People who work on broken roads on rainy days suffer in terms of income and transportation.

in blurt-188398 •  13 hours ago 

Bismillah hir Rahma Nirahim

সবাইকে পড়ন্ত বিকালের শুভেচ্ছা জানিয়ে, আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লেখতে বসলাম ।আশাকরি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য উপহার দিতে নিয়ে এসেছি, একটি চলমান রাস্তার ফটোগ্রাফি। সবে মাত্র বৃষ্টি শেষ হয়েছে। কিছু কিছু লোক এসময় কাজে বেরিয়েছে ।তার মধ্যে আমিও জরুরী কাজে রাস্তায় বের হয়ে পড়েছি। পাকা রাস্তা গুলো ভিজে এখনো পিচ্ছিল অবস্থায় আছে। আর যেখানে ভাঙ্গাচুরা রাস্তা, সেখানে পানি জমে রাস্তায় গর্ত সৃষ্টি হয়েছে। কদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে,আগের ছোট ছোট গর্ত গুলো পানিতে ভরে উঠেছে এবং গাড়ির চাকার চাপে ধুয়ে ধুয়ে গর্তগুলো গভীর হতে শুরু করেছে।

আমি একটা অটো রিকশায় চেপে বসেছি। অটো রিক্সা চলছে। কিন্তু ভাঙ্গাচুরা রাস্তার কারণে গতি একেবারেই কম। আশেপাশে লোকজন চলছে। তারাও একই সমস্যা ভোগ করছে। কাজ আছে, তাই তো বের হতেই হবে। তাই বৃষ্টির পরে জরুরী কাজে লোকজন বের হয়েছে। সারাদিন বৃষ্টি থাকার কারণে, ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক, কেহই বের হতে পারেনি ।তারা অর্থ সংকটে জীবন যাপন করছে। কিছু করার নাই। রাস্তা ভাঙ্গা হোক আর গর্ত হোক, তাদেরকে চলতেই হবে। কিছু টাকা আয় করতে হবে। তা দিয়ে বাজার করে, বাড়িতে নিয়ে যেতে হবে।ছেলে মেয়ে বাড়িতে বসে আছে। তাদের অভিভাবক কখন সামান্য বাজার নিয়ে বাড়িতে আসবে, তখন তারা খাবে, তখন তারা পড়বে এবং কখন তারা ঘুমিয়ে পড়বে। সব চিন্তায় যখন পরিবারগুলো একাকার, তখন পরিবারের কর্তা তো আর বাড়িতে বসে থাকতে পারে না। তাই তিনি বেরিয়ে পড়েছেন। আমরাও যারা অগত্যা বেরিয়েছি, তারাও অনেক সমস্যা নিয়েই বের হয়েছি। তা নাহলে বৃষ্টি ছাড়া সাথে সাথে বের হওয়ার কোন যুক্তি আসে না। অনেকে বাজার করেছি, অনেকে সাদাই করেছি, অনেকে টুকিটাকি কিছু কিনেছি, যা নিয়ে খুব শীঘ্রই আমাদে ঘরে ফেরার চেষ্টা।
রাস্তায় বের হওয়া তিন চাকা ও চার চাকার গাড়িগুলোতে কোন প্রকার প্যাসেঞ্জার নাই । তাই তারা খালি গাড়ি নিয়ে বিভিন্ন উপায়ে, বিভিন্নভাবে ঘোরাঘুরির চেষ্টা করেছেন। যাতে প্যাসেঞ্জারদের দৃষ্টি আকর্ষিত হয়।। কিন্তু প্যাসেঞ্জার থাকলে তো তাদের দৃষ্টি আকর্ষণ হবে? রাস্তায় যাত্রী নাই বললেই চলে। যে কয়জন বের হয়েছে তারা কোন না কোন গাড়িতে বসে আছে। কোন গাড়ি খালি, কোনো গাড়িতে একজন প্যাসেঞ্জার, কোন গাড়িতে দুজন প্যাসেঞ্জার, কোন গাড়িতে আবার ভরা প্যাসেঞ্জার। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যাত্রীর চেয়ে গাড়ি বেশি। এভাবেই গাড়িগুলো রাস্তার পাশে দেখা যাচ্ছে।। ড্রাইভারদের বিরামহীন চলার মন মানসিকতা। তাদের মুখের দিকে দেখলেই তা বুঝা যাচ্ছে। কিছুতো আয় করতেই হবে। তা না হলে বাড়িতে কি নিয়ে যাবে। চেষ্টার কোন বিরাম নাই। অবিরাম ছুটাছুটি চলছে।

