পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি

in blurt-188398 •  7 days ago  (edited)

BLURT 15 .2.25

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

হ্যালো বন্ধুরা
"আসসালামু আলাইকুম" আশা করি সবাই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও অনেক সুস্থ এবং ভাল আছি। আজ আমি সবার সাথে আমার তোলা পিটুরিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি খুব বেশি ভালোবাসি। আমার যখন মন খারাপ থাকে তখন আমি ফটোগ্রাফি করতে বের হই। আর যখন ভালো কিছু ফটোগ্রাফি করতে পারি তখন মন ভালো হয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে ফটোগ্রাফি করি। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসি। আমি আশা করি আপনাদের সবার আমার পিটুরিয়া ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।


আমাদের সবারই খুব পছন্দের এবং শীতকালের একটি ফুলের নাম হল পিটুনিয়া ফুল। শীতের মৌসুমে এই ফুলটি অনেক বেশি দেখা যায়। মাঝে মাঝে যখন পিটুনিয়া ফুল দেখি তখন অনেক বেশি মুগ্ধ হই। অল্প কিছুদিন পর থেকেই পিটুনিয়া ফুল দেখা যাবে অনেক বেশি। আজকের এই ফুলটির ফটোগ্রাফি করেছিলাম আমি গত বছর শীতকালীন সময়। এ বছর এখনো পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি করা হয় নাই। কি দুনিয়া ফুলের অসংখ্য জাত রয়েছে। শুধু জাত নয় অসংখ্য কালার রয়েছে এই ফুলের। বিভিন্ন রংবেরঙের কালারের পিটুনিয়া ফুল গুলো মানুষের মন কেটে নিয়েছে অনেক আগে। যা কেউই কখনোই বলতে পারবেনা। মাঝে মাঝে চিন্তা করি এ ফুলটি সৌন্দর্য যেন সারা দেশেই রয়েছে সব মানুষের মাঝেই রয়েছে। আজকের এই পিটুনিয়া ফুলের ফটোগ্রাফিটি আমি একটি নার্সারি থেকে করেছিলাম। শীতের মৌসুমে নার্সারিতে অনেক সুন্দর সুন্দর ফুলের পাশাপাশি এই পিটুনি ও ফুল দেখেই আমি ফটোগ্রাফি করি। আমি আশা করি আমার পিটুরিয়া ফুলের ফটোগ্রাফি টি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করে থাকি। দূর-দূরান্তে গিয়ে আমি ফটোগ্রাফি করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শেষ করলাম।

IMG20221028151303.jpg

IMG20221028151259.jpg

IMG20221028151253.jpg

IMG20221028151255.jpg

IMG20221028151236.jpg

IMG20221028151227.jpg

Post details

CategoryPhotography
CameraSamsung S23 Ultra
Post Creatednarocky71
LocationBangladesh

1000193308.jpg


A little about yourself

FB_IMG_1730561672096.jpg

My name is Nurul Alam Rocky. my I'd narocky71. I am a Bangladeshi citizen. I live in Bangladesh. Along with that, I am a global citizen. I speak Bengali. I express my thoughts in Bengali. I love Bengali. I love photography and painting. I especially like painting with water colors. I also like to travel. Whenever I have time and money, I go out to travel. I especially like to do macro photography. I have been doing photography for many years. But especially macro photography is done more. Currently I love to do art with it. Currently I spend more time learning art. Currently my dream is to be a good photographer, and a good artist. And a very good blogger. If any of you want, (fi amanillah)

আমার নাম নুরুল আলম রকি। আমার I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। এবং খুবই ভালো ব্লগার হব ( ফি আমানিল্লাহ)

<
1000185953.gif

Thank You For Visiting My Blog
💖 THANKS 💖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!