Friends of my blurt space Community
I'm @rafin from Bangladesh
আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি রাতের বেলা বাকান এটা ভেজানোএবং মাংস খাবার সুন্দর কিছু মুহূর্ত। তবে আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক।আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আমিও সৃষ্টিকর্তার দোয়ায় অনেক ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে ছিলাম তখন আম্মু বলল বাজারে যেতে তখন আমি আমার বাইক নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ।তারপর বাজার থেকে কিছু কেনাকাটা করে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। দেশে খাওয়া-দাওয়া করে একটি মুভি দেখছিলাম। তারপর আম্মু বলল আজ শুক্রবার তাই সকাল সকাল কবুল করে ফ্রেশ হয়ে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। থেকে এসে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে একটু হাটাহাটি করছিলাম। তারপর বন্ধু বলল চল আজকে দুজন মিলে একটু ঘোরাঘুরি এবং ফটোশুট করে আসি। তাই আমার বাইক এবং ক্যামেরা নিয়ে বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তারপর বন্ধুকে বন্ধুর বাসা থেকে নিয়ে দুজনে ঘোরার জন্য রওনা দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর বন্ধু বলল কিছু ফটোশুট করতে হবে তারপর আমরা একটি স্কুলে কিছু ফটোশুট করার জন্য থেমেছিলাম। সেই স্কুলে বেশ কিছুক্ষণ ফটোগ্রাফি করেছিলাম। আসলে স্কুলটি দৃশ্য আমার কাছে বেশ ভালো লেগেছিল এবং আবহাওয়া অনেক ভালো ছিল। তারপর বাড়িতে আসার পথে আমরা দুজন মিলে একটি বরার দোকানে বড়া খাওয়ার জন্য থেমেছিলাম। দুজনে মিলে মজা করে বড়া খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য বসে গেলাম তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক।
If you look above you can see that I have shared some beautiful pictures with you. In fact, I will share with you today some beautiful moments of cooked pitha food in winter through this post. Actually Bagan pitha is my favorite. We eat this prakanta pitha constantly. But if you want the garden in winter, our Bangladesh has a little more. In our country, pitha is the most loved in winter, making many types of pitha and eating them all together to enjoy the joy. We always want to enjoy such pleasure. In our country in winter there is almost a competition to make many pies. Every day some kind of pitha is prepared in everyone's house. I would love to pass the beautiful scenery now. Hope you will like the written post.
আপনার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দর করে কয়েকটি ছবি শেয়ার করেছি। আসলে শীতের বেলায় পাকান পিঠা খাবার সুন্দর কিছু মুহূর্ত এই পোস্টের মাধ্যমে আজ আপনাদের মাঝে শেয়ার করব। আসলে বাগান পিঠা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আমরা প্রতিনিয়তই এই প্রাকান্ত পিঠা খেয়ে থাকি। তবে শীতকালে বাগানটা চাইলে একটু বেশি থাকে আমাদের বাংলাদেশ। আমাদের দেশে সব থেকে বেশি ভালো লাগে শীতকালে পিঠা অনেক রকম পিঠা তৈরি করে সেগুলো সকলে মিলে একসাথে খেয়ে আনন্দ উপভোগ করতে। আমরা প্রতিনিয়তই এমন আনন্দ উপভোগ করতে চাই। আমাদের দেশে শীতকালে অনেক পিঠা তৈরি করার একটি প্রতিযোগিতা চলে প্রায়। প্রতিদিনই কোন না কোন পিঠা তৈরি হয় সকলের বাসাতে। আমি এখন সুন্দর দৃশ্যগুলো পার করতে বেশ ভালো লাগবে। আশা করা যায় লেখা পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।
If you look at the top again you will see that I have shared with you some more beautiful pictures that I have taken. I felt good when I picked these up. However, it is best to eat the bagan pithas when they are soaked in milk. I liked them very much. I often eat bagan pitai with such mustard. I like these pithas very much. In fact, I like Bagan pithas the most. We eat this prakanta pitha constantly. But if you want the garden in winter, our Bangladesh has a little more. In our country, pitha is the most loved in winter, making many types of pitha and eating them all together to enjoy the joy. We always want to enjoy such pleasure. In our country in winter there is almost a competition to make many pies. In winter these pies are very popular in our region. These pitha festivals are held in winters in our region. Such pies are very good to look at and even better to eat.
