Some of my flower photography.

in blurt-188398 •  last month 

img_1734097495661.jpg
Assalamu Alaikum my dear friends, how are you all? Hope everyone is well and living a very good life by the grace of Allah. Alhamdulillah I am also very well by the grace of Allah.Today I am going to share with you. Some flower pictures from the flower garden next to our house. These flower pictures are taken with my mobile so let's start.Today Saturday is the first day of the week. On the first day of this week I am going to share with you some flower pictures. And the 14th of this month has already arrived in the middle of the month. This morning I woke up and washed my face and had breakfast. After leaving the house, I decided to take some new pictures and share them with you do.So I started thinking about what kind of photography can be shared with you. So when I thought about it, some pictures of flowers came forward. The flowers are also very beautiful. And I like all these flowers very much. The flowers look great too. In one word, you want to fall in love with flowers just by looking at them.

আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে খুব ভালো জীবন যাপন করছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আমাদের বাড়ির পাশে ফুলের বাগান থেকে কিছু ফুলের ছবি। এই ফুলের ছবিগুলো আমার মোবাইল দিয়ে তোলা হয়েছে তো শুরু করা যাক।আজ শনিবার সপ্তাহর প্রথম দিন। এই সপ্তাহর প্রথম দিনে আমি আপনাদের মাঝে কিছু ফুলের ছবি শেয়ার করতে যাচ্ছি। এবং এই মাসের ১৪ তারিখ আজ মাসের মধ্য পেরাই চলে এসেছে। আজকে সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে সকালের নাস্তা করে। বাসা থেকে একটু বের হয়ে চিন্তা করলাম আজকে কিছু নতুন কিছু ছবি ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করব।তো ভাবতে লাগলাম কিসের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করা যায়। তো ভাবতে ভাবতে এমন সময় সামনে চলে এলো কিছু ফুলের ছবি। ফুলগুলো দেখতেও খুব সুন্দর কিন্তু। আর আমার এই সমস্ত ফুলগুলো খুবই পছন্দ হয়। ফুলগুলো দেখতেও খুব ভালোই। এক কথায় ফুলগুলো দেখলেই ফুলের প্রেমে পড়ে যেতে মন চায়।

IMG_20241205_094810_056.jpg

This flower is usually seen more during monsoon. This flower is usually rose in color. The name of this flower is rain lily. But many people know many different names, it has more names such as a pink rain. Again in our village it is called garlic flower becauseBecause this flower horse looks a lot like garlic, so many people call it garlic fruit. Besides, this flower looks very beautiful to me.

এই ফুলটা সাধারণত বর্ষার সময় বেশি দেখা যায়। এই ফুলটি দেখতে গোলাপের রং এর সাধারণত হয়ে থাকে। এই ফুলের নাম হচ্ছে রেইন লিলি।কিন্তু অনেকে অনেক রকম নাম জানে এর আরো নাম রয়েছে যেমন একটি পিংক রেইন বলে থাকে অনেকেই। আবার আমাদের গ্রামে এইটার রসুন ফুল বলে থাকে কারণ কেননা এই ফুলের ঘোড়াটা অনেকটাই রসুনের মতন দেখতে তাই একে রসুন ফল বলে থাকে অনেকে। তাছাড় এই ফুলটি দেখতে আমার কাছে খুবই সুন্দর লেগেছে।

IMG_20241205_094810_231.jpg
You have seen flowers of many colors, most of them are red, pink or yellow. But the white flowers are not so visible. Suddenly I was passing by a place that caught my eye and I photographed it with my mobile.This flower is very common to see, and this flower is found in many homes, because it smells so good. This flower also looks very beautiful but I couldn't take a good picture so it looks like this. It looks very sweet.And the name of this flower is white color.

আপনারা তো অনেক রঙের ফুল দেখে থাকেন বেশিরভাগ থাকে লাল গোলাপি বা হলুদ রঙের ফটোগ্রাফি দেখেছেন। কিন্তু সাদা রঙের ফুল তেমন একটা দেখা যায় না কিন্তু। হঠাৎ আমি একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমার নজরে পড়ে গেল সেই সময় আমি এটাকে আমার মোবাইল দিয়ে ফটোগ্রাফি করে নিলাম।এই ফুলটি দেখতে খুবই কমন, এবং এই ফুলটি এরাই বাসা বাড়িতে দেখা যায়, কারণ এটার সুগন্ধ খুবই ভালো লাগে। এই ফুল টাও দেখতেও কিন্তু অনেক সুন্দর আমি ভালোভাবে ছবিটি তুলতে পারিনি তাই এরকম দেখাচ্ছে। এটা দেখতে অনেক মধুময়।আর এই ফুলের নাম হচ্ছে সাদা রঙ্গন।

IMG_20241205_094810_493.jpg

We are all familiar with this flower.There are many types of roses. But people's attraction to red rose is a little more. Because red rose is considered as the best symbol of love.Especially in the case of lovers, red roses are used as a good means of expressing love. Every year on February 14th Valentine's Day, red roses are exchanged in abundance as a symbol of love.And this rose I photographed from my friend's house.

এই ফুলটির সাথে আমরা সবাই পরিচিতি।এমনিতে অনেক ধরনের গোলাপ ফুল রয়েছে। কিন্তু লাল গোলাপের প্রতি মানুষের আকর্ষণটা একটু বেশি। কারণ লাল গোলাপকে ভালোবাসার সবচাইতে উত্তম প্রতিক হিসেবে ধরে নেওয়া হয়।বিশেষকরে করে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে লালা গোলাপ ভালোবাসার প্রকাশের উত্তম মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে থাকে। প্রতি বছর ১৪ই ফ্রেব্রুয়ারি ভেলেনটাইন দিবসে ভালোবাসার প্রতিক হিসেবে প্রচুর পরিমানে লাল গোলাপ আদান প্রদান হয়ে থাকে।আর এই গোলাপটি আমি ছবি তুলেছি আমার এক বন্ধুর বাড়ি থেকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  last month  ·  

Thank you for sharing the beautiful flower photography.