Hellow
[Friends]
I am a new member at Blurt. I joined Blurt in November 2024. I am interested in working at Blurt, so I would like to ask for your cooperation. I am a professional graphics designer. I have over 16 years of experience in design. I also do photography. My goal is to build a dynamic career with promising prospects for self-development and enrichment. I have always believed in hard work and honesty. I quite like challenging tasks, and am also very comfortable working individually and with a team. I always believe that positive thinking is the key to success.
আমি Blurt-এ একজন নতুন সদস্য । আমি 2024 সালের নভেম্বরে Blurt-এ যোগ দিয়েছি। আমি Blurt-এ কাজ করতে আগ্রহী , তাই আপনাদের সহযোগিতা কামনা করি। আমি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন । আমার ডিজাইনের বিষয়ে 16 বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে। এর পাশা আমি ফটোগ্রাফিও করে থাকি। স্ব-উন্নয়ন এবং সমৃদ্ধির প্রতিশ্রুতিশীল সম্ভাবনার সাথে একটি গতিশীল ক্যারিয়ার গড়ে তোলা আমার লক্ষ্য । আমার সবসময় কঠোর পরিশ্রম এবং সততার উপর দৃঢ় আস্থা আছে। আমি চ্যালেঞ্জিং কাজ করতে বেশ পছন্দ করি, তাছাড়াও ব্যক্তিগতভাবে এবং একটি দলের সাথে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি সর্বদা বিশ্বাস করি ইতিবাচক চিন্তাই সাফল্যের চাবিকাঠি।
I am Mosharef Hossain Maruf. I was born in a village called Guchchagram in 1991. I am the eldest son of the family besides myself I have three brothers and one sister. I have always been a calm person. I always like to be in a quiet and pleasant environment. Since my birthplace is a village, let me tell you something about my village. A very big river flowed by our village due to which the beauty and life of the village were now at a unique level. I have actually been madly in love with rivers and the beauty of nature since childhood. When I was very young, I used to visit the river with my elder uncle and brothers and see a big garden beside the river—rising to my bed in the village from where I passed my childhood and stepped into adolescence. I did my primary school education in that village where I lived a very beautiful life and many memories and sweet times that still haunt me. After that, I completed my secondary and higher secondary education at a secondary school about 8 to 10 km from our village. There are many memorable moments of my village life which are never to be told. Our cattle were full of cows, the pond was full of local fish and there were various vegetables and paddy cultivation at different times of the year. Where local fruits and vegetables were a very natural thing for us. We lived a very good life in the village. Where there is a little life free from any illness or disease, that is actually rural life. What the city people can never imagine can happen in rural life. The people of the village are very simple and quick to help people selflessly. Being very faithful friends of each other, they stay together in all kinds of dangers and times of sorrow. I enjoyed these beautiful moments as a child in my village life.
After that, I started my career in my uncle's photo studio. My first experience in the studio was when I learned how to operate a digital camera and from there trained in photography and worked in that studio for three long years with a great reputation. Then I completed an electrical diploma in engineering from our divisional city. After that later I did a training on mobile servicing but it didn't work for me after that I didn't do any more mobile servicing. After that, I made a decision to fulfill my own desire and choose my own career. However, since my studio career, I have been thinking of getting some training in graphic design. So when I finished my diploma in engineering, I again went to another city and took training in graphic design. After completing my graphic design training, I started my career in graphic design. Starting slowly I started improving my graphic design skills. Initially, I started working as a graphic designer in a printing house. Later I worked in a printing packaging company for my experience. Also,o I gained concept experience working in newsprint and digital print and worked with their reputation. After t, hat I ran a digital printing house in our upazila town and started training students in graphic design. I have trained more than a hundred students in graphic design and given them a wonderful career. And I managed that digital house for five years with great skill and experience.
