Rose flower photography.

in blurt-188398 •  5 days ago 

Hello Friend how are you?I hope everyone is well. I am also well. I wrote something about the rose flower.
Flowers are everyone's favorite. I also love flowers very much. I like all kinds of flowers, but roses are my favorite flower. Everyone has some kind of flower sapling in their house. We see these flowers most often in a park or in front of a school. I took a picture of this flower, in front of a primary school. As soon as I saw this rose flower, I took a picture. That's why I took the picture to post it on Blurt.

IMG_20250128_162551_744.jpg

Women like these flowers the most. Not only women like it, our boys also like these flowers very much.
Rose flowers are generally very popular in our Bangladesh. Valentine's Day or Valentine's Festival is called Valentine's Divorce. One of the most popular flowers used there is the rose flower. There are different types of flowers in Bangladesh, among which everyone's favorite and our favorite rose flower. Rose flowers are mostly used on February 14th as
Valentine's Day.

IMG_20250128_162355_950.jpg

On that day, everyone has roses and roses in their hands. February 14th means giving roses to someone who is a guest of Golani Adda.Roses are very attractive flowers. This form not only enchants people but also attracts insects. So roses have to be looked after very carefully. Its petals are very small, so a kind of insect nests there. So pesticides have to be used regularly on these plants. Otherwise, they can get damaged.

IMG_20250128_162519_386.jpg

So these plants have to be looked after very carefully. The most interesting thing is that there are small cuts all around these plants. While picking these flowers, many people get small cuts in their hands.

IMG_20250128_162455_969.jpg

IMG_20250128_162424_253.jpg

We will plant trees, protect the environment and try to keep the country very beautiful. Everyone will be well, stay healthy and support me a little.
Thank you everyone, stay well.

হ্যালো বন্ধু কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। গোলাপ ফুল সম্পর্কে কিছু লিখেছিলাম।
ফুল সবারই প্রিয়। আমিও ফুল খুব ভালোবাসি। সব রকমের ফুলই আমার পছন্দ তবে এর মধ্যে গোলাপ সবচেয়ে পছন্দের ফুল। সকলের কমবেশি বাড়িতে কোনো না কোনো ফুলের চারা রয়েছে। আমরা সবচেয়ে বেশি এই ফুলগুলো চাড়া বা ফুলের গাছ গুলো দেখে থাকি কোন পার্কে অথবা স্কুলের সামনে।আমি এই ফুলটির ছবি তুলেছি, এক প্রাইমারি স্কুলের সামনে। এই গোলাপ ফুল দেখার সাথে সাথে আমি ছবি তুললাম। এজন্য ছবিটি তুললাম Blurtএ পোস্ট করার জন্য । এ ধরনের ফুল গুলো সবচেয়ে মহিলাদের পছন্দ। শুধু মহিলাদেরই পছন্দ না আমাদের ছেলেদেরও এই ফুলগুলো খুবই পছন্দ।

IMG_20250128_162551_401.jpg

গোলাপ ফুল সাধারণ তো আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয়। ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাই উৎসব বলা হয় যাকে অন্যভাবে
ভ্যালেন্টাইন ডিভোর্স বলা হয়। সেখানে সবচেয়ে জনপ্রিয় যে ফুলগুলো ব্যবহার করা হয় তার মধ্যে গোলাপ ফুল একটি।বাংলাদেশের বিভিন্ন ধরনের ফুল রয়েছে তার মধ্যে সকলের প্রিয় এবং আমাদের প্রিয় গোলাপ ফুল। গোলাপ ফুল বেশিরভাগ ১৪ই ফেব্রুয়ারি ব্যবহার করা হয় ভালোবাসা দিবস হিসেবে। সেই দিন সকলের হাতে গোলাপ আর গোলাপ। ১৪ই ফেব্রুয়ারি মানেই গোলানি আড্ডা দেওয়া গোলাপ কাউকে গিফট করা।গোলাপ খুব আকর্ষণীয় একটি ফুল। এ রূপ শুধু মানুষকে ভোলায় না পোকামাকড়ও কাছে টানে। তাই গোলাপ ফুলকে খুব সাবধানে দেখে রাখতে হয়। এর পাপড়িগুলো খুব ছোট ছোট তাই এক ধরনের কীট বাসা বাঁধে। তাই নিয়মিত এই গাছগুলোতে কীটনাশক ব্যবহার করতে হয়।তা না হলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই খুব যত্ন সহকারে এই গাছ গুলো দেখে রাখতে হয়। সবচেয়ে মজার ব্যাপার এই গাছগুলোর চারিপাশে ছোট ছোট কাটা থাকে। এই ফুলগুলো তুলতে গিয়ে অনেকের হাতেই ছোট্ট ছোট্ট কাটা ফুটে যায়।

IMG_20250128_162355_950.jpg

IMG_20250128_162519_386.jpg

আমরা গাছপালা লাগাব পরিবেশকে রক্ষা করব এবং দেশকে খুব সুন্দর রাখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন।
ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!