Cultivation of vegetables in a tub on the roof of the house.

in blurt-188398 •  3 months ago 

20241017_165326.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @kingparvez from Bangladesh


Vegetables are one of the most important sources of vitamins and minerals in our body. So more and more vegetables should be eaten. Everyone mainly depends on fresh vegetables to maintain good health. If we are wise, we can grow vegetables in the tub of the roof of the house with all the effort. But we can grow different vegetables and we can grow all the vegetables that are cultivable. If we want, we can grow everything like chillies, green chillies, eggplants, tomatoes etc. The soil of tub seed beds should be well prepared before planting. The soil for planting vegetables should be well-drained and the soil should be selected with high water holding capacity. If necessary, the soil should be shaken and sieved to make it small. Along with this the soil should be made using different ingredients like sand ten soil with less post manure Govar Sir Pesticides etc. If the soil is not fertile, your vegetables will not grow well. If it is clay then sand should be mixed with it which is used very effectively. By treating the soil, it will be disease free and you will have better yield and vegetable growing in that soil. Fertilizer should be well mixed in the soil so that the yield is good and there is no risk later. In this way, if the soil is prepared by following the correct method, there will be no more problems. Sowing and irrigation should be done very efficiently so that the crops are not damaged.

20241017_165300.jpg

In this case also the soil should be cleaned so that the water reaches inside the soil. Spread the seeds very lightly in the tub. The seeds should be buried in the soil with manure. Water should be given regularly, the speed of water should not be too strong, water damage should occur. Attention should be paid to the speed of water so that the organic fertilizer coating on the seeds does not move. Smaller seeds should be watered more carefully so as not to damage and dislodge the seeds. This is important because germination can be disrupted. The red color on this onion shows that it is not a local onion. Today I will give you the idea of ​​desi pear. Desi onion is a little smaller in size and less red in color. Desi onion is cultivated in different places in the country. They are cultivated in different crop fields of the village. Here many people grow onions and sell them in the market. They all cultivate with great skill which is their long experience. Everyone likes desi onion very much. Onion is the staple of many people in this area.The government currently provides a lot of support to onion farmers. Encourages them because they are meeting onion shortage in the country by cultivating onions. This is when the price of onions increases. It's sad for everyone. Research is conducted on onion in Bangladesh and different countries. One thing that is bad is that the price of this onion is a little high. And this price is sometimes increased by syndicates. As it is a village fish, it is very tasty to eat. Many people like to eat onions. Many businessmen of Bangladesh do onion import and export business. Those who do onion import and export business also contribute a lot to the country. So, instead of pouring water over the tub, it should be finished at the bottom so that many important tasks are completed. To grow vegetables in tubs, a lot of care needs to be taken. Many times after planting they can attack birds and insects etc. and destroy your seedlings so you have to keep an eye on the birds to prevent them from attacking the insects and monitor them with importance and find out where the problems are. Necessary medicine should be used so that insects or ants cannot attack the crops. However, to save the crop from birds, the tub should be covered with a net.

20241017_165150.jpg

Many times it is seen that different types of weeds can grow in the tub soil before sowing the seeds which are very harmful to the crop. Weeds should be cleaned regularly. While clearing the weeds, care should be taken to move the base of the tree and not to uproot the tree. Sometimes stormy rain, heavy rain on rain, etc. occur during this time, the trough should be kept in a cool, dry place, where the sunlight is less. Timely collection of vegetables is a very important task. It is better to eat vegetables when they are young rather than leaving them on the tree for a long time. This makes it soft to eat on the one hand which is very tasty. Vegetables should not be plucked from the tree and must be collected gently so as not to pull the plant. Hopefully, there will be no harm to vegetable plants. Growing vegetables in tubs has many benefits. Growing vegetables in tubs has many advantages. Top vegetables can be protected from various natural disasters. Can be saved from the nuisance of animals and birds. Household expenses can be reduced. Do not waste more than necessary. Organic fertilizers can be used in vegetables. To increase the beauty of the house, many people arrange them inside the house, which increases the beauty of the house.

Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.

শাক-সবজি আমাদের শরীরের ভিটামিন ও খনিজ পর্দাথের অন্যতম একটি উৎস। সুতরাং বেশি বেশি করে শাকসবজি খাওয়া উচিত। স্বাস্থ্য ভাল রাখার জন্য সকলে মূলত টাটকা সবজির উপর নির্ভরশীল। আমরা যদি একটু বুদ্ধি দিয়ে চলি তাহলে সর্ব পরিশ্রমে বাড়ির ছাদের টবে শাকসবজি চাষ করতে পারি। তবে আমরা বিভিন্ন শাকসবজি চাষ করতে পারি চাষযোগ্য যেগুলো শাকসবজি আছে সেগুলো সবই চাষ করতে পারি। যদি চাই যেমন মরিচ কাঁচামরিচ, পুঁইশাক, বেগুন, টমেটো ইত্যাদি সবকিছুই আমরা চাষ করতে পারি। টবের বীজতলার মাটি ভালোভাবে প্রস্তুত করতে হবে চাষ করার আগে। শাক-সবজির বীজতলার জন্য মাটি ভালোভাবে ঝুরঝুর করে নিতে হবে এবং এমন মাটি নির্বাচন করতে হবে যেন পানি ধারণক্ষমতা বেশি হয়। প্রয়োজনে মাটির ঝুরঝুরি করে চালনি দিয়ে চেলে ক্ষুদ্র ক্ষুদ্র করতে হবে। এর সাথে বেলে দশ মাটির সাথে কম পোস্ট সার গভর স্যার কীটনাশক ইত্যাদি বিভিন্ন উপাদান ব্যবহার করে মাটি তৈরি করতে হবে। প্রয়োজন মাটি উর্বর না হলে আপনার শাকসবজি ভালো হবে না । এটার মাটি হলে তার সাথে বালু মিশিয়ে নিতে হবে যা অনেক কার্যকর হিসেবে ব্যবহার করা হয়। মাটিকে শোধন করলে রোগ জীবাণুম মুক্ত হবে এবং সেই মাটিতে আপনার ফলন ভালো হবে এবং শাকসবজি চাষ ভালো হবে। ভালোভাবে সার মাটি মিশিয়ে নিতে হবে যেন ফলন ভালো হয় পরবর্তীতে আর কোন ঝুকি না থাকে। এভাবে সঠিক পদ্ধতি অনুসরণ করে মাটি তৈরি করলে আর কোন সমস্যা হবে না। বীজ বপন ও সেচ অত্যন্ত দক্ষ ভাবে করতে হবে যেন ফসলের ক্ষতি না হয়।

20241017_165130.jpg

এক্ষেত্রেও মাটির ঝরঝরে করে নিতে হবে যেন পানি মাটির ভিতরে পৌঁছায়। খুব হালকাভাবে বীজ ছড়িয়ে দিতে হবে টবের ভেতর। সার দিয়ে মাটির ভেতরে বীজগুলোকে পুঁতে দিতে হবে। পানি দিতে হবে নিয়মিত পানির গতি বেশি জোরে হওয়া যাবে না পানির ক্ষতি আসতে হতে হবে। লক্ষ্য রাখতে হবে পানির গতিতে যাতে বীজের উপর জৈব সারের আবরণ সরে না যায়। যে সব বীজ আকারে ছোট সেগুলোর ক্ষেত্রে আরো সাবধানতা অবলম্বন করে পানি দিতে হবে যেন কোন ক্ষতি না হয় এবং বিদ গুলো যেন সরে না দেয়। অঙ্কুরোদগমে ব্যঘাত ঘটতে পারে তাই এটি গুরুত্বপূর্ণ। তাই সব টবের উপর দিয়ে পানি না দিয়ে তলা দিয়ে শেষের ব্যবস্থা করতে হবে যাতে অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়। সবজি চাষ টবে করতে হলে অনেক পরিচর্যা করতে হবে। অনেক সময় তারা রোপন করার পরে পাখি পোকামাকড় ইত্যাদিতে আক্রমণ করে আপনার চারা নষ্ট করে ফেলতে পারে যেন পাখি পোকামাকড় আক্রমণ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং গুরুত্বটা দিয়ে এগুলো মনিটরিং করতে হবে এবং কোথায় কি সমস্যা আছে সেগুলো খতিয়ে বের করতে হবে। ফসলে যেন পোকা বা পিপড়া আক্রমণ না করতে পারে সেই জন্য প্রয়োজনীয় ঔষধ ব্যবহার করতে হবে। তবে পাখির হাত থেকে ফসল বাঁচাতে হলে টবের উপর জাল দিয়ে ঢেকে রাখতে হবে।

অনেক সময় দেখা যায় টবের মাটিতে বীজ বপনের আগে বিভিন্ন প্রকার আগাছা জন্মাতে পারে ফসলের জন্য অত্যন্ত ক্ষতিকর। আগাছাগুলো প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে। আগাছা পরিষ্কার করতে গিয়ে যেন গাছের গোড়া নাড়ে যায় এবং গাছ যাতে উঠে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাঝে মাঝে ঝড় বৃষ্টি অতি বৃষ্টি অন বৃষ্টি ইত্যাদি দেখা দেয় এই সময়ে ট্রফ ঠান্ডা শুষ্ক জায়গা রাখতে হবে এই জায়গায় সূর্যের আলো কম যায়। সবজি সময় মত সংগ্রহ করা একটি অতি গুরুত্বপূর্ণ কাজ। সবজি বেশিদিন গাছে না রেখে কচি থাকতেই তুলে খাওয়া ভাল।এই পেঁয়াজ গায়ে লাল ভাবগুলো দেখে বোঝা যায় এটি দেশি পিয়াজ না । আমি আজকে আপনাদেরকে দেশি পিয়ারের ধারণা দিব। দেশি পেঁয়াজ সাইজে একটু ছোট এবং লালচে কালার কম । দেশি পেঁয়াজ দেশে বিভিন্ন জায়গায় চাষ হয় । গ্রামের বিভিন্ন ফসলের মাঠে এগুলো চাষ করা হয় । এখানে অনেকে পেঁয়াজ চাষ করে বাজারে বিক্রি করে। তারা প্রত্যেকে অনেক দক্ষতার সাথে চাষাবাদ করে যা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা।দেশি পেঁয়াজ সবাই অনেক পছন্দ করে । এই এলাকার মানুষের অনেকেরই প্রধান দেশী পেঁয়াজ ।
সরকার বর্তমানে পেঁয়াজ চাষীদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে । তাদেরকে উৎসাহ দেয় কারণ তারা পিয়াজ চাষ করে দেশের পেঁয়াজের ঘাটতি পূরণ করছে। এই পেঁয়াজ যখন মূল্য বৃদ্ধি পায় । এটা সবার জন্য দুঃখজনক । বাংলাদেশ ও বিভিন্ন দেশে পেঁয়াজের উপর গবেষণা চালানো হয় ।খারাপ লাগার একটা বিষয় এই পেঁয়াজের দামটা একটু বেশি । আর এই দাম সিন্ডিকেটের মাধ্যমে আরো অনেক বৃদ্ধি করা হয় মাঝে মাঝে । যেহেতু এটি গ্রামের একটা মাছ তাই এটি খেতে অনেক সুস্বাদু । অনেকেই পেঁয়াজ খেতে পছন্দ করে । বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা পিঁয়াজ আমদানি রপ্তানির ব্যবসা করে । যারা পিয়াজ আমদানি রপ্তানির ব্যবসা করে তারাও দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। এতে করে একদিকে যেমন নরম খাওয়া যায় যা অত্যন্ত সুস্বাদু। সবজি গাছ থেকে ছিঁড়ে সংগ্রহ করা যাবে না আস্তে করে কেটে সংগ্রহ করতে হবে যেন গাছে টান না পরে। তাহলে সবজি গাছের কোন ক্ষতি হবে না আশাকরি।টবে সবজি আবাদের অনেক সুবিধা রয়েছে। টবে সবজি আবাদের অনেক সুবিধা রয়েছে। বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে টপের সবজি রক্ষা করা যায়। পশু-পাখির উপদ্রব থেকে বাঁচানো যায়। সংসারের খরচ কমিয়ে আনা যায়। প্রয়োজনের অতিরিক্ত অপব্যয় হয় না। জৈব সার ব্যবহার করা যায় সবজিতে। ঘরের সৌন্দর্য বাড়ানোর অনেকে এগুলো ঘরে ভিতরে সাজিয়ে রাখে যা ঘরের সৌন্দর্য বাড়ায়।

20241017_165123.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Planting trees is a very beautiful work bro