Flowers symbolize purity, whiteness, bridging and purity . Its only director is only our Almighty Allah

in blurt-188398 •  2 months ago 

Assalamu Alaikum

Good Friday evening
Wishing everyone a good Friday afternoon, I sit down to write today's photography post giveaway. Hopefully, by the grace of Almighty Allah, everyone celebrates this holiday well and brightens up the day in their respective religions. Alhamdulillah, we too are all fine by the grace of Almighty Allah and pass the day out of obedience to our own religion.
It is very difficult to find a person in the world who does not like flowers. Still there are many people who insult and humiliate themselves by hurting flowers.
Flowers symbolize purity, whiteness, bridging and purity. Also the first introduction, first love offering and greeting someone is the first need of flowers. This issue is not new today, it has existed in the history of human civilization since the beginning of time.
Everything has flowers. Without flowers, no fruit is expressed or has no means of expression. Jiva is the master and owner of the flower. Nothing can be created without flowers. First the flower, then the fruit, then the identity. This is how all living beings originate from flowers. He who has life, must have flowers. The world without flowers is completely frozen. He has no creation only destruction. As inert matter. It has no living beings, no flowers, no fruits and no lineage or specific name.
Creation is manifested through the expression of flowers. Fine, tiny, tiny, medium sized, largest, I notice flowers in everything. Flowers are the only ecosystem or ecology in which animals can manifest.
However, although we can see some flowers with our eyes, countless flowers remain behind our eyes. The secret of which we have not been able to reveal even today. We love or hate those whom we see or trample or destroy them in farming.
Yet the system of the animal world is always blooming in its glory.For which we first of all give billions of salutations to the Creator. He is the only great lord of the creation world. Because the earth is the source of living till today, which we call life. No one can create it in any way till today and no one will be able to create it in the distant future i.e. till the doomsday. Its only director is only our Almighty God.
Come on friends, I have said a lot of things. Now let's come to the main point. Today I bring up this post to give away a beautiful red tuk-tuk Madhavi Lata with flower bouquet photography. Although it is not possible to capture the mobile from very close, the pictures have been captured from a distance of 7-8 feet.
It was afternoon. Almost evening. As per my regular walking habit, today at this time I leave the house dressed in walking clothes and go for a walk. After walking about half a kilometer, these flowers caught my eye in a house at the end of my village. The graceful homeowner planted this flower plant to enhance the front door of his house. As far as I know and what I have seen along the way, this tree is in bloom more or less all the time. If I am attracted sometimes, I capture two or four pictures from here.
The reason for this happens is that I don't try to take pictures of those flowers until the pictures taken before are finished. In the meantime, the flowers that I take pictures of, those flowers dry and fall off and new flowers come out, then I restart my mobile phone. Captured them on camera and distributed them to friends again. On the day I took these pictures, the flowers were not high up, but they were blooming in bunches towards the back of the tree.
Now I capture the pictures of the flowers in the mobile phone camera, from there I turn back and head back home. Because at that time I left something at home, quickly came home to take it, started walking again with it. In this way, I passed the photo taken house and continued to walk forward for about four to five kilometers and from there after evening I started walking towards home again. This is how it turned out that I had already walked about eight to nine kilometers.
Let's go friends, I don't want to talk anymore. Today I present this post to share with you those flower pictures and that time.
Hope everyone will like it.
Stay well, stay healthy and enjoy my flower photography.

