An afternoon stroll with friends

in blurt-188398 •  last month 

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @rafin from Bangladesh

1000060756.jpg

Hope you all are well. I am also very good with God's blessings.Today I am going to share with you some moments of afternoon hanging out with friends post . I am passing a time since this morning. After waking up in the morning, I was sitting for a while and my mother told me that she was leaving you in the market. I didn't think that you will go to Dhaka one day. So I hurriedly got ready and went to the market with my bike. I went to the market and took my sister in the bus and wandered around for a while, then I felt that morning tea had not been served for quite some time, so I took my life and left for the market again. I met an old friend while coming from the market for a cup of milk tea. So me and my friend again went to that shop to have tea together. We both had tea and chatted for a while without letting my friend go to his friend's house and left for home with the bike. After coming home, I was fresh and playing games again after eating in the morning. A friend of mine came to our house again during the game. Then I chatted for a while with two friends. After chatting and having lunch, me and my friend again played games for a while. After playing the game I showered and freshened up and got ready for the horse. Then my friend and I went out for a walk with my bike. I took several pictures with my phone while walking around. I'm almost doneThen my brother took pictures and gave them to him and left again. After wandering outside for a while, my friend said let's have tea from a coffee house. So the favorite tea there was Lemon Tree movie and my friend who was coffee. Then my friend and I finished our tea and did some photography inside the coffee house. We finished you first and let you come home. After coming home fresh, me and my friend had dinner. I left again to drop my friend at his friend's house. After wandering around for a while, I left my friend at a friend's house and came home. I felt tired after coming home so I slept for a while. Wake up and get fresh again and eat something at night. I played the game for quite some time. After playing the game I sat down to write a post among you. Today's post can be shared among you.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বিকেল বেলা বন্ধুদের সাথে ঘোরাঘুরি মুহূর্ত মূলক পোস্ট। আজ সকাল থেকে একটা সময় পার করছি।। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে ছিলাম তখন আম্মু বলল আপুকে বাজারে রেখে আসছে। আমার তো মনে ছিল না যে আপু একদিন ঢাকায় চলে যাবে। তাই আমি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে বাইক নিয়ে আমি এবং আমার আপু বাজারে চলে গিয়েছিলাম। বাজারে গিয়ে আপুকে বাসে উঠায় দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর মনে হলো বেশ কিছুদিন ধরে সকালবেলা চা খাওয়া হচ্ছে না তাই আমি আমার লাইফ নিয়ে আবারও বাজারের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। বাজার থেকে এক কাপ দুধ চা খেয়ে আসার সময় আমার একটি পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল। তাই আমি এবং আমার বন্ধু আবারও দুজনে চা খাওয়ার জন্য সেই দোকানে গিয়েছিলাম। আমরা দুজন চা খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে বন্ধুকে বন্ধুর বাসায় না দিয়ে দিয়ে বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালে খাবার খেয়ে আবার কিছুক্ষণ গেম খেলছিলাম। খেলার সময় আমার একটি বন্ধু আবার আমাদের বাসায় এসেছিল। তারপর দুই বন্ধু মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম। আড্ডা শেষ করে দুপুরের খাবার খেয়ে আমি এবং আমার বন্ধু আবারও কিছুক্ষণ গেম খেলছিলাম। গেম খেলা শেষ করে আমি গোসল করে ফ্রেশ হয়ে ঘোড়ার জন্য রেডি হয়েছিলাম। তারপর আমার বাইক নিয়ে আমি এবং আমার বন্ধু দুজনে মিলে ঘোরাঘুরির জন্য বের হয়ে গিয়েছিলাম। ঘোরাঘরের সময় আমি বেশ কিছু ছবি তুলেছিলাম আমার ফোন দিয়ে। আমি প্রায় বেশ কিছুক্ষণ বাইক চালানোর পর বন্ধুকে বললাম এই বার দুই বাইক চালা বাইক চালা। তারপর বন্ধুর কাছে লাইক দিয়ে আমি কিসে বসে আরো বেশ কিছু ছবি তুলেছিলাম। এখন একটি ভালো লোকেশনে দাঁড়িয়ে আমি এবং আমার বন্ধু দুজনে আমার ক্যামেরা দিয়ে অনেকগুলো ছবি তুলেছিলাম। ছবি তোলার সময় একটি ভাই এসে বলল তার কয়টা ছবি তুলে দিতে। তাই আমি অনেকগুলো ছবি তুলেছিলাম। ভাইটির ব্যবহার আমার কাছে বেশ ভালো লেগেছিল তাই ছবি তুলতে কোন সমস্যা হয়েছিল না আমার। তারপর ভাইটি ছবি তুলে ছবিগুলো তাকে দিয়ে আবারো বাইরে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাহিরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর বন্ধু বলল চল আমরা একটু কফি হাউজ থেকে চা খেয়ে আসি। তাই সেখানকার সব থেকে পছন্দের চা লেমন ট্রি সিনেমা এবং আমার বন্ধু কে ছিল কফি। তারপর আমি এবং আমার বন্ধু চা খাওয়া শেষ করে কফি হাউসের ভেতরে কিছু ফটোগ্রাফি করেছিলাম। তোকে আগে শেষ করে আমরা বাড়ি আসার জন্য দিয়েছিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি এবং আমার বন্ধু রাতের খাওয়া দাওয়া করে। বন্ধুকে বন্ধুর বাসায় রেখে আসার জন্য আবারও রওনা দিয়েছিলাম। তারপর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বন্ধুকে বন্ধুর বাসায় রেখে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে ক্লান্ত লাগছিল তাই কিছুক্ষণ ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার ফ্রেশ হয়ে রাতে কিছু খাওয়া দাওয়া করে। বেশ কিছুক্ষণ গেম খেলেছিলাম। গেম খেলা শেষ করে আমি আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য বসে গেলাম। আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যায়।

1000060383.jpg

If you look up you can see a selfie I shared with you beautifully taken by us. When we went to a coffee house to have some tea while roaming, we took a selfie from that coffee house and shared it with you. An afternoon of memories brings a vacation from the daily busyness. When the sun dips a little in the western sky, going out with friends is like a little festival. Today's afternoon was like that. In the soft afternoon light, some of us friends gathered at a small coffee shop on the outskirts of the city. With a small cup of tea in hand, the chat started on various topics - love, politics, experiences gained along the way of life. One by one everyone started talking about themselves, some became serious, some filled the atmosphere with jokes. Then it was decided, I will go out for a walk. I started walking along the streets of the city. There was a kind of liveliness in the air, the calls of birds and the sounds of distant horns blended together like a kind of melody. While walking, I noticed the sidewalk shops along the road. Someone is making pitha in one shop, the sweet smell of hot steamed pitha in another shop. The fun of eating a little bit from there was different. The sun went down while walking. A kind of calm silence descended around. The time of each person's return home was approaching, but no one wanted to interrupt the rhythm of that sweet conversation. Finally, we all parted, with a calmness in our minds - as if today's afternoon will be another special memory of our lives. In this way, friendship, chat and afternoons together form a sweet chapter of life, which can never be forgotten.Afternoon means leisure. Spending time with friends, exchanging ideas, and laughing. Today's afternoon was like that. We met in the old city park just before evening. There is a strange calm in the shade of the trees and the light air. We sat on a park bench. First of all, the discussion started about the unspoken words of few days. One friend talked about job stress, another shared love problems. We all listened carefully and gave advice. But that serious discussion did not last long, no matter how deep the discussion is, one cannot stay depressed for long with friends. That's when the roll of laughter started. Some joked about old jokes, some told new jokes. At one point we were laughing so hard that other people in the park were laughing at us. Then we decided to take a walk. Walking along the path of the park, the conversation continued on various topics. Some shared plans for the future, some reminisced about the past. In the meantime, someone suddenly said, "Let's eat something!" All of us were hungry. After a while we went to a small tea shop next to the park and sat down. After sipping a cup of hot tea, we chatted for a while. A friend was playing a new song, and we were all listening intently. The magic of the melody seemed to calm everyone's mind. In this way, the end of the afternoon was approaching, but it seemed as if time stopped a little. Even though the afternoon was over, the remnants of that conversation remained in everyone's mind. The next day may be busy again, but the memory of this afternoon will be remembered for a long time, every afternoon spent with friends is like a small story. Those stories together form the most precious chapters of our lives, which always bring a smile to our faces when we remember them.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আপনার ওপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আমাদের তোলা একটি সেলফি শেয়ার। আমরা যখন ঘোরাঘুরির সময় একটু চা খাওয়ার জন্য একটি কফি হাউজে গিয়েছিলাম তখন সে কফি হাউজ থেকে আমরা একটি সেলফি তুলে ছিলাম আপনাদের মাঝে শেয়ার করেছি।এক বিকেলের স্মৃতিবিকেলটা যেন একটা ছুটি নিয়ে আসে প্রতিদিনের ব্যস্ততার মাঝ থেকে। সূর্য যখন পশ্চিমের আকাশে একটু একটু করে ঢলে পড়ে, ঠিক তখনই বন্ধুদের সাথে বেরিয়ে পড়া যেন একটা ছোট্ট উৎসব। আজকের বিকেলও তেমনই ছিল।বিকেলের নরম আলো গায়ে মেখে আমরা কয়েকজন বন্ধু শহরের প্রান্তে ছোট্ট এক কফিশপে জমায়েত হলাম। ছোট্ট চায়ের কাপ হাতে নিয়ে শুরু হলো নানা বিষয় নিয়ে আড্ডা—প্রেম, রাজনীতি, জীবনের চলার পথে পাওয়া অভিজ্ঞতা। একে একে সবাই নিজেদের কথা বলতে শুরু করল, কেউ গম্ভীর হয়ে, কেউ আবার রসিকতায় ভরিয়ে তুলল পরিবেশ।তারপর ঠিক হলো, একটু হাঁটতে বের হব। শহরের গলি ধরে হাঁটা শুরু করলাম। বাতাসে ছিল এক ধরনের সজীবতা, পাখির ডাক আর দূরের হর্ণের শব্দ মিলেমিশে যেন এক ধরণের সুর। হাঁটতে হাঁটতে রাস্তার ধারে ফুটপাতের দোকানগুলোতে নজর পড়ল। এক দোকানে কেউ পিঠা বানাচ্ছে, আরেক দোকানে গরম ভাঁপা পিঠার মিষ্টি গন্ধ। সবাই মিলে সেখান থেকে একটু একটু করে খাওয়ার মজাই ছিল আলাদা।হাঁটতে হাঁটতে সূর্য ডুবে গেল। চারপাশে নেমে এলো এক ধরনের শান্ত নীরবতা। একেক জনের বাড়ি ফেরার সময় ঘনিয়ে আসছিল, তবুও সেই মধুর আড্ডার ছন্দ কাটাতে মন চাইছিল না কারোরই। অবশেষে সবাই বিদায় নিলাম, মনে একটা প্রশান্তি নিয়ে যেন আজকের বিকেল আমাদের জীবনের আরেকটা বিশেষ স্মৃতি হয়ে থাকবে।এভাবেই বন্ধুত্ব, আড্ডা আর বিকেলগুলো মিলে গড়ে তোলে জীবনের এক একটা মধুর অধ্যায়, যা কখনোই ভোলা যায় না।বিকেলের আড্ডায় কিছু মুহূর্তবিকেল মানেই যেন অবসর। সেই অবসরে বন্ধুদের সাথে দেখা করা, মনের সব কথা বিনিময় করা, আর হাসি-ঠাট্টায় সময় কাটানো। আজকের বিকেলটাও তেমনই ছিল।সন্ধ্যার আগ মুহূর্তে শহরের পুরনো পার্কে আমাদের দেখা হলো। গাছের ছায়া আর হালকা বাতাসে যেন এক অদ্ভুত প্রশান্তি। আমরা বসলাম পার্কের বেঞ্চিতে। প্রথমেই শুরু হলো ক'দিনের না বলা কথা নিয়ে আলোচনা। এক বন্ধু চাকরির স্ট্রেস নিয়ে কথা বলল, আরেকজন প্রেমের নানা সমস্যার কথা শেয়ার করল। আমরা সবাই মন দিয়ে শুনলাম, পরামর্শ দিলাম। কিন্তু সেই গুরুগম্ভীর আলোচনা বেশিক্ষণ টিকল না—যতই আলোচনা গভীর হোক না কেন, বন্ধুদের সাথে তো আর বেশি সময় বিষণ্ণ থাকা যায় নাতখনই শুরু হলো হাসির রোল। কেউ কারো পুরনো হাস্যকর ঘটনা নিয়ে মজা করল, কেউ আবার নতুন কৌতুক শোনাল। একটা সময় আমরা এতটাই হাসিতে ভেঙে পড়েছিলাম যে পার্কের অন্য লোকেরা আমাদের দিকে তাকিয়ে হাসছিল।এরপর ঠিক করলাম, একটু হাঁটাহাঁটি করব। পার্কের গলিপথ ধরে হাঁটতে হাঁটতে নানা বিষয় নিয়ে আলাপ চলতে থাকল। কেউ ভবিষ্যতের পরিকল্পনা শেয়ার করল, কেউ আবার পুরনো দিনের স্মৃতিচারণ করল। এর মধ্যেই একজন হঠাৎ বলে উঠল, "চলো কিছু খেয়ে আসি!" আমাদের সবার পেটেই তখন হালকা ক্ষুধা ছিল।কিছুক্ষণ পরই আমরা পার্কের পাশে ছোট্ট চায়ের দোকানে গিয়ে বসলাম। গরম চায়ের কাপে চুমুক দিয়ে আরো কিছুক্ষণ আড্ডা চলল। এক বন্ধু নতুন এক গান শোনাচ্ছিল, আর আমরা সবাই মন দিয়ে শুনছিলাম। সুরের মায়া যেন সবার মনকে শান্ত করে তুলছিল।এভাবেই বিকেল শেষের দিকে এগিয়ে আসছিল, কিন্তু মনে হচ্ছিল, যেন সময় একটু থেমে যায়। বিকেল শেষ হলেও, সেই আড্ডার রেশ থেকে গেল সবার মনে। পরের দিন হয়তো আবার ব্যস্ততায় ঢেকে যাবে সবকিছু, কিন্তু এই বিকেলের স্মৃতি মনে থেকে যাবে অনেকদিন।বন্ধুদের সাথে কাটানো প্রতিটা বিকেলই যেন এক একটা ছোট গল্প। সেসব গল্পগুলো মিলে তৈরি হয় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায়, যা মনে রাখলে সবসময় হাসি আসে মুখে।

