Bangladesh Ansar and Village Defense Force is a paramilitary force of Bangladesh. I and all my friends received village-based Ansar training. Bangladesh Ansar has many rules. Which were explained to us during the training. We learned a lot in this village-based Ansar training. The chief officer of Ansar came here in our training and taught us a lot. Many other wise and talented people came before us. We liked their opinions a lot.
What our para commander taught us.
We have to be present in the field at 8 am. Then we are made to exercise like the Bangladesh Army to keep our bodies in good shape. Starting from book down to door jump pi to pi exercises, we are taught. Not only me but everyone feels good here after coming to this training. However, I have learned a lot by joining here. They taught us how to be self-reliant and how to do home improvement work. I express my gratitude to them. All Ansar teams in Bangladesh provide training like this all over Bangladesh.
We feel blessed to have enrolled our names in Bangladesh Ansar and Village Defense Force. We will follow all their rules.
Many thanks to the Ansar forces for getting such a job for the country. If they are by our side, we will be able to face all the work. Who does not like to work for the country. We are about 61 people present here. 30 women and 31 boys.
Our Gangni Police Station OC Mr. Bani Sir has already spoken about some laws in front of us. He gave us a lot of ideas about the law. Some of his sentences about what we have learned are. Do not listen to any rumors and withdraw the rumors. You have to be good yourself and keep others good.
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি বাংলাদেশের আধাসামরিক বাহিনী।আমি এবং আমার সকল বন্ধুরা মিলে গ্রাম ভিত্তিক আনসার প্রশিক্ষণপ্রাপ্ত হলাম। বাংলাদেশ আনসারদের অনেক নিয়মাবলী আছে।যা আমাদের প্রশিক্ষণ দের কিছু বোঝানো হয়েছে। আমরা গ্রামভিত্তিক এই আনসার প্রশিক্ষণে অনেক কিছু জানতে পেরেছি। আমাদের প্রশিক্ষণে আনসারদের প্রধান কর্মকর্তা এখানে এসেছিলেন এবং আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন। আমাদের সামনে আরো অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা এসেছিলেন। তাদের মতামত অনেক ভালো লেগেছিল আমাদের।
আমাদের প্যারা কমান্ডার আমাদেরকে যা যা শিখিয়েছেন।
আমাদের সকাল ৮টার সময় মাঠে উপস্থিত হতে হয়। তারপর আমাদের শরীরলকে ভালো রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীদের মতো করে ব্যায়াম করানো হয়। বুক ডাউন থেকে শুরু করে দোড় ঝাপ পাই টু পাই ব্যায়ামগুলো আমাদেরকে শেখানো হয়। এই ট্রেনিংয়ে এসে আমারশুধু না সকলের মন এখানে ভালো লাগে। তবে এখানে জয়েন্ট হয়ে অনেক কিছু শিখেছি আমি।নিজেকে কিভাবে সাবলম্বী হওয়া যায় কিভাবে বাড়ির উন্নয়ন কাজ করা যায় তারা আমাদের শিখিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের সকল আনসার টিম রা এভাবে সারা বাংলাদেশে প্রশিক্ষণ দিয়ে থাকে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে আমাদের নাম লিখাতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি। তাদের নিয়মাবলী সবগুলো মেনে চলবো।
দেশের প্রতি এমন একটি কাজ পাওয়ার জন্য আনসার বাহিনীদের অনেক ধন্যবাদ। তারা আমাদের পাশে থাকলে সব কাজের সামনেই আমরা মুখোমুখি হতে পারব। দেশের জন্য কাজ করতে কার নাই ভালো লাগে। আমরা এখানে প্রায় ৬১ জন উপস্থিতি আছি। ৩০ জন মহিলা এবং ৩১ জন ছেলে।
আমাদের সামনে ইতিমধ্যে কিছু আইন সম্পর্কে বক্তব্য দিলেন আমাদের গাংনী থানা ওসি জনাব বানি মহোদয়। তিনি আমাদের আইন সম্পর্কে অনেক ধারণা দিলেন। আমরা যা শিখেছি তার কাছে তার কিছু বাক্য হল। কোন গুজবে কান না দেওয়া এবং গুজব কে প্রত্যাহার করা। নিজে ভালো থাকতে হবে এবং অন্যকে ভাল রাখতে হবে।