Assalamu Alaikum my dear friends, how are you all? Hope everyone is well and living a very good life by the grace of Allah. Alhamdulillah I am also very well by the grace of Allah.Today I am going to share with you today about how the day was spent. I hope you will like it. Today, first I was wondering what to share with you, I remembered that I made my own sharbat a few days ago, I will tell you in detail how I made the sharbat, I hope you will like the recipe. This photo was taken a few days ago though. As per my daily routine I am here with you today. Today's date is January 2, 2025. This is my first post this year, I hope you like it, I wish you all a very good year. Happy new year again. Today 2nd date of 2025 feels different if you think about what will happen, time will pass by time will change here, people, society, etc., everything will change. today thursday end of this week almost today we will share with you guys i will try to share or discuss with you guys about what i did all day hope you like it very much. I woke up this morning, washed my face and brushed my hands like usual, had a light breakfast in the morning and left the house. I woke up a little late today so I did not go to coaching today so I wandered around a bit. Today the morning is very cold and there is a light fog. I came home and had breakfast. I ate white rice and fish from the river. Then after eating, I want to go outside for a little while. I hang out a little with my neighborhood cousins. At the end of wandering, I came home again, I did not take a bath, I took a bath. Having lunch. Go to sleep and wake up. I woke up at 3:20 and quickly washed my hands and this is all the work I have done till this afternoon. Now I will share with you how I made this dink in detail. Hope you will like it. Let's try to tell a little about how I made it.
আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে খুব ভালো জীবন যাপন করছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজকে আপনাদের মাঝে শেয়ার করব আজকের দিনটি কিভাবে কাটিয়েছে সে সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিত শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে। আজকে প্রথমে ভাবছিলাম আপনাদের মাঝে কি শেয়ার করা যায় একসময় ভাবতে ভাবতে মনে পড়লো কিছুদিন আগে আমার নিজের হাতের শরবত বানিয়েছিলাম সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত বলবো কিভাবে আমি শরবত বানালাম আশা করি অনেক ভালো লাগবে রেসিপিটি। এই ছবিটি কয়েকদিন আগে তোলা হয়েছে কিন্তু। আমার প্রতিদিনের রুটিনের মতন আজকেও আমি আপনাদের মাঝে কিছু নিয়ে হাজির হয়েছে। আজকের তারিখটি হচ্ছে ২ তারিখ জানুয়ারি মাস ২০২৫ সাল। এটি হচ্ছে আমার এই বছরে প্রথম পোস্ট আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই বছরটি সবার অনেক ভালো কাটুক সবার তিনটে ভালো কাজে কাটুক সেই কামনা করছি। নতুন বছরের শুভেচ্ছা আবার জানাচ্ছি। আজকে ২০২৫ সালের ২ তারিখ ভাবতেই অন্যরকম লাগে ভাবলে আর কি হবে সময় সময়ের জায়গা দিয়ে চলে যাবে এখানে পরিবর্তন হবে মানুষজন সমাজ ইত্যাদি বিষয় সবাই চেঞ্জ হয়ে যাবে। আজকে বৃহস্পতিবার এই সপ্তাহর শেষের দিকে প্রায় আজকে আমরা আপনাদের মাঝে শেয়ার করব আমি সারাদিন কি করেছি সেই সম্পর্কে আপনাদের মাঝে শেয়ার করা বা আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন হাত মুখ এবং ব্রাশ করে সকালে হালকা নাস্তা করে বাসা থেকে বের হই আজকে ঘুম ভাঙতে ভাঙতে একটু দেরী হয়ে গেছিল বলে আজকে আমি কোচিংয়ে গেছিলাম না সেই ফাঁকি একটু ঘোরাঘুরি করেছিলাম। আজকে সকালটা খুবই ঠান্ডা এবং হালকা কুয়াশা ঘোরাঘুরি করে বাসায় চলে এসে সকালের খাবার খেয়ে নিলাম খাবার খেয়েছি সাদা ভাত আর হচ্ছে নদীর মাছ। তারপরে খাবার খাওয়ার শেষে একটু বাসার বাহিরে বেড়াতে চাই। একটু পাড়ার চাচাত ভাইদের সাথে একটু বাইরে ঘোরাঘুরি করি। ঘোরাঘুরি করার শেষে আবার বাড়ি চলে এসে আমি গোসল করিনি গোসল করে। দুপুরের খাবার খেয়ে। ঘুমিয়ে যাই ঘুম থেকে উঠে দেখি। তিনটা ২০ বাজে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি হাতমুখ ধুয়ে নিলাম আবার এই হচ্ছে আজকে বিকেল পর্যন্ত আমি যে সমস্ত কাজ করেছি। এখন আপনাদের মাঝে আমি শেয়ার করব আমি কিভাবে এই ডিঙ্ক তৈরি করেছি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে চলুন আমি কিভাবে তৈরি করেছি তা একটু বলার চেষ্টা করি।
As you can see in the picture above, it is sugar. Sugar is a type of sweetener that we can use in many ways. I took this white sugar to make this drink. Sugar is a must for making my sherbet. If you don't know I will make that sarpatti it cannot be sweetened so you must recognize it. Then take a glass measure of water and mix the sugar in that water. Stir the sugar well in the water and start making it. But sugar is made in our country before. Or sugar is made from the gourd of Kushal. There is no need to import sugar from foreign countries as sugar is produced in large quantities in our country. This makes my drink a must.
উপরের ছবিটিতে দেখতে পারছেন এটি হচ্ছে চিনি।চিনি হচ্ছে এক ধরনের মিষ্টি যা আমরা বিভিন্ন কাছে লাগাতে পারি। আমি এই ড্রিংক তৈরি করার জন্য নিয়েছিলাম এই গোরা চিনি। আমার শরবত বানানোর জন্য চিনি অবশ্যই প্রয়োজন। জেনে না দিলে আমি সেই সরপট্টি বানাবো সেটা মিষ্টি করা যাবে না সেজন্য তোমাকে অবশ্যই চিনে নিতে হবে। তারপরে একটি গ্লাস পরিমাপ মতন পানি নিয়ে চিনিটি নিয়ে মিশ্রণ করে দি ওই পানিতে।পানিতে ভালোভাবে চিনি নাড়িয়ে ঝাঁকিয়ে নিয়ে তৈরি করতে থাকি। চিনি কিন্তু আমাদের দেশে তৈরি করা হয় আগ থেকে। বা কুশলের গৌড় থেকে তৈরি করা হয় চিনি বিভিন্ন জিনিস পাত্রী দে তৈরি করে। চিনি আমাদের দেশে প্রচুর পরিমাপে উৎপাদন তৈরি করে সে জানা বাইরের দেশ থেকে আমাদের দেশে চিনি আনা
প্রয়োজন হয় না। এইটা দিয়ে আমার ড্রিংকের একটি প্রয়োজনীয় দ্রব্য।
As you can see in the picture above, it is a lemon. Lemon is definitely needed to make our drink tea. If we don't give lemon we can make dink but it won't taste like that so we must give davu. Add lemon to make the drink delicious. First, cut the lemon into 3-4 pieces with a knife or a knife. In the previous picture, I said that I had mixed sugar and water. Now I have to mix lemon in that water. After that, it will have a lot of taste. This lemon has been bought from our market. . Lemons are produced in large quantities in our country. The price of lemon in our country is once the same. When there is little in the market, this price is measured annually. And when it is abundant in the market, this lemon juice is very scarce and the price is very low during the lemon season.
উপরের ছবিতে দেখতে পারছেন এটা হচ্ছে লেবু। আমাদের ড্রিঙ্ক টি তৈরি করার জন্য অবশ্যই লেবু প্রয়োজন। লেবু না দিলে আমাদের ডিঙ্ক তৈরি করা যাবে কিন্তু তেমন একটি স্বাদ হবে না সেজন্য আমাদের দেবু অবশ্যই দিতে হবে। লেবু দিলে ড্রিংক সুস্বাদু হবে। প্রথমে লেবুটি একটি চাকু বা বটি দিয়ে ৩-৪ টা টুকরা করে নিতে হবে লেবু আগের ছবিতে বলেছিলাম চিনি আর পানি মিশ্রণ করে দিয়েছিলাম এবার ওই পানিতে লেবু মিশ্রণ করে দিতে হবে দিলে পরে এটি অনেক স্বাদ লাগবে খেতে।এই লেবুটি আমাদের বাজার থেকে কিনে নিয়ে আস হয়েছে। আমাদের দেশে প্রচুর পরিমাপে লেবু উৎপাদন করা হয়। আমাদের দেশে লেবুর দাম একসময় এক এক রকম থাকে। সেখন বাজারে অল্প থাকে তখন এইটা দাম বছর পরিমাপে থাকে। আর যখন এটা বাজারে প্রচুর পরিমাপে থাকে তখন এই লেবুতর আমি একদম অল্প থাকে আবার লেবুর সিজেনের সময় দাম অনেক কম থাকে।
Finally you can see my drink making is complete. Now it is edible. But I have given much more in between that I have not shared. After giving it lemon, I added a tan to color the water in the tank, which I bought from our neighborhood store. The color is yellow because of this tank. After tanking you can see the color of the water has changed. The color of the water would not have turned yellow if the tank had not been given, so I have given the tank. This drink I made like this looks very beautiful but the drink was very sweet to eat as well as it looks beautiful and it was so much fun to eat that I can't explain in words to you. Now what is good for our body by eating them. I will now try to tell you the pros and cons.I have discussed sugar first, so I will now tell you about the benefits and harms of the category. I know that diabetes only increases for our body, those who have diabetes are good or not. Sugar helps our body to lose weight a lot. Sugar can not be consumed excessively by improving the blood sugar level but should be eaten in moderation but there are harms. And if we stop eating sugar, our skin will become much clearer, so we must stop eating sugar slowly. Avoiding sugar reduces the risk of heart disease, so we must avoid sugar. Sugar can't be consumed in excess. Eating sugar does a lot of damage to our body, so we should avoid it and reduce the amount of sugar we eat. I have discussed in the second step lemon, now I will tell you about the benefits and harms of lemon, I will discuss in detail among them, I hope they will like it very much. Lemon contains a large amount of acid. Lemon helps to increase the immune system of our body for which we should consume lemon daily. Eating lemon increases our digestive power, so we should eat lemon. Another thing is that those of you who want to lose weight can eat lemons because lemons melt a lot of fat, so our body needs lemon food very much. Lemon is a very useful food for our body. Eating lemon is very clean in our mouth. That's why we need to eat a lot of lemons. If we eat one lemon every day, our body will be very good. I am sharing what I did today, I hope you will like it. Thank you for visiting this post. Allah is Hafez.