1000060387.jpg

If you look up again, you will see that I have shared another beautiful picture with you. This picture is the picture of the coffee house when we went to have tea at a coffee house for sightseeing. This coffee house was inside a lychee garden, that's why I like the view of Nichibagan and shared it with you. Walking along the road in the afternoon means a kind of mild peace in the mind. Let this time bring us the taste of liberation from the tiredness of the whole day, the pressure of work. In search of that release, I and some of my friends went out for a walk in the afternoon during a free time. A little away from the noise of the city, where the path is full of shade of trees and birds chirping. First I started walking along our familiar lane. We were talking to each other while looking at the familiar shops around. Many words accumulated for some time, some experiences, some laughing incidents - all were shared in the depth of friendship between us. The soft afternoon light seemed to make our moments sweeter. We saw a small tea shop on the roadside, and stopped there to quench our thirst for coffee and tea. We all sat on the bench with a cup of steaming tea in hand. Such is the true form of friendship—where joy is found in small talk rather than scriptural discussion. Then another round of walking down the street began. Walking along the sidewalk, I saw a hawker's shop. Some are selling balloons, some are old books, some are selling light snacks. We suddenly thought, let's eat a steamed pita! The hot smoke and sweet smell of pitha increased the pleasure of our walk. As we walked, we reached one end of the city, where there was quite an open space. We sat there and watched the sunset. end of the sunthe place We sat there and watched the sunset. As the last light of the sun was falling on the leaves of the trees creating a kind of golden glow, the scene seemed to be permanent in our minds. We felt that the moments of friendship can be so beautiful that afternoon. The afternoon ended, but our conversation was not over yet. We decided to go out again on such an afternoon after a few days. It's a promise between all of us - even in the busyness of life, we will create some moments, which will bring a smile to our hearts even after a long time. In this way, the afternoons of friendship should complement the joy in the cycle of life. I hope you will like my post today.