Wishing everyone a good afternoon, I sat down to write today's regular post. I hope everyone is well by the grace of Allah Almighty. Alhamdulillah, we are also fairly well by the grace of Allah Almighty with everyone's prayers. Friends, today I have brought a gift for you, a moving street photography. The rain has just ended. Some people have gone out to work at this time. Among them, I have also gone out on the road for urgent work. The paved roads are still wet and slippery. And where the roads are broken, water has accumulated and created holes in the road. Due to the continuous rain for a few days, the previous small holes have filled with water and the holes have started to get deeper due to the pressure of the car wheels.
I am sitting in an auto rickshaw. The auto rickshaw is moving. But the speed is very low due to the broken road. People are moving around. They are also facing the same problem. There is work, so they have to go out. So after the rain, people have come out for urgent work. Because it has been raining all day, van drivers, rickshaw drivers, auto drivers, no one could go out. They are living in financial crisis. There is nothing to do. Whether the road is broken or there are potholes, they have to move. They have to earn some money. With that, they have to do the shopping and take it home. The boys and girls are sitting at home. When their parents come home with a little shopping, then they will eat, then they will study and when they will sleep. When families are alone with all the worries, the head of the family can no longer sit at home. So he has come out. We who have come out by necessity have also come out with many problems. Otherwise, there is no reason to leave immediately except for the rain. Many of us shopped, many of us did the shopping, and many of us bought small items, which we will try to bring back home soon.
There are no passengers in the three-wheeled and four-wheeled vehicles that are out on the road. So they have tried to move around in different ways with empty vehicles. So that they can attract the attention of the passengers. But if there are passengers, will they attract their attention? It is safe to say that there are no passengers on the road. Those who have come out are sitting in some car or the other. Some cars are empty, some have one passenger, some have two passengers, some have passengers again. From the situation, it seems that there are more cars than passengers. This is how the cars are seen on the side of the road. The drivers have a mindset of non-stop movement. You can tell by looking at their faces. They have to earn something. Otherwise, what will they take home? There is no end to their efforts. They are constantly running around.

20241005_111637.jpg

20241005_111646.jpg

20241005_111709.jpg

20241005_111714.jpg

চলতে চলতে ১ স্ট্যান্ড পেরিয়ে আরেক স্ট্যান্ডে যাচ্ছি। কেউবা গাড়ি থেকে নামছে, কেউ বা আবার কোন গাড়িতে উঠছে। আমি যে গাড়িতে ছিলাম, সে গাড়িতে মোট তিনজন বসে ছিলাম । তার মধ্যে দুজন সামনের স্ট্যান্ডে নামে গেল। ওখানে আর একজন আমাদের গাড়িতে এসে উঠে বলল। এবার আমরা দুজন হলাম। গল্প করতেছিলাম। আকাশ আবার কালো হয়ে আসছে।এই বুঝি বৃষ্টি নামে। কয়েকদিনের অবিরাম বৃষ্টির পর কোন রকম বের হলাম। অনেকের বাজার সারা শেষ হয়েছে, আমারও বাজার করা আজকের মত শেষ । আমি বাড়ির দিকে রওনা দিলাম। আগেই বলেছি, তিনজনের মধ্যে দুজন নেমে গেছে এবং একজন আবার এসে বসেছে। সবার মুখে একটা হতাশার ছোঁয়া স্পষ্ট। কেউ মন খুলে কিছু বলতে পারতেছে না। যার লাগবে ২০০ টাকা বাজার ,সে সেরেছে ৫০ টাকায়। অন্তত ছেলে মেয়েরা একবার খাবে।
সামনে যাইতে যাইতে আরেকটি মোড়ে বা স্টান্ডে গাড়িটি আপন মনে থেমে গেল। চালককে জিজ্ঞাসা করলাম, ভাই থামলেন কেন ।তিনি বললেন দেখি দু-একজন প্যাসেঞ্জার পাই কিনা। এখানে প্রায় দশ মিনিট দাঁড়ানো হলো কোন প্যাসেঞ্জার গাড়িতে উঠতে দেখলাম না। ড্রাইভার সাহেব আবার গাড়িটি ছেড়ে দিলেন। আরো মিনিট পাঁচেক যাওয়ার পর সামনে আর একটি স্ট্যান্ডে দাঁড়ালাম। সেখানে বেশ কিছু গাড়ি আগে থেকেই দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারের অপেক্ষায়। এখানে একটি বড় স্কুল আছে। স্কুলটির সামনে দাঁড়ালাম। আশেপাশে দেখি একটি বাড়ির সামনে কিছু ইট বালিও খোয়া পালা দিয়ে রাখা হয়েছে‌ সেখানেও বৃষ্টিতে ধুইয়া মাটিটি লাল হয়ে গেছে।

