Hello friend Assalamu Alaikum I am Mohammad Mamun here again with a new post for you little kids how beautiful winter is you may know now it is winter how much fun it is to wear thick clothes in winter but yes it is very difficult to wake up in the morning. When the children see their little brothers and sisters, they remember their childhood. In winter, the fun of making moya from Nanud is different. You may know that small moya is made with molasses and jaggery. We have it all over the country. I eat steamed pithas in winter. You may think that many people have eaten pithas
We all like to eat winter pitha, many of you like it, maybe winter pitha is the most favorite pitha among winter pithas like coconut pitha, color pitha, sesame pitta, milk soaked pitha, etc. My most favorite pitha is coolie pitha, patisapata pitha and my many coconut ones. One of my favorite pies is my coconut noodles. My mother makes small balls with her hands. I am small. I like to eat a lot. You may have eaten coconuts. Children's mischief increases a lot in winter. Don't you see how mischievous I am? No, but these are my brothers and sisters from the side of my in-laws, I mean, my aunt and uncle understand. I hope you are well, God Hafez. Allah Hafiz
হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মামুন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা পোস্ট নিয়ে ছোট ছোট বাচ্চারা যে কতটা সুন্দর শীতকালে তা বোঝা যায় আপনারা হয়তো জানেন এখন শীতকাল চলছে শীতকালে মোটা কাপড় পড়তে কতই না মজা লাগে কিন্তু হ্যাঁ সকালবেলায় ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয় এই বাচ্চাগুলো ছোট ছোট ভাই বোন গুলোকে দেখে ছোটবেলার কথা মনে আসে শীতকালে নানুদের কাছ থেকে মোয়া বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা আপনারা হয়তো জানেন মুড়ি দিয়ে গুড় দিয়ে ছোট্ট ছোট্ট মোয়া বানানো হয় সেগুলো আমরা সারাদেশে খেয়ে থাকি শীতকালে ভাপা পিঠাগুলো অনেক মজা আপনারা হয়তো ভাবা পিঠা খেয়েছেন অনেকেই আবার অনেকেই খান নেই বাবা পিঠা খাইতে ভাপা পিঠা খাইতে
এই শীতকালে গ্রামাঞ্চলের মানুষেরা এ পিঠাগুলো বানিয়ে থাকে যেমন কালার পিঠা নারিকেলের পিঠা তিলের পিঠা দুধ দিয়ে ভেজানো পিঠা আরো অনেক ধরনের পিঠা পুলি বানিয়ে থাকে শীতকালে আমার কিন্তু সবচেয়ে পছন্দের পিঠা হচ্ছে কুলি পিঠা পাটিসাপটা পিঠা আর নারিকেলের নাড়ু আপনাদের কি কি পছন্দ অবশ্যই জানাবেন এই বাচ্চা গুলোকে দেখে মনে হয় কেউ ওদের শীত লাগে আমাদের আসিফ লাগেনা, দেখছেন না কেমন লাফালাফি করে আল্লাহর রহমতে আপনাদের শীতকালটা অনেক ভালোভাবে কাটুক এটাই আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন আমার ছেলেটাও এখনই শীতের পোশাক পড়া শুরু করে দিছে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