Air Purifying Plants

in blurt-188398 •  2 months ago 

20241010_062227.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @kingparvez from Bangladesh

Very bad conditions in the house in the heat. The tree will give relief to all of you. Everyone gets headache in this heat. Trees are very useful to save from heat. How to keep the air in the house clean. Plant trees Planting trees will purify the air in your house. These trees cool the house very well on hot days. It is difficult to breathe in patchy heat. During summer the air is hot and this tree cools them. As a result, the room cools easily. So we all should plant this tree at home. This tree protects the house from many bad conditions in the heat. This tree will bring relief to everyone. You can keep this tree inside the house and it will keep your house cool throughout the year. The air will be clean. Comfort is available in summer. So we should keep this plant in everyone's house and cool the house and keep the house environment nice. You can also keep this plant in the house because this plant plays a very important role in enhancing the beauty of the house. It also looks very beautiful which is very attractive. Sometimes when it gets a little too big, it has to be cut with a caesar. Besides, there is no problem. This tree grows very big with little care. You can easily place this type of plant at the door of the house.

20241010_062225.jpg

This plant purifies the leaves of the house and removes toxins from the air. This tree is also known as head purification tree. This tree is not very big. This tree grows with very little care. It is possible to grow this tree with little care. Lives without dying even if exposed to direct sunlight. You can also put it in the bedroom. Placing it in the bedroom will purify the air in your bedroom
There are many good aspects of this plant. You can keep it at home. These plants will help to enhance the beauty of your home. You can easily keep these plants at home. Lives in very little light. Just a little water and care. Increases the beauty of the house. You can bring small plants to the house. You can enhance the beauty of the house by keeping it at home. This tree looks very beautiful. This plant completely removes any toxic substances from the air. Also, it creates a beautiful environment when kept indoors. Anyway, it is a very beautiful plant. This tree is in the house of every family. This plant has more or less many qualities. The role is not less to keep the environment good.

It is the most expensive tree among these trees and it is a very demanding tree. This tree looks very beautiful and is very useful. I went to the market and took pictures of some trees this time. It is really beautiful to look at and plays an important role in maintaining the balance of the environment. This plant should be grown indoors and with light care it grows very large and adds a lot of beauty and removes air pollutants.

20241010_062210.jpg

I also like to eat this tree. I bought this tree and the trees look very beautiful. And it is a tree of many beautifications. Many people bring this tree as a hobby and keep it at home. Because it adds a lot of beauty, it also looks very nice and feels good. I also buy from the market and take care of it. Everyone really likes it very much and I am no exception. They sell the trees of long ago. If you are looking for a beautiful house plant then I don't think there is any alternative to this tree. So this plant is used by many people worldwide and kept at home. And if you don't buy this plant then you won't get clean air at home. I hope you understand how to buy and care for this tree.

20241010_062142.jpg

Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.

ঘরের ভিতর গরমে অনেখ খারাপ অবস্থা। গাছ স্বস্তি দেবে আপনাকে সবাইকে।এই গরমে মাথা খারাপ হয়ে যায় সকলের। গরম থেকে বাঁচতেই গাছগুলো খুব উপকারী। ঘরের বাতাস পরিষ্কার রাখবেন যেভাবে। গাছ লাগান গাছ লাগানোর ফলে আপনার ঘরের বাতাস পরিশুদ্ধ হবে।গরমের দিনে এই গাছগুলো বাড়িতে খুব ভালো ঠান্ডা করে। প্যাচপ্যাচে গরমে শ্বাস নিতেও যেন কষ্ট হয়। গরমের সময় বাতাসও গরম থাকে আর এগুলোকে ঠান্ডা করে এই গাছ। এর ফলে রুম সহজে ঠান্ডা হয়। তাই বাসা বাড়িতে আমাদের সকলকে উচিত এই গাছ লাগানো। ঘরের ভিতর গরমে অনেক খারাপ অবস্থা থেকে রক্ষা করে এই গাছ। এই গাছ স্বস্তি দেবে সকলকে।এই গাছ আপনি ঘরের ভিতর রাখতে পারেন তাতে সারা বছরই আপনার ঘর ঠান্ডা থাকবে। বাতাস পরিশুদ্ধ থাকবে। গরমে আরাম পাওয়া যায়। তাই আমাদের উচিত এই গাছ সকলের ঘরে রাখা এবং ঘর ঠান্ডা করে এবং ঘরের পরিবেশ সুন্দর রাখা। এই গাছও আপনি ঘরে রাখতে পারেন কারণ ঘরের শোভা বাড়ানোর জন্য এই গাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখতেও অনেক সুন্দর লাগে যা অনেক মনমুগ্ধকর। মাঝে মাঝে যখন একটু বেশি বড় হয়ে যাই তখন সিজার দিয়ে কেটে দিতে হয়। এছাড়া কোনও সমস্যা হয় না।অল্প যত্নেই অনেক বড় হয়ে যায় এই গাছ। আপনি ঘরের দরজায় অনায়াসেই এই ধরনের গাছ রাখতে পারেন।

ঘরের পাতায় বিশুদ্ধ করে এই গাছ এবং বাতাস থেকে বিষাক্ত পদার্থ দূর করে। মাথায় বিশুদ্ধকরণ গাছ নামেও এই গাছ পরিচিত। খুব একটা বেশি বড় হয় না এই গাছ। খুব অল্প যত্নেই এই গাছ বাড়ে। অল্প পরিচর্যা করে এই গাছ বৃদ্ধি করানো সম্ভব । সরাসরি সূর্যের আলো পড়লেও মরে না জীবিত থাকে। আপনি বেডরুমেও রাখতে পারেন। এটি বেডরুমে রাখলে আপনার বেডরুমের বাতাস বিশুদ্ধ করবে অনেক গুন সম্পূর্ণ ভালো দিক রয়েছে এই গাছের। আপনি ঘরে রাখতে পারেন। আপনার ঘরের সৌন্দর্য বর্ধনের সাহায্য করবে এই গাছগুলো। সহজেই ঘরে রাখতে পারেন এই গাছগুলো। খুব অল্প আলোতেই বাঁচে। সামান্য পানি এবং পরিচর্যা করলেই হয়। ঘরের শোভা বাড়ায়।ছোট গাছ ঘরে এনে রাখতে পারেন। আপনি ঘরে রেখে ঘরের সৌন্দর্য বর্ধন করতে পারেন। দেখতে খুবই সুন্দর লাগে এই গাছ। বাতাস থেকে কোন বিষাক্ত পদার্থ একেবারে দূর করে দেয় এই গাছ ।এছাড়া ঘরের রাখলে দেখতে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।যাই হোক,এটি অনেক সুন্দর একটি প্লান্ট। এই গাছ সব পরিবারের ঘরে ঘরেই থাকে। এই গাছের কম বেশি অনেক গুণবলীই আছে। পরিবেশ ভালো রাখতে ভূমিকা কম নয়।

এইসব গাছের ভিতর ভিতরে সবথেকে দামি গাছ এটি এবং এটি অনেক চাহিদা সম্পন্ন একটি গাছ।এই গাছ দেখতে অনেক সুন্দর লাগে আবার অনেক উপকারী। আমি আমি বাজারে গিয়ে এইবার কিছু গাছ ছবি তুলেছি। আসলেই দেখতে অনেক সুন্দর এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গাছ বাড়ির ভিতরে রেখে বড় করতে হয় এবং হালকা যত্নে এই গাছ অনেক বেশি বড় হয় এবং অনেক সৌন্দর্য বর্ধন করে এবং বাতাসের দূষিত পদার্থগুলো দূর করে।

20241010_062121.jpg

এই গাছ আমারও খেতে অনেক ভালো লাগে। আমি এই গাছ কিনে নিয়ে আসি গাছগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। আর এটি অনেক সৌন্দর্য বর্ধনের একটি গাছ। অনেকে শখের বসে এই গাছ নিয়ে এসে রাখে বাসায়। কারণ এটি অনেক এটি অনেক সুন্দর্য বর্ধন করে তার পাশাপাশি এটি দেখতে অনেক সুন্দর এবং ভালো লাগে । আমিও বাজার থেকে কিনে নিয়ে এসেছি এবং পরিচর্যা করি। সবাই আসলে এটি অনেক খুব পছন্দ করে আমিও তার ব্যতিক্রম না আমিও অনেক পছন্দ করি । অনেক আগের দিনের গাছ তারা বিক্রি করে। যদি অনেক সুন্দর গাছ খুঁজে থাকেন বাসার বাড়ির জন্য তাহলে এই গাছের বিকল্প গাছ আছে বলে আমার মনে হয় না। তাই এই গাছটা বিশ্বব্যাপী অনেকেই ব্যবহার করে এবং বাসায় রাখে। আর যদি এই গাছ না কিনেন তাহলে বাড়িতে বিশুদ্ধ বাতাস পাবেন না । আপনারা কিভাবে এই গাছ কিনবেন এবং পরিচর্যা করবেন আশা করি বুঝতে পেরেছেন।

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!