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আপনারা আবারও উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আরও একটি ছবি শেয়ার করেছি। এই ছবিটি হলো আমরা যখন ঘোরাঘুরির জন্য একটি কফি হাউসে চা খাওয়ান জন্য গিয়েছিলাম সেই কফি হাউসের ছবি। এই কফি হাউস টি ছিল একটি লিচু বাগানের ভিতর সেজন্যই নিচিবাগানটির দৃশ্য আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের মাঝে শেয়ার করেছি।বিকেলের রাস্তা ধরে হাঁটাবিকেল বেলা মানেই মনের মাঝে এক ধরনের হালকা প্রশান্তি। সারাদিনের ক্লান্তি, কাজের চাপের ভিড়ে এই সময়টুকু যেন আমাদের মুক্তির স্বাদ এনে দেয়। সেই মুক্তির সন্ধানে আমি আর আমার কয়েকজন বন্ধু বিকেলের এক ফাঁকা সময় বেরিয়ে পড়লাম রাস্তায় হাঁটার জন্য। শহরের কোলাহল থেকে একটু দূরে, যেখানে গাছের ছায়া আর পাখির কলরবে ভরা পথ।প্রথমে হাঁটা শুরু করলাম আমাদের চিরচেনা লেন ধরে। চারপাশের চেনা দোকানগুলো দেখতে দেখতে কথা বলছিলাম একে অপরের সাথে। কিছুদিন ধরে জমে থাকা নানা কথা, কিছু অভিজ্ঞতা, কিছু হাসির ঘটনা—সবই শেয়ার হচ্ছিল আমাদের মধ্যকার বন্ধুত্বের গভীরতায়। বিকেলের নরম আলো যেন আমাদের সেই মুহূর্তগুলোকে আরো মধুর করে তুলছিল।রাস্তার ধারে ছোট্ট একটা চায়ের দোকান দেখলাম, আর আমাদের কফি-চায়ের তৃষ্ণা মিটানোর জন্য সেখানে থামলাম। এক কাপ ধোঁয়া ওঠা চা হাতে নিয়ে সবাই বসে পড়লাম বেঞ্চে। বন্ধুত্বের আসল রূপটা যেন এমনই—যেখানে কোনো শাস্ত্রীয় আলোচনা নয়, বরং ছোট ছোট কথাতেই মনের আনন্দ খুঁজে পাওয়া যায়।তারপর শুরু হলো রাস্তায় আরেক দফা হাঁটা। ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম হকারদের দোকান। কেউ বেলুন বিক্রি করছে, কেউ পুরনো বই, আবার কেউ হালকা স্ন্যাক্স। আমরা হঠাৎই ভাবলাম, একটা ভাঁপা পিঠা খাওয়া যাক! পিঠার গরম ধোঁয়া আর মিষ্টি গন্ধে আমাদের হাঁটার আনন্দ আরো বেড়ে গেল।হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম শহরের এক প্রান্তে, যেখানে বেশ খোলামেলা জায়গা। সেখানে বসে আমরা সূর্যাস্ত দেখলাম। সূর্যের শেষ আলোটা যখন গাছের পাতায় পড়ে এক ধরণের সোনালি আভা তৈরি করছিল, সেই দৃশ্য যেন আমাদের সবার মনে স্থায়ী হয়ে রইল। বন্ধুত্বের মুহূর্তগুলো যে এত সুন্দর হতে পারে, তা আমরা সেই বিকেলেই অনুভব করলাম।বিকেল শেষ হলো, কিন্তু আমাদের আড্ডার রেশ তখনো শেষ হয়নি। আমরা ঠিক করলাম, কিছুদিন পর আবার এমনই একটা বিকেলে বের হব। সবার মাঝে যেন একটা প্রতিশ্রুতি—জীবনের ব্যস্ততার মাঝেও আমরা এমন কিছু মুহূর্ত তৈরি করে যাব, যা অনেকদিন পরে হলেও আমাদের মনে হাসি এনে দেবে।এভাবেই বন্ধুত্বের বিকেলগুলো যেন জীবনের চক্রে আনন্দের পরিপূরক হয়ে থাকে। আশা করি আজকের লেখা আমার পোস্টে আপনাদের কাছে ভালো লাগবে।।