Moreover, from my political ideology, I am working with a humanitarian political organization called World Human Revolution. We believe that all people in the world. Here everyone has the right to live with equal rights. Here, no one will eat, no one will eat or no one will be deprived of their rights. Especially the main purpose of building a human-based state and world. Where all people will be brothers. Where no one will hurt anyone. Where no one will die of hunger. Which will be a world of happiness, peace and love. We do not have any political power of our own or any desire for selflessness. We basically believe that all people are one person. We want a world of peace and happiness. The most important thing is that there should be humanity between people, otherwise they are not human. They become like other animals and that is why we are moving forward with our political life with all sensible people. This is my political brief ideology.
that,t I started my own company called Design Care. A unique journey of my life started from here. I have also run my own institute of graphic design training course from where many students have fulfilled their hopes and dreams by learning graphic design from me. In my organization, I have started all kinds of printing services and also provide online services. I always like to give accurate and timely advice to my clients. And always wishes everyone well and gives good advice. I don't want anyone to spend money unnecessarily or waste any kind of money so that they don't face any loss. And always try to satisfy them with a complete solution. This is why I have many clients who do not proceed with any graphic design or printing work without consulting me without my consent. I love the fact that their loyalty to me makes me more creative and more dynamic in my work. I always try to do something creative that is completely different from others.
I have been involved in online blogging for a long time. I want to work in that community. In addition to my graphic design, I also like to use some experience from my photography experience in my studio to photograph different flowers and nature scenes. I especially enjoy photographing small and large colored flowers. I actually love photography so much that I don't mind doing a lot of photography. I love to work with great pleasure. Be it photography or graphic design work on my computer. I am very comfortable doing my work with time and love. My love is my work My love is my work My way forward is my work. Having my love for today has helped me come a long way. So I want as long as I live to keep my love for my work and show my creativity in the work.
I will post various blogs about the beauty of nature and photography of flowers in different countries and abroad. I am very comfortable creating blog posts with photography. I also have another hobby though I like to do digital art through my graphic design. I spend a lot of time trying to make digital art very precisely. I mainly do digital vector art through graphic design. Which I post in the form of blogs on various social media and various platforms. I make my digital art step by step like a tutorial. So that the graphic designer who has some ideas can be inspired by it and can start a new digital artwork.
I also have many hobbies. As I like to roam especially in the mountains or on the beach or in a forest where there is greenery all around now looking at other beauty. I like to spend my free time sitting on the side of a mountain or by a river. I am always in love with the silent beauty of nature. Besides, I have a habit which is that I like to walk on moonlit nights. A different kind of beauty is found on the shore of the sea when the whole shines in the light of the full moon. When the moonlight falls on the waters of the sea, it is very pleasant to get lost in a shimmering light of golden color. There is a more human beauty of this nature that draws me and keeps the mother alive in life.
I have omitted many things and added many things from my long work experience like my electrical diploma engineering never came as a career in my life. Only my personal and institutional work has been of some use and my mobile mechanic training has also been of no use to me. In fact, we should do the work that comes from our heart, which we do not get bored, but we can do it with joy and love. I also think that if a person wants to choose a subject as his own career, he should choose his career after getting detailed information from a person who is experienced in all the subjects from the beginning to the end. Because even if a year passes from life, it causes a big pain in the future. the
Earlier I said that I love to travel and I also love to photograph the beauty of nature. In fact, when I hear the description of the beauty of a natural scene, I try to go there very quickly. Especially when you go to different places, you can find another world through meeting and talking with different people. Even after coming to my blogging platform, I have learned a lot and learned a lot by reading blog posts of various people.
Friends, I have presented the whole story of my life to you in a brief form today through my introduction. Hope you get a little idea about me. Finally, we all come to know each other's unknowns by sharing our skills and experiences. I present my short bio or brief introduction like today. So I always wish all my friends well. Here is my brief introduction blog as of today. See you again on another blog on another topic. Until then everyone stay well and stay healthy.
