Assalamu Alaikum my dear friends, how are you all? Hope everyone is well and living a very good life by the grace of Allah. Alhamdulillah I am also very well by the grace of Allah.Today I will share with you something new that you will love to hear. I hope you enjoy listening to the things I'm going to share today about all the things I do from morning to night. I woke up in the morning, washed my hands and went to coaching like every day. Come home from coaching. Today 19th January 2025 is the first month of this year and 19th of this year means the end of this month is almost here so I remind you a little because I always say time never stops. Today Sunday will be celebrated as the second day of the week. Today was a beautiful morning with a slight chill and light fog. Sitting in the light mist and light sun in the morning is a different kind of fun that cannot be expressed in words but the mind goes to the other side. One thing is that the morning sun is very beneficial for our body but,, you should try to spend 5 to 10 minutes in the sun every day. To sit because we are the only one who has vitamins apart from eating and drinking, the only one is from sunlight. It was a beautiful morning this morning. After that I went out of the house and roamed around a bit and came to my uncle's house. I came home and decided to go to school because coaching has started again in my school from today so I went to coaching. What are the subjects that I read in today's coaching are chemistry for me heart is a subject chemistry because I will sell chemistry well it is not possible for me because I need to understand a lot of them. They don't put the phone in my head. Moreover, chemistry is a very difficult subject. Another subject is studying physics. Then came home from school. Come home, take a bath, eat and drink.
আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে খুব ভালো জীবন যাপন করছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব নতুন কিছু আপনাদের অনেক ভালো লাগবে শুনতে। আজকে আমি যে বিষয়গুলো শেয়ার করব সেগুলো হচ্ছে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সমস্ত কাজ করছি ঘোরাফেরা এই বিষয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে শুনতে। আজকে সকাল বেলা ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে প্রতিদিনের মতো আজকে চলে যাই কোচিংয়ে। কোচিং থেকে বাসায় চলে আসি। আজকে ১৯ তারিখ ২০২৫ সাল জানুয়ারি মাস এই বছরের প্রথম মাস এবং এই বছরের ১৯ তারিখ মানে এই মাসের শেষের দিকে চলে এসেছে প্রায় তাই একটু আপনাদের মনে করাইয়া দিচ্ছি কারণ আমি পীরাই দিনই বলে থাকি সময় কখনো থেমে থাকবে না। আজকের রবিবার সপ্তাহর দ্বিতীয় দিন হিসেবে পালিত হবে আজকে আজকের সকালটা খুবই সুন্দর হালকা ঠান্ডা আর হালকা কুয়াশার সকালটা আজকে দারুন কাটছিল। সকালে হালকা কুয়াশা এবং হালকা রোদে বসে থাকতে অন্যরকম মজা লাগে যা ভাষায় প্রকাশ করা যায় না এগুলো ভাবতে গেলেও অন্যদিকে মন চলে যায়।এই যে একটি বিষয় সকাল বেলা রোদ আমাদের শরীরের জন্য খুবই উপকারে কিন্তু,, আপনারা চেষ্টা করবেন যে প্রতিদিন ৫ থেকে ১০ মিনিট রোদে বসে থাকার জন্য কারণ আমরা কিন্তু একমাত্র কোন খাওয়া দাওয়া বাদে ভিটামিন থাকে সেটি একমাত্র হচ্ছে সূর্যের আলো থেকে আমরা কিন্তু আমাদের শরীরে সূর্য আলো থেকে ভিটামিন পেয়ে থাকি। আজকের সকাল বেলা এটা খুবই সুন্দর কেটেছে। তারপরে চলে গেলাম বাসার বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করে চলে আসলাম মামার বাড়িতে বাড়িতে এসে স্কুলে যাবার উদ্দেশ্য নিলাম কারণ আজ থেকে আমার স্কুলে আবার কোচিং শুরু হয়েছে সেজন্য আমি কোচিং এ চলে গেলাম। আজকে কোচিং এ কি যে সাবজেক্ট গুলো পড়েছি আমি সেগুলো হচ্ছে রসায়ন আমার কাছে হার্ট একটি সাবজেক্ট হচ্ছে রসায়ন কারণ রসায়নের বিক্রি করব আচ্ছা আমার দ্বারা সম্ভব হচ্ছে না কারণ প্রচুর বুঝতে হয় এগুলো। এগুলো আমার মাথাতে ফোন ঢোকে না। তাছাড়াও রসানয় একটি খুবই কঠিন সাবজেক্ট। আরেকটি বিষয় পড়াই হচ্ছে পদার্থ পদার্থ মোটামুটি বুঝতে পারি কিন্তু রসায়ন পারি তিন চার অধ্যায় মোটামুটি পারি কিন্তু বিক্রিয়ার দুই অধ্যায় মাথার উপর দিয়ে চলে যায় আমার। তারপরে স্কুল থেকে চলে এসে বাড়িতে। বাড়িতে এসে গোসল করে খাওয়া দাওয়া করে যাব আজকে আমাদের স্কুলের মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এখানে।
Then you can watch at home after taking a bath in the afternoon and eating the afternoon meal. I left home to watch the game, but I will go alone to watch the game. Many boys will go with me. They will have to call me. I will go with some brothers from our neighborhood to watch the game. The place where the game will be played is our school ground. Because this ground is so big, football is played here every day because of how black it seems, many people came because of the final game, and our school is not far from our house, it takes five or six minutes to walk here. Boys and girls are enrolled in our school every year because there is a big school in our area, it is about 1500 to 2000 students from sex to ten. There are many other schools in the vicinity but because of the good academic performance in this school, everyone gets admission in this school. Moreover, every year 50 people get plus from this school. And we have come today to see that football is played every year in our school field. You can see our school grounds are very big. It was evening to watch the game.
