Assalamu Alaikum my dear friends, how are you all? Hope everyone is well and living a very good life by the grace of Allah. Alhamdulillah I am also very well by the grace of Allah.Today is Sunday as the effective day of the week. And today is the 15th month of Madhya Bati month today. Today is a very good day. I will try to discuss some good things with you during this winter, Inshallah.Today I am going to share it with you. You all see how the paddy grows. But before rice, some preparatory rice seedlings have to be prepared. So that the paddy can be planted well, today I will tell you how to prepare rice seedlings.So this morning I woke up. I washed my hands and got fresh. Then I left the house after having a small breakfast. For coaching purposes in the morning. So my coaching time is from 6:40 to 8:40. Then I came home and came home. I thought I could share with you today.Then I see you leaving the house. I can see from a distance that some people are doing what in the field. Then I realized that this is the season for planting paddy. Preparatory work is being done to ensure planting of saplings. Thinking of this, I left from there, I took different pictures with my mobile phone.Then I will share with you now how to do it. Now I will tell you about how to plant seedlings from paddy or how to level the soil in the field before through my pictures.
আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে খুব ভালো জীবন যাপন করছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজ রবিবার সপ্তাহর দিতেও দিয়েন হিসাবে কার্যকর দিন আজকে। এবং আজকে ১৫ তারিখ মাসের মধ্য বত্তি মাস আজকে। আজকের দিনটি খুবই ভালো। এই শীতে সময়ে আমি আপনাদের মাঝে কিছু ভালো কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাইতো দেখেন কিভাবে ধান হয়। কিন্তু ধানের আগেও কিছু প্রস্তুতিমূলক ধানের চারা তৈরি করে নিতে হয়। যাতে ধানগুলো ভাল মতন লাগানো যায় আজকে আমি আপনাদের মাঝে কিভাবে ধান চারা প্রস্তুতি করে এই সম্পর্কে বলবো।তো আজকে সকালে ঘুম থেকে উঠে।হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে সকালের অল্প করে নাস্তা করে বাসা থেকে বাহির হলাম। সকালে কোচিং এর উদ্দেশ্যে। তো আমার কোচিং এ সময় হচ্ছে ৬টা ৪০ থেকে আটটা ৪০ পর্যন্ত। তারপরে বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে। ভাবলাম আজকে কি বিষয় আপনাদের সাথে শেয়ার করা যায়।তারপরে বাসা থেকে বের হতেই দেখি। আমি দূর থেকে দেখতে পাই যে মাঠের মধ্যে কে যেন করছে কিছু লোকজন। তারপরে বুঝতে পারলাম যে ও এই সময় তো ধান লাগানোর সিজেন। নিশ্চিত চারা রোপনের প্রস্তুতি মূলক কাজ করছে। এই ভেবে চলে গেলাম ওখান থেকে আমি বিভিন্ন ভাবে ছবি আমার মোবাইল দিয়ে তুলে নিলাম।তারপরে বাসা থেকে বের হতেই দেখি। আমি দূর থেকে দেখতে পাই যে মাঠের মধ্যে কে যেন করছে কিছু লোকজন। তারপরে বুঝতে পারলাম যে ও এই সময় তো ধান লাগানোর সিজেন। নিশ্চিত চারা রোপনের প্রস্তুতি মূলক কাজ করছে। এই ভেবে চলে গেলাম ওখান থেকে আমি বিভিন্ন ভাবে ছবি আমার মোবাইল দিয়ে তুলে নিলাম।তারপর আপনাদের মাঝে আমি এখন শেয়ার করব কিভাবে কি করে। কিভাবে ধান থেকে চারা রোপন করে বা আগে মাঠের মধ্যে মাটির কিভাবে সমান করে এই ইত্যাদি বিষয়ে এখন আমার ছবির মাধ্যমে আমি আপনাদের মাঝে বলবো।
The first task is to hide the rice seedlings. First, the land preparation of the field. Those who live in the village know how to prepare the land. Land should be plowed or charged with a tractor.Or if you have a small accumulation, you can shovel it yourself. You can understand from this picture that a farmer is preparing his land.First of all he is cutting his land with a spade. So that it is very easy to give his rice seedlings. In this way he developed the land for a long time. You can see this picture.
