Cultivation of Indigenous Lemons

in blurt-188398 •  26 days ago 

20241026_090216.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @kingparvez from Bangladesh


How familiar we all are with the lemon fruit. It is a popular fruit in our country that we can eat with different salads and also separately with rice. With any ceremony it is combined with Salat. You can eat this lemon as syrup during summer time lemon syrup is very popular and widely seen all the time. Lemons can be cultivated differently in the home garden. You can grow lemons in different places in your garden on the roof in tubs. If lemon cultivation is maintained properly at home, the yield is very high. Soil preparation is an important factor in lemon cultivation. If the soil is not prepared well, the yield will not be good, so if you prepare the soil in various good ways, the yield will increase. Regular composting of the soil should be done regularly to ensure that the soil in the tub is rich in nutrients. Generally loamy soil should be selected for growing lemons. Doas soil is good for lemon cultivation 10 Soils have increased the yield of lemon cultivation earlier. So the ideal soil for understanding is Doash soil. But a little bigger top should be determined. If the top is short it appears that the yield may be low. And if it is bigger than before the tub, watering and fertilizing will be beneficial for you. In addition to tops, you can grow lemon trees in your backyard. We have grown our lemon tree in the backyard. There are many lemons here, you can see that the lemons look small and full of juice. It is very delicious to eat with rice and can also be eaten as a salad. We make lemon syrup and eat them regularly.
The best way to plant lemon trees is to grow native varieties of lemons. Because lemons from native trees have more lemon juice and you can feel a great pleasure to eat them. There are many varieties of lemons in our country. There are many advanced varieties of lemon available in our country, including Bau Kagi Lebu-1, Bau Lebu-2, and Bau Lebu-3.

20241026_090209.jpg

They are not good rattan if they do not choose the right time of planting. You can grow lemons at any time of the year if you wish, there are no restrictions. However, if you cultivate lemon around the month of Baisakh, the yield of lemon is a little higher. Lemon has more juice. And also every crop has a specific time. If you produce at that time or plant it at that time, you can get a lot of profit if you plan to cultivate it at that time. So I think you should take steps to maintain that. To grow lemons, you must collect lemon seedlings of superior varieties. One can procure lemon seedlings of improved varieties from local nurseries as well as seek advice from experienced lemon growers as experience is greatly needed. Here and besides, you can go ahead with lemon farming by consulting some of the agricultural officials in your area. Lemon's server method has certain tricks to follow. When planting lemon trees, first you need to prepare the soil. That is why different types of fertilizers should be mixed together and soaked. After a few days, the soil of the pot should be loosened again. Then see if the soil is dry. If the soil is not well drained, the yield will not be good. It is very important to apply insecticides at the right time of planting them. Along with that, compost exemptions should be applied as per regular rules.

20241026_090206.jpg

Fertilizer quantity and fertilizer application should be done correctly. In case of lemon cultivation, you can apply organic fertilizers to lemon plants. Also as inorganic fertilizer you can use TSP fertilizer, potash fertilizer, stone lime urea etc. How to apply insect control and pesticides. Pesticides and fertilizers should be applied regularly to lemon trees. It is better to spray fungicide before monsoon. However, it should be noted that it is better not to spray pesticides when the plants have flowers. Care and maintenance of lemon garden should be done properly. Lemon plants need to be properly cared for to avoid any deficiency. Care should be taken to ensure that the soil does not move from the base of the plant while planting. After planting, the soil at the base of the plant should be slightly elevated so that the soil does not move easily. Care should be taken so that water does not collect at the base of the tree, water can reach the roots of the tree. Should the lemon tree be planted properly at home, otherwise the yield will not be good. The dead and dry branches of the tree should be cut so that other branches are not damaged from there. Lemon contains a large amount of vitamins and other nutrients. Lemon is very important for various diseases Lemon contains citric acid. The medicinal properties of lemon are very good. Lemon has many medicinal properties. Drink lemon juice mixed with honey, salt and ginger to relieve cold and fever. Using lemon juice reduces the risk of heart disease. Excess body fat is reduced, body weight is reduced, body diseases are also reduced. Citric acid in lemon reduces calcium excretion. Lemon is very useful in case of fever. It is important to know when to harvest lemons because the fruits cannot be picked unless they are ripe. Lemons should usually be harvested when ripe. Mature lemons can be harvested and preserved. A mature tree will yield at least that many lemons. There are some varieties of lemon trees that yield year-round.

Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.

লেবু ফলটির সাথে আমরা সকলেই কত ভাবে পরিচিত। এটা আমাদের দেশে একটি জনপ্রিয় ফল যেটা আমরা বিভিন্ন সালাদের সাথে এবং আলাদা করে ভাতের সাথেও খেতে পারি। যে কোন অনুষ্ঠানের সাথে এটাই সালাতের সাথে মিশে দেওয়া হয়। এই লেবু আপনি শরবত করে খেতে পারেন গরমের সময় লেবুর শরবত অনেক জনপ্রিয় এবং ব্যাপকভাবে দেখে সব সময় থাকে । লেবু ভিন্নভাবে চাষ করা যায় বাড়ির আঙ্গিনায়। টবে ছাদে নিজের বাগানে বিভিন্ন জায়গায় লেবু চাষ করতে পারেন। বাড়িতে সঠিক পদ্ধতি মেইনটেইন করে লেবু চাষ করলে ফলন অনেক বেশি হয়। লেবু চাষে মাটি তৈরি গুরুত্বপূর্ণ একটি বিষয় মাটি ভালো ভাবে তৈরি না করলে ফলন ভালো হবে না তাই আপনি বিভিন্ন উত্তম পদ্ধতিতে মাটি তৈরি করলে ফলন বৃদ্ধি পাবে। মাটিতে নিয়মিত রেগুলার কম্প্রেট স্যার ব্যবসা তৈরি করতে হবে যেন টবের মাটিতে পুষ্টিগুণ সমৃদ্ধ মাটি পাওয়া যায়। লেবু চাষ করার জন্য সাধারণত দোআঁশ মাটি নির্বাচন করা উচিত। দোয়াস মাটি লেবু চাষ করার জন্য উত্তম ১০ মাটিতে আগে লেবু চাষের ফল অনেক বৃদ্ধি পেয়েছে। তাইলে বুঝাস করার জন্য আদর্শ মাটির দোয়াশ মাটি। তবে একটু বড় টপ নির্ধারণ করতে হবে। টপ ছোট হলে দেখা যাচ্ছে যে ফলন কম হতে পারে। আর টবের আগে থেকে বড় হলে পানি দেওয়া সার দেওয়া এটা দিয়ে আপনার জন্য সুবিধা হবে। টপ ছাড়াও আপনি বাহির বাড়ির আঙ্গিনা লেবু গাছ চাষ করতে পারেন। আমাদের যে লেবু গাছটি সেটা আমরা বাড়ির আঙ্গুলে আঙ্গিনায় চাষ করেছি। এখানে অনেক লেবু হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এটি দেখে লেবু লেবু ছোট ছোট দেখতে মনে হল ভিতরে রসে ভরপুর। খেতে অনেক সুস্বাদু ভাতের সাথে খাওয়া যায় এবং তার পাশাপাশি সালাত বানিয়ে খাওয়া যায়। লেবুর শরবত বানিয়ে আমরা এগুলো রেগুলার খাই।
লেবু গাছ রোপনের খেতে সবথেকে উত্তম যে বিষয়টা সেটা হচ্ছে দেশি জাতের লেবু চাষ করা। কারণ দেশি গাছের লেবুতে লেবুর রস বেশি হয় এবং খেতে একটা দারুন মজা অনুভব করতে পারবেন। আমাদের দেশে অনেক জাতের লেবু আছে। আমাদের দেশেও অনেক উন্নত জাতের লেবু যারা পাওয়া যায় এর মধ্যে আছে বাউ কাগজি লেবু-১, বাউ লেবু-২, এবং বাউ লেবু-৩।

20241026_090204.jpg

তারা রোপনের সঠিক সময় নির্বাচন না করলে তারা রতন ভালো হয় না। আপনি ইচ্ছা করলে বছরে যে কোন সময় লেবু চাষ করতে পারেন এর জন্য ধরা বাধা কোন নিয়ম নেই। তবে বৈশাখ মাসের দিকে লেবুর চাষ করলে লেবুর ফলনটা একটু বেশি হয়। লেবুতে রস বেশি পাওয়া যায়। এবং তাছাড়া প্রত্যেকটা ফসলের একটি নির্দিষ্ট টাইম থাকে। সেই টাইমে উৎপাদন করলে বা সেই টাইমে লাগালে বাট সেই টাইমে চাষের পরিকল্পনা নিলে অনেক লাভবান হওয়া যায়। তাই সেই মেনটেন করে আপনাকে পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি। লেবু চাষ করতে হলে অবশ্যই আপনাকে উন্নত জাতের লেবু চারা সংগ্রহ করতে হবে। স্থানীয় নার্সারি থেকে উন্নত জাতের লেবু চারা সংগ্রহ করতে পারেন তার পাশাপাশি যারা অভিজ্ঞ লেবু চাষে তাদের পরামর্শ নিতে পারেন কারণ অভিজ্ঞতার বিরাট প্রয়োজন আছে। এখানে আছে এবং তার পাশাপাশি আপনার এলাকার যে কৃষি কর্মকর্তা কিছু কর্মকর্তার সাথে পরামর্শ নিয়ে আপনি লেবু চাষে এগোতে পারেন। লেবুর সার্ভার পদ্ধতি নির্দিষ্ট কিছু কলা কৌশল রয়েছে সেগুলো অনুসরণ করতে হবে। লেবু গাছ লাগানোর ক্ষেত্রে প্রথমে আপনাকে মাটি তৈরি করতে হবে। সেজন্য বিভিন্ন ধরণের সার কে একত্রে মিশিয়ে ভিজিয়ে রাখতে হবে। কিছু দিন পর আবার পাত্রের মাটি খুচিয়ে দিতে হবে। এরপর দেখতে হবে মাটি ঝুরঝুরে হয়েছে কিনা সটা। মাটি ভালো ভাবে ঝড়ঝুড়ি না করলে ফলন ভালো হবে না। তারা লাগানোর সঠিক সময় স্মারক কীটনাশক প্রয়োগ করতে হবে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার সাথে কম্পোস্ট ছাড় এগুলো রেগুলার নিয়ম মত প্রয়োগ করতে হবে।

20241026_090200.jpg

সারের পরিমাণ ও সার প্রয়োগ সঠিকভাবে করতে হবে। লেবু চাষের ক্ষেত্রে আপনি লেবু গাছে জৈব সার দিতে পারেন। এছাড়াও অজৈব সার হিসাবে টিএসপি সার , পটাশ সার, পাথর চুন ইউরিয়া ইত্যাদি ব্যবহার করতে পারেন।পোকামাকড় দমন ও কীটনাশক কিভাবে প্রয়োগ করবেন। লেবু গাছে নিয়মিত কীটনাশক ও সার প্রয়োগ করতে হবে। বর্ষা আসার পূর্বে ছত্রাকনাশক স্প্রে করলে ভাল হয়। তবে খেয়াল রাখতে হবে যখন গাছে ফুল থাকবে তখন কীটনাশক স্প্রে না করাই ভালো। লেবু বাগানের যত্ন ও পরিচর্যা করবেন সঠিকভাবে করতে হবে। লেবু গাছের সঠিকভাবে যত্ন নিতে হবে যেন কোন ঘাটতি না পরে। চারা রোপণের সময় খেয়াল রাখতে হবে গাছের গোড়া থেকে মাটি সরে না যায়। চারা লাগাগোর পর গাছের গোড়ার মাটি কিছুটা উঁচু করে দিতে হবে যেন সহজে মাটি না সরে যাই। খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি জমতে না পারে পানি জমলে গাছের শিকড় পৌঁছে দিতে পারে । লেবু গাছ কি সঠিকভাবে বাড়িতে দিতে হবে না হলে ফলন ভালো হবে না গাছে মরা ও শুকনো ডালপালা কেটে দিতে হবে যেন অন্য ডালপালা ওইখান থেকে যেন ক্ষতিগ্রস্ত না হয়। লেবু একটি প্রচুর পরিমাণে ভিটামিন ও অন্যান্য খাদ্য উপাদান রয়েছে । লেবু বিভিন্ন রোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লেবুতে থাকে সাইটিক এসিড। লেবুর ঔষধি গুনাগুন অত্যন্ত ভালো। লেবুতে অনেক ধরণের ঔষধি গুন রয়েছে। লেবুর রস মধু লবণ ও আদা দিয়ে মিশিয়ে পান ঠান্ডা জ্বর উপশম হয় । লেবু রস ব্যবহারে হৃদ রোগের ঝুঁকি কমায়।শরীরের অতিরিক্ত মেদ কমে, দেহের ওজন কমায়, শরীরের রোগ সংক্রমণও কমে যায়। লেবুর সাইট্রিক এসিড ক্যালসিয়াম নির্গমন হ্রাস করে। জ্বরে হলে লেবু খুবই উপকারী। কখন লেবু ফল সংগ্রহ করবেন সেটি ভালোভাবে জানতে হবে কারণ ফল পরিপক্ক না হলে উঠানো যাবে না। লেবু সাধারণত পরিপক্ক হলেই সংগ্রহ করতে হবে। পূর্নবয়স্ক লেবু পেড়ে সংরক্ষন করা যায়।একটি পূর্ণবয়স্ক গাছ থেকে কমপক্ষে অনেক লেবু পাওয়া যাবে। কিছু জাতের লেবু গাছ আছে যেগুলো থেকে সারা বছর ফলন পাওয়া যায়।

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!