Some old pictures from last year.

in blurt-188398 •  27 days ago 

IMG_20250109_123735_253.jpg

Assalamu Alaikum my dear friends, how are you all? Hope everyone is well and living a very good life by the grace of Allah. Alhamdulillah I am also very well by the grace of Allah.Today I will share something new with you, hope you will like it. I am sharing with you some last year pictures which I found in my gallery. These pictures are jute pictures and paddy pictures and another pond picture I will present to you now, I hope you will like it very much. These pictures are taken by my own phone. Although the quality of the pictures is not that good, it looks very good for the natural beauty. You can see the pictures in the above pictures. These pictures look good or bad. You can understand that these pictures are not bad. You can see these pictures. can understand I love to see natural beauty but that's why I try to show you natural beauty. Today's date is 9th January 2025. Today is the first week of this year. Today's bar is Thursday.Thursday this day is a very good day today the days of this year are passing by so beautifully the days are passing by so fast I don't understand how the days are passing by so fast see today has been nine days of this year days never stop time never stops only mansi Time stops and our activities are blocked. That is why we must understand the value of time, otherwise it is not possible to improve life. So today, I woke up in the morning, washed my hands, ate some food in the morning, left the coaching for hired coaching, had breakfast in the language, went for a walk around the house, and after coming home, I started thinking about what I can share with you. . So one time I remembered that there are some beautiful pictures of some parts of last year, I am sharing these pictures with you today to share them with you, I hope you will like them very much. Today these pictures are full of natural beauty. I also like to see natural beauty.

আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে খুব ভালো জীবন যাপন করছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন কিছু শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমার গ্যালারিতে দেখতে পাই যে কিছু গত বছরের ছবি রয়েছে সেইগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করছি। এই ছবিগুলো হচ্ছে পাটের ছবি এবং ধান ছবি আরো একটি পুকুরে ছবি আপনাদের মাঝে আমি এখন তুলে ধরব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই ছবিগুলো হচ্ছে আমার নিজের ফোন দেই তুলেছি ছবিগুলো ছবিগুলো কোয়ালিটি তেমন একটি ভালো না হলেও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেক ভালো দেখা যাচ্ছে ছবিগুলো আপনারা উপরের ছবিগুলোতে দেখতে পারবেন এই ছবিগুলো ভালো খারাপ দেখা যাচ্ছে সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ছবিগুলো খারাপ হয়েছে না ভালো আপনার এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে কিন্তু সেজন্য আমি চেষ্টা করি আপনাদের মাঝে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধর। আজকের তারিখ হচ্ছে ৯ তারিখ জানুয়ারি মাস ২০২৫ সাল এই সালের আজ প্রথম সপ্তাহ হিসাবে আমরা পালন করছি। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার এ সপ্তাহর শেষের দিকে পীড়ায় চলে এসেছে।বৃহস্পতিবার এই দিনটি খুবই একটি ভালো দিন কাটছে আজকে এই বছরের দিনগুলো খুবই সুন্দরভাবেই কেটে কেটে যাচ্ছে দিন খুবই তাড়াতাড়ি কেটে যাচ্ছে বুঝিনা এত তাড়াতাড়ি দিন কিভাবে চলে যাচ্ছে দেখতে দেখতে এই বছরের আজ নয় দিন হয়ে গেল দিন কখনো থেমে থাকে না সময় কখনো থেমে থাকে না শুধু মানসী থেমে থাকে সময় সময় মতন চলে যায় আর বাঁধা থাকে আমাদের কাজকর্মগুলো। সেজন্য আমাদের অবশ্যই সময়ের মূল্য বুঝতে হবে না হলে জীবনের উন্নতি করা সম্ভব হবে না। তো আজকে সকাল বেলা ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে সকাল বেলা কিছু খাবার খেয়ে ভাড়ায় কোচিং এর উদ্দেশ্যে কোচিং থেকে চলে আসি ভাষাতে সকালের খাবার খেয়ে আবার বাসা থেকে বাড়িয়ে একটু ঘোরাঘুরি করে চলে আসি আবার বাড়িতে বাড়িতে আসার পর আজকে ভাবতে লাগলাম আপনাদের মাঝে কি বিষয়ে শেয়ার করা যায়। তো এক সময় মনে পরল গত বছরের কিছু পার্টের সুন্দর সুন্দর ছবি রয়েছে সেইগুলোই আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি আজকে এই ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই ছবিগুলো প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরপুর। প্রাকৃতিক সৌন্দর্য দেখতেও খুবই ভালো লাগে আমার কাছেও।

IMG_20250109_123734_943.jpg

IMG_20250109_123734_490.jpg

IMG_20250109_123735_187.jpg

These pictures are taken in the jute season. These pictures were taken when there was light water in our area. Now you can see that there are light clouds in the sky to see the beauty of the village of light clouds but it is very nice. In a word, the natural beauty can be regretted. no Beauty is a gift from God. And the natural beauty is so good to visit that one wants to touch it. How the mind gets involved when you see the natural beauty. Seeing the natural beauty is beyond expression. You can see how beautiful these sky scenes are and the mind is blown. Then you see that black smoke of clouds through the light green grass below cannot be expressed in a word. But natural beauty is very nice to me, natural beauty is also very nice to see. You are giving the picture in light clouds, black and white, a different weather, the picture quality is much better in the clouds, because there is no such sun, the bowls in the picture look better, so the pictures look more beautiful.