আমি মোশারেফ হোসেন মারুফ। ১৯৯১ ইং এ গুচ্ছগ্রাম নামে একটি গ্রামে জন্মগ্রহণ করি। আমি পরিবারের বড় ছেলে আমি ছাড়াও আমার তিন ভাই ও এক বোন রয়েছে। আমি সর্বদা একটি শান্ত স্বভাবের মানুষ। আমি সব সময় নিরিবিলিও মনোরম পরিবেশে থাকতে পছন্দ করি। আমার জন্মস্থান যেহেতু গ্রাম সেটা তো আমার গ্রাম নিয়ে কিছু বলি। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে অনেক বড় একটি নদী যার ফলে গ্রামের সৌন্দর্য এবং জীবন যাত্রা ছিল এখন অনন্য লেভেলের। আমি আসলে ছোটবেলা থেকেই নদী এবং প্রকৃতির সেই সৌন্দর্যের প্রেমে পাগল। আমি খুব ছোট থাকতেই আমার বড় আঙ্কেল এবং ভাইদের সাথে প্রায় নদী দেখতে এবং নদীর পাশে একটি বড় বাগান দেখতে যেতাম। সেই গ্রামে আমার বেডে ওঠা যেখান থেকে আমি আমার শিশু বয়স পার করি এবং কিশোর বয়সে পা রাখি। ওই গ্রামে হয়েছিল আমার প্রাইমারি স্কুলের পড়ালেখা। যেখানে আমি খুব সুন্দর একটি জীবন কাটিয়েছি এবং অনেক স্মৃতি এবং মধুর সময় যা এখনো আমাকে ভাবনায় বিভোর রাখে। এরপর আমাদের গ্রাম থেকে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার দূরে একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ালেখা শেষ করি। আমার গ্রামীন জীবনের অনেক স্মৃতিময় সময় রয়েছে যা কখনো বলার নয়। আমাদের গোয়াল ভরা গরু ছিল পুকুর ভরা ছিল দেশীয় মাছ এবং বছরে বিভিন্ন সময় ছিল নানা শাকসবজি ও ধান চাষ এর ছিল নানা আয়োজন। যেখানে দেশীয় ফল এবং সবজি ছিল আমাদের খুব স্বাভাবিক একটি বিষয়। গ্রামীণ জীবনে আমরা খুব ভালো একটি জীবন যাপন করেছি। যেখানে কোন অসুস্থ হওয়া বা রোগ ব্যাধি থেকে মুক্ত একটু জীবন পাওয়া যায় সেটাই হলো আসলে গ্রামীণ জীবন। যা শহরের মানুষগুলো কখনোই ভাবতে পারেনা তা হওয়া যায় গ্রামীণ জীবনের। গ্রামের মানুষজন খুবই সহজ সরল হয়ে থাকে এবং নিঃস্বার্থে মানুষের উপকার করতে দ্রুত এগিয়ে আসে। একে অন্যের খুব বিশ্বস্ত বন্ধু হয়ে সব ধরনের বিপদে এবং দুঃখের সময় সাথে থাকে। আমি ছোটবেলায় এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করেছি আমার গ্রামের জীবনে।
এরপরে আমি আমার এক মামার ফটো স্টুডিওতে নিজের কর্মজীবনের শুরু করি। স্টুডিওতে আমার প্রথম অভিজ্ঞতা হল আমি ডিজিটাল ক্যামেরা চালনা শিখি এবং সেখান থেকে ফটোগ্রাফি প্রশিক্ষণ নিয়ে ওই স্টুডিওতে খুব সুনামের সাথে দীর্ঘ তিন বছর যাবত দক্ষতার সাথে কাজ করেছি। তারপরে আমি আমাদের বিভাগীয় শহর থেকে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি। এরপর পরবর্তী সময়ে আমি মোবাইল সার্ভিসিং এর উপরে একটি প্রশিক্ষণ করেছিলাম কিন্তু তার আমার কাজে আসেনি পরবর্তীতে আমি আর মোবাইল সার্ভিসিং নিয়ে কোন কাজ করিনি। এরপর শুরু হয়েছে আমার নিজের ইচ্ছে পূরণ এবং নিজের ইচ্ছায় নিজের মত করে কর্মজীবন বেছে নেওয়ার একটা সিদ্ধান্ত আমি গ্রহণ করি। তাহলেও আমি আমার স্টুডিও কর্মজীবন থেকেই ভাবছি আমি গ্রাফিক্স ডিজাইন এর উপরে কোন প্রশিক্ষণ নিব। সেই সুবাদে আমি আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা শেষ হলে আমি আবার পুনরায় অন্য একটি শহরে গিয়ে গ্রাফিক্স ডিজাইন এর প্রশিক্ষণ নিয়ে