তারপরে দেখতে পারছেন বাড়িতে বিকেল বেলা গোসল করে বিকেলের খাবারটা খেয়ে। বাসা থেকে বের হই খেলা দেখার উদ্দেশ্যে কিন্তু খেলা দেখতে আমি তো একা আমার সাথে অনেক ছেলেপেলে যাবে তাদের ডাকতে হবে সে যেন আমি আমাদের পাড়ার কিছু ভাই-ব্রাদার নিয়ে চলে যায় খেলা দেখতে এই যেখানে খেলা হবে সেটি হচ্ছে আমাদের স্কুলের মাঠ। এই মাটি অনেক বড় সেজন্য এখানে ফুটবল খেলা হয় প্রতিনিয়ত কত কালো মনে হয় ফাইনাল খেলা ছিল সেজন্য অনেক লোকজন এসেছিল, আর আমাদের স্কুলটি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না পাঁচ ছয় মিনিট হেঁটে গেলে সময় লাগে এখানে। আমাদের স্কুলে বছর ছেলে মেয়ে প্রতিবছর ভর্তি হয়ে থাকে কারন আমাদের এলাকায় বড় একটি স্কুল হচ্ছে এটি এখানে প্রায় সেক্স থেকে টেন পর্যন্ত ১৫০০ থেকে ২০০০ছাত্রী ছাত্রী এই স্কুলে পড়ে স্কুলটি অনেক বড় এমন সময় হবে স্কুলে জায়গায় দিতে পারে না। আশেপাশে আরো অনেক স্কুল রয়েছে কিন্তু এই স্কুলে পড়াশোনা ভালো হয় বলে সবাই এই স্কুলে ভর্তি হয়। তাছাড়াও এই স্কুল থেকে প্রতিবছরে ৫০ জন প্লাস পেয়ে থাকে। আর আমাদের এই স্কুল মাঠে প্রতিবছরে ফুটবল খেলা হয় সেটি দেখতেই আমরা আজকে এসেছি। আমাদের স্কুলের মাঠটি দেখতে পাচ্ছেন অনেক বড়। খেলা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়।
And watching this game, we got evening. It got evening. We left to go to the market because we have to go to the market to buy some things. And all these pictures were taken by my mobile a few days ago. Then I went to the market and saw some people selling pears and mangoes. I did not take pictures of them at that time. You can see how beautiful the mangoes look. Our village is currently producing such mangoes on trees. The price of mangoes is a bit higher in our side because we don't have as many mangoes grown in our side so the price of mangoes is higher, but even from us now when we produce in large quantities the price of mangoes increases and when the mangoes are exported in large quantities to the market the price of mangoes decreases. . The amount of mango produced in our country meets the demand in our country. For example, in our village, mangoes are sold at a price of Tk 120 per kg. I like to eat them. And the picture you see is a mango, I could not recognize it because I have no idea who the mango is related to. Another thing you can see is guava farmers in our country produce guava in large quantities. Guavas are available in abundance in our country. At one time, guavas were also provided in our country and now farmers are producing guavas in large quantities in our country. In our country, there is a different price of guava at one time, but when the market is small, good guavas are sold at 70 to 80 taka per kg, and when they are exported, they are sold at 30 to 40 taka. Abundantly produced in the country, guava has many good benefits for our body. And those who want to lose weight can eat guava because guava is high in protein and low in calories.
