Hello friend Assalamu Alaikum I hope you are all well by the grace of Allah I am very well I am Mohammad Mamun I am back to you with a new post only we know how beautiful the afternoon is in our country many people must have seen twilight in our country mashallah very beautiful I hope that you think the twilights in our country are very beautiful. You know when I was in Dhaka, it was a very beautiful day. That day was maybe 27th of October that day was my birthday
day was one of the best day I have ever seen I am now 24 years old the best day I have ever seen that twilight is so beautiful mashallah I like it I hope you like it when I first saw the light of the world The most happy was my mother, my whole family, how much everyone loved me, how much care, now see, now I have to take care of them. Only those who see know how beautiful the world is. I hope I can explain to you in our country. Twilight bye allah hafiz
হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমি মোহাম্মদ মামুন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা পোস্ট নিয়ে আমাদের দেশে বিকেলটা কতটা সুন্দর তা শুধু আমরাই জানি অনেকেই দেখে থাকবেন আমাদের দেশে আমাদের দেশে গোধূলি বেলা গুলো মাশাল্লাহ অনেক সুন্দর লাগে দেখতে আশা করি আপনাদের কাছে মনে হয় আমাদের দেশে গোধূলি গুলো অনেক সুন্দর লাগে আমি যখন ঢাকাতে রাখতাম জানেন সেদিন একটা অপরূপ সুন্দর একটা দিন ছিল। সেই দিনটা ছিল হয়তোবা অক্টোবরের ২৭ তারিখে সেই দিনটা ছিল আমার জন্মদিন
সেই দিনটা ছিল আমার দেখা সেরা একটা দিন আমার বয়সে এখন ২৪ বছর আমার দেখা সেরা দিন ছিল সেটা গোধূলি বেলাটা অনেক সুন্দর মাশাল্লাহ লাগে আমার কাছে আশা করি আপনাদের কাছে লাগবে আমি যখন প্রথম পৃথিবীর আলো দেখেছিলাম সব থেকে খুশি হয়েছিল আমার মা আমার পুরো পরিবার সবাই কত আদর করত কত যত্ন কর ত এখন দেখা তো এখন আমাকে ই তাদের যত্ন নিতে হচ্ছে পৃথিবীটা কত সুন্দর জানেন যারা দেখছে তারাই বুঝলে পৃথিবীটা কত সুন্দর আশা করি আপনাদের বোঝাতে পারছি আমাদের দেশে গোধূলি বেলা বলেন সন্ধ্যা বেলা বলেন মাশাল্লাহ অনেক সুন্দর আশা করি আর আপনারা বুঝতে পারছেন এখন শুভরাত্রি আল্লাহ হাফেজ