ধানের চারা গোপন করার প্রথম কাজ হচ্ছে। প্রথমে মাঠের জমি প্রস্তুতি। যারা গ্রামে থাকেন কিভাবে জমি প্রস্তুতি করে তা তো জানেনই। জমি নাঙ্গল দিয়ে বা ট্রাক্টর দিয়ে চার্জ দিয়ে নিতে হবে।বা আপনার অল্প জমে থাকলে আপনি নিজেই কোদাল দিয়ে কুপাইয়া নিতে পারেন। আপনারা এই ছবিটির মাধ্যমে বুঝতে পারছেন যে একজন কৃষক তার জমি প্রস্তুতির করছে।প্রথমে তার জমি সে কোদাল দিয়ে ভালো মত জমি কুপিয়ে নিচ্ছে। যাতে তার ধানের চারা দিতে খুবই সহজ হয়। এভাবে সে অনেক সময় ধরে সে জমি তৈরি করে নিল। আপনারা এই ছবিটি দেখে বুঝতে পারছেন।
The picture you can see is a farmer pulling a ladder on his land. The reason for pulling the ladder is to level the land. In the previous picture you can see a boy preparing the soil with a spade, then in this picture you can see Moi Ten leveling the land.One of the reasons for pulling the ladder is that before planting the rice, the land has to be prepared and then the ladder is pulled. And when the rice seedlings are planted in the ground, it looks very good. But before pulling the ladder, water from the boding has been softened in this land so that it becomes level when the ladder is pulled.
আপনারা যেই ছবিটি দেখতে পারছেন এটি হচ্ছে একজন কৃষক তার জমিতে মই টানছে মই টানার কারন হচ্ছে জমিতে সমান হয়ে যাবে। আগের ছবিটিতে দেখতে পেরেছেন যে একটি ছেলে কুদাল দিয়ে মাটি তৈরি করছে তারপরে এই ছবিটি দেখতে পারছেন যে মই টেন জমিটি সমান করছে।মই টানার একটি কারণ হচ্ছে ধান রোপনের আগে জমি প্রস্তুতি করতে হয় তারপরে মই টানতে হয় মই টানলে জমি দেখতে অনেক সুন্দর লাগে। আর ধানের চারা গুলো যখন জমিতে ফেলবে তখন দেখতেও বেশ ভালো লাগে। মই টানার আগে কিন্তু এই জমিতে বোডিং থেকে পানি নিয়ে নরম করে নিয়েছে যাতে ময়ই টানলে সমান হয়ে যায়।
You can see the third picture. First a farmer is preparing the land with a spade in the second picture you can see a farmer preparing the field with a ladder. And this picture is after pulling the ladder. Paddy planting time. Rice can see that you have taken it out of the house but how to take out the rice head.The paddy is first bought from the market. After buying it from the market, let the rice dry in the sun. So that the rice heads are good. After drying in the sun. The rice is covered with a pot sack and after a few days the rice head comes out.Then the seeds are sown in the field like this. If you see the picture above, sit down. As you can see in the picture above, the paddy head is what I mean by this picture.
