random photography album

in blurt-188398 •  2 months ago 

IMG_20240213_120823.jpg
Assalamu Alaikum, I am starting with salam. The picture you can see below is Rabindranath Tagore, he was a poet. I have read many of Tina's handwritten poems about myself and her handwritten poems come inside our book, there are many unknown poems. When he was a child, he worked in a tea shop and supported his family. Then he slowly started writing poetry and became an epic poet. He is named after the universal poet Rabindranath Tagore. Tina's cottage is ours. We have seen everything from his childhood photos in Kuthibari to his first handwritten English letter. I also saw that his ship means that he used to travel by this boat. I also saw his childhood pictures. He received the Nobel Prize for Gitanjali poetry. He wrote not only this book of poetry but also books of poetry. We are fascinated to read them and it is really fun to read them. He is such a poet that he single-handedly wrote the national anthem of any country, so he is called a world poet. Not only that, his writings were very good. He has written love poems and various other songs and has given the melody of the song. He wrote not only poetry songs but also many story novels. I have read his novels myself and they were very funny and also painful. He is a poet, I think not only me but the whole world. He writes very good poetry.

আসসালামু আলাইকুম সবার প্রথমে সালাম দিয়ে শুরু করছি। আপনারা নিচে যে ছবিটি দেখতে পারছেন তিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন কবি ছিলেন। তিনার হাতের লেখা অনেক কবিতা আমি পড়েছি নিজের বিষয়টা এবং তার হাতে লেখা কবিতা আমাদের বইয়ের ভিতরে আসে জানা অজানায় অনেক কবিতা আছে। তিনি ছোটবেলায় তিনি চায়ের দোকানে কাজ করে সংসার চালাই তো। তারপর তিনি আস্তে আস্তে কবিতা লেখা শুরু করেন কবিতা লিখতে লিখতে তিনি একজন মহাকবি হয়ে যান। তার নাম দেয়া হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনার কুঠিবাড়ি আমাদের অবস্থিত। আমরা কুঠিবাড়িতে তার ছোটবেলার ছবি থেকে শুরু করে তার হাতের লেখা প্রথম ইংরেজি চিঠি সেটাও আমরা দেখেছি। আরো দেখেছি তার জাহাজ মানে তিনি এই নৌকায় করে ভ্রমণ করতেন সেটা। আরো দেখেছি তার ছোটবেলার গুলো ছবি। তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল। তিনি শুধু এই কাব্যগ্রন্থ নয় কাব্যগ্রন্থ লিখেছেন। সেগুলো পড়ে আমরা মুগ্ধ হয়েছি এবং সেগুলো পড়তে অনেক মজা লাগে। তিনি এমনই একটা কবি যে কোনটা দেশের জাতীয় সংগীত তিনি একাই লিখেছেন তাই তাকে বিশ্বকবি বলা হয়। শুধু তাই নয় কিছুই তিনি লিখেছেন তার লেখাগুলো অনেক ভালো ছিল। প্রেমের কবিতা আরও বিভিন্ন গানো তিনি লিখেছেন গানের সুর দিয়েছে গানের তাল দিয়েছে। তিনি শুধু কবিতার গানও না অনেক গল্প উপন্যাস লিখেছে তার উপন্যাস গুলো আমি নিজে পড়েছি এবং সেগুলো অনেক মজার ছিল এবং কষ্টেরও ছিল। তিনি একজন কবি আমি মনে করি শুধু আমিও নয় সারা বিশ্ব মনে করে। তিনি খুব ভালো কবিতা লিখেন।
IMG_20240814_132352.jpg
First of all take my greetings. The photo I want to share with you is my friend Rumel's birthday cake. The cake that came from Gangni was so beautiful and so much fun to eat. My friend is a man so we friends gave him a surprise gift along with we brought a cake and after a lot of fun we cut the cake. My friend was smiling while cutting the cake. My friend has a girlfriend whose name I am not saying she was invited. We all got together and smeared the cake butter on everyone's cheeks. The day was celebrated very well. After cutting the cake we arranged for light thin a little food. The food was beef dal rice and some water. After eating and drinking, we friends sat together and chatted, after chatting we went to our respective homes. I will remember this day all my life not only me but all my friends will remember this day and my friend will also remember this day. And my friend's girlfriend will remember too. We had a lot of fun during the day and at night the friend invited us all, we all went home and had dinner and chatted with him for a long time and also had a little fun and chat with the friend's parents. We all played Antex Ani.

