আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
My dear friends, how are you all? My sincere congratulations to all and best wishes from the bottom of my heart.
পাওয়ার আপ প্রতিযোগিতা সিজন - ০১ এর প্রথম সপ্তাহের ফলাফল প্রকাশ। ||প্রাইজ ২০০ ব্লার্ট ||আগামী সপ্তাহ চলমান থাকবে।
আসলে বন্ধুরা নিজের পাওয়ার বৃদ্ধির লক্ষ্যে এবং নিজেকে আরও শক্তিশালী করার লক্ষ্যে যে কোন প্লাটফর্ম এ পাওয়ার খুবই প্রয়োজন।ব্লার্ট প্লাটফর্মে প্রতিনিয়ত কাজ করতে হলে, বা শক্ত একটি অবস্থান তৈরি করতে হলে, অবশ্যই ব্লার্ট পাওয়ার এর প্রয়োজন আছে। আর সেজন্যই প্রতিনিয়ত সবাই পাওয়ার আপ করা উচিৎ।তাই সবার কথা চিন্তা করে ব্লার্ট প্লাটফর্ম এ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে পাওয়ার আপ প্রতিযোগিতা।
In fact, friends, in order to increase your power and make yourself stronger, it is very necessary to have power on any platform. If you want to work continuously on the Blurt platform, or if you want to create a strong position, you definitely need Blurt power. And that is why everyone should power up constantly. So, thinking about everyone, a power up competition has been organized for you on the Blurt platform.
সিজন ১ যখন শেষ হবে তখন সিজন ২ শুরু হবে।আর আমরা সিজন ১কে টার্গেট ডিসেম্বর হিসেবে ঘোষণা করছি। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সিজন এক শেষ হবে এবং পর্যায়ক্রমে পরের বছর আবার সিজন ২ শুরু হবে। প্রতিটি পোস্টে ফলাফল ঘোষণা করা হবে এবং সেই থেকে আবার পুনরায় এক সপ্তাহ চলমান থাকবে এই প্রতিযোগিতাটি।তবে প্রতিটি সিজনে আপনি কত ব্লার্ট পাওয়ার আপ করার টার্গেট নিচ্ছেন সেটা অবশ্যই পোস্টে লিখতে হবে। আর এভাবেই চলতে থাকবে পাওয়ার আপ প্রতিযোগিতার আয়োজন।আগামী সপ্তাহেও সবার অংশগ্রহণ কামনা করছি।
When Season 1 ends, Season 2 will begin. And we are announcing Season 1 as Target December. Season 1 will end in the last week of December and Season 2 will start again next year. The results will be announced in each post and from then on, this competition will continue for another week. However, you must write in the post how many blurt power-ups you are targeting in each season. And this is how the power-up competition will continue. I hope everyone will participate next week as well.
এই সপ্তাহে মোট পাওয়ার বৃদ্ধি করা হয়েছে 250 ব্লার্ট।
ক্রমিক | নাম | পাওয়ার বৃদ্ধি | ব্লার্ট এর পরিমান |
---|---|---|---|
1 | @sabuon | valid | 50 Blurt |
2 | @narocky71 | valid | 200 Blurt |
Total power increase this week is 250 Blurts.
Sequence | Name | Power increase | Blurt amount |
---|---|---|---|
1 | @sabuon | valid | 50 Blurt |
2 | @narocky71 | valid | 200 Blurt |
**এই সপ্তাহে যারা বিজয়ী হয়েছে। **
অবস্থান | নাম | পাওয়ার বৃদ্ধি | পুরস্কার এর পরিমান |
---|---|---|---|
1 | @sabuon | 1.77% | 50 Blurt |
2 | @narocky71 | 0.272% | 50 Blurt |
**This week's winners. **
Position | Name | Power Up | Prize Amount |
---|---|---|---|
1 | @sabuon | 1.77% | 50 Blurt |
2 | @narocky71 | 0.272% | 50 Blurt |
খুব শীঘ্রই বিজয়ীদের পুরস্কার পাঠিয়ে দেওয়া হবে তাদের নিজস্ব ওয়ালেটে।** **The winners' prizes will be sent to their own wallets very soon.
কিভাবে উইনার বাছাই করা হবে:-
ইউজাররা যে পরিমাণ পাওয়ার বৃদ্ধি করবেন , সেই পরিমাণটি পূর্বে তার ওয়ালেট এ থাকা মোট কত পারসেন্ট সেটি নির্ণয় করা হবে ।আর যতজন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের সবার মধ্যে যাদের পারসেন্টেন্স টা সবচেয়ে বেশি, পর্যায় ক্রমে তাদেরকেই উইনার লিস্টে রাখা হবে ।আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন।
How will the winner be selected:-
The amount of power that users increase will be determined by the percentage of the total amount previously in their wallet. And among all the contestants who participate in this competition, those who have the highest percentage will be placed on the winner list in stages. I hope you understand this.