এসব ছবিগুলো তোলা হচ্ছে পাটের সিজেনে।এইসব ছবিগুলো আমাদের এলাকায় যে কোন হালকা পানি ছিল সেই সময় ধারণ করা এখন দেখতে পারছেন যে আকাশে হালকা মেঘ রয়েছে হালকা মেঘের গ্রামের সৌন্দর্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে এক কথায় বলা যায় প্রাকৃতিক সৌন্দর্য এক মনে ধরার বিষয়টি আক্ষেপ করা যায় না। সৌন্দর্য হল এটা আল্লাহর দান। আর প্রাকৃতিক সৌন্দর্য ভেতর বেড়াতে এত ভালো লাগে যে সেগুলো খালি ছুঁয়ে দেখতে মন চায়। প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই মনটা কেমন জড়িয়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই কত যে আক্ষেপ লাগে প্রকাশ করার বাহিরে। আপনারা দেখতে পারছেন যে কি সুন্দর এই আকাশের দৃশ্যগুলো দেখলে পরে মন জুড়িয়ে যাচ্ছে। তারপরে দেখছেন নিচে হালকা সবুজ ঘাসের মধ্য দিয়ে মেঘের ওই কালো ধোয়ার এক ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য দেখতেও খুবই ভালো লাগার জিনিস। আপনারা ছবিটি দিচ্ছেন হালকা মেঘের ভিতর কালো সাদা এক অন্যরকম আবহাওয়া মেঘের ভিতর ছবির কোয়ালিটি গুলো অনেক ভালো হয় কারণ তেমন একটি রোদ থাকে না বলে ভালোমতো ছবিতে বোলার ধরে ছবিতে সেজন্য ছবিগুলো দেখতে আরো সুন্দর লাগে।

IMG_20250109_123735_253.jpg

IMG_20250109_123735_229.jpg

The image you can see above is literally what used to be our soccer field now underwater. Because here, only if it rains lightly, the water gets stuck and it takes a long time to increase the water, even then I don't want to increase the water. We can see in the picture how our field has sunk now. I took these pictures about six to seven months ago when there was light water flowing over the road in our area. Almost in our village the house goes over the road but it doesn't last long. Because within two to three days the water goes back to the river from our house to the river for three to four kilometers so it takes some time for the water to go. We prepared this field for playing football by plowing it with our fingers because the ground was very hard when we started any game, so we plowed it with plows so that the field was soft, when it was soft we plowed it with plows so that we could run over the field. . We mostly play football here because one of my favorite sports is football and I also like to watch football. I like to play football now. We used to play share in this field being small and big. Small games were also fun. But within a few days, the soil sinks. Looking at another picture of jute but it looks so good natural beauty can't be expressed in words how good it is.

উপরে যে ছবিটি দেখতে পারছেন অক্ষরের মতন দেখাচ্ছে এটি হচ্ছে আমাদের ফুটবল খেলার মাঠ ছিল এখন পানির নিচে চলে গেছে। কারণ এখানে হালকা বৃষ্টি হলেই পানি বেধে যায় পানি বাড়ানোর সময় অনেক দিন লেগে যায় তারপরেও পানি বাড়াতে চাই না। আমরা ছবিতে দেখতে পারছেন আমাদের মাঠটি কিভাবে তলিয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন। এই ছবিগুলো তুলেছি প্রায় ছয় থেকে সাত মাস আগে তখন আমাদের এলাকায় হালকা পানি বয়ে যেত রাস্তার উপর দিয়ে। আমাদের প্রায় গ্রামে রাস্তার উপর দিয়ে বাড়ি চলে যায় কিন্তু এটা বেশিদিন থাকে না। কারণ দুই থেকে তিন দিনের মধ্যে পানি আবার চলে যায় নদীতে আমাদের বাড়ি থেকে নদী ফিরে তিন থেকে চার কিলোমিটার ধরে সেজন্য একটু সময় লাগে পানি যেতে। আমরা এই মাঠে ফুটবল খেলার জন্য প্রস্তুতি করেছিলাম সেখানে আঙ্গুল দিয়ে চাষ করে নিয়েছিলাম কারণ যে কোন খেলাটা শুরু করি তখন অনেক মাটি শক্ত ছিল সেজন্য হাল চাষ দিয়ে দিয়েছিলাম যাতে মাঠ টি নরম হয় নরম হলে ভালোমতো মাঠের উপরে দিয়ে দৌড়ানো যাবে সেজন্য আমরা নাঙ্গল দিয়ে চাষ করে দিয়েছিলাম। আমরা এখানে আমরা বেশিরভাগ ফুটবল খেলতাম কারণ আমার সবচেয়ে প্রিয় একটি খেলা হচ্ছে ফুটবল ফুটবল খেলা দেখতেও আমার কাছে ভালো লাগে। এবার খেলতে অনেক ভালো লাগে ফুটবল। আমরা এই মাঠে শের ভাগ খেলতাম হচ্ছে ছোট বড়। ছোট বড় খেলার একটি মজাও ছিল। কিন্তু কিছুদিনের মধ্যে কারণে এ মাটি তলিয়ে যায় আপনারা উপরের ছবিতে দেখতে পারছেন যে মাটি বিয়ে হয়ত লেগেছে। আরেকটি ছবি দেখছেন পাটের ছবি কিন্তু দেখতে খুবই ভালো লাগছে প্রাকৃতিক সৌন্দর্য আসলে কিভাবে ভালো লাগে সেটা ভাষায় প্রকাশ করা যায় না।

