Folar sovas

in blurt-188398 •  19 days ago 
![IMG_20241230_134630.jpg]()

আমার নাম মোঃ রাকিবুল ইসলাম। আজকে আমি সকালে ঘুম থেকে উঠে এবং নাস্তা করি নাস্তা করা শেষ করে আমি বেরিয়ে পড়ি। এবং বের হয়ে একটি বাসাতে যাই এবং বাসাতে গিয়ে দেখি একটা ফলের গাছ হাজার হাজার ফল ধরে আছে গাছটা দেখতে অনেক সুন্দর লাগতেছে ।এবং অনেক ভালো লাগতেছে সেই ভালো লাগা থেকে একটা পিক নিলাম এই পিক টা হল পেয়ারা গাছের পিক সেই পিক আপনাদের মাঝে শেয়ার করলাম অনেক সুন্দর একটা পিক।
My name is Md Rakibul Islam. Today I wake up in the morning and have breakfast and after breakfast I go out. And went out to a house and went to the house and saw a fruit tree with thousands of fruits. The tree looked very beautiful. I liked it very much. a peak

IMG_20241230_134636.jpg
পেয়ারা দেখতে অনেক সুন্দর ।এবং সুস্বাদুকর একটি ফল এবং অপরদিকে ধরতে গেলে এটা এক ধরনের ভেষজ উদ্ভিদ পিয়ারা। পেয়ারা খেলে শরীরে অনেক পুষ্টিগুণ বৃদ্ধি পায়। এবং শরীর অনেক ভালো থাকে অপরদিকে পেয়ারার পাতা দাঁতের কোন ব্যাথা হলে সেটা চিবিয়ে খেলে দাঁত ব্যথা ভালো হয়। আমাদের মেধা বিকাশেও পেয়ারার ভূমিকা অপর অসীম ।পেয়ারা স্মৃতিশক্তি বাড়ায় এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে।
Guava looks very beautiful and is a delicious fruit and on the other hand it is a type of herb guava. Eating guava increases many nutrients in the body. And the body is very good. On the other hand, if you have a toothache, guava leaves are chewed and the toothache is better. The role of guava in our intellectual development is also infinite. Guava improves memory and improves skin beauty.

IMG_20241230_134114.jpg

এটা এক ধরনের অনেক সৌন্দর্যকর একটি ফুল। এই ফুল বিভিন্ন কাজে লাগে ভারি সৌন্দর্য বাড়াতে এই ফুলের প্রয়োজন অপর অসীম হিন্দু বাড়িতে দেখা যায় সকালে পূজা করিতে এই ফুল লাগে এই ফুল না হলে তাদের পূজায় চলে না এরকম তারা বলে। এই ফুলটার নাম হচ্ছে সন্ধ্যা মালতী ফুল এই ফুল দেখতে যেমন সুন্দর তেমন তেমনি ধর্মীয় কাজে পূজা করিতে আরো সুন্দর হিন্দু সম্প্রদায়ের লোকেদের জন্য তাই এই ফুলের গুরুত্বপূর্ণ অনেক।
It is a very beautiful flower. This flower is used for various purposes to enhance the beauty of this flower. In other infinite Hindu homes, this flower is needed for worship in the morning. The name of this flower is Sandhya Malati flower, this flower is as beautiful to look at as it is more beautiful to worship in religious work, so this flower is very important for the people of Hindu community.

IMG_20241230_134211.jpg

আমি আজকে সকালে এই ভাতিজাদের বাড়িতে গিয়েছিলাম গরুর চিকিৎসা করতে। যেয়ে দেখি এই ফুল এই ভাতিজা ফুলের সাথে খেলা করতেছে সেই মুহূর্তে একটা পিক আমি উঠালাম এবং আমার ফুলের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেল এই বাচ্চাটি দেখতে অনেক কিউট এবং সুন্দর বাবা মার একমাত্র সন্তান কিন্তু অনেক দুষ্ট দুষ্ট দেখে আমারও একে অনেক ভালো লাগে। এবং আমি গেলে তার সঙ্গে মজা করি।

I went to this nephew's house this morning to treat the cow. When I saw this flower playing with this nephew, I took a pic and the beauty of my flower increased. This child looks very cute and beautiful, the only child of his parents, but he is very evil. I also like him very much. And I have fun with him when I go.

IMG_20241230_134128.jpg

এই ফুলের সুবাসে সারা বাড়ি সুবাসিত হয় এবং মৌমাছিরা গুনগুন গান গায় এই ফুলের সুবাস এত সুন্দর যেটা আমার বলার ভাষা নেই এবং আমি আপনাদেরকে বলতে পারবো না এবং ফুলের উপর বসা মৌমাছিদের দেখলে মনে হয় আমার মন জুড়ে যায় এরকম ফুল আমাদের প্রত্যেকটি বাড়িতে থাকা দরকার যাতে এই সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি
The whole house is perfumed by the fragrance of this flower and the bees are humming the fragrance of this flower is so beautiful that I have no words to describe it and I can't tell you and seeing the bees sitting on the flower makes my heart melt. we can enjoy

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!