অবশেষে দেখতে পাচ্ছেন আমার ড্রিঙ্ক তৈরি করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন এটার খাওয়ার উপযোগী। কিন্তু আমি শেয়ার করিনি এটার মাঝে আমি আরো অনেক কিছুই দিয়েছি। এটা লেবু দেওয়ার পরে এটার মধ্যে আমি পানিতে কালার করতে একটি ট্যান দিয়েছি ট্যাংক সত্যি আমি কিনে নিয়ে এসেছিলাম আমাদের পাশের দোকান থেকে। এই ট্যাংকি দেয়ার কারণে কালার এমন হলুদ এসেছে। ট্যাংকি দেওয়ার পরে আপনারা দেখতে পারছেন পানের রংটি চেঞ্জ হয়ে গেছে। পানির রং ট্যাঙ্ক না দিলে পানের কালার হলুদ হতো না সেজন্য আমি ট্যাংকি দিয়েছি। এই ড্রিঙ্ক আমি এভাবে তৈরি করেছি দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু ড্রিংক খেতে অনেক মিষ্টি হয়েছিল দেখতে যেমন সুন্দর দেখা যাচ্ছে খেতেও এতটা মজা লেগেছে যে ভাষায় বোঝাতে পারবো না আপনাদের মাঝে। এখন এগুলো খেলে আমাদের শরীরের জন্য ভালো কি। উপকারিতা আর ক্ষতির দিকটি আপনাদের মাঝে আমি এখন বলার চেষ্টা করব আপনাদের মাঝে।আমি সর্বপ্রথমে চিনি নিয়ে আলোচনা করেছি তো আমি এখন বলবো শ্রেণীতে কি ধরনের উপকারিতা আর ক্ষতি রয়েছে। জানি আমাদের শরীরের জন্য ডাইবেটিসের মাত্র বাড়ায় যাদের ডায়াবেটি অতিরিক্ত তারা তিনি কি না খালি ভালো হয়।চিনি আমাদের শরীরে ওজন কমাতে অনেক সাহায্য করে। রক্তের শর্করা মাত্রা উন্নতি করে চিনি অতিরিক্ত খাওয়া যাবে না পরিমাপ মতন খেতে হবে বেশি খেলে কিন্তু ক্ষতি আছে। আর যদি আমরা চিনি খাওয়া বাদ দিলে আমাদের ত্বক অনেক পরিষ্কার হয়ে যাবে সেজন্য আমাদের চিনি খাওয়া আস্তে আস্তে বাদ দিতে হবে অবশ্যই। চিনি খাওয়া বাদ দিলে হৃদরোগ হওয়ার আশঙ্কা কমে যায় সেজন্য অবশ্যই আমাদের চিনি থেকে বিরত থাকতে হবে। চিনি অতিরিক্ত খাওয়া যাবে না চিনি খেলে আমাদের শরীরের অনেক ক্ষতি হয়ে থাকে সেজন্য আমাদের চেনে থেকে বিরত থাকতে হবে চিনি খাবার মাত্রা কমিয়ে দিতে হবে। আমি দ্বিতীয় ধাপে আলোচনা করেছিলাম লেবুনি এখন আমি বলব লেবুতে কি ধরনের উপকারিতা আর ক্ষতি রয়েছে সেই সম্পর্কে ওনাদের মাঝে আমি বিস্তারিত আলোচনা করব আশা করি উনাদের অনেক ভালো লাগবে। লেবুতে রয়েছে প্রচুর পরিমাপে এসিড। লেবুতে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যার জন্য আমাদের লেবু প্রতিদিন খাওয়া উচিত। লেবু খেলে আমাদের হজম শক্তি আরো অনেক বাড়ে সেজন্য লেবু খেতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আপনারা যারা ওজন কমাতে চান তাহলে লেবু খেতে পারেন কারণ লেবুতে প্রচুর পরিমাপে চর্বি গলতে থাকে সে যেন অবশ্যই আমাদের শরীরের জন্য অবশ্যই লেবু খাবার প্রয়োজন অনেক বেশি। লেবু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি খাবার। লেবু খেলে আমাদের মুখে অনেক পরিষ্কার হয়। সেজন্য আমাদের লেবু খাওয়া অনেক প্রয়োজন আমরা প্রতিদিন একটা করে লেবু খেলে শরীর অনেক ভালো থাকবে। আজকে আমি যা করেছি তাই আপনাদের মাঝে আমি শেয়ার করছি আশা করি অনেক ভালো লাগবে। এই পোস্টটি ভিজিট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।