IMG_20250109_123734_477.jpg

IMG_20250109_123734_940.jpg

The picture you see above is a picture of rice. This picture was taken during the party. This paddy is usually called Aush paddy, this paddy is planted in jute season, this paddy does not have to be planted in mud soil. These paddies are looking very beautiful but after a few days these paddies are dying, the paddies that go under the water are spoiled and some are being cut and there are beards. Now the price of rice in Bangladesh is about 1500 taka. Mind, now there is a lot of demand for rice in Bangladesh. There are many other reasons for the increase in the price of rice. One of them is that the price of pesticides has become excessive, so the cost of borrowing is increasing. For example, before urea was 15 taka per kg and now it is about 25 to 30. Urea fertilizer is being sold as per kg. The price of rice is increasing due to the increase in the price of many more such pesticides. In our Bangladesh, now three rows of paddy are planted. Farmers are getting more yield in rice. As earlier, 5 to 6 maunds were produced in one field, now the farmers are producing 15 to 18 maunds in that land, which is a very good variety of rice. In this way, farmers are playing more role in our Bangladesh. In this way, our economy is developing more and more, now there is no shortage of food in Bangladesh. Now in our Bangladesh, farmers cultivate three paddy rice. Thank you for visiting this post. Allah is Hafez.

আপনারা উপরের যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধানের একটি ছবি এই ছবিটি তোলা হয়েছে পার্টের সময়। এটি সাধারণত এই ধানটির নাম আউশ ধান বলা হয় এই ধানটি পাটের সিজন এই লাগিয়ে থাকে এই ধানটি কাদা মাটিতে লাগাতে হয় না এটা সার্চ দিয়ে ওই ভাবেই ধানগুলো ছিটিয়ে দেয়। এই ধানগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু কিন্তু কিছুদিন পরেই এই ধানগুলো যায় হচ্ছে পরী পড়ে যে পানির তলে চলে যে ধানগুলো নষ্ট হয়ে যায় আবার কিছু ধারানো হচ্ছে দাড়িও থাকে সেগুলো অনেক ভালো ফলন আসে কিন্তু এ ধাতগুলো অনেক ভালো হয়ে থাকে। আমাদের বাংলাদেশ এখন ধানের দাম প্রায় ১৫০০ টাকা মন এখন আমাদের বাংলাদেশের ধানের অনেক চাহিদা রয়েছে ধানের দাম বাড়ার আরো অনেক কারণ রয়েছে যেকোনো হচ্ছে কীটনাশকের দাম অতিরিক্ত হয়ে গেছে সেজন্য ধারের দাম বৃদ্ধি পাচ্ছে যেমন আগে ইউরিয়াসার আগে ছিল ১৫ টাকা কেজি আর এখন হয়েছে প্রায় ২৫ থেকে ৩০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে ইউরিয়া সার। এমন আরো অনেক কীটনাশক দাম বাড়ার কারণে ধানের দাম বৃদ্ধি পাচ্ছে। আমাদের বাংলাদেশে এখন তিন বতর ধান লাগিয়ে থাকে। আবার ধানে অনেক অধিক ফলনা পাচ্ছেন কৃষকরা। যেমন আগে এক বিঘাতে ধার উৎপাদন হতো ৫ থেকে ৬ মন এখন সেই জমিতেই প্রতিবিঘাতে ধার উৎপাদন হয় ১৫ থেকে 18 মন উৎপাদন করছেন কৃষকলাই সেইটা অনেক ভালো জাত ধানের। এভাবে আমাদের বাংলাদেশের থনে যেতে আরো ভূমিকা পালন করছে কৃষকরা। এভাবে আমাদের অর্থনীতি আরো উন্নত শীল হচ্ছে আমাদের বাংলাদেশে এখন খাদ্য কোন অভাব পড়ছে না। এখন আমাদের বাংলাদেশে তিন বদর ধান চাষ করে কৃষকরা। এই পোস্টটি ভিজিট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  27 days ago  ·  

Thank you for sharing a very nice post with us.