A few moments of a rainy day

in blurt-188398 •  2 months ago 

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @rafin001 from Bangladesh

1000060157.jpg

Hope you all are well. I am also very happy with the Creator. Today I am going to share with you A few moments of a rainy day . I have been busy since morning. Wake up in the morning, get fresh, have breakfast and leave for college. Since it was raining heavily in our area from this morning, it became a bit difficult to go to college. It's too late to go to college. Then I went to the college and saw that a class had ended. So then I took the class. After finishing college, I sat and chatted with my friends on the campus for a while. At the end of the chat, my friends had something light to eat and drink at the restaurant. After eating and drinking, I left for the private again. Then the private read and went home with the call to prayer. Then I went home and finished eating and drinking and fell asleep for a while. I woke up fresh and sat down to write the post among you. But let's share today's post with you.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বৃষ্টির দিনের কিছু মুহূর্ত। আজকে সকাল থেকে ব্যস্ত সময় পার করছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করি কলেজের জন্য রওনা দিয়েছে। যেহেতু আজ সকাল থেকে আমাদেরই এলাকায় বেশ বৃষ্টিপাত হতে ছিল তাই কলেজ যেতে একটু কষ্টকর হয়ে গিয়েছিল। কলেজে যেতে হবেই দেরি হয়ে গিয়েছে। তারপর কলেজে যেয়ে দেখি একটি ক্লাস শেষ হয়ে গেছে । তাই তারপরে ক্লাসটি করে নিয়েছিলাম। তারপর কলেজ শেষ করে বন্ধুদের সাথে বেশ কিছুক্ষণ ক্যাম্পাসে বসে আড্ডা দিয়েছিলাম। আড্ডা দেওয়ার শেষে বন্ধুরা মিলে রেস্টুরেন্টে হালকা কিছু খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া-দাওয়া শেষ করে আবার প্রাইভেট এর জন্য রওনা দিয়েছিলাম। তারপর প্রাইভেট পড়ে বাড়ি যেতে যেতে আসরের আযান দিয়ে গিয়েছিল। তখন বাড়িতে যেয়ে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া শেষ করে কিছুক্ষণ ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আপনাদের মাঝে পোস্টটা লেখার জন্য বসে গেলাম। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক।