আর এই খেলা দেখতে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হয়ে গেছে আমরা বাজারের থেকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই কারণ আমাদের কিছু জিনিসপাত কিনতে হবে বাজারে যেয়ে। আর এই সমস্ত ছবিগুলো কিছুদিন আগে আমার মোবাইল দিয়ে তোলা হয়েছে। তারপরে বাজারে গিয়ে দেখলাম কয়েকজন পিয়ারা আর আম বিক্রি করছে। সে সময় আমি এগুলোর ছবি তুলে নি। আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আমাদের গ্রামে এরকম আম এখন বর্তমানে গাছে উৎপাদন করছে। আমাদের দিকে আমের দাম একটু বেশি কারণ আমাদের দিকে তেমন একটি আম চাষ করা হয় না সেজন্য আমের দাম বেশি হয়, কিন্তু আমাদের থেকেও এখন প্রচুর পরিমাপে উৎপাদন হয় সে সময় আমের দাম বৃদ্ধি পায় আর যখন আম বাজারে প্রচুর পরিমাপে রপ্তানি করা হয় তখন আমের দাম কমে যায়। আমাদের দেশে যে পরিমাণ আম উৎপাদন করা হয় আমাদের দেশে চাহিদা পূরণ হয় যায়। আমাদের গ্রামে যেমন আম যে দামে বিক্রি করা হয় প্রতি কেজি ১২০ টাকা কেজি আম রুপালি এগুলো খেতে অনেক ভালো লাগে আমার কাছে। আর আপনার যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা কি আম আমি চিনতে পারলাম না কারণ আমের সম্পর্ক কে আমার হত ধারণা নেই। আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে পেয়ারা আমাদের দেশে প্রচুর পরিমাপে পেয়ার উৎপাদন করে থাকে কৃষকরা। আমাদের দেশে পেয়ার প্রচুর পাওয়া যায় সব সময় এক সময় পেয়ার আমাদের দেশে ও পরিমাপ প্রদান করা হতো আর এখন আমাদের দেশে প্রচুর পরিমাপে পেয়ার উৎপাদন করে থাকে কৃষকরা। আমাদের দেশে এক এক সময় এক এক রকম পেয়ারার দাম থাকে কিন্তু যেখন বাজার অল্প থাকে তখন প্রতি কেচি বিক্রি হয় ৭০ থেকে ৮০ টাকা কেজি ভালো পেয়ারা গুলো আর তখন বাঁচার অল্প পরে মাপে রপ্তানি করা হয় তখন এগুলো ৩০ থেকে ৪০ টাকা মূল্য বিক্রি করা হয় পেয়ারা আমাদের দেশে প্রচুর উৎপাদন করা হয় এবং পেয়ারা আমাদের শরীরের জন্য অনেক ভালো উপকার করে। এবং যারা ওজন কমাতে চান তারা চাইলে পেয়ারা খেতে পারে কারণ পেয়ারাতে প্রোটিন বেশি আর হচ্ছে ক্যালোরি কম এটা খেলে পেটো ভরবে আবার ওর জন্য কমবে।
Then we roam around the market for a long time after roaming around when we go home we see a man bringing pineapples just to see how much they are selling pineapples in the market. When I said how do you sell pineapples, he said we sell them as per kg and then we sell them as PCs. They said we will buy it and bring it to PCs. That's why we sell as pitches. We said give us a pineapple, how much money will you take, he said how do you eat it, we said how to sell it by grinding it, he said I am selling it by grinding it, we said give it to us. Then he took a nice pineapple from his van and started cutting the pineapple beautifully after the bar. He looks very skilled as he hangs the pineapples with a lot of speed. He already cut one pineapple in a minute. I am surprised to see the speed of Dil's work. Then we both took two plates and started eating. The pineapples were very good to eat. Farmers in our country produce large amount of pineapples every year. In our country pineapple cultivation is not done in all regions because pineapples cannot be cultivated in all soils. That's why pineapples can't be cultivated in our district, that's why they don't cultivate pineapples here. Pineapple is grown mostly in hilly areas. It means that pineapples are cultivated more in high places. Our Bangladesh produces pineapples in large quantities every year and the price of pineapples increases a lot at one time. When it comes in small quantity in the market it is very expensive and when it comes in large quantity in the market it comes down in price.One does not like eating pineapple because one does not like eating anything out of season. Eating the thing during the season gives a different taste to HD. Pineapples should be grown in large quantities in our country and so that the farmers can sell pineapples properly, everyone should keep an eye on this because we have animal syndicates in Bangladesh so that the prices of the products are many times higher and then sell the goods of that syndicate. Meanwhile, the farmer does not get the price.But eating pineapple is very good for our body so we will try to eat pineapple. Pineapple has a lot of water, it does not harm our body, it is very low in calories, so those who want to lose weight can eat this juice. Arash will maintain your diet. Pineapple is very good for our body and we get a lot of energy from pineapple. Thank you for visiting this post. Allah is Hafez.