নিলাম। গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ শেষে আমি আবার গ্রাফিক্স ডিজাইনের উপরে নিজের কর্মজীবন শুরু করলাম। আস্তে আস্তে শুরু করে আমি আমার গ্রাফিক্স ডিজাইনের দক্ষতা বৃদ্ধি করতে শুরু করি। শুরুতে আমি এটি প্রিন্টিং হাউসে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে শুরু করি। পরবর্তীতে আমার অভিজ্ঞতার প্রয়োজনে আমি একটি প্রিন্টিং প্যাকেজিং প্রতিষ্ঠানে কাজ করেছি। এছাড়াও আমি সংবাদ ছাপাখানা এবং ডিজিটাল ছাপাখানায় কাজ করার ধারণা অভিজ্ঞতা অর্জন করেছি এবং তাদের সুনামের সাথে কাজ করেছি। এরপরে আমি আমাদের উপজেলা শহরে একটি ডিজিটাল প্রিন্টিং হাউজ পরিচালনা করি তার সাথে সাথে আমি গ্রাফিক্স ডিজাইনের উপরে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দিতে শুরু করি। আমি প্রায় শতাধিক শিক্ষার্থীকে গ্রাফিক্স ডিজাইন এর উপরে প্রশিক্ষণ দিয়ে এদেরকে সুন্দর একটি কর্মজীবন উপহার দিয়েছে। এবং খুবই দক্ষতা এবং অভিজ্ঞতার পরিচয় দিয়ে দীর্ঘ পাঁচ বছর আমি ওই ডিজিটাল হাউজ পরিচালনা করেছি।
এরপরে আমি আমার নিজের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করি যার ডিজাইন কেয়ার নামে শুরু করি। এখান থেকে আমার জীবনের অনন্য এক যাত্রা শুরু। আমি আমার নিজ প্রতিষ্ঠানও গ্রাফিক্স ডিজাইনের প্রশিক্ষণ কোর্স চালু রেখেছি যেখান থেকে অনেক শিক্ষার্থী তাদের আশা এবং স্বপ্ন পূরণ করতে পেরেছে আমার কাছ থেকে গ্রাফিক্স ডিজাইন শিখে। আমার প্রতিষ্ঠানে আমি সব ধরনের প্রিন্টিং সেবা চালু রেখেছি এবং পাশাপাশি অনলাইন সেবা ও দিয়ে যাচ্ছি। আমার আমার গ্রাহক বৃন্দদের আমি সর্বদা সঠিক এবং যুগ উপযোগী পরামর্শ দিতে পছন্দ করি। এবং সব সময় সবার মঙ্গল এবং ভালো কামনা করে ভালো পরামর্শ গুলো দিয়ে থাকে। আমি চাইনা কারো অযথা অর্থ খরচ অথবা কোন প্রকার অপচয় করে যাতে তারা কোন ক্ষতির মুখে না পড়ে। এবং পূর্ণাঙ্গ একটি সমাধান দিয়ে তাদেরকে সন্তুষ্ট করার সর্বদা চেষ্টা করে থাকি। এজন্যই আমার অনেক গ্রাহক রয়েছেন যারা আমার সম্মতি ছাড়া আমার সাথে পরামর্শ ছাড়া গ্রাফিক্স ডিজাইন অথবা প্রিন্টিংয়ের কোন কাজে অগ্রসর হন না। এ বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে যে আমার প্রতি তাদের এই আনুগত্য আমাকে আমার কাজকে আরো ক্রিয়েটিভ এবং আরো বাবনশীল করে তোলে। আমি সর্বদা চেষ্টা করি ক্রিয়েটিভ কিছু করার যা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা আমি নিজের মতো করে আমার গ্রাফিক্স ডিজাইন এর মাধ্যমে আমি একটি সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে পছন্দ করি।
আমি দীর্ঘদিন যাবত অনলাইন ব্লগিংয়ের কাজের সাথে যুক্ত আছি । তারই ধারাবাহিকতায় আমি উক্ত কমিউনিটিতে কাজ করতে চাই। আমি আমার গ্রাফিক্স ডিজাইন এর পাশাপাশি আমার স্টুডিওতে ফটোগ্রাফির অভিজ্ঞতা থেকে কিছু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ফুল এবং প্রকৃতির দৃশ্য ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমার কাছে বিশেষ করে ছোট এবং বড় আকারের নানা কালারের ফুলের ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে। আমি আসলে ফটোগ্রাফি করতে খুব বেশি পছন্দ করি