1000056438.jpg

If you look above you can see that I have shared with you a beautiful photo taken by me. This picture is a picture of a horse carriage. When I finished the private and was waiting at the bus stand for the side, I saw a man coming with a horse carriage. After a long time I enjoyed seeing the horse drawn carriage, hope you will like it. If you look closely at the picture above you can see that there are some dents inside the carriage. They are carrying horses. It was a long time since I saw the horse carriage, so it reminded me a lot of my childhood. As a child, this horse carriage was seen a lot in our area. But now horse carriages are not seen as much. The horses inside the carriages were covered with silt to protect them from the rain. The experience of seeing horse carriages on a rainy day is like reminiscing old memories. The gentle sound of rain on the road and the busyness of people with umbrellas around them, in the meantime, the twangtang sound of a horse-drawn cart suddenly brings back a moment lost in the flow of time.The sound of horses' hooves mixing with the ground creates a different sound, and the constant whirring of cart wheels has a touch of antiquity. With raindrops on his head, the driver of the car drives effortlessly through the city streets, as if time has stopped for him. The sight of the horse carriage combined with the soft embrace of the rain and the sweet smell wafting from the ground creates a strange nostalgia.It is a wonderful combination of natural and historical. Let's go back for a moment to a quiet, slow-moving time, leaving aside all the external modernity, hustle and bustle. So that those ridges are not destroyed. I hope you will like the above picture, let me know if you like it in the comment box.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আপনারা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আমার তোলা একটি ছবি শেয়ার করেছি। এই ছবিটা হলে একটি ঘোড়ার গাড়ির ছবি। আমি যখন প্রাইভেট শেষ করে পাশের জন্য বাস স্ট্যান্ড অপেক্ষা করছিলাম তখন দেখি একজন লোক ঘোড়ার গাড়ি নিয়ে আসছে। অনেকদিন পর ঘোড়ায় গাড়ি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছিল আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। আপনার উপরের ছবিটা দেখে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন ঘোড়ার গাড়ির ভেতরে কিছু খেড় আছে। সেগুলোই ঘোড়া বয়ে নিয়ে যাচ্ছে। যেত আমি অনেকদিন পরে ঘোড়ার গাড়ি দেখেছিলাম তাই ছোটবেলার কথা অনেক মনে পড়ে গিয়েছিল। ছোটবেলায় এই ঘোড়ার গাড়ি অনেক দেখা যেত আমাদের এলাকায়। কিন্তু এখন ঘোড়ার গাড়ি আর দেখা যায় না তেমন। ঘোড়ার গাড়ির ভিতরে যে খেড় গুলো ছিল সেগুলো বৃষ্টি থেকে বাঁচানোর জন্য পলি দিয়া ঢেকে রেখেছিল। যাতে সেই খেড় গুলো নষ্ট না হয়ে যায়। আশা করি উপরের ছবিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন।বৃষ্টির দিনে ঘোড়ার গাড়ি দেখার অভিজ্ঞতা যেন পুরনো দিনের স্মৃতি রোমন্থন করার মতো। রাস্তায় বৃষ্টির হালকা ঝিরঝিরে শব্দ আর চারপাশে ছাতা নিয়ে মানুষের ব্যস্ততা, এর মধ্যেই আচমকা ঘোড়ার গাড়ির টুংটাং আওয়াজ যেন কালের স্রোতে হারিয়ে যাওয়া কোন মুহূর্তকে ফিরিয়ে আনে।ঘোড়ার খুরের শব্দ মাটির সঙ্গে মিশে এক অন্যরকম সুর তোলে, আর গাড়ির চাকার ক্রমাগত ঘূর্ণনের আওয়াজের মাঝে একটা প্রাচীনকালের ছোঁয়া থাকে। বৃষ্টির ফোঁটা মাথায় নিয়ে গাড়ির চালক অনায়াসে শহরের রাস্তায় ছুটে চলে, যেন সময় থেমে আছে তার জন্য। বৃষ্টির নরম আলিঙ্গন আর মাটি থেকে ভেসে আসা সোঁদা গন্ধের সাথে মিলেমিশে ঘোড়ার গাড়ির এই দৃশ্য একটা অদ্ভুত নস্টালজিয়া তৈরি করে।এ যেন প্রাকৃতিক এবং ঐতিহাসিক এক অপূর্ব সমন্বয়। বাইরের আধুনিকতা, হুটোপুটি সব বাদ দিয়ে এক মুহূর্তের জন্য যেন আমরা ফিরে যাই এক শান্ত, ধীর লয়ে চলা সময়ে।ঘোড়ার গাড়ির ভিতরে যে খেড় গুলো ছিল সেগুলো বৃষ্টি থেকে বাঁচানোর জন্য পলি দিয়া ঢেকে রেখেছিল। যাতে সেই খেড় গুলো নষ্ট না হয়ে যায়। আশা করি উপরের ছবিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন

1000056436.jpg

A walk in the bazaar on a rainy day is a completely different experience. As soon as we entered the market, the rain fell on us, umbrellas were everywhere. Buyers are walking around with colorful umbrellas, some are buying things in a hurry, while others are standing and bargaining. Street vendors set up canopies for their wares, piles of fresh vegetables, fish, and colorful flowers glisten in the rain as raindrops fall to the ground and spread a sweet scent, and the market streets glisten with wetness. The sound of pedestrians walking and the shouts of vendors combined with the sound of rain creates a lively atmosphere. Some shoppers are standing under store canopies to escape the rain, while others are speeding towards their destination. The entire bazaar takes the form of a piece of festival, where the touch of nature makes every moment more colorful.Another remarkable aspect of the bazaar on a rainy day is the smell of wet soil, which permeates the air. Small pools of water accumulated all around, and people slowly tried to move forward by dodging the water. Fresh vegetables from the vegetable store, purple eggplant, red tomatoes, and wet leaves of green cilantro make it even fresher. On one side of the fish market there are flocks of hilsa, from lobsters, glistening in the rain. The flower shops are also in a festive mood. Flowers of various colors like marigold, rosary and rose do not lose their beauty even when wet. The raindrops collect on the petals of the flowers, which looks as if nature has come to decorate every corner of the market. The scene of chattering is also visible in the market environment. A few sellers or buyers are standing talking about the rain, some may be humming rain songs with a cup of hot tea in hand. The smoke of the tea shop and the smoky atmosphere of the rain create a strange enchanted atmosphere, where every moment seems alive. All in all, every scene of the market on a rainy day is like a magical story, where nature, people and small moments of life merge together.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