তারপরে আমরা বাজারে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করার পরে বাড়িতে যখন যাব তখন দেখি একজন লোক আনারস এনেছে কেবলমাত্র বাজারে দেখি তারা আনারস কত বিক্রি করছে। আমি যে বললাম আনারস আপনারা কিভাবে বিক্রি করে সে বলল কেজি হিসাবে বিক্রি করি আবার পিসি হবে বিক্রি করে। তারা বলল আমরা এটা কিনে নিয়ে আসি পিসিস হবে। সেজন্য আমরা পিচ হিসাবে বিক্রি করে থাকি। আমরা বললাম আমাদের একটা আনারস দেন কত টাকা নেবেন সে বলল তোমরা কিভাবে খাবা আমরা তখন বললাম কিভাবে মাখিয়ে বিক্রি করে সে বলা হয় আমি এগুলো হচ্ছে মাখিয়ে বিক্রি করে আমরা বললাম তো দেন। তারপরে সে সুন্দর একটি আনারস তার ভ্যান গাড়ি থেকে বার করলো বার করার পরে সুন্দরভাবে আনারস কাটতে লাগলো তাকে দেখে মনে হচ্ছে সে অনেক দক্ষ কারণ সে অনেক স্পিডের সাথে আনারসগুলো ঝুলছে সে ইতিমধ্যে একটি আনারস এক মিনিটের মধ্যে কাটা শেষ হয়ে গেছে মাত্র দুই মিনিটের মধ্যে সে আমার মাখিয়ে দিল তাহার কাজের স্পিড দেখে আমি তো অবাক। তারপরে আমরা দুজনে দুই প্লেট নিয়ে খেতে লাগলাম।আনারস গুলো খেতে অনেক ভালো ছিল। আমাদের দেশে প্রতিবছর প্রচুর পরিমাপে আনারস উৎপাদন করে থাকেন কৃষকরা। আমাদের দেশে আনারসের চাষ সব অঞ্চলে করেন না কারণ সব মাটিতে আনারস চাষ করা যায় না। সেজন্য আমাদের জেলাতে আনারস চাষ করা যায় না সেজন্য আমাদের এদিকে আনারস চাষ করেন না। আনারস চাষ করেন বেশিরভাগ পাহাড়ে অঞ্চলে। মানে উঁচু জায়গাতেই আনারস বেশি চাষ করে থাকে। আমাদের বাংলাদেশে প্রতিবছর প্রচুর পরিমাপে আনারস উৎপাদন করে থাকে এই আনারসের দাম এক সময় অনেক বৃদ্ধি পায়। যখন বাজারে অল্প আসে তখন এটি দাম অনেক বেশি থাকে আর যখন বাজারে প্রচুর পরিমাপে চলে আসে তখন এটি দাম অনেক কমে যায় তখন আনারস খেতে তেমন একটি ভালো লাগেনা কারণ সিজন বাদে কোন কিছু খেলে তেমন একটি ভালো লাগেনা। সিজনের সময় জিনিসটি খেতে এইচডির অন্যরকম স্বাদ লাগে। আনারস আমাদের দেশে প্রচুর পরিমাপে পালন করতে হবে এবং আনারস যেন কৃষক সঠিকভাবে বিক্রি করতে পারে এদিকেও সবার নজর রাখতে হবে কারন আমাদের বাংলাদেশে হচ্ছে পশুর সিন্ডিকেট করে রাখে সব জিনিস যাতে জিনিসপাতি দাম অনেক বারে তারপর ওই সিন্ডিকেটের মালগুলো বিক্রি করে। আর এদিকে কৃষক নিয়েছো দাম পায় না।আমাদের শরীরের জন্য কিন্তু আনারস খাবা অনেক ভালো সেজন্য আমরা চেষ্টা করব আনারস খাওয়ার জন্য। আনারসের রয়েছে প্রচুর পরিমাপে পানি এটা আমাদের শরীরের তেমন একটি ক্ষতি করে না এটাতে অনেক ক্যালরি কম সেজন্য যারা ওজন কমাতে চান তারা এই আমার রস খেতে পারেন আরশ খেলে আপনার ডাইট মেন্টেন হবে। আনারস আমাদের শরীরের জন্য অনেক ভালো এবং অনেক শক্তি ভাই আমরা আনারস থেকে। এই পোস্টটি ভিজিট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।