আপনার আবার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আমার তোলা আরো কয়েকটা ছবি শেয়ার করেছি। আমি যখন এসব গুলো তুলি তখন আমার কাছে পেয়ে ভালো লেগেছিল। তারপরেও সব থেকে বেশি ভালো লেগেছে বাগান পিঠাগুলো যখন দুধ দিয়ে ভিজে যায় তখন এগুলো খেতে। এগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল। আমি প্রায়ই এমন সরষের সাথে বাগান পিটাই খাই। এই পিঠাগুলোকে আমার কাছে বেশ ভালো লাগে।আসলে বাগান পিঠা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আমরা প্রতিনিয়তই এই প্রাকান্ত পিঠা খেয়ে থাকি। তবে শীতকালে বাগানটা চাইলে একটু বেশি থাকে আমাদের বাংলাদেশ। আমাদের দেশে সব থেকে বেশি ভালো লাগে শীতকালে পিঠা অনেক রকম পিঠা তৈরি করে সেগুলো সকলে মিলে একসাথে খেয়ে আনন্দ উপভোগ করতে। আমরা প্রতিনিয়তই এমন আনন্দ উপভোগ করতে চাই। আমাদের দেশে শীতকালে অনেক পিঠা তৈরি করার একটি প্রতিযোগিতা চলে প্রায়। শীতকালে মোর আবার ভিতরে এই পিঠাগুলো বেশ জনপ্রিয় আমাদের এই অঞ্চলে। এই পিঠার উৎসবগুলো হয়ে থাকে শীতকালে আমাদেরই অঞ্চলে। এমন পিঠাগুলো দেখতেও বেশ ভালো লাগে এবং খেতে তো সব থেকে বেশি ভালো লাগে।
If you look at the top again, you will see that I have shared with you some more beautiful pictures that I have taken. I felt pretty good when I took these pictures. They used to eat such milk-soaked writings. We like it a lot. Even we eat almost. The pithas of our region are very popular. In fact, I will share with you some beautiful moments of pitha food cooked during winter through this post. Actually I like Bagan Pitha the most. I often eat Bagan Pitha with mustard like this. I like these pithas very much. Actually I like Bagan Pithas the most but I like Bagan Pithas best when they are wet with milk.
আপনার আবার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আমার তোলা আরো কয়েকটি ছবি শেয়ার করেছি। আমি যখন এই ছবিগুলো তুলেছিলাম তখন আমার কাছে বেশ ভালো লেগেছিল। এমন দুধে ভেজা লেখাগুলো খেতেন গুলো খেতে। আমাদের কাছে বেশ ভালো লাগে। এমনকি আমরা প্রায় খাই। আমাদের এই অঞ্চলের পিঠাগুলো বেশ জনপ্রিয়।আসলে শীতের বেলায় পাকান পিঠা খাবার সুন্দর কিছু মুহূর্ত এই পোস্টের মাধ্যমে আজ আপনাদের মাঝে শেয়ার করব। আসলে বাগান পিঠা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে।আমি প্রায়ই এমন সরষের সাথে বাগান পিটাই খাই। এই পিঠাগুলোকে আমার কাছে বেশ ভালো লাগে।আসলে বাগান পিঠা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে তারপরেও সব থেকে বেশি ভালো লেগেছে বাগান পিঠাগুলো যখন দুধ দিয়ে ভিজে যায় তখন এগুলো খেতে।