As I walked, I passed one stand and went to another stand. Some were getting out of their cars, some were getting into another car. There were three people sitting in the car I was in. Two of them got out at the front stand. There, another person came into our car and said. Now there were two of us. We were talking. The sky was turning black again. It was raining. After a few days of incessant rain, I somehow got out. Many people had finished their shopping, and I also finished shopping today. I headed home. As I said before, two of the three got out and one of them sat down again. A touch of disappointment was clear on everyone's faces. No one could say anything openly. Whoever needed 200 taka for the market, got it for 50 taka. At least the boys and girls will eat once.
As I continued forward, the car stopped at another intersection or stand. I asked the driver, why did you stop? He said, let's see if I can get a passenger or two. We stood here for about ten minutes and did not see any passengers getting into the car. The driver left the car again. After another five minutes, I stopped at another stand in front of me. Several cars were already standing there waiting for passengers. There is a big school here. I stopped in front of the school. Nearby, I saw some bricks and sand piled up in front of a house. There too, the soil had turned red due to the rain.

20241005_111716.jpg

20241005_111726(0).jpg

20241005_111733.jpg

20241005_111808.jpg

20241005_112003.jpg

20241005_111636.jpg

20241005_111645.jpg

20241005_111708.jpg

20241005_111713.jpg

20241005_111717.jpg

20241005_111727.jpg

20241005_111732.jpg

20241005_111807.jpg

20241005_111809.jpg

20241005_111635.jpg

20241005_111638.jpg

20241005_111645(0).jpg

20241005_111712.jpg

20241005_111715.jpg

20241005_111726.jpg

আকাশের অবস্থা দেখে অন্যরা আমাকে বলে উঠলেন,আর কত ছবি উঠাবেন ডাঃ ভাই। আমি তার আগেই ক্যামেরা বন্ধ করেছিলাম। আমি বললাম, আপাতত ক্যামেরা বন্ধ করা হয়েছে, বলেন কি বলবেন। আমার পারিবারিক বিষয়ে তাঁদের সাথে কথা বললাম। তারাও আমার কাছে অনেক কিছু জানতে চাইল । আমিও তাদের কুশলাদি জিজ্ঞেস করতে, করতে সবাই নিজ গন্তব্যে নেমে পড়লাম।যে যার মত বাড়ির দিকে রওনা হলাম।
বন্ধুরা,এই ছিল আমার আজকের ফটোগ্রাফি ব্লগ।
আশাকরি সবার ভালো লাগবে।
যে যেখানেই থাকুন ভালো থাকুন আমাদেরও ভাল থাকার জন্য দোয়া করুন, আমিন

Seeing the condition of the sky, others asked me, how many more pictures will you take, Dr. Bhai? I had already turned off the camera. I said, the camera has been turned off for now, what do you want to say? I talked to them about my family. They also asked me a lot of questions. I also asked them how they were doing, and we all got down to our respective destinations. Everyone started towards home like everyone else.
Friends, this was my photography blog for today.
I hope everyone likes it.
Wherever you are, please stay well and pray for us to be well too, Amen

Capture by@mrnazrul
CameraHandset
CategoryPhotography
CaptureOne By One/ One
EditingOnly Situration
LightingNatural Light
LocationBangladesh

Best wishes 🙏🍀

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!