Hello Everyone, Assalamu Alaikum Greetings to other ethnic brothers.
Today's topic is about the animals and birds of our village. We basically have the birds that we see in the picture. I took their picture from a garden. The king geese are walking around with their mother goose.
The reason for keeping king geese is that before us, in the era of King Badsara, they used to keep these birds for food. They named them king geese. The meat of the king geese is very tasty, this meat was eaten by King Badsara. But now everyone eats the meat of this bird more or less. Now everyone keeps king geese at home. In our village, they buy these king geese and raise them.
When the baby goose is 1 year old, they lay eggs and then give them to hatch again with the eggs. These king geese are very profitable, so they are kept in homes. In many places, these king geese are hatched and kept at home. Because the price of king geese is very high. If you do business with these geese, you will be very profitable.
I had two swans at my house, and I used to raise them, and from there I had many swans, and I sold them and bought babies and raised them, and sold them, and in this way I could sell them and become rich.
But I like to see swans very much.
There are some rules for raising swans, such as: buying babies or raising them with eggs, and then raising them with your own big swans, then you have to take good care of these babies. You have to make a small house for them and keep them in it. The babies should be given green grass as food. If you mix some rice flour with water, they will eat it.
My name, uttom kumar
My Blurt name, @naturaluttom
My country, Bangladesh
Everyone stay well and stay healthy, and I will update you with a new post.. ecency play2earn ocd
Hello Everyone,আসসালামু আলাইকুম অন্যান্য জাতি ভাইদের জন্য নমস্কার। আজকের বিষয় টা হল আমাদের গ্রামের পশু পাখি নিয়ে।আমরা মুলত ছবিতে যে পাখি দেখতে পাচ্ছি। থাকে।আমি এদের ছবিটা এক বাগান থেকে তুলেছি।রাজ হাস গুলো তাদের মা হাসের সাথে ঘুরা ঘুরি করছে।
রাজ হাস রাখার কারন আমাদের আগে কার জুগে রাজা বাদসারা এই পাখি তারা খাওয়ার জন্য পালন করত। তারা এই নাম রেখেছে রাজ হাস। রাজ হাসের মাংশ খুবই সুসাদু হয়াই এই মাংশ রাজা বাদসারা খেত। তবে এখন সবাই এই পাখির মাংস সবাই খাই কম বেসি। এখন সবাই রাজহাস বাড়িতে পালন করে। আমাদের গ্রামে এই রাজ হাসের বাচ্চা কিনে তারা বড় করে।
রাজহাঁসের বাচ্চা ১ বছর হলে তারা ডিম দেই সাই ডিম দিয়ে আবারও বাচ্চা ফটানোর জন্য দেয়। এই রাজ হাস খুব লাভ জনক হয় তাই বাড়িতে বাড়িতে এদের কে পালন করা হয়। অনেক জাইগাই এই রাজ হাসের হেচারি দেওয়া হয় এবং বাড়িতে পালন করা হয়। কারন রাজ হাসের দাম অনেক বেশি। এই হাসের ব্যাবসা করলে অনেক লাভ জনক হয় যাই।
আমার বাড়িতে দুই টাছিল আমমি সেগুলো পালন করতাম সেখান থেকে আমার অনেক গুলো রাজ হাস হয়েগিয়েছিল এবং সেগুলো আমি বিক্রি করে দিয়ে আবার বাচ্চা কিনে পালন করে বড় করে বিক্রি করতাম এভাবে কূরই বিক্রয় করে লাওবান হয়া যেত।
তবে রাজ হাস দেখতে অনেক ভাল লাগে।
রাজহাঁস পালন করা কিছু নিয়ম আছে যেমন :বাচ্চা কিনে অথবা ডিম দিয়ে নিজেদের বড়ো রাজহাঁস দিয়ে বাচ্চা ফোটানো তার পারে এই বাচ্চা গুলো ভালো করে রাখতে হবে। তাদের জন্য একটি পরিমান মত ছোট করে একটি ঘর তৈরি করে তাতে রাখতে হবে। বাচ্চা গুলোকে সবুজ রঙের ঘাস দিতে হবে খাবার হিসেবে। তার সাতে তাদেরকে কিছু চাউলের গুরা জলদিয়ে গুলিয়ে দিলে তারা খাবে।
আমার নাম , uttom kumar
আমার Hive নাম, @naturaluttom
আমার দেশ, বাংলাদেশ
সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোন পোস্ট নিয়ে আপনাদে.. ecency play2earn ocd