1000060386.jpg

If you look up again you will see that I have shared with you another beautiful photo I took. The picture is when I was about to get out, I took this picture to share with you. Hope you like this picture. As the late afternoon light descends, the hustle and bustle of the city comes to a screeching halt. Just when the hustle and bustle of the day slows down a bit, a few of us friends decide to go out for a bit. The afternoon will be spent in light chat and walking. A new park has been built on one side of the city, the plan is to go there. The road is quite narrow, with old buildings and trees on both sides. We all started talking while walking. Someone's office story, someone's new book review, someone else started discussing last week's movie. That's the fun of chatting - talking about many things together, with no particular destination. As we entered the park, we saw the last light of the afternoon. The golden light falls on us through the leaves of the trees. Someone exclaimed, "Look, what a beautiful light!" We all looked at the scene in awe for a while. Sitting on a park bench, I got lost in the story for a while. Children playing around, some people running around, and birds chirping seemed to make the whole atmosphere more beautiful. Then we decided to have something to eat from the park canteen. We all sat down after ordering hot onion, samucha and tea. Taking that piece of food and a cup of tea in hand, the story became more lively. Some shared old memories, others talked about future dreams. Sometimes laughter, sometimes a touch of thought, sometimes silence in those stories. The sun slowly began to set, and the color of the sky changed from blue to orange, then red. That play of colors brings a strange peace to all of our mindsgave It seemed that if we could spend such an afternoon every day, even the minor tensions of life would disappear. When the evening fell, we all stood up together. We have to go back, but the charm of that afternoon will remain in our minds for a long time. As we walked along the road, we decided that such a time would come again. It is in such small moments that the real joy of life is hidden. The last light of the afternoon will remain like a beautiful chapter in all of our hearts - about the power of friendship, the charm of nature and the sweetness of time. If you like my post, please tell me thanks in the comment box.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আপনার আবার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আমার তোলা আরও একটি ছবি শেয়ার করেছি। ছবিটি হল আমি যখন কবে আউট থেকে বের হতে ছিলাম তখন এই ছবিটি তুলেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আশা করি এই ছবিটা আপনাদের কাছে ভালো লাগবে। বিকেলের শেষ আলোবিকেল নামার সাথে সাথে শহরের কোলাহল একটু থেমে আসে। দিনের ব্যস্ততা যখন একটু ধীর হয়, ঠিক তখনই আমরা কয়েকজন বন্ধু সিদ্ধান্ত নিলাম একটু বাইরে বের হওয়ার। বিকেলটা কাটবে হালকা আড্ডা আর হাঁটাহাঁটিতে।