বৃষ্টির দিনে বাজারে ঘোরাঘুরির অভিজ্ঞতা একেবারে ভিন্ন রকমের। বাজারে ঢুকতেই টিপ টিপ বৃষ্টি গায়ে এসে লাগে, চারদিকে ছাতার বাহার। রঙ-বেরঙের ছাতা মাথায় নিয়ে ক্রেতারা চলাফেরা করছেন, কেউ তাড়াহুড়ো করে জিনিসপত্র কিনছেন, আবার কেউ দাঁড়িয়ে দরদাম করছেন। রাস্তার পাশের বিক্রেতারা নিজেদের পণ্যের জন্য ছাউনি বানিয়ে বসেছেন, তাজা সবজি, মাছ, আর রঙিন ফুলের স্তূপগুলো বৃষ্টির পানিতে ঝলমল করছে।বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ে চারপাশে মিষ্টি গন্ধ ছড়ায়, আর বাজারের রাস্তাগুলো ভিজে চকচকে হয়ে ওঠে। পথচারীদের হাঁটার শব্দ এবং বিক্রেতাদের ডাকাডাকি বৃষ্টির শব্দের সঙ্গে মিলেমিশে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি করে। কিছু ক্রেতা দোকানের ছাউনির নিচে বৃষ্টি থেকে বাঁচার জন্য দাঁড়িয়েছে, আর কিছু মানুষ নিজেদের গন্তব্যের দিকে দ্রুত পা বাড়াচ্ছে। পুরো বাজার যেন এক টুকরো উৎসবের রূপ নেয়, যেখানে প্রকৃতির ছোঁয়া প্রতিটি মুহূর্তকে আরও রঙিন করে তোলে।বৃষ্টির দিনে বাজারের আরেকটি অসাধারণ দিক হলো ভেজা মাটির গন্ধ, যা বাতাসে মিশে থাকে। চারদিকে ছোটো ছোটো জলাশয় জমে যায়, আর লোকজন ধীরে ধীরে সেই জল ফাঁকি দিয়ে এগোনোর চেষ্টা করেন। সবজির দোকানে টাটকা শাকসবজি, বেগুনি বেগুন, লাল টমেটো, আর সবুজ ধনেপাতার ভেজা পাতা যেন আরও সতেজ লাগে। মাছের বাজারের একপাশে গলদা চিংড়ি থেকে শুরু করে ইলিশের ঝাঁকা সাজানো থাকে, বৃষ্টির জলে সেগুলো আরও ঝলমলিয়ে ওঠে।ফুলের দোকানগুলোতেও চোখে পড়ে এক ধরনের উৎসবের আমেজ। নানা রঙের ফুল যেমন গাঁদা, রজনীগন্ধা আর গোলাপ ভিজে যেতেও তাদের সৌন্দর্য্য হারায় না। বৃষ্টির ফোঁটাগুলো ফুলের পাপড়িতে জমে থাকে, যা দেখে মনে হয় যেন প্রকৃতি নিজে এসে সাজিয়ে দিয়েছে বাজারের প্রতিটি কোণ।বাজারের পরিবেশে আড্ডার দৃশ্যও চোখে পড়ে। কয়েকজন বিক্রেতা বা ক্রেতা দাঁড়িয়ে বৃষ্টির গল্প করছে, কেউ হয়তো হাতে গরম চায়ের কাপ নিয়ে বৃষ্টির গান গুনগুন করছে। চায়ের দোকানের ধোঁয়া আর বৃষ্টির ধোঁয়াটে আবহ এক অদ্ভুত মোহময় পরিবেশ তৈরি করে, যেখানে প্রতিটি মুহূর্তই জীবন্ত মনে হয়।সব মিলিয়ে, বৃষ্টির দিনে বাজারের প্রতিটি দৃশ্য যেন এক মায়াবী গল্পের মতো, যেখানে প্রকৃতি, মানুষ আর জীবনের ছোট ছোট মুহূর্তগুলো একসাথে মিশে থাকে।

