Good Night 😴 🌉
A warm Competition in Winter My Best day story contest week 1 |12||01|2025 which has just started for the first time blurt space community. All are my acquaintances and scholars, moderator @ariful71 Anit and whose respected judges are @narocky71 @rex-kibreay and @fizz.vai.
The submission is to present the best time of day in the form of a story. I am trying to write this post to bring the topic to the fore and participate in the competition.
শীতকালে উষ্ণ একটি প্রতিযোগিতা My Best Day STORY Contest Week 1 |12||01|2025 যা সবেমাত্র অর্থাৎ এই প্রথম শুরু করেছে Blurt Space কমিউনিটি। সবাই আমার পরিচিত ও বিজ্ঞজন, মডারেটর @ariful71 আনিত এবং যাহার সম্মানিত বিচারক @narocky71 @rex-kibreay ও @fizz.vai ।
নিবেদন করা হয়েছে দিনের ভাল সময় কে গল্প আকারে উপস্থাপন করার। আমি বিষয়টিকে সামনে এনে , প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এই পোস্ট লেখার চেষ্টা করছি।
I don't have a routine for waking up in the morning. Because it depends on the time I sleep at night.
Last night I slept at 1:30 am. So today I woke up at 11:30 am. My beard and moustache have grown. I cut them right after brushing my teeth. I went straight to the bathroom. I felt like drawing water from the tube well. I finished my bath with three buckets of water. I took a chair from the room and sat in the sun while wiping my body.
I ate two wheat rotis 🍞 and fried eggs in a plastic basket. Now I drank a glass of black coffee without milk and sugar. I took a Khila paan in my mouth and sat in the sun for about an hour. Now I got my mobile in hand and came to know about this competition for the first time. It was almost 1:30 pm now.
Now I aroused my desire to participate in the competition. I thought that if this competition is running in one of my posts, then I will have a lot of success.
Because, on this platform, we want a bright Bengali community to survive, and everyone to benefit by participating in it. This is what I wish as a Bengali blogger.
Now I entered the house as usual, tapping my mobile and stayed with my mobile until the Asr prayer.
After the prayer, I got clean and prepared to go for a walk like every day. Now I drank a cup of black coffee, put a Khili Paan in my mouth, and went out for a walk remembering the name of Allah Almighty.
সকাল সকালে ঘুম থেকে উঠার বরাবরই আমার কোন রুটিন নাই। কেননা আমার তাহা নির্ভর করে,রাতে ঘুমানোয সময়ের উপর।
গতরাতে ঘুমিয়েছিলাম রাত দেড়টায়। তাই আজ ঘুম থেকে উঠলাম, সকাল সাড়ে ১১ টায়। দাঁড়ি গোঁফ বড় হয়েছে। দাঁত মাজার পরই তা কেটে নিলাম। সোজা চলে গেলাম গোসল খানায়। টিউবওয়েলের পানি বের করতে কেমন যেন মনে হলো। তিন বালতি পানি দিয়েই গোসল সেরে ফেললাম। গা মুছতে মুছতে ঘর থেকে একটি চেয়ার নিয়ে রোদের বসে পড়লাম।
একটি প্লাস্টিকের ডালায় দুটি গমের রুটি 🍞 ও ডিম ভাজি দিয়ে হাপুসহুপুস খেয়ে ফেললাম। এবার দুধ চিনি ছাড়াই এক গ্লাস কালো কফি পান করে নিলাম। এক খিলি পান মুখে দিয়ে,রোদেই প্রায় ঘন্টাখানেক বসে থাকলাম। এবার মোবাইল হাতে নিয়ে,এই প্রতিযোগিতা সম্পর্কে প্রথম জানতে পারলাম। এখন সময় প্রায় দুপুর দেড়টা।
এবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আকংখা জাগিয়ে তুললাম। ভাবলাম আমার একটি পোস্টে যদি এই প্রতিযোগিতা চলমান হয় , তাহলেই আমার মনে অনেক প্রাপ্তি ।
কেননা,আমরা এই প্লাটফর্মে, উজ্জ্বল একটি বাঙালিদের কমিউনিটি টিকে থাক,তাতে অংশগ্রহণ করে,সবাই উপকৃত হোক।এটা আমি বাঙালী ব্লগার হিসেবে কামনা করি।
এবার মোবাইল টিপতে টিপতে যথারীতি ঘরে প্রবেশ করলাম এবং আসরের আজান পর্যন্ত মোবাইল নিয়ে পড়ে থাকলাম।
আজান শেষে, পরিস্কার হয়ে , প্রতিদিনের মত হাঁটতে যাওয়ার প্রস্তুতি নিতে ছিলাম। এবার এক কাপ কালো কফি পান করে, এক খিলি পান মুখে সেঁটে দিয়ে, মহান আল্লাহ তায়ালার নাম স্মরণ করে হাঁটতে বের হলাম।
Selfie in the mustard field--
I walked along the paved road through the village for about one and a half kilometers. On the right and left of the road, mustard flowers bloomed, turning the ground a golden color. I thought about how it would be to take a selfie.
As you think, so does the work. I took a few selfies below.
