The beauty of nature

in blurt-188398 •  22 days ago 

IMG_20241108_171053.jpg
The image that I have shared with you is the Surya weapon image. It is really nice to see the sunset. Every day there is a view like this near our house and during the sunrise there is also a beautiful view. Every day I go to see this sunset and sunrise.
আমি আপনাদের মাঝে যেই ছবিটি শেয়ার করেছি সেটা হচ্ছে সূর্য অস্ত্রের ছবি। সূর্যাস্ত দেখতে আসলে অনেক ভালো লাগে আমাদের বাড়ির পাশে প্রতিদিন এরকম দৃশ্য দেখা যায় এবং সূর্যোদয়ের সময় ও একটি সুন্দর দৃশ্য দেখা যায় প্রতিদিনই আমি এই সূর্যাস্ত এবং সূর্য উদয় দেখতে যাই।
IMG_20241108_171105.jpg
The picture that I have shared with you is the sunset picture. I like to see the sunset. Every people in Bangladesh like it. Not only Bangladesh, but also the people of the Arab world like to see this sunset. And it's actually pretty cool.
আমি আপনাদের মাঝে যে ছবিটি শেয়ার করেছি এটা হচ্ছে সূর্যাস্তের ছবি সূর্য অস্তে দেখতে আমার অনেক ভালো লাগে বাংলাদেশের প্রত্যেকটি মানুষেরই ভালো লাগে শুধু বাংলাদেশ না আরব বিশ্বের মানুষের এই সূর্যাস্ত দেখতে ভালো লাগে। এবং এটা আসলে অনেক সুন্দর।
IMG_20241108_171109.jpg
The photo I am sharing with you is a sunset photo. The place where I went to watch the sunset is that there is a field near my house. I went to watch the sunset there. I rise every day as soon as the sun rises in the morning. In the morning I take my bike out to watch the sunrise.
আমি আপনার মাঝে যেই ছবিটি শেয়ার করছি এটা হচ্ছে সূর্যাস্তের ছবি। আমি যেখানে সূর্যাস্ত দেখতে গিয়েছিলাম সেটা হচ্ছে আমার বাড়ির পাশে একটা মাঠ আছে মাঠে ওইখানে সূর্যাস্ত দেখতে গিয়েছিলাম। আমি প্রতিদিন শরীয়তের সাথে সাথে সূর্য উঠাও ভোর বেল। ভোর বেলায় আমি আমার সাইকেল নিয়ে বের হয়ে সূর্যোদয় দেখতে যাই।
IMG_20241108_171133.jpg
The photo I am sharing with you is a sunset photo. We went to Kuakata for a visit, we could not see such a beautiful sunset from Kolkata. But it is in a field near our village that we saw beautifully at sunset. The sunset is very nice to see.
আমি আপনার মাঝে যেই ছবিটি শেয়ার করছি এটা হচ্ছে সূর্যাস্তের ছবি। আমরা বেড়াতে কুয়াকাটাতে গিয়েছিলাম কলকাতা থেকে কেউ এমন সুন্দর সূর্য অস্ত আমরা দেখতে পারি নাই। কিন্তু এটা আছে আমাদের গ্রামের পাশের একটি মাঠ মাঠে সুন্দরভাবে আমরা সূর্যাস্তরে দেখেছি। সূর্যাস্ত দেখতে অনেক ভালোই লাগে।
IMG_20241108_171058 (1).jpg
And the picture that I have shared with you is the sunset picture. The first day I saw this scene I was walking through one of our villages and it was almost dusk. As I passed along the road, I saw that the sunrise was actually much more beautiful than the sunset. I took out my phone from my pocket and took pictures. I shared the pictures with you. You can tell me how it went in the comments.
আর আপনার মাঝে যে ছবিটা শেয়ার করেছি সেটা হচ্ছে সূর্যাস্তের ছবি। প্রথম যেদিন এই দৃশ্যটা আমার চোখে পড়ে তখন আমি হাঁটতে হাঁটতে আমাদের এক গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন প্রায় সন্ধ্যা হবে হবে মুহূর্তে। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম যে সূর্য আসছোটাও আসলেই অনেক সুন্দর সূর্যাস্তের সাথে থেকেও সুন্দর অনেক বেশি। পকেট থেকে ফোন বের করে ছবি তুললাম ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্টে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!