সবার প্রথমে আমার সালাম নিয়েন। আমি যেটা চাই ছবিটি আপনাদের মাঝে শেয়ার করেছি সেটা হচ্ছে আমার বন্ধু রুমেলের জন্মদিনেরকেকের ছবি। যে এই কেকটা নিয়ে আসা হয়েছিল গাংনি থেকে কেকটা অনেক সুন্দর ছিল এবং খেতে অনেক মজার ছিল। আমার বন্ধু একটা মানুষ তাই আমরা বন্ধুরা মিলে তাকে সারপ্রাইজ গিফট দিলাম তার সাথে সাথে আমরা একটা কেক নিয়ে আসলাম এবং অনেক মজা করে বন্ধ করে আমরা কেকটি কাটলাম। কেক কাটার সময় আমার বন্ধু মুচকি মুচকি হাসতেছিল। আমার বন্ধুর একটা গার্লফ্রেন্ড আছে নাম আমি বলছি না তাকে ইনভাইট করা হয়েছিল। আমরা সবাই একসাথে এবং কেকের মাখন সবার গালে গালে লাগিয়ে দিলাম। দিনটা অনেক ভালোভাবে উদযাপন করলাম আমরা কেক কাটার পরে আমরা হালকা পাতলা একটু খায় তার ব্যবস্থা করেছিলাম খাওয়া-দাওয়াাথে ছিল গরুর মাংস ডাল ভাত এবং কিছু পানি। খাওয়া-দাওয়া শেষে আমরা বন্ধুরা মিলে বসে আড্ডা দিলাম আড্ডা দেওয়ার শেষে নিজ নিজ বাড়ির দিকে। এই দিনটার কথা আমার সারা জীবন মনে থাকবে শুধু আমার না সকল বন্ধুদের এই দিনের কথা মনে থাকবে এবং আমার বন্ধুরও মনে থাকবে। এবং আমার বন্ধুর গার্লফ্রেন্ডের ও মনে থাকবে। দিনটা আমরা খুব মজা করে কাটাইলাম এবং রাত্রে বন্ধু আমাদের সবাইকে দাওয়াত দিল আমরা সবাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলাম এবং তার সাথে অনেকক্ষণ বসে আড্ডা মারলাম বন্ধুর মা-বাবার সাথেও একটু মজা করলাম আড্ডা দিলাম। সবাই মিলে আন্তেক্স আনি খেললাম।
IMG_20240903_170303.jpg
The brother who is cutting the grass is called Jabbar. That brother mows grass in the park every day. I meet him every day. He mows a sack of grass every day and if he has time, he mows half a sack more. He has two cows and three goats in his house so he works very hard to cut grass. I like to watch it cut the grass. I love to see mowing since my childhood although I can't mow well, one day I mow the grass and since then I can't mow anymore. I meet this brother every day, he comes to cut the grass every day. And every day I lift the bag of grass on his head while you cut the grass in five to three sacks and take the grass home and he thanks me every day. He is a very funny man every day we see him mowing the grass talking and having fun. Not only me but my two friends also go to hang out with me and watch the grass cut. He can cut grass very nicely. For three long years, he cut the grass inside the park and went outside for two days to cut the grass off. He cuts the grass every day because he has two cows and three goats. I like to see the grass cut, I don't know if you like it. I like to see mowing the grass. I go to see inside there is a lot of grass but many others are mowing there. He has no hair on his head but he can cut grass well. Many others go to cut the grass, they can't cut the grass as well as they once did. With this I conclude my brief speech. I really like to see the grass cut, I hope you like it too.

