Friends of my blurt space Community
I'm @rafin from Bangladesh
আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বিকেল বেলা চকলেট খাওয়ার কিছু মুহূর্ত । আজ সকাল থেকে একটা সময় পার করছি।। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে ছিলাম তখন আম্মু বলল আপুকে বাজারে রেখে আসছে। আমার তো মনে ছিল না যে আপু একদিন ঢাকায় চলে যাবে। তাই আমি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে বাইক নিয়ে আমি এবং আমার আপু বাজারে চলে গিয়েছিলাম। বাজারে গিয়ে আপুকে বাসে উঠায় দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর মনে হলো বেশ কিছুদিন ধরে সকালবেলা চা খাওয়া হচ্ছে না তাই আমি আমার লাইফ নিয়ে আবারও বাজারের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। বাজার থেকে এক কাপ দুধ চা খেয়ে আসার সময় আমার একটি পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল। তাই আমি এবং আমার বন্ধু আবারও দুজনে চা খাওয়ার জন্য সেই দোকানে গিয়েছিলাম। আমরা দুজন চা খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে বন্ধুকে বন্ধুর বাসায় না দিয়ে দিয়ে বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালে খাবার খেয়ে আবার কিছুক্ষণ গেম খেলছিলাম। খেলার সময় আমার একটি বন্ধু আবার আমাদের বাসায় এসেছিল। তারপর দুই বন্ধু মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম। আড্ডা শেষ করে দুপুরের খাবার খেয়ে আমি এবং আমার বন্ধু আবারও কিছুক্ষণ গেম খেলছিলাম। গেম খেলা শেষ করে আমি গোসল করে ফ্রেশ হয়ে ঘোড়ার জন্য রেডি হয়েছিলাম। তারপর আমার বাইক নিয়ে আমি এবং আমার বন্ধু দুজনে মিলে ঘোরাঘুরির জন্য বের হয়ে গিয়েছিলাম। ঘোরাঘরের সময় আমি বেশ কিছু ছবি তুলেছিলাম আমার ফোন দিয়ে। আমি প্রায় বেশ কিছুক্ষণ বাইক চালানোর পর বন্ধুকে বললাম এই বার দুই বাইক চালা বাইক চালা। তারপর বন্ধুর কাছে লাইক দিয়ে আমি কিসে বসে আরো বেশ কিছু ছবি তুলেছিলাম। এখন একটি ভালো লোকেশনে দাঁড়িয়ে আমি এবং আমার বন্ধু দুজনে আমার ক্যামেরা দিয়ে অনেকগুলো ছবি তুলেছিলাম। ছবি তোলার সময় একটি ভাই এসে বলল তার কয়টা ছবি তুলে দিতে। তাই আমি অনেকগুলো ছবি তুলেছিলাম। ভাইটির ব্যবহার আমার কাছে বেশ ভালো লেগেছিল তাই ছবি তুলতে কোন সমস্যা হয়েছিল না আমার। তারপর ভাইটি ছবি তুলে ছবিগুলো তাকে দিয়ে আবারো বাইরে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাহিরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর বন্ধু বলল চল আমরা একটু কফি হাউজ থেকে চা খেয়ে আসি। তাই সেখানকার সব থেকে পছন্দের চা লেমন ট্রি সিনেমা এবং আমার বন্ধু কে ছিল কফি। তারপর আমি এবং আমার বন্ধু চা খাওয়া শেষ করে কফি হাউসের ভেতরে কিছু ফটোগ্রাফি করেছিলাম। তোকে আগে শেষ করে আমরা বাড়ি আসার জন্য দিয়েছিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি এবং আমার বন্ধু রাতের খাওয়া দাওয়া করে। বন্ধুকে বন্ধুর বাসায় রেখে আসার জন্য আবারও রওনা দিয়েছিলাম। তারপর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বন্ধুকে বন্ধুর বাসায় রেখে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে ক্লান্ত লাগছিল তাই কিছুক্ষণ ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার ফ্রেশ হয়ে রাতে কিছু খাওয়া দাওয়া করে। বেশ কিছুক্ষণ গেম খেলেছিলাম। গেম খেলা শেষ করে আমি আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য বসে গেলাম। আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যায়।
If you look above you can see that I have shared some of my beautiful pictures on your number . When my friend and I went out for a little walk this afternoon, when we came home after the walk, we saw a singara shop getting singara.So me and my friend both thought together that Singara has not been eaten for a long time, so Singara can be eaten. So we took ten singaras from there I liked to eat
If you look up again you will see that I have shared with you a picture that I took beautifully.I felt pretty good when we were eating Singara.When I kept the lion I told my friend let's take a picture one day. So my friend then took a picture of me.Whenever I was eating singaras together with my friends, I liked that moment very much I enjoy enjoying such moments the most. I love it when me and my friend enjoy some time together.
If you look up again, you can see that I have picked you up nicely. I used to love it when my friend and I were sharing such moments.I felt pretty good when we were eating Singara.When I kept the lion I told my friend let's take a picture one day. So my friend then took a picture of me.Whenever I was eating singaras together with my friends, I liked that moment very much I enjoy enjoying such moments the most. I love it when me and my friend enjoy some time together.When we wanted to eat Singara
If you look up again, you can see that me and my friend took several pictures while we were sitting, one of which I have shared with you above. .When my friend and I went out for a little walk this afternoon, when we came home after the walk, we saw a singara shop getting singara.So me and my friend both thought together that Singara has not been eaten for a long time, so Singara can be eaten. So we took ten singaras from there I liked to eat.In fact, the fun of two friends sitting together and talking and eating singara is a different feeling now. We like to pass such times.Hope you like it If you like it, please let me know in the comment box. thank you