20241016_173828~2.jpg

20241016_173826~2.jpg

20241016_173821~2.jpg

20241016_173830~3.jpg

20241016_173830~2.jpg

আসসালামু আলাইকুম
Good Friday Evening
সবাইকে শুক্রবার বিকালের শুভেচ্ছা জানিয়ে, আজকের ফটোগ্রাফি পোস্ট উপহার দিতে লিখতে বসলাম। আশাকরি মহান আল্লাহর রহমতে সবাই ভালোভাবে এই ছুটির দিন উদযাপন করিতেছেন এবং স্ব স্ব ধর্মে দিনটিকে আলোকিত করে তুলিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছি এবং নিজস্ব ধর্মের প্রতি আনুগত্য থেকে দিনটি পার করিতেছি।
ফুল পছন্দ করে না, এমন লোক পৃথিবীতে পাওয়া খুবই দুষ্কর। তারপরও অনেক লোক আছে যারা ফুলকে আঘাত দিয়ে নিজেকে অপমানিত ও লাঞ্চিত করে থাকে।
ফুল শুদ্ধতা, শুভ্রতা, সেতু বন্ধন ও পবিত্রতার প্রতীক। এছাড়াও প্রথম পরিচয়, প্রথম প্রেম নিবেদন এবং কাউকে স্বাগতম জানাইতে প্রথমেই ফুলের প্রয়োজন হয়ে পড়ে। এই বিষয়টি আজ নতুন নহে, এটি আদিকাল থেকেই মানব সভ্যতার ইতিহাসে বিরাজ করছে।
সব কিছুরই ফুল আছে। ফুল ছাড়া কোন ফলের প্রকাশ পায়না বা প্রকাশ হওয়ার কোন উপায় নাই। জীব মাত্রই ফুলের অধিকর্তা ও মালিক। ফুল ছাড়া কোন কিছু সৃষ্টি হতে পারে না। আগে ফুল, পরে ফল তারপর পরিচয়। এভাবেই ফুল থেকে সকল জীবের উৎপত্তি। যার প্রাণ আছে, তার ফুল অবশ্যই আছে। ফুলহীন পৃথিবী একদম নিথর । তার কোন সৃষ্টি নাই শুধু আছে ধ্বংস। যেমনটা জড় পদার্থ । এর কোন জীব নেই, ফুল নেই, ফল নেই এবং বংশ পরিচয় বা নির্দিষ্ট কোনো নামও নেই।
ফুল প্রকাশের মাধ্যমেই সৃষ্টির প্রকাশ হয়ে থাকে। সূক্ষ্ম, অতি ক্ষুদ্র,ক্ষুদ্রকায়, মাঝারি ধরন, বিরাটতম, সবকিছুতেই ফুল লক্ষ করি। ফুল হলো প্রাণীদের প্রকাশ পাওয়ার একমাত্র ইকো সিস্টেম বা ইকোলজি
তবে কিছু কিছু ফুল আমরা চোখে দেখতে পাইলেও অজস্র ফুল আমাদের চোখের আড়ালে রয়ে যায়। যার রহস্য আজও আমরা উদঘাটন করিতে পারি নাই।আমরা যা দেখি তাদেরকেই ভালোবাসি কিংবা ঘৃণা করি কিংবা পায়ে মাড়িয়ে চলি কিংবা চাষবাসে উজাড় করে ফেলি।
তারপরও প্রাণীজগতের সিস্টেম সদা সর্বোত নিজ মহিমায় পরিস্ফুটিত হয়ে থাকে ‌।যার জন্য সৃষ্টিকর্তাকে আমরা প্রথমেই কোটি কোটি সালাম জানাবো। তিনি একমাত্র সৃষ্টি জগতের মহা অধিশ্বর ।কেননা পৃথিবীতে আজ পর্যন্ত বেঁচে থাকার আধার, যাকে আমরা জীবন বলে থাকি। এটি কেউ কোনোভাবেই আজ পর্যন্ত সৃষ্টি করিতে পারে নাই আর অদুর ভবিষ্যতে অর্থাৎ কেয়ামত পর্যন্ত কেহ সৃষ্টি করতে পারবেনা। এর একমাত্র পরিচালক শুধুই আমাদের মহান আল্লাহ
যাক বন্ধুরা, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম ।এখন আসা যাক মূল কথায়। আজ আমি এই পোস্ট উপহার দিতে তুলে এনেছি একটি সুন্দর লাল টুকটুকে মাধবী লতা ফুলের থোকা সহ ফটোগ্রাফি। যা খুব কাছাকাছি থেকে মোবাইলে ধারণ করা সম্ভব না হলেও ৭-৮ ফিট দূর থেকে ছবিগুলো ধারণ করা হয়েছে।
সে সময় ছিল বিকেল বেলা। সন্ধ্যার প্রায় কাছাকাছি। আমার প্রতিনিয়ত হাঁটার অভ্যাস হিসেবে, আজও এ সময় আমি বাড়ি থেকে হাঁটাহাঁটির পোশাক পরিধান করে হাঁটতে বের হয়েছি। প্রায় আধা কিলোমিটার হাটার পর আমার গ্রামের শেষ দিকে একটি বাড়িতে এই ফুলগুলো আমার নজর কাড়ে। সৌখিন বাড়িওয়ালা তার বাড়ির সদর দরজার শোভা বর্ধনের জন্য এই ফুল গাছটি লাগিয়েছে। আমি যতদূর জানি এবং হাটাহাটির পথে যা দেখেছি ,এ গাছটিতে সারা সময় কমবেশি ফুল ফুটেই থাকে। আমিও মাঝে মাঝে আকর্ষিত হলে, দু চারটা ছবি এখান থেকে ধারণ করে ফেলি।
এরকম হওয়ার কারণটা হলো আগে তোলা ছবি গুলো শেষ না হওয়া পর্যন্ত আমি আর ওই ফুলের ছবি তোলার চেষ্টা করি না ।এর মধ্যেই যে ফুলগুলোর ছবি ধারণ করি, ওইসব ফুল শুকিয়ে ঝরে পড়ে আবার নতুন করে ফুল বের হয় ,তখন আমি আবার নতুন করে আমার ফোনের মোবাইল ক্যামেরায় তাদেরকে ধারণ করে, আবার বন্ধুদের মাঝে নতুন করে বিলিয়ে দিতে থাকি। এই ছবিগুলো যেদিন ধারণ করেছিলাম ফুলগুলো সেদিন উঁচুতে না হলেও গাছের পিছনে দিকে থোকায় থোকায় ফুটেছিল।
এবার আমি ফুলের ছবিগুলো মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করে, সেখান থেকে পিছনে ঘুরে আবার বাড়ির দিকে রওনা দেই। কেননা সে সময় বাড়িতে কিছু একটা আমি ছেড়ে গিয়েছিলাম,তা নেওয়ার জন্য দ্রুত বাড়িতে এসে, তা নিয়ে আবার হাঁটতে শুরু করি। এভাবে আমি ছবি তোলা বাড়িটি পেরিয়ে সামনের দিকে আরো প্রায় চার-পাঁচ কিলোমিটার হাঁটতে থাকি এবং সেখান থেকে সন্ধ্যার পর আবার বাড়ির দিকে হাঁটতে হাঁটতে রওনা দেই ।এভাবেই দেখা গেল আমার প্রায় আট নয় কিলো মিটার ইতিমধ্যেই হাটা হয়ে যায়।
যাক বন্ধুরা, আর কথা বাড়াতে চাইনা। আজ আমি সেদিনের সেই ফুলের ছবিগুলো এবং সেই সময়টিকে আপনাদের সাথে ভাগাভাগি করতে এই পোস্ট উপস্থাপন করছি ।
আশা করি সবার ভালো লাগবে ।
ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ফুলের ফটোগ্রাফি গুলো উপভোগ করুন।

Blogger and Photographer@mrnazrul
Use Camera 🤳Samsung galaxy F22
CategoryPhotography

Bangladesh 🇧🇩

Enjoy With Love ❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Thank you for the beautiful flower photography

  ·  2 months ago  ·  

Thank you so much