My Gardening

in blurt-188398 •  last month  (edited)

20241109_170107.jpg

20241109_170109.jpg

20241109_170114.jpg

20241109_170121.jpg

20241109_170156.jpg

Gardening became a hobby. And I love gardening for a long time. So I really gardened. From here I prepare various vegetables. In continuation of that this time also I am preparing the garden to grow vegetables well this season. Apart from that, I am taking care of everything else in the garden. So we have to give importance to gardening. Nitrogen, phosphorus potassium and other materials should be provided regularly to the land for maintenance. Also water should be given to the land regularly. Care should start from planting. First of all after sowing the water level should be correct, care should be taken not to alter the water level. The amount and timing of fertilizer should be followed properly. The more water you give to the land, the better. Adequate watering is very important for lettuce. Special emphasis should be given to disease and pest control. Disease and pest control is very important in red cabbage cultivation. First you need to select, which pest and disease can attack red cabbage and take appropriate action in case of that disease. Medicines and other tools for that disease should be provided and applied with the advice of the Agriculture Officer. And it should be monitored regularly to increase the yield. Without monitoring, the yield will not increase and if the yield does not increase, your business may lose. So we cultivate ours but there is absolutely important. We have applied the messages well and we have monitored them well. Moreover, red vegetables are seen many times by attacking the virus type of disease. If the virus enters and attacks, then such medicine must be applied and pesticides must be applied.

Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.


A beautiful video of green rain school

বাগান করে একটা শখের মধ্যে পড়ে। আর আমি অনেক দিন থেকে বাগান করতে পছন্দ করি। তাই আমি সত্যি বাগান করেছি। এখান থেকে বিভিন্ন রকম সবজি আমি তৈরি করি। তার ধারাবাহিকতায় এবারও আমি এই সিজনে আমি সবজি চাষ করার জন্য ভালোভাবে চাষ করার জন্য বাগান প্রস্তুত করছি। তার পাশাপাশি বাগানের অন্যান্য সবকিছু পরিচর্যা করছি। তাই আমাদের বাগান করাতে গুরুত্ব দিতে হবে। পরিচর্যার জন্য জমিতে নাইট্রোজেন, ফসফরাস পটাসিয়াম ও অন্যান্য উপকরণগুলো নিয়মিত প্রদান করতে হবে। এছাড়াও জমিতে নিয়মিত পানি দিতে হবে। রোপণ থেকে পরিচর্যা শুরু করতে হবে। প্রথমে বীজ বপনের পর পানির মাত্রা সঠিকভাবে হতে হবে লক্ষ্য রাখতে হবে যেন পানির মাত্রায় হেরফের না হয়। সারের পরিমাণ এবং সময় সঠিকভাবে মেনে চলতে হবে।জমিতে যত বেশি পানি দিবেন তত ভালো হবে। লালশাকের জন্য পর্যাপ্ত পানি দেয়া খুবই গুরুত্বপূর্ণ। রোগ এবং পোকা প্রতিরোধের দিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। লালশাক চাষে রোগ এবং পোকা প্রতিরোধ খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে, লাল শাকের কোন পোকা এবং কোন রোগ আক্রমণ করতে পারে এবং সেই রোগের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নিতে হবে। কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে সেই রোগের মেডিসিন এবং অন্যান্য সরঞ্জাম গুলো সরবরাহ করে প্রয়োগ করতে হবে। এবং ফলন বৃদ্ধির জন্য রেগুলার এটা মনিটরিং করতে হবে। মনিটরিং না করলে ফলন বৃদ্ধি পাবে না আর ফলন বৃদ্ধি না পেলে আপনার ব্যবসায়ী লস হতে পারে। তাই আমরা আমাদের যে চাষ কিন্তু সেখানে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ। মেসেজগুলো ভালোভাবে আমরা এপ্লাই করেছি এবং ভালোভাবে আমরা মনিটরিং করেছি। তাছাড়া লাল শাক দেখা যায় অনেক সময় ভাইরাস ধরনের রোগা আক্রমণ করে ভাইরাস ঢুকে আক্রমণ করতে হলে অবশ্যই সে ধরনের মেডিসিন প্রয়োগ করতে হবে এবং কীটনাশক প্রয়োগ করতে হবে।

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  last month  ·  

আমাদের কমিউনিটির ইউজারদের জন্য একটা ডিসর্কড় সার্ভার চালু করা হয়েছে। এখানে আপনারা যে কোন প্রশ্ন করতে পারবেন এবং তার সঠিক উত্তর পাবেন। একই সাথে একজন ইউজার আর একজন ইউজারের সাথে সহজে পরিচিত হতে পারবেন এই সার্ভারের মাধ্যমে। তাই আমি মনে করি আপনাদের কাজের মান বৃদ্ধি করার জন্য এই সার্ভারে যুক্ত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় আপনারা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেন যেগুলো সমাধান কোনভাবেই করতে পারেন না, সেই সমস্যা গুলা ও এই সার্ভারের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হবে।

Join discord: https://discord.gg/hdH3GGvD