Twisted fish / sea fish

in blurt-188398 •  3 months ago 

20240928_084750.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @kingparvez from Bangladesh


The condition of marine fish is very good. Eating this sea fish will give zinc and vitamins to your body. Everyone should eat more sea fish this summer. Which increases the immune system of the body. Cures diseases quickly. Eating this fish will boost your immune system. Various doctors advise sick patients to eat fish.Desi fish is a popular fish of Bangladesh. Which fulfills all types of meat needs of people. Majority of people of the country like it and keep it in their fish list. Local fish are available in different places in Bangladesh. I mostly buy from local market. Today I will share my fish buying experience. There is a local market near where I live. I go there regularly. Many types of fish are available here, both local and foreign fish. Meanwhile, I like desi fish. Yesterday I bought 2 kg of local fish. Every day thousands of people queue up here to buy fish. The behavior of the fishmonger uncle was very nice and polite. He gives very nice customer service. Needless to say, it is a local market but very clean. The entire shop and seating areas are very clean. The surroundings are very beautiful. The behavior of those who came to market with us was also very nice. Eating fish prevents various diseases in our body.

I try to keep fish and fruit especially in daily meals. Because fish fulfills the need of non-vegetarian in our body. There are many fish shops in the city. Fish has become a readily available food in Bangladesh. So people of all age groups like fish more. I eat many fruits but my favorite fruit is desi fish. I recommend everyone around me to eat fish. Eating this fish removes various diseases and problems in the body which is an important thing. Fish is black in appearance but rich in nutrients, everyone likes it and even doctors recommend eating it. The name of this fish is twisted, it is really like a Magur fish. which live in the sea and are caught by fishermen. Au fish is a little violent type because it looks like Magur fish.

20240928_084752.jpg

Twisted fish is one of our non-vegetarian needs. A variety of daily meals as well as non-vegetarian meals are required. We catch them from the sea. Twisted fish are always available in the country. So the people of the country can buy the sea fish very easily. It is exported to India to meet the demand of the country. And when we fail to export the country suffers economically. There is a demand for twisted fish in every country. The government is now planning to export it on its own initiative. We are called fish and rice Bengalis. Because the people of Bangladesh like a lot. And if it is a fish, then there is nothing else to say. In the near future, the country will earn a lot of foreign exchange from fish. So I think the government should give more importance to fish farming in all districts besides Chandpur. From here the business is marketed commercially. Fish of Bangladesh is appreciated by all countries of the world. Also exported to many countries of the world. But now the needs of the people of the country are met first. Initiatives are being taken for commercial cultivation. I applaud the initiative of the government as it is a good initiative for the country. Apart from Bangladesh, India is dependent on the fish of Bangladesh. India-Bangladesh cannot live without fish. Bangladesh Fish World Cup is welcomed. Finally, I can say one thing that fish is a sector with immense potential in Bangladesh and fish is one of the favorite foods of Bangladeshi people. I am also taking the initiative to eat fish at home so I have bought the necessary materials. Finally, I want to say one thing, fish is the king of fish in taste and smell. If the exports to different countries are good then hopefully the country will earn a lot of foreign exchange and reserves will increase. So we all should be aware of this. We fish from our Bay of Bengal. If you catch this fish, please comment. While fishing, you must catch fish carefully, other aquatic animals can attack, and pirates can also attack. Above all, fish is one of the essential items in meeting non-vegetarian needs.

20240928_084748.jpg

As it is a very popular fish, the demand of this fish is high in every market. Being a very demanding fish, everyone wants to eat it. Try to feel the taste because it is a fish rich in nutrients. And when the price of this fish is low, the common people start to buy it. They eat a lot of sea fish. And fish has many benefits that many people don't know. Different types of fish have different benefits. They should be known. Doctors also suggest to eat fish. And everyone likes to fry fish eggs too. Which is a very pleasant thing. Which is one of the favorite foods. We catch the fishes from our local sea. There are many types of fish here. Trawling from the sea is a challenge that not everyone can handle. Now the risk is very high. So we can catch and sell this month at high price which is a very profitable business. So when the price of fish is high we make a lot of profit so we try to fish regularly.

Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.

সামুদ্রিক মাছের অবস্থা অনেক ভালো। এই সামুদ্রিক মাছ খাওয়ার ফলে আপনাদের শরীরের জিংক এবং ভিটামিন দেবে আপনাকে সবাইকে।এই গরমে সামুদ্রিক মাছ বেশি খাওয়া উচিত সকলের। যার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোগ দ্রুত নিরাময় করে। দেশি মাছ বাংলাদেশের জনপ্রিয় একটি মাছ। যা মানুষের সকল ধরনের আমিষের চাহিদা পূরণ করে ।দেশের সিংহভাগ মানুষ এটি পছন্দ করে এবং তাদের মাছের তালিকায় এটি রাখে। বাংলাদেশে দেশি মাছ বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। আমি বেশিরভাগ সময় লোকাল বাজার থেকে কিনি। আজকে আমি আমার মাছ কেনার অভিজ্ঞতা শেয়ার করব। আমি যেখানে থাকি তার পাশে একটা স্থানীয় বাজার আছে। সেখানে আমি রেগুলার যাই। এখানে অনেক রকম মাছ পাওয়া যায় দেশি মাছ এবং বিদেশী মাছ। এরমধ্যে আমার দেশি মাছ টাই ভালো লাগে। গতকাল আমি ২ কেজি দেশি মাছ কিনে এনেছি। প্রতিদিন হাজার হাজার মানুষ সারি সারি বেঁধে এখানে মাছ কিনতে আসে। মাছ বিক্রেতা আঙ্কেলের ব্যবহারটা অনেক সুন্দর এবং ভদ্র ছিল। অনেক সুন্দর তিনি কাস্টমারকে সার্ভিস দেন। একটা কথা না বললেই নয় এটা লোকাল বাজার হলেও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সম্পূর্ণ দোকান এবং বসার জায়গা গুলো। আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। আমাদের সাথে যারা বাজার করতে এসেছিল আসছিল তাদের ব্যবহারটাও অনেক সুন্দর ছিল। মাছ খেলে আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ হয়।

বিশেষ করে প্রতিদিনের খাবারে আমি মাছ ফল রাখার চেষ্টা করি। কারণ মাছ আমাদের শরীরে আমিষের চাহিদা পূরণ করে । শহরেও অনেক মাছের দোকান দেখা যাই। মাছ বাংলাদেশের একটি সহজলভ্য খাদ্য হিসাবে পরিনত হয়ে গেছে। তাই সকল বয়সের সকল শ্রেণীর মানুষ মাছ বেশি পছন্দ করে। আমি অনেকফল খেয়েছি কিন্তু আমার পছন্দের ফল দেশি মাছ। আমি আমার আশেপাশের সবাইকে মাছ খাওয়ার জন্য সাজেস্ট করি।এই মাছ খাওয়ার ফলে আপনার আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। বিভিন্ন ডক্টররা মাছ খেতে উপদেশ দেন অসুস্থ রোগীদের কে। এই মাছ খেলে শরীরে বিভিন্ন ধরনের রোগ এবং সমস্যা দূর হয় যা গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখতেই মাছ কালো রঙের কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ সবাই এটি পছন্দ করে এবং ডাক্তাররাও এটি খেতে বলে। এই মাছের নাম মোচড় সত্যি কিছুটা মাগুর মাছের মত। যা সাগরে বসবাস করে এবং জেলেরা এগুলো ধরে নিয়ে আসে। মাগুর মাছের মত দেখতে বলেই এউ মাছ একটু হিংস্র টাইপের।

20240928_084747.jpg

আমাদের আমিষের চাহিদা পূরণে মোচড় মাছ অন্যতম। প্রতিদিনের বিভিন্ন খাবারের পাশাপাশি আমিষ জাতীয় খাবার প্রয়োজন। আমরা এগুলো সাগর থেকে ধরে থাকি। দেশে মোচড় জাতীয় মাছ সব সময় পাওয়া যায়। তাই দেশের মানুষ সাগরের মাছটি খুব সহজেই এটি ক্রয় করতে পারে। দেশের চাহিদা পূরণ করে এটি ভারতে রপ্তানি করা হয়। আর আমরা যখন রপ্তানি করতে ব্যর্থ হই দেশ অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। মোচড় মাছের চাহিদা প্রত্যেকটা দেশে রয়েছে। সরকার এখন নিজ উদ্যোগে এটি রপ্তানি করার পরিকল্পনা গ্রহণ করছে। আমাদেরকে মাছে-ভাতে বাঙালি বলা হয়। কারণ বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করে। আর সেটা যদি হয় মাছ তাহলেতো আর কোন কথাই নেই । অদূর ভবিষ্যতে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করবে দেশ মাছ থেকে। তাই আমি মনে করি চাঁদপুরের পাশাপাশি সকল জেলাতে মাছ চাষের গুরুত্ব বেশি দেওয়া উচিত সরকারের। এখান থেকে বাজারজাত করা হয় বাণিজ্যিকভাবে ব্যবসা শুরু হয়। বাংলাদেশের মাছ বিশ্বের সকল দেশের কাছে প্রশংসনীয়। এছাড়াও বিশ্বের অনেক দেশের রপ্তানি হয়। কিন্তু এখন দেশের মানুষের চাহিদা পূরণ করা হয় আগে। বাণিজ্যিক চাষ করার উদ্যোগ নেয়া হচ্ছে। আমি সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাই কারণ এটি দেশের জন্য একটা ভালো উদ্যোগ। বাংলাদেশ ছাড়াও বাংলাদেশের মাছের প্রতি ভারত নির্ভরশীল। ভারত-বাংলাদেশে মাছ ছাড়া চলতে পারে না। বাংলাদেশের মাছ বিশ্বকাপ সমাদৃত। পরিশেষে একটা কথাই বলতে পারি মাছ বাংলাদেশের অপার সম্ভাবনামায় একটি খাত এবং বাংলাদেশের মানুষের পছন্দনীয় পানিয়র তালিকায় মাছ অন্যতম। আমিও বাড়িতে নিজে মাছ খাওয়ার জন্য উদ্যোগ নিচ্ছি সেজন্য প্রয়োজনীয় সামগ্রী কিনেছি। পরিশেষে একটা কথাই বলতে চাই, স্বাদে গন্ধে মাছ মাছের রাজা।যদি বিভিন্ন দেশে রপ্তানি ভালোভাবে হয় তাহলে আশা করি দেশের অনেক বৈদেশিক মুদ্রা আয় হবে এবং রিজাভ বৃদ্ধি পাবে। তাই আমাদের সকলের এ বিষয়ে সচেতন হওয়া উচিত। আমরা আমাদের বঙ্গোপসাগর থেকে মোচড় মাছ ধরে থাকি। আপনারা যদি কেউ এই মাছ ধরেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছ ধরার সময় অবশ্যই সাবধানে ধরতে হবে অন্য জলপ্রাণী আক্রমণ করতে পারে তাছাড়া জলদস্যুরাও আক্রমণ করতে পারি । সবথেকে বড় কথা হল মাছ আমিষের চাহিদা পূরণে একটি প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম।

20240928_084745.jpg

এটি অত্যন্ত জনপ্রিয় মাছ হওয়ার কারণে প্রত্যেকটা বাজারে এই মাছের চাহিদা অনেক। অনেক চাহিদা সম্পন্ন মাছ হওয়ার কারণে সবাই এটি খেতে চাই। স্বাদ অনুভব করার চেষ্টা করে কারণ এটি অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি মাছ ।আর এই মাছের দাম যখন কম থাকে তখন সাধারণ মানুষের এটি কেনার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তারা খুব বেশিকরে সামুদ্রিক মাছ খাই।আর মাছের অনেক উপকারিতা আছে যেগুলো অনেকেই জানেনা বিভিন্ন টাইপের মাছের বিভিন্ন ধরনের উপকারিতা আছে এগুলো জানা উচিত। ডাক্তাররাও মাছ খেতে সাজেস্ট করেন।আর মাছের ডিম ভেজেখেতেও সবাই অনেক পছন্দ করে।যেটা অনেক ভালোলাগার একটা বিষয়। যেগুলো প্রিয় খাবার গুলোর মধ্যে অন্যতম। আমরা আমাদের লোকাল সমুদ্র থেকে মাছগুলো ধরে আনি। এখানে অনেক প্রকারের মাছ আছে। সমুদ্র থেকে ট্রলারে করে মাছ ধরেন একটা চ্যালেঞ্জের বিষয় যা সকলে পারে না । এখনে রিস্ক অনেক বেশি থাকে। তাই আমরা ধরে এনে এই মাস চড়া দামে বিক্রি করতে পারি যা খুবই লাভজনক একটি ব্যবসা। তাই মাছের মূল্য যখন বেশি থাকে তখন আমাদের অনেক লাভ হয় তাই আমরা রেগুলার মাছ ধরার চেষ্টা করি ।

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!