আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
আসলে বন্ধুরা নিজের পাওয়ার বৃদ্ধির লক্ষ্যে এবং নিজেকে আরও শক্তিশালী করার লক্ষ্যে যে কোন প্লাটফর্ম এ পাওয়ার খুবই প্রয়োজন।ব্লার্ট প্লাটফর্মে প্রতিনিয়ত কাজ করতে হলে, বা শক্ত একটি অবস্থান তৈরি করতে হলে, অবশ্যই ব্লার্ট পাওয়ার এর প্রয়োজন আছে। আর সেজন্যই প্রতিনিয়ত সবাই পাওয়ার আপ করা উচিৎ।তাই সবার কথা চিন্তা করে ব্লার্ট প্লাটফর্ম এ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে পাওয়ার আপ প্রতিযোগিতা।
সিজন ১ যখন শেষ হবে তখন সিজন ২ শুরু হবে।আর আমরা সিজন ১কে টার্গেট ডিসেম্বর হিসেবে ঘোষণা করছি। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সিজন এক শেষ হবে এবং পর্যায়ক্রমে পরের বছর আবার সিজন ২ শুরু হবে। প্রতিটি পোস্টে ফলাফল ঘোষণা করা হবে এবং সেই থেকে আবার পুনরায় এক সপ্তাহ চলমান থাকবে এই প্রতিযোগিতাটি।তবে প্রতিটি সিজনে আপনি কত ব্লার্ট পাওয়ার আপ করার টার্গেট নিচ্ছেন সেটা অবশ্যই পোস্টে লিখতে হবে। আর এভাবেই চলতে থাকবে পাওয়ার আপ প্রতিযোগিতার আয়োজন।আগামী সপ্তাহেও সবার অংশগ্রহণ কামনা করছি।
কিভাবে উইনার বাছাই করা হবে:-
ইউজাররা যে পরিমাণ পাওয়ার বৃদ্ধি করবেন , সেই পরিমাণটি পূর্বে তার ওয়ালেট এ থাকা মোট কত পারসেন্ট সেটি নির্ণয় করা হবে ।আর যতজন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের সবার মধ্যে যাদের পারসেন্টেন্স টা সবচেয়ে বেশি, পর্যায় ক্রমে তাদেরকেই উইনার লিস্টে রাখা হবে ।আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন।
নিচে পাওয়ার আপ প্রতিযোগিতার নিয়মাবলী উল্লেখ করা হলঃ-
প্রতি সপ্তাহে একবার পাওয়ার আপ করে সেটি দিয়ে পোস্ট করতে পারবেন। একের অধিক বার পাওয়ার আপ করার ডকুমেন্ট দিয়ে একটি পোস্ট করা যাবে না। (একজন ইউজার যতবার খুশি ততবার পাওয়ার আপ করতে পারবে কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুধুমাত্র একবার পাওয়ার আপ করে উক্ত ডকুমেন্ট দিয়ে একটি পোস্ট তৈরী করতে পারবে)
পাওয়ার আপ করে আপনাকে একটি পোস্ট করতে হবে। যেখানে উল্লেখ করতে হবে কি পরিমান ব্লার্ট পাওয়ার বৃদ্ধি করলেন। পাওয়ার বৃদ্ধির পূর্বের এবং কত পাওয়ার আপ করছেন সেটা ও পাওয়ার বৃদ্ধির পরের, ওয়ালেট এর স্ক্রিনশট যুক্ত করতে হবে আপনার পোস্টে।
উদাহরণ :-
আমার ১২৪ ব্লার্ট লিকুইড ও ৮৫৭১৯ পাওয়ার ছিল।
সেখান থেকে আমি ১০ ব্লার্ট পাওয়ার আপ করেছি।
এখন আমার ১১৪ ব্লার্ট আছে,আর ৮৫৭২৯ হয়েছে।
আপনি সর্বনিম্ন ২৫ ব্লার্ট পাওয়ার বৃদ্ধি করতে পারবেন। সর্বোচ্চ: আনলিমিটেড। (টার্গেট ডিসেম্বরের জন্য যেকোনো এমাউন্ট করতে পারেন। কিন্তু কনটেস্টে পার্টিসিপেট করার জন্য মিনিমাম ২৫ ব্লার্ট)
কনটেস্ট অংশগ্রহণ করতে হলে আপনার ওয়ালেট এ minimum-৫০ ব্লার্ট পাওয়ার থাকতে হবে।
আপনার পোষ্টের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্যাগ হিসেবে ব্যবহার করুন যথাক্রমে #blurtpowerup #targetdecember , #welovepowerups
কনটেস্টে অংশগ্রহণের পোস্ট শুধুমাত্র [Blurt Space কমিউনিটিতে] (https://blurt.blog/trending/blurt-188398) বাংলা বা ইংলিশ ভাষায় করতে হবে।
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার ব্লার্ট আইডি হল @nevlu123।২০২০ সালের জুলাই মাস থেকে আমি ব্লার্ট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,কবিতা আবৃত্তি, ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
পোষ্ট ও ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | পাওয়ার আপ কন্টেস্ট। |