যার ফলে প্রচুর পরিমাণে ফটোগ্রাফি করলেও আমার বিরক্তি আসে না। আমি খুবই আনন্দের সাথে কাজ করতে ভালোবাসি। সেটা হোক ফটোগ্রাফি কিংবা আমার কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইন এর কাজ। আমি আমার কাজগুলোকে সময় দিয়ে ভালোবেসে করতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার ভালোবাসা আমার কাজ আমার ভালো লাগা আমার কাজ আমার এগিয়ে যাওয়ার মাধ্যম আমার কাজ। আজ আমার আজকে নিয়ে আমার প্রেম থাকায় আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করেছে। তাই চাই আমি যতদিন থাকি বেঁচে আমি আমার কাজের প্রতি ভালোবাসা রেখে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরে কাজের মাঝে থাকতে।
আমি এখানে প্রকৃতির নানা সৌন্দর্য এবং নানা দেশে-বিদেশি ফুলের ফটোগ্রাফি নিয়ে বিভিন্ন ব্লগ করবো পোস্ট আকারে। আমি ফটোগ্রাফি নিয়ে ব্লক পোষ্ট তৈরি করতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি। এছাড়াও আমার অন্য একটি শখ রয়েছে তা হলেও আমি আমার গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে ডিজিটাল আর্ট করতে পছন্দ করি। আমি খুব সময় দিয়ে খুব নিখুঁতভাবে ডিজিটাল আর্ট গুলো করতে চেষ্টা করি। আমি মূলত গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে ডিজিটাল ভেক্টরের আর্ট গুলো করে থাকে। যা আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্লাটফর্মে ব্লগ আকারে পোস্ট করে থাকি। আমি আমার ডিজিটাল আর্ট গুলো পর্যায়ক্রমে সাজিয়ে টিউটোরিয়ালের মতো করে তৈরি করে থাকি। যাতে করে গ্রাফিক্স ডিজাইনার কিছু ধারণা যার আছে সে এটা দেখে অনুনুন-প্রাণিত হতে পারে এবং সেও নতুন করে ডিজিটাল আর্টের কাজ শুরু করতে পারে।
এছাড়া আমার অনেকগুলো শখ রয়েছে। যেমন আমি ঘোরাঘুরি করতে পছন্দ করি বিশেষ করে পাহাড়ে অথবা সমুদ্র সৈকতে কিংবা কোন বনাঞ্চলে যেখানে সবুজে চারদিক চেয়ে আছে এখন অন্য সৌন্দর্যে। আমি আমার অবসর সময় গুলো কোন পাহাড়ের ধারে অথবা কোন নদীর পাশে বসে কাটাতে পছন্দ করি। আমি নিরব প্রকৃতির সৌন্দর্যের প্রেমে সবসময় বিভোর থাকি। এছাড়া আমার এক অভ্যাস রয়েছে যা হলো চাঁদনী রাতে আমি ঘুরতে পছন্দ করি। পূর্ণিমা চাঁদের আলোতে যখন সার্বিক ঝলমল করে ওই সময়ে অন্যরকম এক সৌন্দর্য পাওয়া যায় সমুদ্রের পাড়ে। চাঁদের আলো যখন সমুদ্রের পানিগুলোতে পড়ে তখন সোনালী কালারের এক ঝিলিমিলি আলোর মাঝে হারিয়ে যেতে খুবই ভালো লাগে। এইরকম প্রকৃতির আরো মানুষ সৌন্দর্য আছে যা আমাকে টানে যা মাকে বাঁচিয়ে রেখেছে প্রাণে।
আমি আমার দীর্ঘ কর্ম অভিজ্ঞতা থেকে অনেক কিছু বাদ দিয়েছি এবং অনেক কিছু সংযোজন করেছি যেমন আমার ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আমার জীবনের কোন পেশা হিসেবে আসেনি। শুধুমাত্র নিজের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক কাজে কিছুটা ব্যবহার হয়েছে মাত্র তাছাড়া আমার মোবাইল মেকানিকের প্রশিক্ষণটাও আমার কোন কাজে আসেনি। আসলেই আমাদের মন থেকে যে কাজের প্রতি ভালোবাসা আসে সেটাই করা উচিত যে কাজে আমরা মূলত বিরক্ত হব না বরং আনন্দের সাথে হেসে খেলে ভালোবেসে যে কাজটি করতে পারব তারপর উচিত। আমি আরো মনে করি কোন মানুষ যদি তার নিজের কর্ম জীবন হিসেবে কোন একটি বিষয়কে বেছে নিতে চায় ওই বিষয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়ের উপরে অভিজ্ঞ একজন ব্যক্তি থেকে বিস্তারিত জেনে তারপরে তার কর্ম জীবনটা বেছে নেওয়া উচিত। কারণ জীবন থেকে একটি বছর চলে গেলেও তার পরবর্তীতে অনেক বড় আকারে একটি ব্যাথার কারণ হয়ে দাঁড়ায়।