নিচে পাওয়ার আপ প্রতিযোগিতার নিয়মাবলী উল্লেখ করা হলঃ-
প্রতি সপ্তাহে একবার পাওয়ার আপ করে সেটি দিয়ে পোস্ট করতে পারবেন। একের অধিক বার পাওয়ার আপ করার ডকুমেন্ট দিয়ে একটি পোস্ট করা যাবে না। (একজন ইউজার যতবার খুশি ততবার পাওয়ার আপ করতে পারবে কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুধুমাত্র একবার পাওয়ার আপ করে উক্ত ডকুমেন্ট দিয়ে একটি পোস্ট তৈরী করতে পারবে)
পাওয়ার আপ করে আপনাকে একটি পোস্ট করতে হবে। যেখানে উল্লেখ করতে হবে কি পরিমান ব্লার্ট পাওয়ার বৃদ্ধি করলেন। পাওয়ার বৃদ্ধির পূর্বের এবং কত পাওয়ার আপ করছেন সেটা ও পাওয়ার বৃদ্ধির পরের, ওয়ালেট এর স্ক্রিনশট যুক্ত করতে হবে আপনার পোস্টে।
উদাহরণ :-
আমার ১২৪ ব্লার্ট লিকুইড ও ৮৫৭১৯ পাওয়ার ছিল।
সেখান থেকে আমি ১০ ব্লার্ট পাওয়ার আপ করেছি।
এখন আমার ১১৪ ব্লার্ট আছে,আর ৮৫৭২৯ হয়েছে।
আপনি সর্বনিম্ন ২৫ ব্লার্ট পাওয়ার বৃদ্ধি করতে পারবেন। সর্বোচ্চ: আনলিমিটেড। (টার্গেট ডিসেম্বরের জন্য যেকোনো এমাউন্ট করতে পারেন। কিন্তু কনটেস্টে পার্টিসিপেট করার জন্য মিনিমাম ২৫ ব্লার্ট)
কনটেস্ট অংশগ্রহণ করতে হলে আপনার ওয়ালেট এ minimum-৫০ ব্লার্ট পাওয়ার থাকতে হবে।
আপনার পোষ্টের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্যাগ হিসেবে ব্যবহার করুন যথাক্রমে #blurtpowerup #targetdecember , #welovepowerups
কনটেস্টে অংশগ্রহণের পোস্ট শুধুমাত্র [Blurt Space কমিউনিটিতে] (https://blurt.blog/trending/blurt-188398) বাংলা বা ইংলিশ ভাষায় করতে হবে।
The rules of the Power Up Contest are as follows:-
You can power up once a week and post with it. You cannot post with more than one power up document. (A user can power up as many times as they want but can only power up once to participate in the contest and create a post with that document)
You have to post with the power up. Where you have to mention how much blurt power you have increased. Before the power increase and how much power you are doing and after the power increase, you have to add a screenshot of your wallet to your post.
Example:-
I had 124 blurt liquid and 85719 power.
From there I got 10 blurt power ups.
Now I have 114 blurts, and it's 85729.
You can increase the minimum of 25 Blurt Power. Maximum: Unlimited. (You can increase any amount for Target December. But minimum 25 Blurt to participate in the contest)
To participate in the contest, you must have minimum-50 Blurt Power in your wallet.
Use #blurtpowerup #targetdecember , #welovepowerups as the first, second and third tags in your post respectively
Contest participation posts must be made only in [Blurt Space Community] (https://blurt.blog/trending/blurt-188398) in Bangla or English.
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার ব্লার্ট আইডি হল @nevlu123।২০২০ সালের জুলাই মাস থেকে আমি ব্লার্ট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,কবিতা আবৃত্তি, ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
I am Imdad Hossain Nivlu from Bangladesh. My Blurt ID is @nevlu123. I have been working on Blurt since July 2020. I joined this platform as a hobby. And since then I have been working out of love. Ethnically I am Muslim. But linguistically I am Bengali. Because I speak Bengali. My biggest hobby is traveling to different places. So far I have traveled to three countries, although I want to travel to other countries more. However, my hobbies also include singing, poetry recitation, video editing, photography, videography, art and 3D design work.
পোষ্ট ও ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | পাওয়ার আপ কন্টেস্ট। |
Post and Phone Details
Camera | Samsung Galaxy |
---|---|
Type | Power Up Contest. |
Thank You So Much.