Amar sontan 9/1/2025

in blurt-188398 •  last month 
![IMG_20250101_154142.jpg]()

আমার নাম মোঃ রাকিবুল ইসলাম ।আপনারা ছবিতে যে পিকটি দেখতেছেন এটা একত্রিশ বার দুই হাজার চব্বিশ সালের ভূমিষ্ঠ হয়েছে এটা হল আমার একমাত্র কলিজার টুকরা আমার মেয়ে যাকে দেখে আমি খুশিতে আত্মহারা দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালে জন্মগ্রহণ করেছে।

My name is Md. Rakibul Islam. The picture you see in the picture is thirty-one times two thousand and twenty-four years old. It is my only piece of liver. My daughter, whom I am so happy to see, was born in Dupchanchia Islamia Hospital.

GFQGhXGdtsVJggshMlUpogUIX0N.jpg

আমার এই সন্তান হওয়ার পরে আমার অনেক বন্ধু-বান্ধব এসেছিল। আমার সন্তান দেখতে দেখে সবাই হতভাগ যে এত সুন্দর হয়েছে তার মা-বাবার চাইতে আরো অনেক সুন্দর হয়েছে এটা আল্লাহ পাকের এক ধরনের রহমত আমার উপর নাযিল হয়েছে আর মেয়ে সন্তান হওয়াতে আমার বাবা-মা আমার ফ্যামিলির সবাই অনেক খুশি অন্যদিকে তার ফুপি ফুটাও অনেক খুশি চাচাতো দাদা দাদীরা অনেক খুশি।

Many of my friends came after I had this child. Everyone is sad to see my child who is so beautiful and more beautiful than her parents. It is a kind of mercy of Allah on me and my parents and all my family are very happy because of a girl. Grandmothers are very happy.

IMG_20250101_154125.jpg

বাচ্চাকাচ্চা সন্তানেরা আল্লাহ পাকের রহমত। এই পৃথিবীতে প্রতিটা বাবা-মার কোল ধরে আসুক সন্তান সন্তান আল্লাহ পাকের নিয়ামত মেয়ে সন্তান তাই আল্লাহ পাক আমাকে অনেক বড় নিয়ামত দান করেছেন এবং তার বরং নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করেনি। আল্লাহ পাক এই সন্তানের কারণে আমাকে অনেক বড় রহমত কর.বে এবং আমার উপর অনেক রহমত নাযিল হবে এটা আমার বিশ্বাস প্রতিটি বাড়িতে যেন একটি করে কন্যা সন্তান আল্লাহ পাক দেয় এই দোয়া রইল আমার।

Children are the mercy of Allah. In this world, every child should come to the arms of parents, the child is the blessing of Allah, so Allah has blessed me with great blessings and has not deprived me of His blessings. I believe that Allah will give me a great mercy because of this child and that a lot of mercy will be sent down on me. I pray that God gives a girl child to every house.

GOhSCvyHsXqFugpzspTMbMFKw0P.jpg

টাকা পয়সা দিয়ে যেমন মানুষের সুখ শান্তি হয় তেমনি মানুষের বাচ্চা দিয়েও সুখ শান্তি হয় এই বাচ্চাকে রে আমার অনেক স্বপ্ন আল্লাহ পাক যেন আমার স্বপ্ন পূরণ করে আপনারা সবাই আমাদের অনেক দোয়া করবেন এই বাচ্চাটিকে বড় হয়ে ডাক্তার যেন আমি বানাতে পারি এটাই আমার অনেক বড় স্বপ্ন এবং সে মানুষের সেবা করবে ইসলামিক ভাবে পর্দা মেনে।
Just as money brings happiness and peace to people, happiness and peace comes to people with children. I have many dreams for this child. May Allah fulfill my dreams. You all pray for us. I can make this child a doctor when he grows up. This is my big dream and he Will serve people in an Islamic manner by following the veil.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!