সরিষা ক্ষেতে সেলফি--
গ্রামের ভিতর দিয়া পাকা রাস্তা ধরে হাটতে হাঁটতে প্রায় দেড় কিলোমিটার চলে গেলাম। রাস্তার ডানে বামে , সরিষা ফুল ফুটে মাটিকে সোনালী রং করে তুলেছে। ভাবলাম একটি সেলফি তুললে কেমন হয়।
যেমন ভাবা তেমন কাজ। নিচের সেলফি কয়টি তুলে ফেললাম।
Selfie in an empty field a little further ahead -
After taking a selfie while eating mustard, I took these selfies again a few fields further ahead in an empty field.
আরেকটু এগিয়ে ফাঁকা মাঠে সেলফি-
সরিষা খেতে সেলফি তোলার পর কয়েকটি জমি এগিয়ে ফাঁকা মাঠে নিচের এই সেলফি কয়টি আবারও তুলে ফেললাম।
A little further ahead, mustard flower photography again -
After taking selfies, I just took a few photographs of the mustard flower field.
আরেকটু এগিয়ে আবারও সরিষা ফুলের ফটোগ্রাফি-
এবার সেলফি তোলা শেষ হলে শুধু সরিষা ফুল মাঠের কয়েকটি ফটোগ্রাফি করলাম।
Now I went out on the road and took pictures of the new Sajina flowers.
After taking the above pictures, I started walking along the road again. A little further on, I saw a Sajina tree that had bloomed early. Many buds were opening with clusters of white flowers. Here too, I took the pictures below.
এবার রাস্তায় উঠে নতুন সজিনা ফুলের ছবি তুললাম ।
উপরের ছবিগুলো ধারণ করা হলে আবার রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। একটু এগিয়ে দেখি একটি সজিনা গাছে আগাম ফুল ধরেছে। থোকায় থোকায় সাদা ফুলসহ অনেক কুঁড়ি সভা পাচ্ছে। এখানেও নিচের ছবিগুলো ধারণ করলাম।
Chattopi Wala at the crossroads
After taking pictures of Sajina's flowers, I walked to the crossroads of four roads and saw a chattopi wala there. A few people were standing there eating chattopi. I pressed the shutter button from behind and took a few pictures.
রাস্তার মোড়ে চটপটি ওয়ালা
সজিনার ফুলের ছবি তোলার পর এবার হাঁটতে হাঁটতে চার রাস্তার মোড়ে গেলে, সেখানে এক চটপটিওয়ালা কে দেখতে পাই। কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে চটপটি খাচ্ছে। আমি পিছন থেকে শাটার বাটন টিপে টিপে কয়েকটি ছবি ধারণ করে ফেললাম।
The open love of a chicken couple
As soon as I entered the village road, I saw how the chicken couple was doing. Meanwhile, the Maghrib call was being heard. I also took a picture of their love.
মুরগি দম্পতির খোলামেলা প্রেম
গ্রামের রাস্তা প্রবেশ করতেই দেখি,মুরগি দম্পতি কেমন কেমন করছে । এদিকে মাগরিবের আজান শোনা যাচ্ছে। তাদেরও ভালোবাসার ছবি ধারণ করলাম
The fire is being lit
I walked for a while. After walking for about one and a half kilometers along the highway road, I reached the village ahead. There is a narrow, thin road on the left. You have to take it to the main road ahead. I started walking on this thin road, to get to the main road. As soon as I entered the middle of the road, that is, the village, I saw some boys, girls, men, women, lighting a fire with straw on the side of the road and lighting the fire. I thought to myself that this would be the main attraction of my post today. Now I turned on the phone again and captured them. I also recorded some videos.
আগুন তাপানো চলছে
এবার বেশ কিছুক্ষণ হাঁটলাম। হাইওয়ে রোড ধরে প্রায় দেড় কিলোমিটার হাটতে হাঁটতে সামনের গ্রামটায় গিয়ে পৌঁছলাম। হাতের বামে সরু চিকন রাস্তা। তা দিয়ে সামনের বড় রাস্তায় উঠতে হবে। এই চিকন রাস্তায় হাটা শুরু করলাম, বড় রাস্তায় উঠার জন্য। রাস্তার মাঝামাঝি অর্থাৎ গ্রামের মধ্যে প্রবেশ করতেই দেখি কয়েকজন ছেলে, মেয়ে, পুরুষ, মহিলা, খড় দিয়ে রাস্তার ধারে আগুন জ্বালিয়ে, আগুন তাপাচ্ছে। মনে মনে ভাবলাম এটি হবে আমার আজকের পোস্টের প্রধান আকর্ষণ। এবার ফোনটি আবারও অন করে তাদেরকে ধারণ করে ফেললাম। সাথে কিছু ভিডিও ধারণ করলাম।
Friends, this is a little photography and videography for my competition entry.
Enjoy
Friends, this is a little photography and videography for my competition entry.
Enjoy
বন্ধুরা, এই আমার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সামান্য ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি।
উপভোগ করুন
Blogger and Photographer | @mrnazrul |
---|---|
Use Camera 📸 | 🤳 Samsung galaxy F22 |
Cetegory | Photography blog |
besday blurtboostar blurtbd contest photography blog self nature bangladesh