Dianthus chinensis flower photography

in blurt-188398 •  yesterday  (edited)

BLURT 22.12.24

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG20230117144505.jpg

Assalamu Alaikum. How are you all? I hope everyone in my Bangla blog family is well. I am also in good health by the infinite mercy of Allah. I started a new blog wishing good health to all my Bangla blog family. I always try to share good posts. It feels great to be able to share good quality posts. It feels great to be able to share blogs on this platform. I hope you like today's blog.

  • আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি সবসময় চেষ্টা করে ভালো পোস্টগুলো শেয়ার করার জন্য। ভালো কোয়ালিটির পোস্ট শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। এ প্লাটফর্মে ব্লগ শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগতেছে। আশা করি আজকের ব্লগ আপনাদের ভালো লাগবে।

  • I hope you are familiar with this flower. Dianthus flower is one of my favorite flowers. The color of Dianthus flower is incredibly beautiful to look at. The petals of Dianthus flower are very nice to look at because they are thin. Pink color is a flower that we all love very much. I don't know which color you like. But I like pink color a lot. Most of the flower colors, Dianthus flower have different colors. Among them, the beautiful color is pink color. Which looks attractive from a long distance. Any flower of pink color attracts a lot from a distance. It is very nice to look at. That is why I take photography because these flowers attract a lot from a distance. I hope you all will like my photography of Dianthus chinensis flower. I love doing photography a lot. I go far and wide to take photography. I end today's post by thanking everyone.

এই ফুলের সঙ্গে আশা করব আপনারা অনেক আগে থেকেই পরিচিত ফুল। ডায়ানথাস ফুল আমার ভীষণ পছন্দের একটি ফুল। ডায়ানথাস ফুলের কালার টি দেখতে অসম্ভব সুন্দর। ডায়ানথাস ফুলের পাপড়িগুলো চিকন চিকন হওয়ায় দেখতে ভীষণ ভালো লাগে। গোলাপি কালার আমাদের সকলের ভীষণ পছন্দের একটি ফুল। আপনাদের কোন কালার পছন্দের তা আমি জানিনা। কিন্তু আমার গোলাপি কালারটা অনেক ভালো লাগে। বেশিরভাগ ফুলের কালার , ডায়ানথাস ফুলের বিভিন্ন কালার রয়েছে। তার মধ্যে সুন্দর কালার হচ্ছে গোলাপি কালার। যেটা অনেক দূর থেকে আকর্ষণীয় দেখায়। গোলাপি কালারের যে কোন ফুল অনেক আকর্ষণ করে দূর থেকে। দেখতে অসম্ভব ভালো লাগে। এ কারণে আমি এই ফুলগুলো দূর থেকে আকর্ষণ করায় ফটোগ্রাফি করি। আমি আশা করি আমার ডায়ানথাস চিনেনসিস ফুলের ফটোগ্রাফি টি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করে থাকি। দূর-দূরান্তে গিয়ে আমি ফটোগ্রাফি করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শেষ করলাম।

IMG20230117144509.jpg

IMG20230117144507.jpg

IMG20230117144513.jpg

IMG20230117144511.jpg

Post details

CategoryPhotography
CameraSamsung S23 Ultra
Post Creatednarocky71
LocationBangladesh

1000193308.jpg


A little about yourself

FB_IMG_1730561672096.jpg

My name is Nurul Alam Rocky. My Blurt/Steemit I'd narocky71. I am a Bangladeshi citizen. I live in Bangladesh. Along with that, I am a global citizen. I speak Bengali. I express my thoughts in Bengali. I love Bengali. I love photography and painting. I especially like painting with water colors. I also like to travel. Whenever I have time and money, I go out to travel. I especially like to do macro photography. I have been doing photography for many years. But especially macro photography is done more. Currently I love to do art with it. Currently I spend more time learning art. Currently my dream is to be a good photographer, and a good artist. And a very good blogger. If any of you want, please join me on my social media (fi amanillah)

আমার নাম নুরুল আলম রকি। আমার Blurt/Steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। এবং খুবই ভালো ব্লগার হব। আপনারা কেউ চাইলে আমার সোশ্যাল মিডিয়ার আমার সাথে ( ফি আমানিল্লাহ)

<
1000185953.gif

Thank You For Visiting My Blog
💖 THANKS 💖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!