যে ভাইটা ঘাস কাটছে তার নাম হলো জাব্বার। সে ভাইটি প্রতিদিনই পার্কের ভিতর ঘাস কাট আমার সাথে প্রতিদিনই দেখা হয় সে প্রতিদিন এক বস্তা করে ঘাস কাটে এবং সময় পেলে আরো হাফ বস্তা বেশি ঘাস কাটে। তার বাড়িতে দুইটা গরু এবং তিনটা ছাগল আছে তাই সে খুব কঠোর পরিশ্রম করে ঘাস কাটে। তা ঘাস কাটা দেখতে আমার অনেক ভালোই লাগে আমরা গল্প করতে করতে ঘাস কাটা উপভোগ ঘড়ি এবং ঘাস কাট। ঘাস কাটা দেখতে আমার ছোটবেলা থেকেই ভালো লাগে যদিও আমি ঘাস কাটতে পারি না ভালোভাবে একদিন ঘাস কাটতে গিয়ে আমার তারপর থেকে আমি আর ঘাস কাটতে যায় না। এ ভাইটার সাথে আমার প্রতিদিনই দেখা হয় সে প্রতিদিনের ঘাস কাটতে আসে। এবং তুই পাঁচটা তিন বস্তা করে ঘাস কাটে ঘাসগুলো বাড়িতে নিয়ে যাওয়ার সময় প্রতিদিনই আমি তার মাথায় ঘাসের বস্তাটা উঠিয়ে দি সে আমাকে প্রতিদিনই ধন্যবাদ দেয়। সে অনেক মজার একটা মানুষ প্রতিদিনই আমরা কথা বলতে বলতে এবং আনন্দ করতে করতে ঘাস কাটা দেখি। শুধু আমি না আমার দুইটা বন্ধুও যায় আমার সাথে আড্ডা দিতে দিতে ঘাস কাটা দেখি। তিনি খুব সুন্দর ভাবে ঘাস কাটতে পারে। তিনি দীর্ঘ তিন বছর যাবত পার্কের ভিতরে ঘাস কাট পড়লে বাইরে ও যাই দু একদিন ঘাস কাটা অফ দেয়। তিনি প্রতিদিন ঘাস কেটে বেড়াই কারণ দুইটা গরু তিনটা ছাগল আছে। ঘাস কাটা দেখতে আমার অনেক ভালো লাগে আমি জানিনা আপনাদের ভালো লাগে কি। ঘাস কাটা দেখতে আমার খুব ভালোই লাগে দেখতে যাই ভিতরে ভিতরে অনেক ঘাস রয়েছে শুধু আরো অনেকে সেখানে ঘাস কাটে তার মাথায় চুল নেই কিন্তু সে ঘাস কাটতে ভালো পারে। আরো অনেকে ঘাস কাটতে যাই তারা বেশি ভালো ঘাস কাটতে পারে না একবার হয় যেমন ঘাস কাটে তেমন পারেনা। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ঘাস কাটা দেখতে আমার অনেক ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে।
IMG_20240726_110107 (1).jpg
The folder that I am sharing with you is a kind of Java flower that blooms everywhere. The picture that I have shared with you is that there are many varieties of jaba flowers taken from a park next to it. Among the varieties, this is one variety. These jaba flowers will be very nice to see. The flowers are of many colors such as red, blue, green and yellow. These flowers attract people because they look very beautiful. I love to see the flowers, people come to see the flowers. They say that these flowers look very beautiful so they come from outside to see them, but many people from abroad come to see these mistakes. I like these flowers to look very beautiful especially the red flower looks very beautiful to me. You know my favorite color is red, not only me but many people like red flowers more. And especially among Hindus, Hindus like red flowers very much. Many others like flowers. From home, many people gather to see these flowers in this small park of our village. Every day we charge 20 taka for tickets to this park. Many people come to see these flowers. People come from outside, from outside the district, from outside the upazila, many people come from Cox's Bazar. These flowers are brought from India by those who brought them from India and planted them here. Seedlings are sold here. If you want to buy separately, you can talk. With this I conclude my brief statement. Hope you like it a lot. Personally I like this flower very much, I hope you will like it very much.
আমি যে ফোল্ডার কথা আপনাদের মাঝে শেয়ার করছি এটা হচ্ছে এক ধরনের জাভা ফুল যেটি ফোটে পথে-ঘাটে রাস্তায় দিতে খাল বিলে সব জায়গায়ই। আমি যে ছবিটি আপনাদের মাঝে শেয়ার করেছি হচ্ছে পাশে একটি পার্কের থেকে তোলা জবা ফুলের অনেক জাত আছে সে জাত গুলোর ভিতরে এটি হচ্ছে একটি জাত এই জবা ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে যাব ফুলগুলো অনেক রঙের হয়ে থাকে যেমন লাল নীল সবুজ হলুদ হয়ে থাকে। এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর হওয়ায় মানুষকে আকর্ষণ করে তোলে। ফুলগুলো দেখতে আমার খুব ভালো লাগে বিনয় থেকেলোকজন ফুল দেখতে আসে। তারা বলে এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর তাই তারা বাইরে থেকে দেখতে আসে শুধু তারানা বিদেশ থেকে অনেক লোকজন এই ভুলগুলো দেখতে আসে ফুলগুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগে। আমার এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে বিশেষ করে লাল ফুল টা আমার দেখতে খুব সুন্দর লাগে ভালো লাগে। আপনারা জানেন আমার পছন্দের রং লাল দেখতে আমার ভালো লাগে শুধু আমার না আরো অনেকের লাল ফুল টা বেশি ভালো লাগে। আর বিশেষ করে হিন্দুদের হিন্দুদের তো লাল ফুল অনেক পছন্দের হয়। আরো অনেকেরই ফুলগুলো ভালো লাগে। বাড়ি থেকে আমাদের গ্রামের এই ছোট্ট পার্কে এই ফুলগুলো দেখতে অনেক মানুষ জড়ো হয় প্রতিদিন আমাদের এই পার্কে টিকিট নেওয়া হয় ২০ টাকা তাও অনেক মানুষ আসে এই ফুলগুলো দেখতে এই ফুলগুলো দেখতে অনেক চমৎকার লাগে। বাইরে থেকে মানুষ আসে জেলার বাইরে থেকে উপজেলার বাইরে থেকে অনেক মানুষ আছে থেকে আসে কক্সবাজার থেকে আসে। এই ফুলগুলো নিয়ে আসে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে যারা নিয়ে এসে এখানে লাগানো হয়েছে এখানে চারা বিক্রি করা হয় আপনারা যদি ছাড়া কিনতে ইচ্ছুক থাকেন তাহলে কথা বলতে পারেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আশা করি অনেক পছন্দ হয়েছে। ব্যক্তিগতভাবে আমার এই ফুলটা অনেক ভালো লাগে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
IMG_20240726_105842.jpg
I do not know the exact name of this flower which I have shared with you. Maybe Bhai Phule's name could be Rangan, I don't know exactly. These flowers are very nice to look at, so I have taken pictures of red flowers like yellow, red, blue, pink, white. Many people come from outside to see these flowers. I like to see these flowers very much. One of the reasons why these flowers look so beautiful is because these flowers bloom and these flowers are of many colors. We have five types in this park. These flowers are from India. There is a Mia in our village. He plants many kinds of flowers in his park and many people come from outside the district, from outside the upazila to see the flowers. I personally like them very much. By doing this mistake, people become angry and they come to see these flowers and they buy the mistakes. These flowers are sold for 50 to 100 taka. Because the price of these flowers is so low, these flowers are sold more, which means more sales are made. If he earns three four to five thousand rupees, he has to spend a lot of money to take care of the flowers, these flowers are very expensive. And the seedlings of this flower are sold, these flowers are as I told you before that the seedlings of this flower are of many colors such as white and red roses. There are many species of this dye, it has many different colors and there are many species of this species, there is another species of different species. I like the flowers very much, not everyone likes me, and the girl in our village likes them very much. The main reason why she planted these flowers in her garden tomorrow is because her business is very good with her merchant flowers, selling these flowers.By doing this he earns 50 to 60 thousand rupees per month and he has a lot of profit and he is very happy. If money is the main reason for shelling, nothing can be found in this world except money, and these flowers cannot be bought without money. Many people buy these flowers for money and take them to their homes for swapping. These words were shared with you, hope you will like these flower pictures and others will like them very much. I like the picture of flowers very much.

আমি যেই আপনাদের মাঝে শেয়ার করেছি এই ফুলের নামটা আমি সঠিক জানিনা। হয়তো ভাই ফুলের নামটি রঙ্গন হতে পারে আমি ঠিক জানিনা। এই ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে তাই ফুলগুলো লাল ফুলের ছবিটি করেছি অনেক যেমন হলুদ লাল নীল গোলাপি সাদা হয়ে থাকে। এই ফুলগুলো দেখতে বাইরে থেকে অনেক আসে এই ফুলগুলো দেখতে আমাকে অনেক খুব ভালো লাগে এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর হওয়ার একটি কারণ হলো এই ফুলগুলো ফুটে থাকে আর এই ফুলগুলো অনেক রঙের হয় আমাদের এই পার্কে পাঁচ রকমের আছে। এই ফুলগুলো ইন্ডিয়া হয়। আমাদের গ্রামে একটি মিয়া আছে। সে তার পার্কে অনেক রকমের ফুল ফুল গাছে চারা লাগাই এবং সেটা দেখতে আসে একটু বাইরে থেকে না জেলার বাইরে থেকে উপজেলা বাইরে থেকে অনেক লোক দেখতে আসে ফুলগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে ভালোলাগার প্রথম কারণ হলো এ ফুলগুলো। এ ভুল করে মানুষকে আকর সিদ্ধ করে তোলে এবং এ ফুলগুলোকে দেখতে আসে তারাই ভুলগুলোকে কিনে নিয়ে যাই এ ফুলগুলো বিক্রি করা হয় ৫০ থেকে ১০০ টাকা এই ফুলগুলোর দাম এত কম হওয়ার কারণে এ ফুলগুলো সেল বেশি করা হয় মানে বিক্রি বেশি বেশি করা হয় এই ফুলগুলো বিক্রি করে তিন চার থেকে পাঁচ হাজার টাকা তাহলে ইনকাম করে যেমন যেমন i তেমন ব্যয় বিক্রি করে টাকা ইনকাম করে তেমনি ফুলের যত্ন নেয়ার জন্য তাকে অনেক ব্যয় করতে হয় এই ফুলগুলো অনেক দামি হয়ে থাকে। এবং এই ফুলের চারা বিক্রি করা হয়, এই ফুলের হয়ে থাকে আপনার তো আগেই বলেছি যে এই ফুলের চারা অনেক রঙে হয়ে থাকে যেমন সাদা লাল গোলাপ হয়ে থাকে। এ রঙ্গন অনেক প্রজাতি আছে এর রং অনেক রকম আছে এবং অনেক প্রজাতির আছে এটা হচ্ছে প্রজাতির আরেকটি আছে সেটা হচ্ছে ভিন্ন ধরনের প্রজাতির। ফুলগুলো দেখতে আমার খুব ভালো লাগে আমারও নাই সবারও ভালো লাগে এবং আমার যে আমাদের গ্রামের যে মেয়ে আছে তার অনেক খুব ভালো লাগে বলে এই ফুলগুলো সে তার বাগানে কালকে ভিতরে লাগানোর প্রধান কারণ হলো তার ব্যবসা তার ব্যবসায়ী ফুলগুলো দিয়ে অনেক ভালো চলে এই ফুলগুলো বিক্রিকরে সে প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করে এবং তার অনেক লাভ হয় এবং সে অনেক খুশি। খোসার প্রধান কারণ হলে টাকা এই পৃথিবীতে টাকা ছাড়া আর কোন কিছুই পাওয়া যায় না তেমনি এই ফুলো টাকা ছাড়া কিনতে পাওয়া যাবে না। এই ফুলগুলো টাকা দিয়ে কিনে অনেক লোকজন তার বাড়িতে সোয়াপ করার জন্য নিয়ে যায়। এই কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করা ছিল আশা করি এই ফুলের ছবিগুলো আপনাদের অনেক ভালো লাগবে এবং অন্যদের অনেক ভালো লাগবে ফুলের ছবিটি আমার অনেক ভালো লেগেছে আমার ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!