Coral Fish

in blurt-188398 •  last month 

20240928_084935.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @kingparvez from Bangladesh


Coral fish is the most expensive fish among marine fish and it is a very demanding fish. Coral fish is very beautiful to look at and it is also very tasty to eat. I went to the market this time and took pictures of some axefish and bought some coral fish. Actually korad fish is very delicious to eat after cooking and this fish is rich in nutrients which are very important for human body. This fish is caught by the fishermen from the sea and sold at a high price. Even though the price of this fish is high, many people want to buy this month because one thing is that this month is very tasty as well as the export of the country is regular and the government has given special attention after this month.

20240928_084941.jpg

I also like to eat coral fish. I bought this fish and the fish look very beautiful. And it's a very tempting taste. One who eats once wants to eat again later. Because it is a very tasty fish and besides, they are very good to eat this month. I bought coral fish at 800 taka per kg. Fishermen are very expensive, but still they are customers, they should explain to them and try to reduce the price. They sell the fish of long ago. If you sell old fish, you can understand it only by pressing your finger on the fish. If it's a fish from a long time ago, your fingerprints will sit there. And if it's not the previous fish then your fingerprint won't fit. I hope you understand how to recognize fresh fish.

20240928_084929.jpg

There was a market in the morning so I went to buy fish. After the trawler arrived, I was enjoying the fishing. I took many pictures of fish like this. And felt that fishing is a wonderful experience. What I'm feeling right now can't really be expressed in words. I thought I would write a poem sitting here. If I were a poet, I would have written it now. All of us friends used to fish during childhood, it was a different kind of fun. I like fishing very much. Sometimes we all go fishing together in the sea.

20240928_084925.jpg

Whether we could catch fish or not, we all went fishing together. Really childhood days were very beautiful. So while buying fish, I reminisced for a while. Beautiful fish can be seen in front of me. All the markets have taken a beautiful shape. It looks very beautiful. Wet Gai fishermen have the name Tolar from Tolar. Today I feel really happy to see something brand new. This beautiful feeling cannot be expressed in words. Fishing is loved by everyone and I am no exception. I am very happy to see this incredible beauty. In fact, it is so beautiful that it is impossible to express it in writing. Looks like today is coming to an end. I will remember this day.

20240928_084859.jpg

Many people want to eat fried fish on rainy days. I am also no exception. Especially on rainy days, I buy my favorite fish and fry it. Many people do raining. Many people want to make fish recipes together with their loved ones. Many people prefer khichuri and fish fry on rainy days. On rainy days, the weather is relatively cool, so there are more fish in the sea. Fish are available both day and night. Fishing Eating fish is actually a hobby. Likewise coral fish are our favorite and we like them a lot.

20240928_084856.jpg

Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.

20240928_084858.jpg

সামুদ্রিক মাছের ভিতরে সবথেকে দামি মাছ কোড়াল মাছ এবং এটি অনেক চাহিদা সম্পন্ন একটি মাছ।কোরাল মাছ দেখতে অনেক সুন্দর লাগে এবার খেতেও অনেক সুস্বাদু। আমি আমি বাজারে গিয়ে এইবার কিছু কুড়াল মাছের ছবি তুলেছি এবং কোরাল মাছ কিনে এনেছি। আসলেই কোড়াল মাছ রান্না করার পরে খেতে অনেক সুস্বাদু লাগে এবং এই মাছে পুষ্টিকর পুষ্টি সমৃদ্ধ উপাদান আছে যা মানব শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই মাছ জেলেরা সমুদ্র থেকে ধরে আনে এবং চড়া দামে এই মাছ বিক্রি করে এই মাছের দাম বেশি হওয়ার পরেও অনেকেই এই মাস কিনতে চাই কারণ একটাই যে এই মাস অনেক সুস্বাদু পাশাপাশি দেশের রপ্তানি করা হয় রেগুলার এবং সরকার এই মাসের পর বিশেষ নজর দিয়েছেন।

কোরাল মাছ আমারও খেতে অনেক ভালো লাগে। আমি এই মাছ কিনে নিয়ে আসি মাছগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। আর এটি অনেক লোভনীয় একটি স্বাদ। যে একবার খাই সে পরবর্তীতে আবার খেতে চাই। কারণ এটি অনেক সুস্বাদু একটি মাছ যেগুলো এবং তার পাশাপাশি এই মাসের এগুলো অনেক ভালো লাগে খেতে। কোরাল মাছ আমি প্রতি কেজি কিনেছি ৮০০ টাকা দরে। জেলেরা খুব দামের পড়ে স্টিকলি চড়া তারপরও তারা কাস্টমার আমরা আছি তাদের উচিত তাদেরকে বুঝিয়ে দাম কমিয়ে কেনার চেষ্টা করা। অনেক আগের দিনের মাছ তারা বিক্রি করে। যদি অনেক আগের মাছ বিক্রি করে তাহলে মাছের গায়ে আপনি আঙুল দিয়ে চাপ দিলেই বুঝতে পারবেন। সেটা যদি অনেক আগের মাছ হয় তাহলে আপনার আঙ্গুলের ছাপ ওইখানে বসে যাবে। আর যদি আগের মাছ না হয় তাহলে আপনার আঙ্গুলের ছাপ বসবে না। টাটকা মাছ কিভাবে চিনবেন আশা করি বুঝতে পেরেছেন।

20240928_084854.jpg

সকালে বাজার ছিল তাই মাছ কিনতে গিয়েছিলাম। ট্রলার আসার পরে মাছ উঠানো উপভোগ করছিলাম। এভাবে মাছের অনেকগুলো ছবি নিয়েছি । আর অনুভব করেছি মাছ ধরা একটি অসাধারণ অভিজ্ঞতা। এ মুহূর্তে আমি যা অনুভব করছি তা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। ভাবলাম একটা কবিতা লিখব এখানে বসে বসে। যদি কবি হতাম তাহলে এখনই লিখে ফেলতাম। আমরা সকল বন্ধুরা মিলে শৈশবের সময় মাছ ধরতাম সে এক অন্যরকম মজা ছিল । মাছ ধরতে আমার অনেক ভালো লাগে।মাঝে মাঝে সবাই একসাথে সাগরে মাছ ধরতে যায়।

মাছ ধরতে পারি বা না পারি সবাই মিলে মাছ ধরা ধরতে যেতাম । সত্যি শৈশবের দিনগুলো অনেক সুন্দর ছিল।তাই মাছ কিনতে গিয়ে অনেক স্মৃতিচারণ করলাম কিছুক্ষণ।সামনে সুন্দর মাছ দেখা যায়। সমস্ত বাজার যেন একটি সুন্দর রূপ ধারণ করেছে। দেখে মনে হয় অনেক সুন্দর। ভেজা গায়ে জেলেরা মাছ নাম আছে টলার থেকে। আজ আমি সত্যিই অনেক আনন্দিত মনে হচ্ছে একেবারে নতুন কিছু দেখছি। এই সুন্দর অনুভূতি আর ভাষায় প্রকাশ করা যাবে না। মাছ ধরা সবারই কম বেশি পছন্দ আমিও তার মধ্যে ব্যতিক্রম নয়। এই অসম্ভব সৌন্দর্য দেখে আমার মনে খুব আনন্দ হচ্ছে। আসলে অনেক সুন্দর যা লিখে প্রকাশ করা সম্ভব নয়। দেখতে দেখতে আজকের দিনটা শেষ হয়ে যাচ্ছে। আমার এই দিনটির কথা মনে থাকবে।

20240928_084853.jpg

বৃষ্টির দিনে অনেকে মাছ ভাজে খেতে চাই । তেমনি আমিও তার ব্যতিক্রম না। বিশেষ করে বৃষ্টির দিনে আমার ফেভারিট মাছ কিনে এনে ফ্রাই করে ভেজে খাই। অনেকে বৃষ্টিবিলাসের করেন। অনেকে আবার চাই প্রিয়জনের সাথে একসাথে মাছের রেসিপি করতে। আবার অনেকে পছন্দ করে বৃষ্টির দিনে খিচুড়ি এবং মাছ ফ্রাই। বৃষ্টির দিনে আবহাওয়া টা তুলনামূলক শীতল থাকে তাই সাগরে অনেক বেশি মাছ পাওয়া যায় । দিনে রাতে উভয় সময়েরই মাছ পাওয়া যায়। মাছ ধরা মাছ খাওয়া আসলে একটা শখের বিষয়। তেমনি কোরাল মাছ আমাদের অনেক ফেভারিট এবং আমরা অনেক পছন্দ করি।

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord