Friends of my blurt space Community
I'm @rafin from Bangladesh
আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সুন্দর কিছু ফটোগ্রাফি। আজ সকাল থেকে একটা সময় পার করছি।। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে ছিলাম তখন আম্মু বলল আপুকে বাজারে রেখে আসছে। আমার তো মনে ছিল না যে আপু একদিন ঢাকায় চলে যাবে। তাই আমি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে বাইক নিয়ে আমি এবং আমার আপু বাজারে চলে গিয়েছিলাম। বাজারে গিয়ে আপুকে বাসে উঠায় দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর মনে হলো বেশ কিছুদিন ধরে সকালবেলা চা খাওয়া হচ্ছে না তাই আমি আমার লাইফ নিয়ে আবারও বাজারের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। বাজার থেকে এক কাপ দুধ চা খেয়ে আসার সময় আমার একটি পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল। তাই আমি এবং আমার বন্ধু আবারও দুজনে চা খাওয়ার জন্য সেই দোকানে গিয়েছিলাম। আমরা দুজন চা খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে বন্ধুকে বন্ধুর বাসায় না দিয়ে দিয়ে বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালে খাবার খেয়ে আবার কিছুক্ষণ গেম খেলছিলাম। খেলার সময় আমার একটি বন্ধু আবার আমাদের বাসায় এসেছিল। তারপর দুই বন্ধু মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম। আড্ডা শেষ করে দুপুরের খাবার খেয়ে আমি এবং আমার বন্ধু আবারও কিছুক্ষণ গেম খেলছিলাম। গেম খেলা শেষ করে আমি গোসল করে ফ্রেশ হয়ে ঘোড়ার জন্য রেডি হয়েছিলাম। তারপর আমার বাইক নিয়ে আমি এবং আমার বন্ধু দুজনে মিলে ঘোরাঘুরির জন্য বের হয়ে গিয়েছিলাম। ঘোরাঘরের সময় আমি বেশ কিছু ছবি তুলেছিলাম আমার ফোন দিয়ে। আমি প্রায় বেশ কিছুক্ষণ বাইক চালানোর পর বন্ধুকে বললাম এই বার দুই বাইক চালা বাইক চালা। তারপর বন্ধুর কাছে লাইক দিয়ে আমি কিসে বসে আরো বেশ কিছু ছবি তুলেছিলাম। এখন একটি ভালো লোকেশনে দাঁড়িয়ে আমি এবং আমার বন্ধু দুজনে আমার ক্যামেরা দিয়ে অনেকগুলো ছবি তুলেছিলাম। ছবি তোলার সময় একটি ভাই এসে বলল তার কয়টা ছবি তুলে দিতে। তাই আমি অনেকগুলো ছবি তুলেছিলাম। ভাইটির ব্যবহার আমার কাছে বেশ ভালো লেগেছিল তাই ছবি তুলতে কোন সমস্যা হয়েছিল না আমার। তারপর ভাইটি ছবি তুলে ছবিগুলো তাকে দিয়ে আবারো বাইরে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাহিরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর বন্ধু বলল চল আমরা একটু কফি হাউজ থেকে চা খেয়ে আসি। তাই সেখানকার সব থেকে পছন্দের চা লেমন ট্রি সিনেমা এবং আমার বন্ধু কে ছিল কফি। তারপর আমি এবং আমার বন্ধু চা খাওয়া শেষ করে কফি হাউসের ভেতরে কিছু ফটোগ্রাফি করেছিলাম। তোকে আগে শেষ করে আমরা বাড়ি আসার জন্য দিয়েছিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি এবং আমার বন্ধু রাতের খাওয়া দাওয়া করে। বন্ধুকে বন্ধুর বাসায় রেখে আসার জন্য আবারও রওনা দিয়েছিলাম। তারপর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বন্ধুকে বন্ধুর বাসায় রেখে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে ক্লান্ত লাগছিল তাই কিছুক্ষণ ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার ফ্রেশ হয়ে রাতে কিছু খাওয়া দাওয়া করে। বেশ কিছুক্ষণ গেম খেলেছিলাম। গেম খেলা শেষ করে আমি আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য বসে গেলাম। আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যায়।
If you look above you will see that I have shared with you some of the beautiful photos I have taken.I took these pictures when I went out for a bit of work in the afternoon. I actually really liked these pictures.It was almost dusk when I took these pictures.I took these photos in the early evening that I am sharing with you.I really liked these pictures.I really enjoyed seeing this afternoon scene, so I took several pictures to share with you.I really enjoy watching these nature scenes. I hope you like them. If you do, please let me know.Actually, everyone likes to see such real scenes. I really like to see such beautiful scenes of nature.
If you look up again, you will see that I have shared with you some more beautiful photos that I took.was almost dusk when I took these pictures.I took these photos in the early evening that I am sharing with you.I really liked these pictures.I really enjoyed seeing this afternoon scene, so I took several pictures to share with youTo be honest, I really enjoyed watching the afternoon scenes, so I took a lot of pictures to share with you.I hope you all like these pictures. If you like them, please let me know.
If you look again above, you will see that I have shared with you some more beautiful pictures that I have taken. Actually, I liked these pictures very much, so I decided to share them with you.You can enjoy such beautiful views.What I liked most about this scene was the sight of a bunch of clouds. It really immediately In fact, only we who live in villages can experience the true form of the realWe do not see such scenes regularly, but we can enjoy these scenes, but we can say without a doubt that the people of the city cannot enjoy these scenes.
If you look up again, you will see that I have shared with you some of the beautiful pictures I took. I really enjoyed looking at the natural scenes when I took these pictures. Hope. It was almost dusk when I took these pictures. A glimpse of the evening, a glimpse of all the nature we can enjoy.We really like that.took these pictures when I went out for a bit of work in the afternoon. I actually really liked these pictures.It was almost dusk when I took these pictures.I took these photos in the early evening that I am sharing with you.I really liked these pictures.I really enjoyed seeing this afternoon scene, so I took several pictures to share with you.I really enjoy watching these nature scenes. I hope you like them. If you do, please let me know.Actually, everyone likes to see such real scenes. I hope you all like today's post. If you like it, please let me know in the comments.Thank you.