A little walk on the river bank in the morning

in blurt-188398 •  24 days ago 
IMG_20241124_153955_258.jpg

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আশা করি পরিবার-পরিজন নিয়ে এবং সন্তানদেরকে নিয়ে অনেক ভাল আছেন আমি যেহেতু ব্যাচেলর তার সকালে ঘুম থেকে উঠেই একটু ঘুরাঘুরি করাটা আমার একেবারে অভ্যাসে পরিণত হয়ে গেছে তাই আজকেও চলে গিয়েছিলাম বুড়িগঙ্গা নদীর পাড়ে একটু ঘুরাঘুরি করতেন।

IMG_20241124_154038_953.jpg
IMG_20241124_154043_110.jpg

আর হ্যাঁ আপনাদেরকে তো বলতে ভুলে গিয়েছিলাম আমাদের বাসাটা কিন্তু বুড়িগঙ্গা নদীর খুব কাছাকাছি রয়েছে যার কারণে বুড়িগঙ্গা নদী টা খুব কাছ থেকে দেখার সৌভাগ্য মাঝে মাঝেই হয়ে থাকে যখন আমি ফ্রি থাকি তখনই বুড়িগঙ্গা নদীর পাড়ে ঘোরাঘুরি করার জন্য বের হয়ে যায় বিশেষ করে বন্ধুদের সাথে বের হয় আজকে একাই বের হয়েছিলাম সকালে হাঁটাহাঁটি করা একেবারেই সুন্দর মুহূর্ত কিছু উপভোগ করার ফটোগ্রাফি নিয়ে আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

প্রথমত বুড়িগঙ্গা নদীর পাড়ে গিয়ে দেখেছিলাম কয়েকটা নৌকা বেঁধে রেখেছে ছোট খেয়া নৌকাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই আমি ওখানে গিয়ে বেশ কিছু ফটোগ্রাফি তুললাম আসলে নদীর পাড়ে অতিরিক্ত রোদ যার কারণে অনেকটা সময় কাটানোর ওখানে অসম্ভব তাই কিছু ছবি তুলে ওখান থেকে সোজা চলে আসলাম ব্রিজের উপরে যেটা নদীর পাড়ে চলে গেছে অনেক দূরে।

নদীতে দেখলাম দুইটা স্টিমার ভেসে যাচ্ছে নদীর পাড়ে ফুল ফুটে আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। ফুলগুলোর নাম আমি নিজেও জানিনা। সূর্যটা আমার দিকে কিভাবে তাকিয়ে আছে সেটাই দেখার একটু চেষ্টা করলাম তাই বসে পড়লাম নদীর পাড়ে ব্রিজের উপরে এরপরে আমি আমার

IMG_20241124_154023_065.jpg
IMG_20241124_154040_530.jpg
IMG_20241124_154045_184.jpg

Hello friends Assalamu Alaikum how are you all I hope by the grace of Allah Alhamdulillah I am very well how are you all I hope you are doing very well with your family and children I am a bachelor it is my habit to walk around after waking up in the morning. It was done, so I went for a walk on the banks of the Buriganga river.

And yes, I forgot to tell you that our house is very close to the Buriganga river, due to which we are lucky to see the Buriganga river very close. When I am free, I go out for a walk on the banks of the Buriganga river, especially today with friends. I went out alone in the morning to enjoy some beautiful moments with photography. I hope you will like the photography.

IMG_20241124_153959_217.jpg

First of all, I went to the Buriganga river and saw some boats tied up. I like the small boats a lot, so I went there and took some photographs. In fact, it was too sunny on the river bank, which made it impossible to spend a lot of time there, so I took some pictures and went straight to the bridge. Which is far away on the river bank.

I am sharing with you that I saw two steamers floating in the river and flowers blooming on the river bank. I don't even know the name of the flowers. I tried to see how the sun was looking at me, so I sat down on the bridge by the river

ছবিটা আপনাদের সাথে শেয়ার করছি একটু পরেই আমি সূর্যের ছবি আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি এই ফুলগাছের কিছু পাতার উপকারিতা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব যাদের পায়ে দীর্ঘদিন ধরে পচন ধরেছে এবং দীর্ঘদিন ধরে হৃদপিন্ডের কাফন রয়েছে তারা চাইলে এই পাতার রস খেয়ে তাদের রোগ নিবারণ করতে পারে।

IMG_20241124_154006_933.jpg

IMG_20241124_154011_855.jpg

IMG_20241124_154019_268.jpg
IMG_20241124_154020_635.jpg

এ পাতার কিন্তু আরো অনেক অনেক গুনাগুন রয়েছে যেমন বসন্ত রোগের সমস্যা সমাধান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনারা চাইলেই কিন্তু খুব সহজে গুগল থেকেই পাতা সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারেন আমি তো সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করেছি এরপরে আমি লাঞ্চ দেখার জন্য নদীর পাড়ে গিয়েছিলাম ওখান থেকে বেশ কিছু ফটোগ্রাফি তুলে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sharing the picture with you Soon I will share with you the picture of Surya. Now I will share with you about the benefits of some leaves of this flower plant. Those who have rotting feet for a long time and heart shroud for a long time can cure their diseases by consuming the juice of these leaves.

But this leaf has many more properties like it plays an important role in solving the problem of spring disease. If you want, you can know more about the leaf very easily from google. I am sharing some of the photographs from here with you, I hope you will like them, so friends, I am leaving here today, everyone will be fine, God bless you Hafez.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!