INTRODUCE IN MY SCHOOL 🎒

in blurt-188398 •  22 days ago 

div class="text-justify">

IMG_20241125_120615_221.jpg

আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার স্কুলে কিভাবে সময় কাটিয়েছিলাম এবং বন্ধু-বান্ধবের সাথে কিভাবে মজা করেছিলাম সেই বিষয়টা নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20241125_120623_877.jpg

আজকে সকালে ঘুম থেকে উঠেছি মোটামুটি নয়টার সময় এরপর উঠে প্রথমত নাস্তা করে নিয়েছিলাম আসলে দাদীর কাছ থেকে টাকা নিয়ে নাস্তা করা প্রতিদিনের আমার একটা নেশা হয়ে গেছে। প্রথমত দাদীর কাছে চলে গেলাম তারপর তার কাছ থেকে টাকা নিয়ে সোজা চলে গেলাম দোকানে পরোটা এবং ভাজি এবং এক কাপ চা দিয়ে আমার নাস্তা শেষ করলাম।

নাস্তা শেষ করে বাসায় এসে স্কুল ব্যাগটা হাতে নিয়ে সোজা চলে গেলাম স্কুলে। ওখানে গিয়ে বন্ধু-বান্ধবের সাথে কতক্ষণ মজা করলাম তারপরে চলে গেলাম ছাদে আসলে আমাদের ছাদ থেকে আমাদের বললে ভুল হবে স্কুলের ছাদ থেকে মোটামুটি আমাদের এলাকাটা খুব সুন্দরভাবেই দেখা যায় তাই আমি চিন্তা করলাম আজকে এলাকার কিছু ছবি তুলে নেই যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারব ঢাকা শহর অনেক বড় একটা এলাকা সেটা আপনারা সবাই জানেন।

IMG_20241125_120616_221.jpg

তবে আমরা থাকি বুড়িগঙ্গা নদীর খুব কাছাকাছি কামরাঙ্গা চর এলাকাতে যেখানে মোটামুটি ভালোই আমাদের দিন কেটে যাচ্ছে আর বিশেষ করে যখনই মন চায় নদীর পাড় থেকে ঘুরে আসতে পারি এরপর আমি বন্ধু-বান্ধবের সাথে দুষ্টামি করতে করতে ছাদ থেকে আমাদের এলাকার কিছু ফটোগ্রাফি তুলেছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি।

Assalamu Alaikum, how are you all, I hope you are all doing very well by the grace of Almighty Allah. Today I am going to share with you how I spent my time at school and how I had fun with my friends. I hope you like it.

I woke up this morning at about nine o'clock, then I got up first and had breakfast. In fact, taking breakfast with money from my grandmother has become a habit of mine every day. First went to grandma's then took money from her and went straight to the shop to finish my breakfast with parathas and bhaji and a cup of tea.

After breakfast, I came home, took my school bag and went straight to school. I went there and had fun with my friends for a while, then I went to the roof. Actually, it would be wrong to say that from our roof, our area can be seen very beautifully from the school roof. You all know that it is a very big area.

IMG_20241125_120622_225.jpg

But we live in Kamranga Char area very close to Buriganga river where we spend our days pretty well and especially whenever we want to visit the river bank then I took some photographs of our area from the roof while doing mischief with friends which I share with you. doing

ঢাকা হচ্ছে গণবসতি একটা জায়গা যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে বসবাস করে নিজেদের কর্মস্থলের জায়গা করে তোলে আর কর্মসংস্থানের কারণে তারা এখানে বসবাস করতে অনেক বেশি সুবিধা বোধ করে যেমনটা আমার বাবাও করে থাকে আমাদের বাড়ি রংপুরে কিন্তু আমরা এখানে ঢাকাতেই থাকি ঢাকাতেই বড় হচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে ঢাকাতেই থাকবো।

আমাদের এলাকার বেশ কিছু ফটোগ্রাফি তোলার পর আমি দেখলাম আমাদের স্কুলের পাশে যে গাছটা বিগত কয়েক বছর বলতে পারেন আমি ছোট থেকেই এই গাছ থেকে আসছি সেই গাছের কিছু ফটোগ্রাফি তুললাম কিছু বললে ভুল হবে দুইটাই তুলেছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি।

IMG_20241125_120625_132.jpg
IMG_20241125_120627_949.jpg
-
IMG_20241125_120632_551.jpg
-

আলহামদুলিল্লাহ মোটামুটি আমার সমস্ত ছবি তোলার পর আমি চলে আসলাম ক্লাসের এরপর ক্লাস করেছিলাম ক্লাস শেষ হলে আমি সোজা বাসায় চলে আসলাম বাসায় এসে কিছুক্ষণ রেস্ট করে গোসল করে নিয়েছিলাম তারপর দুপুরের খাবার খেয়ে আবারো কিছুক্ষণ গেমস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আপনারা সবাই জানেন বর্তমান সময়ে বিশেষ করে আমাদের বয়সী বা আমাদের সমবয়সী যারা রয়েছে তারা কিন্তু গেমস খেলতে অনেক বেশি পছন্দ করে।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের দিনটা এবং আজকে আমি স্কুলে কি কি করেছি এবং আমার বন্ধু বান্ধবের সাথে অনেক দুষ্টামির পাশাপাশি আমি ঝাল মুড়িমাখা এবং আরও অনেক খাবার খেয়েছি যার ফটোগ্রাফি যদি আমি ভুলে গিয়েছিলাম সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

IMG_20241125_120619_200.jpg
IMG_20241125_120620_398.jpg
IMG_20241125_120622_225.jpg
IMG_20241125_120626_704.jpg

Dhaka is a slum a place where people from different parts of the country come to live and make their place of work and because of employment they feel more comfortable to live here like my father also does our house is in Rangpur but we live here in Dhaka and grow up in Dhaka inshallah in future in Dhaka will stay

After taking several photographs of our area, I saw the tree near our school for the past few years. I have been coming from this tree since childhood. I took some photographs of that tree.

Alhamdulillah after taking almost all my pictures I came to the class then I did the class when the class was over I came straight home came home rested for a while took a bath then had lunch again got busy with games for a while you all know that nowadays especially our age Or those who are our age but like to play games more.

Today I shared with you today and what I did in school today and a lot of mischief with my friends and I ate Jhal Murimakha and many other foods whose photography I forgot everyone will be fine Allah Hafeez.

YouTube channel

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!