আসসালামুয়ালাইকুম ব্লাট বাসিরা ।আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনাদের ভালো থাকা কামনা করছি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আমাকে এই প্লাটফর্ম মাঝে নিয়ে এসেছে। অনেকেই আছে তারা জানেনা এমন প্লাটফর্মের বিষয়টি।
যাই হোক আমার আজকের ঘটে যাওয়া ঘটনা কিছু আপনাদের মাঝে শেয়ার করি আশারাখি ভালোবাসবেন।কারন ভালোবাসলে যেকোনো জিনিস ভালো লাগে।
আজ রাত তিনটা এলা্র্ম দিয়েছিলাম কিন্তু এর আগেই ঘুম থেকে উঠে যায় ।রাতে ঘুমানোর সময় মনে হয় এই বুঝি আযান দিল ।এর পর রান্না শেষ করে সেহরি খাওয়া হয় । নামাজ শেষে ঘুম। ঘুম থেকে উঠে আবার সেই কাজ।কাজ শেষে একটু বাইরে যাই দেখি একটা বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে। ভাবলাম কিছু ছবি তুলে নেয় ।
ঘুরা ফেরা পর বাসায় ফিরে যোহরের আযান । নামাজ আদায় করে একটু কোরআন তেলাওয়াত করে আবার ইফতার জন্য আয়োজন করতে হবে। সব সংসারে একই রকম কাজ থাকলেও পরিবার ভেদে কিন্তু উঠাবসার ভিন্নতা রয়েছে।
যাই হোক একটা সংসারি মেয়ে হিসাবে আমি একটু কেয়ারিং।