তৃতীয় ছবিটি দেখতে পারছেন। প্রথম একজন কৃষক কোদাল দিয়ে জমি প্রস্তুতি করছি অপর ছবিটিতে দেখতে পাচ্ছেন যে একজন কৃষক মই টেনে মাঠের জমি প্রস্তুতি করছে। আর এই ছবিটা হচ্ছে মই টানার পরে। ধান রোপনের সময়। ধান দেখতে পারছেন যে আপনারা এটা কিন্তু বাড়ি থেকে ধানের মাথা বের করে নিয়েছে কিভাবে বের করে।ধানটি প্রথমে কিনে নিয়ে আসে বাজার থেকে। বাজার থেকে কিনে নিয়ে আসার পরে রোদে ধানটি শুকাতে দেয়। যাতে ধানের মাথাগুলো ভালোমতো হয়। রোদেতে শুকাতে দেওয়ার পরে। ধানটি একটি পাত্র বস্তা দিয়ে ঢেকে রাখে তারপরে কিছুদিন পরে ধানের মাথা বের হয়ে আসে।তখন মাঠে বীজগুলো এভাবে বোনে দেয়। আপনারা উপরের ছবিটি দেখলে বসবেন। উপরের ছবিটিতে দেখতে পারছেন যে ধানের মাথা সহ দেখা যাচ্ছে এটাই এই ছবিটির মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি।
You can see this picture ten days after planting rice seeds. After ten days this seedling has grown so big. Insecticides should be applied at this time to cure this. These saplings will now grow very big and after a few days they can be planted in the field.
এই ছবিটি দেখতে পারছেন এটি হচ্ছে ধান বীজ রোপনের দশ দিন পরে। দশ দিন পরে এই চারাটি এত বড় হয়ে গেছে। এই সারাতে এই সময় কীটনাশক প্রয়োগ করতে হয়। এই চারাটি আস্তে আস্তে এখন অনেক বড় হয়ে যাবে কিছুদিন পরে এইগুলো মাঠে লাগিয়ে দেওয়া যাবে।
As you can see in this picture, this rice seedling is one month old. It can now be planted in the ground. We did a lot of other work in between, like we weeded out the grass that was too much for paddy. After a long wait, today the seedlings have grown. We can now plant these in our land.In our country, farmers plant a lot of rice at this time. Paddy is not much of a crop during this winter. But now it has improved so much that our agricultural officers have brought good yield in paddy this winter. They give us new rice seeds.In this way, after a few days, the demand of our country will be met if the paddy rises. Rice season in Bangladesh used to be planted once or twice, now it is planted three times a year in some places. The price of paddy becomes very low from time to time and when animals are imported in the market then the price of paddy decreases.And when the production of paddy is low, the price of paddy increases a lot. Thank you for reading this post. Allah is Hafez.
এই ছবিটি দেখতে পাচ্ছেন এই ধানের চারার বয়স এক মাস। এটি এখন জমিতে রোপন করা যাবে। আমরা এর মধ্যে আরো অনেক কাজ করেছি যেমন ধানের চালাতে অনেক ঘাস হয়েছিল সেগুলো আমরা নিরিয়ে দিয়েছিলাম। তারপরে অনেকদিন অপেক্ষার পরে আজকে চারা গুলো দেশ বড় হয়ে গেছে কিন্তু। এইগুলো আমরা এখন আমাদের জমিতে লাগাতে পারবো।আমাদের দেশে এই সময়ে প্রচুর ধান লাগিয়ে থাকে কৃষক ভাইয়েরা। এই শীতের সময় ধান তেমন একটি ফলন হয় না। কিন্তু এখন অনেক উন্নত হয়েছে সেজন্য এখন এই শীতের সময় ধানে বেশ ফলন নিয়ে এসেছে আমাদের কৃষি অফিসাররা। আমাদের নতুন ধানের বীজ দিয়ে থাকেন তারা।এইভাবে কিছুদিন পরে ধান উঠলে আমাদের দেশের চাহিদা পূরণ হবে কিন্তু। ধানের সিজেন বাংলাদেশে আগে এক থেকে দুইবার লাগানো হতো এখন বছরে তিনবারে লাগানো হয় কোন কোন জায়গাতেই। ধানের দাম সময় সময় অনেক কম হয়ে যায় আবার যেখন বাজারে পশুর আমদানি করা হয় তখন ধানের দাম কমে যায়।আর যে সময় ধান উৎপাদন কম হয় সেই সময় ধানের দাম অনেক বেড়ে যায়। এই পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.