1000056435.jpg

The feeling of roaming around the market on a rainy day is quite different. Going down the street, it is seen that the surroundings are wet and wet, and the atmosphere of the market comes alive with the touch of rain. Walking along the alleys is a different experience, sinking your feet into the mud—at first it seems a bit boring, but then it becomes part of you. In front of the small shops in the market, people stand in bamboo canopies or plastic sheds to protect themselves from the rain, and the vapsa sitting in a corner is wet. The clothed vendors are still busy arranging their products. The raindrops fell on the shed making a thump-thump-thump-thump sound, and the smell of wet raw vegetables became fresher in the midst of that sound. The colors of ripe tomatoes, chillies, vegetables in the rain bring a different freshness, which cannot be understood on a normal day. The smell of ginger or onion wafts from a fry shop, which seems even more enticing on rainy days. People are walking with umbrellas, some are getting wet and enjoying the rain. Meanwhile, the bells of vans and the bells of rickshaws are heard, which are slowly moving forward drenched in water. The wet environment of the market, the running of people, and the soft touch of the rain together bring a lively feeling, which can never be felt without going to the market on such a day. A stroll through the bazaar on a rainy day awakens every sense. The sound of splashing rainwater that has accumulated on the ground since stepping on the road creates a strange joy. Even though every part of the body gets wet in the gentle shower of rain spread around, the mind finds a kind of freedom at that time. Entering the market lane, everything regains new life. The raindrops in the fish shops make the fish look shinier and fresher, and the croaking of the fishmongers mixes with the sound of the rain to create a different alchemy. The smell of raw meat, fish and rain-soaked soil create a strange mixture, which can only be understood when visiting the market on a rainy day. The small food stalls inside the market are more crowded on rainy days. The smell of hot mocha chops or potato chops is more enticing in the humid air. A small crowd in front of the shop, some are standing and eating, some are standing with umbrellas over their heads to avoid the rain. The rain is falling outside, and the hot smoke of the fried food inside mixes with the air and spreads a kind of warmth. Walking inside the market, taking shelter under the huts of the small shops, the busyness of the people around gives an impression of a kind of peace. When the rain stops, the reflection of the sky and the hanging lights of the shops create a dreamy scene. These moments of walking around the market on such a day should always remain specially stored in one corner of the mind.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

বৃষ্টির দিনে বাজারে ঘোরাঘুরির অনুভূতি একেবারে আলাদা। রাস্তায় নেমে দেখা যায় চারপাশটা ভিজে একদম সিক্ত, আর বাজারের পরিবেশ যেন জীবন্ত হয়ে ওঠে বৃষ্টির স্পর্শে। গলিপথ ধরে চলতে চলতে কাদায় পা ডুবিয়ে হাঁটার মজা আলাদা—প্রথমে একটু বিরক্তিকর মনে হলেও পরে তা যেন নিজেরই এক অংশ হয়ে যায়।বাজারের ছোট দোকানগুলোর সামনে বাঁশের তৈরি ছাউনি বা প্লাস্টিকের শেডে লোকজন বৃষ্টির হাত থেকে বাঁচতে দাঁড়িয়ে থাকে, আর এক কোণায় বসে থাকা ভ্যাপসা ভেজা জামা পরা বিক্রেতারা তখনও আপনমনে পণ্য সাজাতে ব্যস্ত। বৃষ্টির ফোঁটা শেডের ওপর পড়ে টাপুর-টুপুর শব্দ তুলে, আর সেই শব্দের মাঝে ভিজে কাঁচা সবজির গন্ধ যেন আরও সতেজ হয়ে ওঠে। পাকা টমেটো, লঙ্কা, শাকসবজির রঙ বৃষ্টিতে মেলে ধরে এক অন্যরকম সতেজতা, যা সাধারণ দিনে বোঝা যায় না।একটি ভাজাপোড়ার দোকান থেকে ভেসে আসে সিঙ্গাড়া বা পিঁয়াজুর মুচমুচে গন্ধ, যা বৃষ্টির দিনগুলিতে যেন আরও বেশি লোভনীয় মনে হয়। মানুষ ছাতা ধরে হেঁটে যাচ্ছে, কেউ বা ভিজে গিয়ে বৃষ্টিকে উপভোগ করছে। এরই মধ্যে ভ্যানের বেল আর রিকশার ঘণ্টা শোনা যায়, যেগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পানিতে ভিজে। এই ভিজে ওঠা পরিবেশ, মানুষের ছোটাছুটি, আর বৃষ্টির নরম ছোঁয়া যেন একসাথে মিলে একটা প্রাণবন্ত অনুভূতি এনে দেয়, যা এই রকম দিনে বাজারে না গেলে কখনোই অনুভব করা যায় না।বৃষ্টির দিনে বাজারে ঘোরাঘুরি যেন প্রতিটা ইন্দ্রিয়কে জাগিয়ে তোলে। রাস্তায় পা দেওয়ার পর থেকেই মাটিতে জমে থাকা বৃষ্টির জলে ছপছপ শব্দ তুলে চলা একধরনের অদ্ভুত আনন্দের সৃষ্টি করে। চারদিকে ছড়িয়ে থাকা বৃষ্টির মৃদু ঝাপটায় শরীরের প্রতিটা অংশ ভিজে উঠলেও সেই সময়ে মন যেন খুঁজে পায় এক ধরনের মুক্তি।বাজারের গলিতে ঢুকে সবকিছু যেন নতুন প্রাণ ফিরে পায়। মাছের দোকানগুলোতে বৃষ্টির ফোঁটায় মাছগুলো আরও চকচকে আর টাটকা দেখায়, আর মাছওয়ালাদের হাঁকডাক বৃষ্টির শব্দের সঙ্গে মিশে এক আলাদা রসায়ন তৈরি করে। কাঁচা মাংস, মাছের গন্ধের মাঝে বৃষ্টির সোঁদা মাটি মিলে এক অদ্ভুত মিশ্রণ তৈরি করে, যা হয়তো শুধু বৃষ্টির দিনে বাজারে গেলেই বোঝা যায়।ভিতরে বাজারের ছোট খাবারের দোকানগুলো বৃষ্টির দিনগুলোতে আরও জমজমাট থাকে। গরম গরম মোচার চপ বা আলুর চপের গন্ধ যেন ভেজা হাওয়ায় আরও প্রলুব্ধ করে। দোকানের সামনে ছোট ছোট ভিড়, কেউ দাঁড়িয়ে খাচ্ছে, কেউ বৃষ্টির হাত থেকে বাঁচতে মাথার ওপর ছাতা ধরে দাঁড়িয়ে আছে। বৃষ্টির ঝাপটা বাইরে পড়ছে, আর ভেতরে ভাজা খাবারের তপ্ত ধোঁয়া বাতাসে মিশে গিয়ে একধরনের উষ্ণতার অনুভূতি ছড়ায়।বাজারের ভেতরে হাঁটতে হাঁটতে ছোট দোকানগুলোর ঝুপড়ির নিচে আশ্রয় নিলে আশেপাশের মানুষজনের ব্যস্ততা একধরনের শান্তির ছাপ ফেলে। বৃষ্টির ধারা থেমে গেলে বাজারের পথে জমে থাকা পানিতে ফুটে ওঠা আকাশের প্রতিচ্ছবি আর দোকানের ঝুলন্ত আলোগুলো মিলেমিশে যেন একটা স্বপ্নিল দৃশ্য তৈরি করে। এমন দিনে বাজারে ঘুরে বেড়ানোর এই মুহূর্তগুলো যেন সবসময় মনের এক কোনে বিশেষভাবে জমা থেকে যায়।

1000056433.jpg

The experience of roaming around the market on a rainy day brings a different feeling every moment. At the beginning of the walk, the roads are wet, like a water-splattered canvas. Rickshaws and bicycles race among people standing under umbrellas on the winding streets, rainwater splashing around on their wheels. It is like a new reality created by the touch of rain even in the midst of busy life. The first thing to enter the market is the smell of wet soil, which makes you stop for a moment. Nearby vegetable vendors are trying to save themselves and their produce from getting wet by pulling polythene sheets. Carrots, brinjals, pumpkins - the rain brings new colors to everything, it seems as if nature itself has made this market fresher. The funniest scene is in the fruit stalls - oranges, apples, bananas all glistening in the rain. The color of the fruit has become brighter and more attractive. Sometimes some shoppers are quickly picking their favorite fruit with a bag of fruit in one hand and an umbrella in the other, and the juices of the fruit mix with the soil and spread a kind of liveliness. Stopping by a small tea shop and taking a cup of steaming hot tea is a different experience on a rainy day. experience The heat of the tea and the cool breeze of the rain come together, an indescribable relief hidden between these two opposite feelings. People sitting under the canopy in front are smiling, some are getting wet and enjoying themselves, children are busy having fun in the rain. This life-like image of the market becomes more alive with the touch of rain. Every moment is like a witness to an endless journey of man's harmony with nature. A visit to the market on such a day is not only a necessity, but an experience, which can only be felt.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