শহরের এক ধারে নতুন একটা পার্ক তৈরি হয়েছে, সেখানেই যাওয়ার পরিকল্পনা। রাস্তাটা বেশ সরু, দুই ধারে পুরনো ভবন আর গাছপালা। আমরা সবাই হাঁটতে হাঁটতে আলাপ করতে লাগলাম। কারো অফিসের গল্প, কারো নতুন কোনো বইয়ের রিভিউ, কেউ আবার গত সপ্তাহের সিনেমা নিয়ে আলোচনা শুরু করল। আড্ডার মজাই এমন—একসাথে অনেক বিষয়ের ওপর কথা বলা, যার কোনো বিশেষ গন্তব্য নেই।পার্কে ঢুকতেই চোখে পড়ল বিকেলের শেষ আলো। সোনালি আলোটা গাছের পাতার ফাঁক দিয়ে এসে পড়ছে আমাদের গায়ে। কেউ বলে উঠল, "দেখ, কী সুন্দর আলো!" আমরা সবাই মুগ্ধ হয়ে সেই দৃশ্যের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। পার্কের বেঞ্চে বসে কিছুক্ষণ গল্পের মাঝেই হারিয়ে গেলাম। চারপাশে বাচ্চাদের খেলা, কিছু মানুষ দৌড়াচ্ছে, আর পাখির ডাক যেন সেই পুরো পরিবেশটাকে আরো সুন্দর করে তুলছে।এরপর আমরা সিদ্ধান্ত নিলাম পার্কের ক্যান্টিন থেকে কিছু খাওয়া হবে। গরম পেঁয়াজু, সামুচা আর চায়ের অর্ডার দিয়ে সবাই বসলাম। সেই টুকরো টুকরো খাবার আর চায়ের কাপ হাতে নিয়ে গল্প যেন আরো প্রাণবন্ত হয়ে উঠল। কেউ পুরনো স্মৃতি শেয়ার করল, কেউ আবার ভবিষ্যতের স্বপ্নের কথা বলল। সেসব গল্পে কখনো হাসি, কখনো চিন্তার ছোঁয়া, কখনো বা নীরবতা।সূর্য ধীরে ধীরে অস্ত যেতে লাগল, আর আকাশের রঙ বদলে গেল নীল থেকে কমলা, তারপর লাল। সেই রঙের খেলা আমাদের সবার মনকে একটা অদ্ভুত শান্তি এনে দিল। মনে হলো, এমন একটা বিকেল প্রতিদিন কাটাতে পারলে জীবনের ছোটখাটো টেনশনগুলোও যেন মিলিয়ে যাবে।যখন সন্ধ্যা নামল, আমরা সবাই একসাথে উঠে দাঁড়ালাম। ফিরে যেতে হবে, কিন্তু সেই বিকেলের মুগ্ধতা আমাদের মনে রয়ে যাবে অনেকদিন। পথে হাঁটতে হাঁটতে আমরা ঠিক করলাম, এমন সময় যেন আরো আসে। এই ধরনের ছোট ছোট মুহূর্তেই জীবনের আসল আনন্দ লুকিয়ে থাকে।বিকেলের শেষ আলো আমাদের সবার মনে একটা সুন্দর অধ্যায়ের মতো থাকবে—বন্ধুত্বের শক্তি, প্রকৃতির মুগ্ধতা আর সময়ের মধুরতা নিয়ে। আমার লেখা পোস্টে যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ।

@rafin

My best wishes and congratulations to all the users who will visit this post of mine today.


Join Our Community blurt space


1000057252.jpg

my identity

1000057251.jpg

My name is Md Rafin. I live in Kamarkhali Village of Matmara Union of Khulna Division, Gangni Police Station, Meherpur District, Bangladesh. I grew up in the village since childhood. I am currently a student of class XI. I am currently studying in Gangni Govt Degree College. I like to travel at different times and like to do photography. Ever since I was a child, I have dreamed of becoming a freelancer when I grow up. I have concluded my introduction in brief thanks to all of you.

💞Thank you for visiting my blog💞✨

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord