমি ফোনও নিয়ে যাইনি আবার স্যার বলল আজকে একটি আন্দোলনে যেতেই হবে এদিকে বাড়ির সবাই চিন্তা করবে তারপরে না ভেবে চলে গেলাম স্যারের সাথে সকালে মিছিলে। আমাদের স্যার সকালে পড়াটা আর ডালদিয়ে সকালের নাস্তাটা আবার করে গেলাম। তারপরে আমাদের জেলা যেহেতু কুষ্টিয়া থানা খোকসা। খোকসাতে গিয়ে সকালে খিচুড়ি খেয়ে নিলাম। তবে খোকসাতে গিয়ে আমরা একটু মিছিল করে চলে আসলাম। আমাদের বাড়ি আস্তে আস্তে ১টা বেজে গিয়েছিল। এদিকে বাসায় এসে অনেক গালি শনি কারণ বাড়ি থেকে বলে যায়নি তারপরে গোসল করে।বাসায় আসি তখন একটু আবার বাইরে যায় একজন বলল চল আজকে একটু বাজার থেকে ঘুরে আসে। আমি বললাম হ্যাঁ যাওয়া যায় তো আমরা উপরের ছবিতে এতে দেখতে পারছেন যে সবাই রেডি হয়ে এক আমাদের স্কুলের সামনে থেকে একটি ছবি তুলেছি।তারপরে আমরা বাজারে আসার জন্য রওনা হই। বাজারটি আমাদের বাড়ির পাশেই। তাই বাজারে যেতে আমাদের বেশি সময় লাগে লাগেনা ৫-১০ মিনিট হলেই আমরা বাজারে চলে যেতে পারি। আমাদের বাজারটি বেশ অনেক বড়ই মোটামুটি গ্রাম হিসাবে আমাদের বাজারটি অনেক বড়।আমাদের বাজারটি দেখতেও অনেক সুন্দর।
Then coming to our bazaar the first food we eat is called roll this food is very delicious to eat. I like this food very much. Three of us eat this meal three times a day. It sells each pitch for Rs.15. It looks pretty good too though.This roll is made with different types of vegetables. I like to eat the vegetable roll. If I add some chicken, I like to eat more later. The roll doesn't sell us that much of a sudden making 1 or 2 days. Today we are lucky to have survived. The roll was very tasty.
তারপরে আমাদের বাজারে চলে এসে আমরা প্রথমে যে খাবারটি খাই এইটার নাম হল রোল এই খাবারটি খেতে অনেক সুস্বাদু লাগে। এ খাবারটি আমার কাছে অনেক ভালো লাগে খেতে। এই খাবারটি আমরা তিনজন মিলে তিনটা খাই। এটা প্রতিটি পিচ বিক্রি করে ১৫ টাকা করে। এটি দেখতেও অনেক সুন্দর লাগছে কিন্তু।এই রোলটি হচ্ছে তৈরি করেছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে আমার কাছে সবজির রোলটি খেতে অনেক ভালো লাগে এটা সাথে আরেকটু চিকেন দিলে পরে আরো অনেক খেতে ভালো লাগে। রোল আমাদের এইদিকে তেমন একটি বিক্রি করে না হঠাৎ করে 1বা 2 দিন তৈরি করে। আজকে আমাদের ভাগ্যই বেঁচে গিয়েছে। রোলটি খেতে অনেক সাদ ছিল।
Then you can see that we are sharing Singara Chop image with you now. We have eaten Singara Chop in many places around us but this place's Chop Singara is so delicious. These singaras and tea are filled immediately after making them. The three of us got only two and one singara chop.৷ This singara chop was a very low price of 5 rupees per piece. He sells 25 hundred top singaras every day in pain here even if he takes 5 taka. Singara chop is very tasty to eat.
তারপরে আপনারা দেখতে পারছেন যে আমরা সিঙ্গারা চপ ছবিটি এখন আপনাদের মাঝে শেয়ার করছি। আমাদের আশেপাশের অনেক জায়গায় সিঙ্গারা চপ খেয়েছি কিন্তু এই জায়গাটার চপ সিঙ্গারা এত সুস্বাদু লাগে খেতে। এই সিঙ্গারা আর চা বানানোর সঙ্গে সঙ্গেই ভরে যায়। আমরা তিনজন মিলে মাত্র দুইটা করে একজন সিঙ্গারা চপ পেয়েছি।এই সিঙ্গারা চপ একটি দাম অনেক কম ছিল প্রতি পিস ৫ টাকা। ৫ টাকা নিলেও এখানে প্রতিদিন পীড়ায় ২৫ শত টপ সিঙ্গারা প্রতিদিন তিনি বিক্রি করে। সিঙ্গারা চপ খেতে অনেক সুস্বাদু লাগে।
And in the above picture you can see milk tea. We eat this milk tea whenever we go to the market. This milk tea tastes very good. I like to drink its tea. Whenever we go to the market, we will have this milk tea even if we don't eat anything. The price of this milk tea is 10 taka. In this era, 10 taka milk tea is not available.A famous Ener Chatti in our market. People come here from far away to have tea. NR Char has many reputations. He sells five hundred milk tea every day.
আর উপরের ছবিতে দেখতে পাচ্ছেন দুধ চা। আমরা বাজারে গেলেই এই দুধ চাটি খেয়ে থাকি এই দুধ চাটি খেতে অনেক স্বাদ লাগে। এর চাটি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমরা বাজারে গেলেই কোন কিছু না খেলেও এই দুধ চাটি আমরা খাবই। এই দুধ চাটি দামও একদম কম ১০ টাকা। এই যুগে ১০ টাকা দুধ চা পাওয়াই যায় না।আমাদের বাজারের একটি বিখ্যাত এনার চাটি। এনার চাটি খেতে দূর থেকে মানুষ চলে আসে এখানে। এন আর চার অনেক সুনাম রয়েছে। তিনি প্রতিদিন পীড়ায় পাঁচশ দুধ চা বিক্রি করে থাকেন।
Then you see this picture this is the famous Fuchka in our market. This fuchka is made near the river in our market. Every day people come from far and wide to eat fuchka there. I don't like to smoke.As you can see above, the fuchka looks very beautiful. The price of one per night is 50 rupees. It consists of eight pieces.
তারপরে এই ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাজারের বিখ্যাত ফুচকা। এই ফুচকা টি আমাদের বাজারে পাশে নদী আছে নদীর কাছে এই ফুচকা গুলো তৈরি করে। ওখানে ফুচকা গুলো খেতেই প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে ফুচকাটি খেতে। ফুচকা খেতে আমার অতটা ভালো লাগেনা।ফুচকাটি আপনারা দেখছেন উপরের যেভাবে সাজিয়ে দিয়েছে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। একটি প্রতিবেলাটার দাম ৫০ টাকা। এটিতে থাকে আট পিস।
Finally a Coca-Cola as we left the market. After buying the coco-cola from the market, the three of us sit on the bank of the river and eat it, because after eating so much state fu food, if we don't have any drink, we will have problems from gas, so I bought the coco-cola and drank it.If we don't drink or eat anything after eating so much state fu then our body will have a lot of gas problem. So this day we bought and ate. Thank you for visiting today's post. Allah is Hafez.
অবশেষে আমরা বাজার থেকে চলে আসার সময় একটি কোকোকোলা। কোকোকোলাটি বাজার থেকে কিনে নিয়ে এসে আমরা নদীর পাড়ে তিনজন মিলে বসে ওইটা খায় কারণ এত স্টেট ফু খাবার খেয়ে যদি কোন ড্রিংক না খায় তাহলে প্রচুর গ্যাস থেকে সমস্যা হবে সেজন্য আমি কোকো কোলাটি কিনে খেয়েছি।এত স্টেট ফু খাওয়ার পরেও যদি কোন ড্রিঙ্ক বা কোন কিছু না খায় তাহলে আমাদের শরীরে প্রচুর গ্যাসের সমস্যা হবে। তাই এই দিনটি আমরা কিনে খেয়েছি। আজকের পোস্টে ভিজিট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।