বৃষ্টির দিনে বাজারে ঘোরাঘুরির অভিজ্ঞতা যেন প্রতিটি মুহূর্তে ভিন্ন ধরনের অনুভূতি নিয়ে আসে। হাঁটার শুরুতে রাস্তাগুলো ভিজে থাকে, চারদিকে যেন জল ছিটিয়ে দেওয়া এক ক্যানভাস। পিচঢালা রাস্তায় ছাতার নিচে দাঁড়িয়ে থাকা মানুষজনের মাঝে ছুটে চলে রিকশা আর সাইকেলগুলো, তাদের চাকায় জমে থাকা বৃষ্টির জল ছিটিয়ে পড়ছে চারপাশে। এ যেন ব্যস্ত জীবনের মধ্যেও বৃষ্টির ছোঁয়ায় তৈরি এক নতুন বাস্তবতা।বাজারে প্রবেশ করতেই প্রথমেই ভিজে ওঠা মাটির গন্ধ, যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াতে বাধ্য করে। পাশের সবজি বিক্রেতারা পলিথিনের শিট টেনে নিজেদের আর পণ্যগুলোকে ভেজা থেকে বাঁচানোর চেষ্টা করছে। গাজর, বেগুন, কুমড়া—সবকিছুর ওপর বৃষ্টির ঝাপটা যেন নতুন রঙ এনে দেয়, মনে হয় যেন প্রকৃতি নিজেই এই বাজারকে আরও সতেজ করে তুলেছে।সবচেয়ে মজার দৃশ্য হলো ফলের দোকানগুলোতে—কমলা, আপেল, কলা সবকিছু ঝলমল করছে বৃষ্টির জলে। ফলের রঙ যেন আরও উজ্জ্বল আর লোভনীয় হয়ে উঠেছে। মাঝে মাঝে কিছু ক্রেতা দ্রুত এক হাতে ফলের থলে আর অন্য হাতে ছাতা ধরে নিজেদের পছন্দের ফল তুলছে, আর ফলের রসগুলো মাটির সঙ্গে মিশে গিয়ে এক ধরনের সজীবতা ছড়াচ্ছে।একটা ছোট চায়ের দোকানের পাশে থেমে গিয়ে গরম ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে নেওয়া বৃষ্টির দিনে যেন অন্যরকম এক অভিজ্ঞতা। চায়ের তাপ আর বৃষ্টির ঠান্ডা হাওয়া একসঙ্গে গায়ে লাগে, এই দুই বিপরীত অনুভূতির মধ্যে লুকিয়ে থাকে এক অবর্ণনীয় স্বস্তি। সামনের ছাউনির নিচে বসে থাকা মানুষের মুখে হাসি, কেউ কেউ ভিজে গিয়ে আনন্দ করছে, বাচ্চারা তো বৃষ্টিতে ভেজার মজায় ব্যস্ত।বাজারের এই জীবনমুখী চিত্র, বৃষ্টির ছোঁয়ায় আরও জীবন্ত হয়ে ওঠে। প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধনের এক অবিরাম যাত্রার সাক্ষী। এমন দিনে বাজারে ঘোরা শুধু প্রয়োজন নয়, বরং এক ধরনের অভিজ্ঞতা, যা কেবল অনুভব করেই বোঝা যায়।

My best wishes and congratulations to all the users who will visit this post of mine today.


Join Our Community blurt space


1000057252.jpg

my identity

1000057251.jpg

My name is Md Rafin. I live in Kamarkhali Village of Matmara Union of Khulna Division, Gangni Police Station, Meherpur District, Bangladesh. I grew up in the village since childhood. I am currently a student of class XI. I am currently studying in Gangni Govt Degree College. I like to travel at different times and like to do photography. Ever since I was a child, I have dreamed of becoming a freelancer when I grow up. I have concluded my introduction in brief thanks to all of you.

💞Thank you for visiting my blog💞✨

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Thank you very much for sharing some beautiful street pictures with us, Mama Such beautiful street photography to share with us