পূর্বে আমি বলেছি যে আমি ট্রাভেলিং করতে খুব ভালোবাসি এবং প্রকৃতির নানা সৌন্দর্যের ফটোগ্রাফি করতেও বেশ ভালোবাসি । আসলে আমার মন যখন ছুটে কোন প্রকৃতির দৃশ্যের সৌন্দর্যের বর্ণনা শুনে সেখানে খুব দ্রুত চলে যাওয়ার চেষ্টা করি। বিশেষ করে বিভিন্ন স্থানে গেলে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় এবং কথা কথার মাধ্যমে অন্য এক জগত খুঁজে পাওয়া যায়। আমারে ব্লগিং প্লাটফর্মে আসার পরেও আমি নানা ধরনের মানুষের ব্লগ পোস্ট পড়ে অনেক কিছু শিখতে পেরেছি এবং অনেক কিছু জানতে পেরেছি।
বন্ধুরা আমার জীবনের পুরো গল্পটাকে সংক্ষিপ্ত আকারে কিছুটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম আজকে আমার পরিচিতির মাধ্যমে। আশা করে আমার সম্পর্কে সামান্য পরিমাণ হলেও কিছুটা ধারণা পাবেন। সর্বশেষে বলবো আমরা সবাই এসেছি নিজেদের দক্ষতা এবং অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে একে অপরের অজানাকে জেনে পাশে থাকার। তাই আমি আমার সকল বন্ধু দের সর্বদা মঙ্গল কামনা করি।
Computer Literacy:
Have a good command of Computer Literacy, especially in
Microsoft Office Management
Graphics Design ( Adobe Photoshop, Adobe Illustrator )
Computer Hardware
Web Design and Development
Internet Browsing
Language Proficiency
English: Good Command of Reading, Writing, and Speaking.
Bangla: Excellent in Reading, Writing and Speaking
PERSONAL DETAILS
- Name: Mosharaf Hossain Maruf
- Father’s Name: Belayet Hossain
- Mother’s Name: Reshma Khatun
- Date of Birth: 06/06/1991
- Nationality: Bangladeshi (By birth)
- Religion: Islam
- Marital Status: Married
- Sex: Male
- Height : 5'-7"
- Weight: 70 Kg
- Permanent Address Village : CharKakra , Post Office: Notun Bazar, PS: Companigonj , District : Noakhali
EXPERIENCE:
- I worked as an Accountant in A.K. Fish & Poultry Feed (Pvt.) Ltd. 10th September- 2019 to 30 July- 2021. Which is Located in Companigonj. Noakhali.
- I have been working as an I.E. Assistant in Amtranet Group, Tongi, Gazipur from 1st August 2016 to 30 April- 2018. And Jr. I.E-Executive in Amtranet Group 1st May- 2018 to 30 August- 2019.
- I worked as an Assistant Accountant in Rupali Multipurpose Co-operative Ltd. from 2008-2014 Which is Located in Companigonj. Noakhali.
My Hobby:
I like Photography very much and I like Design and Art.
I like to play Cricket and Football
MY SOCIAL MEDIA LINK
https://steemit.com/@mhmaruf/posts
Thanks And Regards
Welcome to Blurt Space.